PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?



shuvo2014
2014-12-11, 02:42 PM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট।

fxover
2015-09-17, 02:49 AM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট।

ফরেক্স ট্রেড করার জন্য আপনার সর্বপ্রথম যে গুনটি থাকা দরকার তা হচ্ছে ধৈর্য্য। ধৈর্য্য ধরে আগে আমাদের ফরেক্স শিখতে হবে । না শিখে ফরেক্স করলে লস ছাড়া আর কিছুই হবে না । তাই আমাদেরকে আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে । ফরেক্স এর টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস আমদের ভালো করে আয়ত্ত্ব করতে হবে । আর সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপুর্ন তা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা ।

swadip chakma
2015-09-24, 01:26 AM
ফরেক্স মার্কেট যেহেতু একটি অনলাইন ভিত্তিক ব্যবসা সেক্ষেত্রে একজন ট্রেডারের অবসস্যাই তার নিজস্ব কম্পিউটার প্রয়োজন , সাথে ইন্টারনেট সংযোগ তো অবসস্যাই লাগবে তা নাহলে কখনো কাজ করা যাবে না।এছাড়া যদি একটি এনড্রয়েড ফোন থাকলে ও ফরেক্স মার্কেট এ ট্রেডিং করা যায়।

Momen
2015-09-24, 03:34 PM
ফরেক্স এ ট্রেড করা জন্য ভাল এক্সপেরিয়েন্স দরকার, ফরেক্স মার্কেটের শুরুতে থেকে আজ পর্যন্ত সব কিছুই ভাল ভাবে জানা দরকার, মার্কেটের মুভমেন্ট ফলো করা দরকার।

pips
2015-09-27, 12:37 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য আপনার যা যা দরকার হবে তা হল। একটা কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন। আর আপনার যদি পিসি বা কম্পিউটার না থাকে তাহলে আপনার একটা এনড্রয়েড মোবাইল থাকলেই হবে। কারন এখন ফরেক্স এর সুবিধা অনেক যে কেউ চাইলে খুব সহজেই ফরেক্স এ ট্রেড করতে পারে। তার জন্য তার এই দুইটা জিনিস আর নিজের মেধাশক্তি ছাড়া তেমন কিছু এর প্রয়োজন হয় না।

AbuRaihan
2015-10-03, 08:57 PM
বাংলাদেশের মানুষ চাইলে ফরেক্স এ তাদের মূল্যবান সময় ব্যায় করে টাকা ইনকাম করতে পারে । এখন অনেকের কাছে কম্পিউটার আছে । কিন্ত তারা সারাদিন শুধু গেইম খেলার কাজে ব্যাস্ত এতে করে তারা পিছিয়ে পড়ছে । কিন্ত তারা চাইলে তাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার মাধ্যমে অনলাইনভিত্তিক সবচেয়ে বড় মার্কেট প্লেস ফরেক্সে কাজ করতে পারে । এটার জন্য শুধু দরকার ইচ্ছাশক্তি । এখানে ডিপোজিট করারও কোন চাপ নেই । কারণ ফোরামের পোস্ট এর মাধ্যমে একটা মূলধন গঠন করা যায় । তাই আমরা যারা ফরেক্স সম্পর্কে জানি এবং অভিজ্ঞ তাদের উচিত আশেপাশের শিক্ষিত বেকারদেরকে এই জগতে আহবান জনানো এবং বেকারত্ব হ্রাস করায় ভূমিকা রাখা ।

RUBEL MIAH
2015-10-05, 08:56 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে কম্পিউটার এবং অন্যান্য যন্তাদি প্রয়োজন । আর সবচেযে যে জিনিসটা প্রয়োজন সেটা হল ধৈর্য।

MotinFX
2015-10-06, 09:32 AM
ফরেক্স ট্রেড করতে হলে প্রথমে একটা পিসি বা এন্ড্রয়েট মোবাইল। এরপর আপনাকে যেটা করতে হবে ফরেক্স মার্কেটে ট্রেড আপনাকে এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং ধৈর্য ধরে ট্রেড করতে হবে।

HKProduction
2015-12-09, 11:08 AM
আমরা কম্পিউটার কিংবা মোবাইল সেটের মাধমে এ ব্যবসা করতে পারি। যেহেতু এটি একটি অনলাইন ব্যবসা তাই অবশ্যই আমাদেরকে নেট কানেকশন নিতে হবে। সব কিছু ঠিক থাকলে আমরা আমাদের ট্রেড ডেমো প্রাকটিস থেকে শুরু করতে পারি। আমাদের সৎ ইচ্ছা ও আত্ম বিশ্বাস আমাদেরকে এ ব্যবসায় প্রতিষ্ঠিত করতে পারে।

sayem11
2015-12-10, 01:04 AM
ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল এই সবতো শুধুমাত্র মাধ্যম, কিন্তু আমি বলব ফরেক্স ট্রেডের জন্য একজন নুন্যতম গ্র্যাজুয়েট শিক্ষিত ব্যক্তি, ভালো ধৈর্যশীল হওয়া ও একটি ভালো স্ত্যাটেজি থাকা জরুরী ।

Realifat
2015-12-20, 02:23 PM
ফরেক্স ট্রেডিং করতে অনেককিছু প্রয়োজন। কারন ফরেক্স ট্রেডিং সম্পুর্ন অনলাইনে হয়ে থাকে। এজন্য সবার আগে প্রয়োজন ইন্টারনেট কানেকশনসহ একটা পিসি,ল্যাপটপ, অথবা ভালো মানের মোবাইল হতে পারে সেটা অ্যান্ড্রয়েড। আর তারপর প্রয়োজন পুজি বা ডলার। এই ডলার কোনো পরিচিত ফ্রিলানসারদের নিকট থেকে সংগ্রহ করতে পারি।

basaki
2015-12-20, 09:21 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ইন্টারনেট এর ব্যবহার সম্পর্কে ধারনা থাকতে হবে। তারপর আপনাকে ফরেক্স ট্রেডিং একাউন্ট খোলতে হবে। এবং ধ্যের্য্য ধরে বেস কিছুদিন ডেমো ট্রেড করে দক্ষতা অর্জন করে লাইভ ট্রেড করতে পারেন।

Marufa
2015-12-20, 09:23 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার একটি স্মার্ট ফোন অথবা পিসি থাকতে হবে ।এরসাথে সাথে একাউন্ট ভেরিফাই করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভোটার আইডিকার্ড , ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি থাকতে হবে ।

real80
2016-02-16, 12:18 AM
ফরেক্স বিজনেস বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস গুলর মধ্যে একটি। ফরেক্স বিজনেসের এত জনপ্রিয়তার পিছনের কারন হল এর সরলতা। ফরেক্স বিজনেসে ট্রেডিং করতে বেশি কিছুর দরকার হয় না। একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই এই মার্কেটে অংশ নিয়ে যে কেউ ট্রেডিং শুরু করতে পারেন। ঘরে বসেই অথবা নিজের সুবিধামতন স্থানে বসেই ট্রেডিং করা যায়।

arvi
2016-02-20, 03:59 PM
ফরেক্স মার্কেট যেহেতু সম্পূর্ণই ইন্টারনেট ভিত্তিক ,তাই প্রথমেই একটি কম্পিউটার থাকে হবে অবশ্যই নিজের পিসি হলে খুবই ভালো । নেট কানেকশন থাকতে হবে । ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা থাকা জরুরি। তবে এখন এন্ডরয়েড ফন আরও সহজ করে দিয়েছে আমদের ফরেক্স এ ট্রেড করার জন্য। এবং অবশ্যয় ফরেক্স সম্পর্কে জানাথাক্তেই হবে ।

ASADUR RAHMAN
2016-03-14, 08:50 PM
এটি একটি অনলাইন ব্যবসা তাই অবশ্যই আমাদেরকে নেট কানেকশন নিতে হবে।কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার মাধ্যমে অনলাইনভিত্তিক সবচেয়ে বড় মার্কেট প্লেস ফরেক্সে কাজ করতে পারে । যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ,

rahmot255
2016-03-16, 01:03 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট যেহেতু একটি অনলাইন ভিত্তিক ব্যবসা সেক্ষেত্রে একজন ট্রেডারের অবসস্যাই তার নিজস্ব কম্পিউটার প্রয়োজন , সাথে ইন্টারনেট সংযোগ তো অবসস্যাই লাগবে তা নাহলে কখনো কাজ করা যাবে না।এছাড়া যদি একটি এনড্রয়েড ফোন থাকলে ও ফরেক্স মার্কেট এ ট্রেডিং করা যায়।

abdulguffer
2016-03-16, 09:48 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য প্রয়োজন ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ও দক্ষতা। এর পর একটা ভালো মানের কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন লাগবে। এখন আপনি পছন্দসই ব্রোকার এর আন্ডার এ একটি একাউন্ট ওপেন করে , তা ভ্যারিফাই করে নিন । এখন আপনি টাকা ডিপোজিট করে আপনি ঘরে বসে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।

yasir arafat
2016-04-01, 02:38 AM
যেহেতু ইন্টারনেট কানেকশনের মাধ্যমে নেট থেকে যাবতীয় তথ্য টার্মিনালে আসে এবং মেটাট্রেডারের অপারেটিং সিস্টেমটা চালু করার জন্য পিসি দরকার ,সুতরাং ইন্টারনেট কানেকশন এবং পিসি ফরেক্সের বাহ্যিক মূখ্য উপাদান।আমাদের ফরেক্সে আসার আগে এগুলোল ব্যবস্থা করতে হবে

yasir arafat
2016-04-01, 03:25 AM
ফরেক্স করতে হলে আপনাকে ইন্টারনেট কানেকশনসহ একটি উইনডোজ পিসি দরকার।সাথে দরকার আছে ধৈর্য এবং মেধা।যা দিয়ে আপনি ফরেক্সে ঠিকে থাকবে।কারণ আমরা যদি দরকারের কথা তুলি তাহলে বিভিন্ন রকম প্রয়োজনীয়তার কথা উল্লেখ হয়ে আসে।

sharifulbaf
2016-05-21, 08:39 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য দরকার একটি ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, এবং ট্রেডিং করার অভিজ্ঞতা, তাই ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডিং করবে তাদের জন্য ভাল মাধ্যম হল ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করে ট্রেডিং প্রেক্টস করার মাধ্যমে ভাল প্রফিট করার কলাকৌশল শিখে লাইভ একাউন্টে ট্রেডিং করা যায়।

nisho5533
2016-08-21, 04:21 PM
আমি মনে করি ফরেক্স করার জন্য রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে।প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করতে হবে।প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করতে হবে। লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে। অভার ট্রেডিং বন্ধ করতে হবে।

milonkhanfx1993
2016-09-28, 12:53 PM
ফরেক্স এর জন্য পিসি থাকাটা জরুরি কারন আপনি শুধু মোবাইল দিয়ে অনেক অ্যানালাইসিস করতে পারবেন না,অনেক প্রশ্ন করে যে ট্যাব কেমন হবে,আমি বলব না আপনি পুরাতন বা নতুন একটি পিসি ই নেন ফরেক্স এর জন্য

majidiqbal
2016-09-28, 01:12 PM
ফরেক্স ট্রেড করার জন্য আপনার যা যা থাকা দরকার তা হচ্ছে
1. ফরেক্স সম্পর্কে খুব ভাল করে শিখা।
2. একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল।
3. ভাল ইন্টারনেট কানেকশন।
4. এবার দরকার কিছু ইনভেষ্টমেন্ট। বাস এবার আপনি ফরেক্স ট্রেড করার উপযুগী।
বিশেষ দ্র:ব্য: লাভ এবং লস সবটাই নির্ভর করবে আপনার অভিক্ষতার উপর।

MoinFX
2016-10-06, 03:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কম্পিউটার সাথে নেট কানেকশন লাগবে এবং আপনাকে ইন্টানেট সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটের বেসিক দিক গুলো ইন্টারনেট থেকে জানা যায় তবে আপনাকে বিস্তারিত জানতে হলে কারো সহযোগিতা নিতে হবে।

Rahat015
2016-10-15, 11:22 PM
ফরেক্স ট্রেড করার জন্য আপনার সর্বপ্রথম যে গুনটি থাকা দরকার তা হচ্ছে ধৈর্য্য। ধৈর্য্য ধরে আগে আমাদের ফরেক্স শিখতে হবে । না শিখে ফরেক্স করলে লস ছাড়া আর কিছুই হবে না । তাই আমাদেরকে আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে । মূলবিষয় গুলা ভালভাবে বুজতে হবে। আর লাগবে ইন্টারনেট সংযোগ আর পিসি।

mithunsarkar
2016-10-20, 12:11 PM
আমি ফরেক্স মার্কেট ট্রেডিং করতেছি প্রায় ৫মাস হলো।ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ধারনা অনেক কম তাই লাভের চেয়ে লসের সংখ্যা অনেক বেশি।তারপরে ও আমি ফরেক্স মার্কেট নিজের পেশা হিসেবে নিয়েছি আমি মনে করি আমি যদি ফরেক্স ব্যবসায় ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে পরবর্তীতে আমি অনেক টাকা আয় করতে পারব।

md mehedi hasan
2016-11-05, 08:47 AM
ফরেক্স করতে একটি পিসি বা লাপটপ বা মোবাইন এবং নেট কানেকশনের জন্য মডেম থাকতে হবে।আর ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখে হলে লোভ ত্যাগ ধৈর্য ধারন করতে হবে।

Mamun13
2017-10-04, 08:04 PM
ফরেক্স মার্কেটে যারা নিয়মিত ও পেশাদার ট্রেডার তারা ভালো করেই জানেন যে ফরেক্স ট্রেড করার জন্য নেট কানেকশান সহ একটি পি.সি বা উইন্ডোজ মোবাইলই যথেষ্ট নয়৷ফরেক্স ট্রেড কখনোই কোনোও গেইম খেলা নয় যে তা শুধু মাত্র একটি নেট কানেকশান সহ পি.সি বা উইন্ডোজ মোবাইল হলেই করে ফেলতে পারবেন...ফরেক্স ট্রেডিং কী এতই সহজ বিষয় ? তাহলে দিনের পর দিন,মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে নিয়মিত প্র্যাকটিস করে এতোসব ট্রেডিং কৌশল শিখতে হয় কেন ? ফরেক্স ট্রেড করার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে,খুঁটিনাটি সব বিষয় ও ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে,নিয়মিত ডেমো প্র্যাকটিস করে করে মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হবে৷সঠিক ভাবে এনালাইসিস করা শিখতে হবে৷

expkhaled
2017-10-13, 09:07 PM
শুধু পিসি নেট কানেশন, এন্ড্রয়েড সেট এ সব কিছু নয়। আপনাকে আগে ট্রেডিং শিখতে হবে এবং এর ব্যপারে প্রচুর পরিমানে জ্ঞান অর্জন করতে হবে। ডেমো প্রাকটিস করতে হবে। প্রতিদিন কিছু কিছু সময় দিতে হবে পড়ালেখা করতে হবে জানার জন্য। ১-২ বছর লাগতে পারে আপনার ফরেক্স বুঝতে আমার মনে হয়। তারপর যদি আপনা ধৈর্য্য থাকে তাহলে হয়তো আমরা রিয়েল ট্রেড করতে পারবো।