PDA

View Full Version : কোন ট্রেডিং সিস্টেম বেশি মুণাফাভিত্তিক?



Grimm
2019-08-04, 09:21 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন সিস্টেমে ট্রেড করা যায়। কেউ স্ক্যালপিং করে আবার কেউ লং ট্রাম করে আবার কেউ ইন্টারডে ট্রেডিং করে। আসলে এগুলোর মধ্যে কোন ট্রেডিং সিস্টেম খুবই সহজ এবং মুনাফাভিত্তিক। আর এর পাশাপাশি কোন ট্রেডিং সিস্টেমটা তুলনামুলকভাবে ঝুকি কম? আপনি কোন সিস্টেমটা ব্যবহার করে থাকেন আর কেন? আশা করি আপনার মন্তব্য দিতে ভুলবেন না।

IFXmehedi
2019-08-04, 10:33 AM
আমি মনে করি ভাই লং টার্ম ফরেক্স ট্রেডিং একটু কম রিস্কি । আমি একজন লং টার্ম ট্রেডার এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি লং টার্ম ফরেক্স ট্রেডিং এ লাভের অনুপাতটা অনেক ভাল । কিন্তু লং টার্ম ট্রেডিং এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধৈর্য আর একটু বড় পরিমাণ মূলধন থাকতে হবে । এছাড়া অন্যান্য মেথডগুলো আমার কাছে বেশী রিস্কি মনে হয় । কারণ আপনি মানি ম্যানেজমেন্ট মেনে লং টার্ম ট্রেড করলে অবশ্যই লাভ পাবেন ।

KaziBayzid162
2019-08-04, 07:55 PM
এক এক জন ট্রেডারের কাছে এক এক ধরনের ট্রেডিং সিস্টেম বেশি পছন্দনীয়, অর্থাৎ কেউ কেউ স্কাল্পিং করতে পছন্দ করে আবার কেউ লং টাইম ফ্রেম ট্রেডিং করতে বেশি পছন্দ করে থাকে। তাই কোন ট্রেডার এর কাছে স্কাল্পিং বেশি পছন্দনীয় বা মুনাফা ভিত্তিক বলে মনে হয়, তেমনি কিছু ট্রেডারের কাছে লং টাইম টাইম ট্রেডিং বেশি সুবিধাজনক বা লাভজনক বলে মনে হয় থাকে। তবে আমার কাছে স্কাল্পিং এর তুলনায় লং টাইম ট্রেডিং এ বেশি সুবিধাজনক বা মুনাফা ভিত্তিক বলে মনে হয়, কেননা স্কাল্পিং করার সময় খুব শর্ট টাইমে ট্রেড ক্লোজ করার প্রয়োজন হয়, এবং ট্রেড করার পরে মার্কেটের দিকে সজাগ দৃষ্টি রাখতে হয়,পাশাপাশি যথাসময়ের মধ্যে ট্রেড ক্লোজ করতে না পারলে লাভের পরিবর্তে লস্কর এর মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে লং টাইম ফ্রেমে ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাছাড়া এই সিস্টেমে প্রফিট এর পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, শুধু তাই নয় এই পদ্ধতিতে একজন ট্রেডার ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে মার্কেট থেকে সরে যেতে পারে অর্থাৎ প্রতিনিয়ত ও তার ডিভাইস এর সামনে বসে মার্কেটের দৃষ্টি রাখার প্রয়োজন হয় না। তাছাড়া আমি নিজেও লং টাইম ফ্রেমে ট্রেডিং করে এখান থেকে খুব ভাল প্রফিট করতে পারছি, এজন্যই আমার কাছেই স্কাল্পিং এর তুলনায় লং টাইম ফ্রেমের ট্রেডিং বেশি সুবিধাজনক এবং মুনাফা ভিত্তিক বলে মনে হয়।