PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এর সময় নিজের রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?



Grimm
2019-08-05, 04:10 PM
অনেক সময় দেখা যায় যে, ট্রেডিং এ লস করলে নিজের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আর এই কারণে দেখা যায় যে, পরবর্তী ট্রেড ভুল হয়ে থাকে যার ফলে লসের পরিমণ বৃদ্ধি পায়। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারতাছি না। আশা করি আপনারা এক্ষেত্রে নিজেদের রাগ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। আপনারা কিভাবে আপনাদের রাগ নিয়ন্ত্রণ করে থাকেন যখন আপনাদের ট্রেড লস এ ক্লোজ হয়?

ARIFULISLAM1996
2019-08-05, 09:21 PM
কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আবেগ প্রবণতা এবং রাগের কোন স্থান নেই। ফরেক্স অত্যন্ত লাভজনক একটি ব্যবসা অপরদিকে খুব ঝুঁকিপূর্ণও বটে।তাই ফরেক্স করার আগে নিজের মধ্যে থেকে লোভ পরিহার করতে হবে এবং নিজেকে একজন ধৈর্যশীল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। ফরেক্স মার্কেটে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবে সে তত বেশি প্রফিট করতে পারবে। সাধারণত আমরা লসের মুখে পড়ে থাকি আমাদের নিজের ভুলের জন্যই। যেকোন ব্যবসাতে লাভ লস থাকবেই।আর সেই লসটাকে সামলানোর ক্ষমতা থাকতে হবে।লস হলে সেই লসকে পুষিয়ে নেয়ার জন্য রেগে গিয়ে উল্টাপাল্টা ট্রেড করা যাবে না।আপনার যদি খুবই রাগ ওঠে তাহলে সেই সময়গুলোতে ট্রেড না করাই ভালো। কেননা রাগের ফল আপনার লসকে দ্বিগুন করে দিতে পারে। আর এজন্য যখন মানসিক চাপ কম থাকে বিশেষ করে রাতের বেলা ট্রেড করাই উত্তম বলে আমি মনে করি।

AMIRSHIKDER976
2019-08-05, 09:31 PM
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে রাগ করে ট্রেড করা যাবে না। আপনি যদি উত্তেজিত হয়ে ট্রেড করেন তাহলে আপনার লস করবেন লস করলে আপনি এখানে কখনোই সফল হতে পারবেন না তাই সব সময় মাথা ঠাণ্ডা রেখে রাগকে কন্ট্রোল করে তার পরে ট্রেস করতে হবে। যদিও বা কখনো আপনি ট্রেড করতে গিয়ে লস হচ্ছে দেখতেছেন তখন আপনি নিজেকে কন্ট্রোল করে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ এখন লস করলে পরবর্তীতে আপনি লাভ করবেন সব সময় যে লাভ করবেন বিষয়টা এমন নয়।

KF84
2019-08-08, 11:25 PM
ফরেক্স ট্রেডিং এর সময় নিজের রাগ নিয়ন্ত্রন করতে চাইলে ট্রেডিং ওপেন করার পূর্বেই কিছু সিদ্ধান্ত নেয়া প্রয়োজন । যেমন লাভ লস ব্যবসারই অংশ তাই যাই হোক না কেন সেটি মেনে নেয়ার মন মানসিকতা । স্টপ লস এবং টেক প্রফিট টুল ব্যবহার করা এতে আপনি যে বিষয়ে উপকৃত হবেন তা হল ট্রেড ওপেন করার পর আপনাকে বার বার ট্রেড দেখতে হবে না । ফলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন না যদি মার্কেট আপনার বিপরীতে যায় ।

DJSUMON777
2019-08-09, 02:10 AM
ভাই ফরেক্স হলো একটি ব্যবসা একটি ইনকাম সোর্স আর এখানে কোন আবেগ রাগ অনুভূতি এসবের কোন ভিত্তি নেই। এখানে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কাজে লাগিয়ে প্রফিট করতে হয়। এখানে আপনি সব রুলস মেনে কাজ করতে পারলে আপনার লস হবে না।আর যদি কখনো অনাকাঙ্ক্ষিত লস হয় তখন সেটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে এবং যে ভুলের কারণে আপনার লস হলো সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে যাতে পরবর্তীতে এমন ভুল আর না হয়।