PDA

View Full Version : ভেরিফাই ছাড়া ট্রেডিং?



shuvo2014
2014-12-11, 02:55 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে

fxover
2015-09-17, 04:03 PM
হ্যাঁ আমি আগেই বলেছি ভেরিফাই করা ছাড়া ট্রেড করা যায় কিন্তু মানি উইথড্র করার জন্য অবশ্যই আপনার একাউন্ট হাই লেভেল ভেরিফাইড হতে হবে । আপনার একাউন্টটি যদি হাই লেভেল ভেরিফাইড হয় তাহলে আপনি একদম নিষচিত থাকতে পারবেন যে আপনার আর কোণ সমস্যা নাই । আর আপনি ট্রেড করে যদি লাভ করেন আর তা উঠাতে না পারেন তাহলে কেমন হবে ? তার চেয়ে আগে ভেরিফাই করে নিন তারপর ট্রেড করুন।

Harun1650
2015-09-18, 12:51 PM
ভেরিফাই ছাড়া ট্রেড শুরু করতে পারবেন তবে ফরেক্স কর্তিপক্ষ আপনার একাউন্ট যেকোন সময় আটকে বাদ দিয়ে দিতে পারে, আর এই কারনে আপনাকে ট্রেড করার আগে ভেরিফাই করে ট্রেড শুরু করা উচিত। আরেকটা ব্যপার হচ্ছে আপনি যখন বেশি এমাউন্ট উত্তলন করতে যাবেন তখন আপনার একাউন্ট ভেরিফাই ছাড়া করতে পারবেন না তখন আপনার একাউন্ট টি ব্লক করে দিতে পারে আর তাই ভেরিফাই করা আপনার জন্য অনেক জ্রুরি বিষয়।

onlyfx
2015-10-22, 05:32 PM
ইন্সটা ফরেক্স ব্রোকার আপনাকে ভেরিফাই করা ছাড়া ট্রেড করতে দিবে । কিন্তু আপনার একাউন্টটি যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারলেও আপনার লাভ এর অংশ উঠাতে পারবেন না । তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন । পরে যদি ভেরিফিকেশন এ কোন প্রব্লেম হয় আর আপনি যদি টাকা উঠাতে না পারেন তখন আর কিছুই করার থাকবে না । তাই আমি বলব আগে ভেরিফাই করেন তারপর ট্রেড করেন ।

hasan019
2015-11-14, 05:00 PM
ভেরিফাই না করতে পারলে আপনি পেমেন্ট নিতে পারবেন না। আপনি এত কষ্ট করবেন তার আগে আরেকটু কষ্ট করে ভেরিফাই করে নিন। আপনাকে ২ লেভেল ভেরিফাইড হতে হবে। প্রথমে আপনি আইডি কার্ড দেন তারপর লেভেল ২ এর জন্ন আপনি ব্যাংক এর কাগজ দিতে পারেন।

Fxaziz
2015-11-16, 08:23 PM
ভেরিফাই ছাড়া আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন । ভেরিফাই ছাড়া আপনি ইন্সটাফরেক্স এর মাধ্যমে সকল ধরণের ট্রেড করতে পারবেন । তবে আপনি যদি ট্রেড করে লাভ করে থাকেন তাহলে আপনার আয়ের টাকা উত্তোলন করতে পারবেন না ।কারন ফরেক্স এর মাধ্যমে আয়ের টাকা উত্তোলন করতে হলে আপনি বা আপনার ব্রোকার কে অবশ্যই ভেরিফাই একাউন্টেএর আওতাভুক্ত হতে হবে । তাই একাউন্টে ট্রেড করার পূর্বে অবশ্যই একাউন্ট ভেরিফাই করা ভাল ।

maziz6989
2015-11-19, 11:11 AM
আপনার ট্রেডিং এর জন্য ভেরিফাই করা বাধ্যতামুলক নয়। তবে ফোরাম একাউন্ট না হয়ে যদি সাধারণ ডিপোজিট একাউন্ট হয় তবে আপনাকে কম পক্ষে ১ম লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে। আর ফোরাম একাউন্ট থেকে প্রফিট তুলতে গেলে আপনার একাউন্ট অবশ্যই হাই লেভেল ভেরিফাইড হতেই হবে।

iqbalearth
2015-11-20, 01:33 PM
ট্রেড করার আগে ভেরিফাই করে ট্রেড শুরু করা উচিত। আরেকটা ব্যপার হচ্ছে আপনি যখন বেশি এমাউন্ট উত্তলন করতে যাবেন তখন আপনার একাউন্ট ভেরিফাই ছাড়া করতে পারবেন না তখন আপনার একাউন্ট টি ব্লক করে দিতে পারে আর তাই ভেরিফাই করা আপনার জন্য অনেক জ্রুরি বিষয়।

sayem11
2015-11-23, 12:00 PM
সঠিক ডকুমেন্টস দিতে পারলে ভেরিফাই করতে কখনো দেরি করেনা । কিন্তু ভারিফাই বাধ্যতামূলক । ভেরিফাই ছাড়া কখনো পেমেন্ট উথাতে পারবেন না । তাহলে ট্রেড করে লাভ কি ? তাই ট্রেড করতে হলে আগেই একাউন্ট খুলে সঠিক ডকুমেন্টস আপলোড করে একাউন্ট ভেরিফাই করে নেওয়া অত্যান্ত ভালো ।

AbuRaihan
2015-11-26, 11:57 PM
আমি একজন নতুন ট্রেডার এবং কম অভিজ্ঞতা থাাকায় ফরেক্সে ভেরিপিকেশন সম্পর্কে তেমন ধারণা ছিলনা ৤ কেননা ইদানিং আমার ব্যাক্তিগত একাউন্টের ভেরিপাই নিয়ে যে সব সমস্যর মুখোমুখি হযেছি তাতে একেবারের জন্য ভেরিপিকেশন এর রুলস এবং রেগুলেশন মুখস্ত হয়ে গেছে ৤ নতুন ট্রেডার দের প্রতি আমার পরামর্শ থাকবে ভেরিপিকেশন এর রুলস এবং রেগুলেশণ নিজে মন দিয়ে কয়েকবার পড়ে সঠিকভাবে ব্রোকারের চাহিদা অনুযায়ী কাগজপত্র সরবার করবেন ৤ এতে করে আপনি অনেক অপ্রত্যশিত হয়রানি থেকে রেহাই পাবেন ৤ এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি ৤

amdad123
2015-11-27, 03:21 PM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করে ভেরিফাই করতে পারেন । এটা অবশ্যই বাধ্যতামুলক, তা না করলে আপনার প্রপিট উঠাতে পারবেন না । ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারবেন, কিন্তু উঠাতে গেলেই ভেরিফাই করতে হবে ।

Marufa
2015-11-27, 04:55 PM
ইন্সটাফরেক্সে এর ফোরাম পোষ্টিং এর বোনাস নিতে হলেও ভেরিফাই করা প্রয়োজন । আপনার একাউন্ট সেকেন্ড লেভেল পযন্ত ভেরিফাই থাকতে হবে । ভেরিফাই করা আসলে খুব কঠিন কিছু নয় । সব জায়গায় ভেরিফাই করার নিয়ম একই ।

dinner
2015-11-30, 11:10 AM
অবশ্যয় হ্যাঁ। ভেরিফাই ছাড়াও ট্রেড করা যায় ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই খুব একটা প্রয়োজন পড়েনা কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে কাছে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চেয়ে ফেল তে পারে । আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। fbs সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই কাজ করতে দিয়ে থাকে ।তবে বড় পেমেন্ট পেতে হলে আপনাকে ভেরিফাই করতে হবে।

basaki
2016-03-25, 11:24 AM
ভেরিফাই চাড়া ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু আপনি যখন ফরেক্স মার্কেটে লাভ করবেন আর সেটা যখন আপনি উইড্র করতে যাবেম তখন আপনার ব্যলেন্স নাও আস্তে পারে তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স ব্যবসা করতে চান তবে আপনি ভেরিফাই করেই ফরেক্স ট্রেড শুরু করতে পারেন।

dwipFX
2016-05-13, 12:29 PM
ইনস্টা ফরেক্স ব্রোকারে বেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে আপনাকে বেরিফাই না করে ডলার ুঠাতে পারবেন না কারন আপনি যে ঠিকানাই একাউন্ট করেছেন সেটা ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য একাউন্ট বেরিফাই করা লাগে। একাউন্ট বেরিফাই করলে নিজের জন্য আরো ভাল এতে আমার একাউন্টের একটি ভিত্তি তৈরি হল।

sharifulbaf
2016-05-13, 05:35 PM
ফরেক্স মার্কেটে আমরা লাইভ একাউন্ট অপেনিং করে ডিপোজিট করে ভেরিফাই ছাড়াই ট্রেডিং করতে পারি,আবার ফরেক্স ব্রোকার উইথড্রো করার সময় ঝামেলা করতে পারে তাই ভেরিফাই করে নেওয়া ভাল,আবার অনেক ফরেক্স ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে দিবে কিন্তু কোন ঝাজেলা করেনা।

RUBEL MIAH
2016-06-20, 04:16 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিন্তু ডলার উত্তোলণ করা সম্ভব নয় । আমরা সব সময়ই ভেরিফাই ছাড়া ট্রেড করব না কারণ সে ডলার যদি এ্যাকাউন্ট ভেরিফাই না হয়ে থাকে তাহলেও উত্তোলণ করা সম্ভব নয় । সুতরাং আগে ভেরিফাই পড়ে ট্রেড তাহলেই মার্কেটে টিকে থাকা সম্ভব ।

HKProduction
2016-06-20, 05:00 PM
আমাদের প্রত্যেকের ট্রেডিং একাউন্ট হাইলি ভেরিফাইড করে তারপরে ট্রেড করা উচিত। এতে আমাদেরই লাভ। কেননা ফরেক্স একদিনের ব্যবসা নয়। আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত। ভেরিফাই করলে আমাদের একাউন্ট এর নিরাপত্তা থাকে। বিশেষ করে ডলার উইথড্র করার সময় তেমন কোন ঝামেলা হয় না। তাই প্রত্যেকেরই ভেরিফাইড একাউন্টে ট্রেড করা উচিত।

Rahat015
2016-06-21, 09:35 AM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে।। তবে একাউন্ট ভেরিফাই করে নেওয়া ভালো। এতে অহেতুক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়।

Md. Tariqul Islam
2016-06-21, 01:27 PM
আপনার একাউন্টটি যদি হাই লেভেল ভেরিফাইড হয় তাহলে আপনি একদম নিষচিত থাকতে পারবেন যে আপনার আর কোণ সমস্যা নাই । আর আপনি ট্রেড করে যদি লাভ করেন আর তা উঠাতে না পারেন তাহলে কেমন হবে ? তার চেয়ে আগে ভেরিফাই করে নিন তারপর ট্রেড করুন। আর এই কারনে আপনাকে ট্রেড করার আগে ভেরিফাই করে ট্রেড শুরু করা উচিত। আরেকটা ব্যপার হচ্ছে আপনি যখন বেশি এমাউন্ট উত্তলন করতে যাবেন তখন আপনার একাউন্ট ভেরিফাই ছাড়া করতে পারবেন না তখন আপনার একাউন্ট টি ব্লক করে দিতে পারে আর তাই ভেরিফাই করা আপনার জন্য অনেক জ্রুরি বিষয়।

Wajih Toushif
2016-06-21, 01:51 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা আর না করা একই কথা। আমারা কোস্ট করে ট্রেড করে যদি কোন প্রফিট ই করতে না পারি তাহলে ওই ট্রেড করে লাভ কি? তাই ভেরিফাই করে ট্রেড করাই উত্তম।

Sahed
2016-07-25, 03:35 PM
হ্যা ফরেক্স মার্কেটে আপনি ভেরিফাই ছাড়াও মার্কেটে ট্রেড করতে পারবেন । তবে আপনি যদি এই ফোরামের বোনাস নিয়ে ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে । অন্যতায় আপনি ফোরামের বোনাস পাবেন না । তাই আমি মনে করি ট্রেডিং একাউন্ট ভেরিফাই করাই ভাল।

nisho5533
2016-08-19, 09:39 PM
হা আপনি থিক বলেছেন ফরেক্স ভেরিফাই ছাড়াও ট্রেড করা থিক না এতে আপনার ক্ষতি তাই আমরা বলতে পারি ফরেক্স একাউন্ট কে ভেরিফাই করে রাখব তাহলে আমাদের টাকা উথাতে অনেক সুবিধা হবে|

md mehedi hasan
2016-11-29, 08:45 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কোন ব্রোকারের অধীনে একাউন্ট খুলে উক্ত একউন্ট ভেরিফাই করতে হয়।একাউন্ট ভেরিফাই করার জন্য দুটি লেভেল আছে।প্রথম লেভেল ভেরিফাই করলেও আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি ব্রোকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং বড় বড় ট্রেনজ্যকশনের সময় আপনার দ্বিতীয় লেভেল ভেরিফাই করতে বলবে।

sohrab
2016-11-29, 08:57 AM
ভেরীফাই ছাড়া ট্রেডিং করা ঠিক নয় । ভেরীফাই ছাড়া ট্রেডিং করা হলে লাভের অংশ তুলতে পারবেন না । আর আপনি যদি লাভের অংশ তুলতেই না পারেন তা হলে আপনার পরিশ্রম করাটা বৃথা হয়ে যায় । তাই আপনার একাউন্ট ফেরীফাই করা উচিৎ । তা ছাড়া আপনার ড্রেডিং করতে যে কোন সময় ভেরীফাই চাইতে পারে ।

MADADEE
2016-11-29, 11:14 PM
আমি ফরেক্স করার পক্ষপাতি আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে হবে ফরেক্স থেকে আয় তুলার জন্য একাউন্ট ভেরিফাই ছাড়া তুলা যাবে না | আমি মনেকরি ফরেক্স মাকেট একাউন্ট খুলার পরপর ভেরিফাই করে নেওয়া উচিত তা হলে আপনার টাকা তুলতে সুবিধা হবে |

জ্যাক কয়েন
2016-11-30, 06:50 PM
আমি মনে করি ভেরিফাই ছাড়া ফরেক্স অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত না। কারণ অ্যাকাউন্ট ভেরিফাই না করে ট্রেড করলে অনেক সময় অ্যাকাউন্ট ব্লক করে দেয় এছাড়াও ভেরিফাই করা ছাড়া অ্যাকাউন্ট থেকে প্রফিটের ডলার উঠানো যায় না। তাই আমি বলব যে কোন ব্রোকার এ অ্যাকাউন্ট খোলার পর পরই ভেরিফাই করে নেয়া ভালো।

abdulguffer
2016-11-30, 08:30 PM
আমরা অনেকেই একাউন্ট ভ্যারিফাই না করে ফরেক্স করি। আনভ্যারিভাইড একাউন্ট এ ট্রেড এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে প্রফিট এর টাকা উইথড্র করা যায় না, এমনকি ডিপোজিট করা টাকাও উইথড্র করা যায় না, আর ভ্যারিফাইড একাউন্ট এ উইথড্র নিয়ে কোনো সমস্যা হয় না , এবং ব্রোকার প্রদত্ত বিভিন্ন ধরনের বোনাসও পাওয়া যায় ।

Mamun13
2017-11-15, 08:39 PM
আপনার রিয়েল বা লাইভ ট্রেডিং একাউন্টটি ওপেন করার সাথে সাথেই ভেরিফাইড করে নিলে ভালো হয়৷কারন লাইভ ট্রেডিং একাউন্ট ভেরিফাইড করা থাকলে আপনার সার্বিক ব্যালেন্স বা পুঁজি এবং প্রফিট সহ সম্পূর্ণ একাউন্টটি 100% নিরাপদ ও অনলাইন দস্যু বা হ্যাকারদের হাত থেকে ঝুকিঁ মুক্ত থাকবে৷আপনার ট্রেডিং নিরাপত্তার স্বার্থেই একাউন্ট ভেরিফাইড করা জরুরী প্রয়োজন৷

morshed naim
2017-12-05, 03:31 AM
ভেরিফাই ছাড়া আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন । ভেরিফাই ছাড়া আপনি ইন্সটাফরেক্স এর মাধ্যমে সকল ধরণের ট্রেড করতে পারবেন । তবে আপনি যদি ট্রেড করে লাভ করে থাকেন তাহলে আপনার আয়ের টাকা উত্তোলন করতে পারবেন না ।তার চেয়ে আগে ভেরিফাই করে নিন তারপর ট্রেড করুন। আর এই কারনে আপনাকে ট্রেড করার আগে ভেরিফাই করে ট্রেড শুরু করা উচিত। আরেকটা ব্যপার হচ্ছে আপনি যখন বেশি এমাউন্ট উত্তলন করতে যাবেন তখন আপনার একাউন্ট ভেরিফাই ছাড়া করতে পারবেন না তখন আপনার একাউন্ট টি ব্লক করে দিতে পারে আবার অনেক ফরেক্স ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে দিবে কিন্তু কোন ঝাজেলা করেনা।

expkhaled
2017-12-10, 07:48 PM
ফরেক্স এ আপনি ভেরিফাই ছাড়া রিয়েল একাউন্ট চালানো উচিত নয় বা ট্রেড করা উচিত নয় কারন একাউন্ট যেকোন সময় চুরি/হ্যাক হতে পারে বিশেষ করে বড় আকারে একাউন্ট যদি থাকে তাহলে কথাই নেই। সুতরাং আপনার একাউন্টের সিকিউরিটির জন্য আপনার ভেরিফাই করে নেওয়া উচিত। ব্রোকারের যত রুলস আছে সেগুলো অনুযায়ী পেপার চাইবে আপনার সেগুলো দিয়ে ভেরিফাই করে নিবেন।

Yousuf Ahamad
2017-12-16, 03:53 PM
প্রায় ব্রোকার দেখা যায় তারা ভেরিফিকেশনের জন্য অত্যান্ত জোর প্রদান করে থাকে৷ এটার ভিতরে মুল কারন কিআছে?? আবার অনেক ব্রোকার ভেরিফিকেশনের উপর কিছুটা শিথিল৷ এখানে এত কি কাজে লাগে৷ একদিক থেকে দেখলে এটা ওদের থেকে আমাদের গরজ হওয়া উচিত ছিল৷ কিন্তু সেটা না হয়ে উল্টা কেন???? যেমন InstaForex থেকে $ ঢুকান এবং উঢান যায়, ভেরিফাই ছাড়া৷
:o
:bravo:
:dance:
:D

Yousuf Ahamad
2017-12-18, 11:59 AM
আমি কিছুদিন আগে একটি ব্রোকারে একাউন্ট খুলেই ভেরিফাই না করে ট্রেড করা শুরুকরি৷ কিন্তু কিছু দিন পরে টাকা উঠাতে গেলে বলে যে একাউন্ট ভেরিফাই করা লাগবে! এ কেমন ধরনের নিতি হলো যে, ভেরিভাই ছাড়া একাউন্টে ডিপোজিট করা যাবে, কিন্তু তোটলা যাবে না৷ এখন কি করবো বুঝতে পারছি না৷ আমার কাছে তো বর্তমান কোন ব্যাংক একাউন্ট নেই৷ এখন এমন কি কোন উপায় আছে যে টাকা গুলি পেতে পারি?;););):o

NILSKY
2017-12-19, 05:53 PM
ভেরিফাই না করে ফরেক্সে ট্রেড করা যায়। কিন্তু অ্যাকাউন্ট এর নিরাপরতার জন্য এবং কোন ঝামেলা ছাড়া ট্রেড করার জন্য ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া খুব দরকার।

Grimm
2018-01-16, 12:05 AM
আপনি যদি শুধু ট্রেড করতে চান তাহলে আপনাকে কোন ভেরিফাই করতে হবে না। তবে হ্যা আপনি যদি আপনার ট্রেড হতে উপার্জিত মুনাফা উত্তোলন করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই এর জন্য আপনাকে আপনার আইডিকার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তবে আমার জানামতে ভেরিফাই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ফোরাম বোনাস হতে উপার্জিত মুনাফা উত্তোলন করতে চান। আর যদি আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ হতে মুনাফা উত্তোলন করতে চান তাহলে মনে হয় ভেরিফাই না করলেও চলবে।

amreta
2020-01-25, 04:28 PM
আমরা যখন ক্ষতির বিষয়ে কথা বলি, তখন এগুলি ফরেক্স ব্যবসায় আমরা প্রত্যাশা করি এমন জিনিসগুলির একটি অংশ। প্রকৃতপক্ষে আমরা এই ব্যবসায় আমাদের যে ক্ষতির মুখোমুখি হয়েছিল তা থেকে শিখতে পারি এবং এটি আমাদের বাণিজ্যে আরও উন্নত হতে পারে তা দেখতে আরও অনেক দূর যেতে হবে। এখন পর্যন্ত ভাল আমার ক্ষয়ক্ষতি থেকে শিখছি এবং এটি আমার বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে আমাকে আরও উন্নত করতে সহায়তা করে।

Rokibul7
2020-05-05, 01:04 PM
ভেরিফাই ছারা ইন্সটাফরেক্স ব্রোকার আপনাকে টেড করতে দিবে,কিন্তু বোনাস একাউন্ট এর ক্ষেত্রে প্রফিট উইড্রো করার সময় আপনাকে অবশ্যই দুই লেভেল ভেরিফাই করে উইড্রো এর জন্য আবেদন করতে হবে।দুই লেভেল ভেরিফাইর পর বৃরোকার আপনাকে পেমেন্ট দিবো।তাছার একাউন্ট নিরাপদ রাখতে ব্রোকার আপনাকে যে কোন সময়ই প্রয়জনিও ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে

FX7
2020-05-05, 07:21 PM
আমি ফোরম এর বোনাস ইন্সটাফরেক্স এ দিয়ে টেড করি।আমি ভেরিফাই ছাড়াই টেড করেছি এবং লাভও করেছি।তারপর ভেরিফাই করপ প্রফিট উইড্রো করেছি।ইন্সটা ফরেক্স ভেরি ফাই ছাড়া টেড ওপেন করতে দেয় কিন্তু উইড্রো দেয় না।উইড্রো পেতে ভেরিফাই কার লাগে

FREEDOM
2020-08-23, 03:30 PM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করে ভেরিফাই করতে পারেন । এটা অবশ্যই বাধ্যতামুলক, তা না করলে আপনার প্রপিট উঠাতে পারবেন না । ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারবেন, কিন্তু উঠাতে গেলেই ভেরিফাই করতে হবে ।