PDA

View Full Version : আমার ভেরিফাই করার ডকুমেন্টস নেই। আমি কি কø



shuvo2014
2014-12-11, 02:54 PM
আপনার যদি ভেরিফাই করার মত ডকুমেন্টস না থাকে তবে আপনি ভাল হয় একটি পাসপোর্ট ইস্যু করে নিন। এটা আপনার পরবর্তী জীবনে সবসময়ই কাজে লাগবে। অ্যাড্রেস ভেরিফাই এর জন্য ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের কাছে বিলের একটি প্রিন্টেড কপি দিতে বলুন।

fxover
2015-09-17, 03:57 PM
আপনার যদি ভেরিফাই করার ডকুমেন্ট না থাকে তাহলে আপনি আপনার পরিবারের অন্য কারোও নামে ইন্সটাফরেক্সে একটি একাউন্ট করেন যার ভেরিফিকেশন এর জন্য সব ডকুমেন্ট আছে । হয়ে গেল আপনার সমস্যার সমাধান । ফরেক্স মার্কেটে আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন কিন্তু টাকা উঠাতে পারবেন না । টাকা উঠানোর জন্য আপনার একাউন্টটি ২য় লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে ।

Harun1650
2015-09-18, 03:24 PM
আপনার যদি পার্সপোর্ট না থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড, অথবা ড্রাইবিং লাইসেন্স এর যেকোন একটা থাকলে আপনি আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন। আর ভেরিফাই না করলে আপনার টাকা উত্তলন করতে প্রবলেম করবে আপনি বেশি পরিমান টাকা উত্তলন করতে পারবেন না। ভেরিফাই এর দুইটি ধাপ প্রথম ধাপ কমপ্লিট করলে বা একি সাথে দুইটার জন্য কাগজ জমা দিতে পারেন দ্বিতীয় লেভেল এর জন্য আপনাকে বিদ্যুৎ বিলের কাগজ,ব্যংক স্টেট্মেন্ট যেকোন একটা দিয়ে ভেরিফাই কমপ্লিট করতে পারবেন।

swadip chakma
2015-09-24, 01:21 AM
যদি আপনার নামে একাউন্ট খেলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উসিত হবে একটা ইমারজেন্সি পাসপোট রেডি করা আর যদি আপনার নামে একাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কারোর ডকুমেন্টস ব্যবহার করে ফরেক্স এ ভেরিফাই করার জন্য ডকুমেন্টস আপলোড করতে পারেন ।তাহলে সহজে ভেরিফাই হয়ে যাবে।

Momen
2015-09-24, 03:35 PM
আপনি চাইলে আপনার কোন বড় ভাই বা কাক্কার পাসপোর্ট নিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন। কারন একাউন্ট ভেরিফাই করা খুবই জরুরি।

AbuRaihan
2015-10-05, 08:07 PM
দুই স্তরের ভেরিফিকেশন এর জণ্য আমাদেরকে কিছু কাগজপত্র কিংবা ডকুমেন্টস প্রয়োজন পড়ে । এই ডকুমেন্টসগুলো দ্বারা দুই লেভেলের দুইবার করে ভেরিফিকেশন করতে হয় । এতে করে যারদের ডকুমেন্টস ঠিক নেই তারা অনেক বিপদে পড়ে যান । যা হোক যাদের কাছে ভেরিফিকেশন এর জন্য পর্যাপ্ত ডকুমেন্টস নেই তারা পরিবারের অন্য সদস্য যার সব কগজ আছে তার নামে একাউন্ট খুলতে পারেন । কেননা ভেরিফিকেশন ব্যাতিত আপনি টাকা উত্তলোন করতে পারবেন না ।

Md Akter Hossain
2016-01-25, 10:45 PM
আপনার যেহেতু কোন ধরনের ডকুমেন্ট নেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তাহলে আর কি করবেন । সবথেকে ভালো হয় আপনি যদি আপনার পরিবারের কারো নামে অ্যাকাউন্ট খোলেন যার ডকুমেন্টস আছে । সেক্ষেত্রে আপনি আপনার বাবা বা মায়ের নামে করতে পারেন ।

sharifulbaf
2016-01-26, 08:13 AM
আপনার ভেরিফাই করার জন্য যদি কোন ডকুমেন্ট না থাকে সেই।ক্ষেত্রে আপনি একটি পাসপোর্ট ইস্যু করতে পারেন,তা আপনার জিবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে,আর ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর কপি নিতে পারেন বা বিদ্যুৎ বিলের কপি,গ্যাস বিলের কপি দিয়েও আপনার ঠিকানা ভেরিফাই করাতে পারেন,এভাবে করে দেখিতে পারেন।

basaki
2016-01-29, 09:13 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনার জিবনের পরিবর্তন করতে চান তবে আপনাকে অবশ্যই ফরেক্স একাউন্টা করতে যা যা লাগে তা আপনাকে সংগ্রহ করে একাউন্ট করতে হবে। আপনি তাই দেরি না করে ফরেক্স মার্কেটের আপনার একাউন্টি ভেরিফাই করে নেন আর ফরেক্স মার্কেটে ট্রেড করুন।

Sahed
2016-01-30, 02:32 PM
আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে আপনি একটি পাসপোর্ট তৈরী করে নিন । এটি আপনার পরবর্তী যে কোন কাজে লাগতে পারে । তা যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার পরিবারের অন্য কোন সদস্যের নামে একাউন্ট খুলে ভেরিফাই করে নিন॥ ঠিকানা ভেরিফিকেশনের জন্য যে কোন একটি ব্যাংক থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন ।

MotinFX
2016-02-07, 10:33 AM
আমাদের একটা ব্যাক্তি গত ডুকুমেন থাকে সেটা হয়ত পাসপোর্ট বা বোটার আইডি। আমাদের বোটার আইডি করতে হলে অনেক সমস্যা হয় কিন্তু আপনি একটা পাসপোর্ট করতে পারেন সেটা আপনার সারা জীবনের জন্য কাজে আসবে। সেই পাসপোর্ট দিয়ে আপনার একাউন্ট ভেরিপাই করতে পারেন।

md mehedi hasan
2016-02-07, 11:04 AM
ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট খুলতে গেলে আপনাকে দুটি লেভেল ভেরিফাই করতে হবে।প্রথম লেভেলে আপনার ন্যাশনল আইডিকার্ডর স্কান করে আপলোড রতে হবে এবং দ্বিতীয় লেভেল আপনার নামে খোলা ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট নিয়ে আপলোড করতে হবে।আপনার বয়স দি ১৮ নিচে হয় তাহলে আপনি ফরেক্স করতে পারেন না।কারন আপনার ন্যাশনাল আইডিকার্ড নেই।আর ন্যাশনাল আইডি কার্ড ছারা আপনা একাউন্টের প্রথম লেভেন ভেরিফাই হবেনা।

biswas90
2016-02-07, 12:07 PM
অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকলেও আপনি ট্রেড করতে পারবেন । প্রফিটও করতে পারবেন। তবে উইথড্র করতে পারবেননা । তাই বোনাস দিয়ে ট্রেড করা ছাড়াও যদি রিয়েলে ইনভেস্ট করে ট্রেড করতে চান তবে অ্যাকাউন্ট ভেরিফাইড করে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ হবে । আর অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে আপনাকে দুটি লেভেল ভেরিফাইড করতে হবে । প্রথম লেভেল হচ্ছে আপনার ন্যাশনাল আইডি দিয়ে দ্বিতীয় লেভেল হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন যা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হয় ।

Marufa
2016-02-12, 06:47 PM
আপনার ভেরিফাই করা ডকুমেন্ট না থাকলে ভেরিফিই করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো তৈরি করেন । কারন ভেরিফাই করা ছাড়া ফরেক্স ট্রেডিং এর কোথায়ও আপনি ভাল ফলাফল পাবেন না । তাই একটু কষ্ট করে হলে ডকুমেন্ট তৈরি করে ফেলুন । আর যদি বেশি তাড়াতাড়ি করতে হয় যার ডকুমেন্ট আছে তারটা দিয়ে শুরু করুন ।

yasir arafat
2016-04-07, 01:36 AM
আপনি আপনার ঘরের অন্য কারও ডকুমেন্ট ব্যবহার করতে পারেন।সেটা হতে পারে আপনার পিতা মাতা বা ভাই বোনের।তাদের নামে একাউন্ট খুলে আপনি সহজেই আপনার একাউন্ট ভেরিফাই করে নিতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই।

dwipFX
2016-05-10, 09:31 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ভেরিফাি করতে হয় তবে কিছু ব্রোকারের ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে আপনাকে ডলার উঠাতে হলে ভেরিফাই করতে হয়। কারন আপনি ঠিকানা দিয়েছেন সেটা তারা যাচাআ করে। ভেরিফাই করলে আমাদের জন্য ভাল হবে।

md mehedi hasan
2016-11-05, 07:44 PM
ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে আপনাকে ফেরেক্স একাউন্টের দুটি লেভেল ভেরিফাই রতে হবে।সাধারনত ফরেক্স মার্কেটে একাউন্টের প্রথম লেভেল ভেরিফাই করলেই আপনি ট্রেড করতে পারবেন।তবে দ্বিতীয় স্তর ভেরিফাই না করলে আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বন্চিত হবেন।আর আপনর যদি ফরেক্সে ভেরিফাই করার ডুকুমেন্ট না থাকলে আপনা উচিত হবে ভেরিফাই ডুকুমেন্ট তৈরি করে নেওয়া।

sohrab
2016-11-05, 07:58 PM
আপনার ভেরিফােই করার মত ডদি কোন ডকুমেন্চ নাই থেকে থাকে ,তবে আপনি আপনার বাড়ির অন্য কোন সদস্য যার ডকুমেন্ট আছে এবং আপনাকে ব্যবহার করতে দিবে তার নামে একাউন্ট করে আপনি তার ডকুমেন্ট দিয়ে ভেরিফািই করে নিতে পারেন । এভাবে করতে আপনা কে কোন ঝামিরাও পোহাতে হবে না ।

MoinFX
2016-11-06, 07:14 PM
আমার জানা মতে একাউন্ট বেরিপাই করার জন্য আইডি কার্ড, বা পাসপোর্টের স্কেন কপি দিয়ে প্রথম লেভেল বেরিপাই করতে পারেন,সেকেন্ড লেভেল ভেরিপাই করতে ব্যাংক স্টেটমেন বা বিলের কপি আপলোড করতে হবে।অন্যথাই আমার জানা নেই।

nbfx
2016-11-06, 10:07 PM
আপনার ভেরিভাই করার উপযুক্ত ডকুমেন্টস না থাকলে আপনার নামে ট্রেডিং একাউন্ট খুলার দরকার নাই। ডলার উত্তোলনের সময় ঝামেলায় পড়ে যাবেন। এক্ষেত্রে আপনি আপনার বাবা বা বড় ভাইয়ের নামে ট্রেডিং একাউন্ট খুলে ট্রেড করতে পারেন, যদি তাদের নামে উপযুক্ত ভেরিফাই করার ডকুমেন্টস থাকে।

Rahamat123
2016-11-08, 03:19 PM
ভাই আপনি যদি ফরেক্স করতে চান তবে আমি মনে করি আপনার ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন করে ফরেক্স করা থিক হবে| আপনি আপনার একাউন্ট থেকে টাকা তুলতে হবে আপনার প্রযোজনীয় সব কাগজ সাবমিত করেন তবে আপনার কন সমস্যা হবে না | আপনি আপনার একাউন্ট থিক রাখুন আর ফরেক্স থেকে টাকা তুলুন |

shimul77ss
2016-11-26, 09:57 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে কাজ করতে চান তাহলে আপনার একাউন্ত ভেরিফাই করা জরুরি। আপনার নিজের কোন ভেরিফাই করার ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনি আপনার রিলেটিভের ভটার আইডি কার্ডের স্কান কপি আর ব্যাংক স্টেটমেন্ট এর স্কান কপি দিয়ে ভেরিফাই করা যেতে পারে।

Mamun13
2017-10-27, 07:45 AM
আপনার n.i.d কার্ড এর স্ক্যান কপি দিয়ে প্রথম লেভেল ভেরিফাইড করতে পারবেন৷যদি n.i.d কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার একটি পাসপোর্ট তৈরী করে নিবেন অথবা আপনার একটি ড্রাইভিং লাইসেন্সও তৈরী করে নিতে পারেন৷আর এড্রেস বা দ্বিতীয় লেভেল ভেরিফাই করার জন্য আপনি আপনার নামে ব্যাংকে একটি একাউন্ট খুলবেন এবং ঐ একাউন্টের স্ট্যাটমেন্ট কপি আপলোড করবেন৷এগুলো অবশ্যই লাগবে এবং এগুলো খুবই সহজ বিষয়৷