PDA

View Full Version : ফরেক্সে রোবট



jasminbd
2019-08-05, 07:16 PM
সাধারণত রোবট বলতে একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার বিভিন্ন কাজে মূলত মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফরেক্সে রোবট হচ্ছে একটি সফটওয়্যার যা নিজে থেকে বিভিন্ন এলগোরিদম প্রক্রিয়া অবলম্বন করে নিজ থেকে কোনও ট্রেড নেয় এবং তা নিজেই ক্লোজ করে। অর্থাৎ আপনি যদি কোন ট্রেড প্লাটফর্মে রোবট বা EA (এক্সপার্ট অ্যাডভাইজর) সেট করেন তাহলে রোবট তার এলগোরিদম ব্যবহার করে আপনাআপনি থেকে ট্রেড নিবে এবং ক্লোজ করবে এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনাকে শুধু প্ল্যাটফর্ম নিরবিছিন্নভাবে ওপেন রাখতে হবে।
এটি কিভাবে কাজ করে?
মুলত C++ এবং MQL প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমেই mt4 টার্মিনালের EA (Expert Advisor) বা ফরেক্স রোবট তৈরি হয়। এটা মুলত একজন ট্রেডারের প্রফিটেবল স্ট্রাটেজিকেই কোডিং করে ফরেক্স রোবট বানানো হয়। তাই কোন রোবট লস করলে বুঝতে হবে স্ট্রাটেজিটাতে প্রবলেম আছে। অথবা কোডিংয়ে সমস্যা আছে। রোবট বিনামূল্যে পাওয়া যায় আবার টাকা দিয়েও কেনা লাগে।

ফরেক্স রোবটের উপকারিতা কি?
ফরেক্স রোবটের সবচেয়ে বড় উপকারিতা হলো এটা যেহেতু একটি প্রোগ্রাম তাই এতে মানবিক কোন গুনাবলী থাকবেনা। তাই সাইকোলজিকাল বা সেন্টিমেন্টাল কোন ব্যাপার এতে থাকবেনা। আমরা যারা প্রফিটেবল একটি স্ট্রাটেজি থাকার পরো শুধু মাত্র সা্ইকোলজিকাল প্রবলেমের কারনে প্রফিট করতে পারিনা তাদের জন্য ফরেক্স রোবট হতে পারে সুন্দর একটি সমাধান।
এছাড়া ফরেক্স রোবট যদি টার্মিনালে সেট করে দেন তাহলে সে অটোমেটিক ট্রেড নিবে এবং বন্ধ করবে। তাই আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজ করতে পারেন রোবটের উপর আপনার ট্রেডের দায়িত্ব ছেড়ে দিয়ে।
ফরেক্স রোবটের অপকারিতা কি?
ফরেক্স রোবটের উপকারিতা যেমন আছে তেমনি অপকারিতাও আছে। নরমাল মেনুয়াল ট্রেডে আমরা যেমন মার্কেট এনালাইসিস করে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড নিই। কিন্তু ফরেক্স রোবট জাষ্ট কিছু টেকনিক্যাল লেভেল ব্যবহার করেই বানানো হয়। তাই সে যখনি তার মধ্যে দেয়া ইনপুটগুলো পূরণ হয় তখনি ট্রেড নিয়ে নেয়। ম্যানুয়াল ট্রেডে আমরা যেভাবে একটা ট্রেডকে কন্ট্রোল করতে পারি ম্যানেজ করতে পারি রোবট ট্রেডে কিন্তু সেটা থাকেনা। যার ফলে রোবটকে যে মার্কেট কন্ডিশনে তৈরি একটি স্ট্রাটেজি দিয়ে কোডিং করা হয়েছিল অনেক সময় মার্কেট সিচুয়েশন চেঞ্জ হবার কারণে সে স্ট্রাটেজি আর কাজ করেনা তখন রোবট লস করতে থাকবে।

এই ফরেক্স বাংলা ফোরামে অনেক বিভিন্ন রোবট শেয়ার করে থাকে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এখানে দেখুন (http://forex-bangla.com/forumdisplay.php?35)

তবে রোবট বা এক্সপার্ট অ্যাডভাইজর ব্যবহার এর আগে এর BackTest এবং ডেমোতে ব্যবহার করে এর দক্ষতা যাচাই করে নিবেন।

Fxxx
2020-02-03, 02:52 PM
অনেক তথ্য উপসহাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি রোবটের পক্ষে নই এবং কখনো রোবট ব্যাবহার করতে চাইনা কারন রোবট ব্যাবহারে একজন ট্রেডার নিজেকে দক্ষহীন করে তুলবে। এখন মার্কেটে অনেকেই রোবট সেল করে এবং তাদের বেশিরভাগই আমার কাছে অকার্যকর বলে মনে হয় বর্তমানে সবাই রোবটকে ব্যাবসা হিসেবেই নিয়ছে এবং নিত্যনতুন যে যেমন পারছে রোবট বানিয়ে ফেলছে।

Fxxx
2020-02-03, 04:19 PM
অনেক তথ্য উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি রোবটের পক্ষে নই এবং কখনো রোবট ব্যাবহার করতে চাইনা কারন রোবট ব্যাবহারে একজন ট্রেডার নিজেকে দক্ষহীন করে তুলবে। এখন মার্কেটে অনেকেই রোবট সেল করে এবং তাদের বেশিরভাগই আমার কাছে অকার্যকর বলে মনে হয় বর্তমানে সবাই রোবটকে ব্যাবসা হিসেবেই নিয়ছে এবং নিত্যনতুন যে যেমন পারছে রোবট বানিয়ে ফেলছে।

Jid13
2020-02-29, 05:15 PM
রোবট অনেকে বলে কার্যকারী আবার অনেকে বলে বিপদজনক। তবে আমার মতে ভালো রোবট আবার ফেক বা খারাপ রোবট খারাপই। সবাই ভালো রোবট দেয় না আবার সব রোবটও খারাপ হয় না। তবে পার্সোনাল স্কিল সবসময়ই রোবটের চেয়ে বেস্ট বলে আমি মনে করি।

amreta
2020-03-01, 05:33 PM
আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি খামারে কঠোর পরিশ্রম করেন তবে আমরা অবশ্যই আপনার উপর সফল হব। আপনি যদি খামারে কঠোর পরিশ্রম না করেন তবে আপনি এই ক্ষেত্রে কখনও সফল হতে পারবেন না। কাজ অবশ্যই করা উচিত যাতে আপনি এই ক্ষেত্রে খুব দ্রুত সফল হতে পারেন Hard কঠোর পরিশ্রম আপনার আসল রহস্য হতে পারে এই খামারে অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত।

Grimm
2020-03-01, 08:23 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করা অনেক বিপদজ্জনক। কারণ রোবট সবসময় একইভাবে চলাচল করে থাকে অর্থাৎ এই রোবট একটি প্রোগ্রাম এর মাধ্যমে তৈরি করা কিন্তু ফরেক্স মার্কেট একই গতিতে চলাচল করে না অর্থাৎ ফরেক্স মার্কেট রোবটের মতো কাজ করে না। সেক্ষেত্রে বোঝা যায় যখন ফরেক্স তার গতিবিধি বদলায় তখন রোবট তার নিয়মঅনুসারে কাজ করতে পারে না, যার ফলে আপনার লস হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়। তাই আপনি যদি এই মার্কেট হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে অবশ্যই রোবট পরিহার করে ট্রেড করুন।

Rokibul7
2020-03-07, 01:23 PM
ভাই এই যে ফরেক্স রোবট এর কথা বললেন এটা কি যে কেউ সেট করতে পারবে আর এটা কিনতে গেলে এই সফটওয়্যার টার কেমন দাম হতে পারে অর্থমূল্য এবং বিনামূল্যে রোবট এর মধ্যে পার্থক্যটা টা কি ভাই আমি ফরেক্স মার্কেটে নতুন তাই অনেক কিছুই জানিনা তবে জানার অনেক আগ্রহ আছে কারন একটা উইড্র পাইছি তো তাই

Wajih Toushif
2020-03-17, 03:47 PM
রোবট প্ল্যাটফরম এর পক্ষে আমি নই, রোবট এর মাধ্যমে ট্রেডিং করলে নিজের কোন অভিজ্ঞতা হয় না সাথে হটাত করে লস হবার চান্স থাকে যেটা কেনো হল তা আপনি বুঝে উঠতে পারবেন না।

নিজে নিজে ফরেক্স ট্রেডিং করলে পারলে ভালো আর না পারলে নেই। কিন্তু রোবট এর মাধ্যমে ট্রেডিং না করাই ভালো আমি মনে করি। আর যদি আপানার অনেক টাকা থাকে আর সময় কম থাকে তাহলে বলবো করতে পারেন। আপনি লাভ বেড় করতে পারবেন অনেক ইনভেস্ট করে।

FREEDOM
2020-06-17, 03:52 AM
ফরেক্স মার্কেটে রোবট ট্রেডিং। আসলে রোবট ট্রেডিং এখন অনেক কমন এবং সস্তা হয়ে গিয়েছে। যারা অল্প কিছুদিন ধরে ট্রেড করছে তারাও রোবট তৈরি করে সেল করা শুরু করে দিয়েছে। এটা এখন একটি ব্যাবসায় পরিনত হয়ে গিয়েছে যে কারনে ভালো রোবট পাওয়ায় এখন কষ্টকর। আর তাছারা আমার মনে হয় রোবট দিয়ে ট্রেড করার চিন্তা একেবারেই বাদ দেয়া উচিত কারন নিজে ভালো ট্রেডিং করতে না পারলে বা ভালে এনালাইসিস করতে না পারলে রোবট বা সিগন্যাল কোনোটা দিয়েই আসলে প্রফিট করা সম্ভব হবে না।

Mahmud1984fx
2020-06-25, 12:03 PM
ফরেক্স ট্রেডিংয়ে রোবটের অনেক কথায় শুনেছি বা পড়েছি কিন্তু কখনো বাস্তবে ব্যবহার করি নাই। যারা রোবটের সাহায্যে ট্রেড করেনা তারা কি আদৌ প্রফিট করতে পারেন। আমার মনে হয় ফরেক্স যেহেতু একটা *সুন্দর ব্যবসা সেহেতু রোবট,সিগন্যাল বা অন্য কারো বা কিছুর উপর ডিপেন্ড না করে নিজেই বুঝে-শুনে এবং এ্যানালাইসিস করে ট্রেড করা ভাল। কথায় বলে না নিজের বুদ্ধিতে ফকির হলেও ভাল,পরের বুদ্ধিতে রাজা হলেও ভাল না। তাই নিজের উপর আস্থা রাখুন,নিজের মেধাকে কাজে লাগান।