PDA

View Full Version : অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টসঃ



shuvo2014
2014-12-11, 02:56 PM
অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন। বাংলালায়ন, কিউবি ইত্যাদির বিল দিয়েও ভেরিফাই করা যাবে।:yahoo:

tradeking
2015-02-24, 03:32 AM
এডড্রেস ভেরিফিকেশণ এর জন্য কোন ইলেক্ট্রনিক বিল অর্থাৎ ইলেক্ট্রনিক ব্যাকিং বিল অথবা অন্য কিছু গ্রহনযোগ্য নয়। যাই হোক আপনাকে এমন একটা ডকেমেন্ট সাবমিট করতে হবে যেখানে আপনার দেয়া এডড্রেস টি আপনার নাম সংবলিত। আমি আমার এডড্রেস ভেরিফাই করতে গিয়ে বুঝেয়েছিে যে শুধু মাত্র ইলেক্ট্রনিক বিলের কাগজ ওরা গ্রহন করবেনা কারণ বিলের কাগজে তো বাড়ি ওয়ালার নাম সংবলিত। পরে আমি ব্যাংক থেকে একটা সলবেন্সি সার্টিফিকেট নিই যেখানে আমার নাম ও ছিল সাথে আমি যেখানে থাকি সেটা ও উল্লেখ ছিল। দেখলাম ব্যাংক সলবেন্সি সার্টিফিকেট টা সবমিট করার সাথে সাথে ই ওরা অ্যাকসেপ্ট করেছ।

robi_21123
2015-02-25, 10:08 AM
আপনাকে এমন একটা ডকেমেন্ট সাবমিট করতে হবে যেখানে আপনার দেয়া এডড্রেস টি আপনার নাম সংবলিত। আমি আমার এডড্রেস ভেরিফাই করতে গিয়ে বুঝেয়েছিে যে শুধু মাত্র ইলেক্ট্রনিক বিলের কাগজ ওরা গ্রহন করবেনা কারণ বিলের কাগজে তো বাড়ি ওয়ালার নাম সংবলিত।

fh.ratul
2015-02-28, 12:34 PM
আমার টা যে অরা গ্রহন করছে না । আমি আমার জাতিয় পরিচয়পত্র দিয়েছি । + বেঙ্ক এর সার্টিফিকেট দিয়েছি । কি করতে পারি আমি আমার জন্য কি কোন পরামর্শ আছে? আমার একাউন্ট টা ভেরিফায় করা অনেক জরুরি দরকার।

Harun1650
2015-03-12, 11:52 PM
এড্রেস ভ্যারিফিকেশন করা না হলে আপনার আইডিটি সম্পূর্নরুপে ভেরিফাইড হবে না , তাই আপনি এড্রেস ভেরিফাইড করতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইলিক্ট্রিসিটি বিল, ওয়াটার বিল যেই বিল এ আপনার নাম আছে সেই বিল দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বিলটি কোন্রকম পরিবর্তন ছাড়া যেভাবে আছে সেভাবে স্ক্যান করে ঠিক করে সেন্ড করতে হবে আর নয়ত আপনার দেওয়া ডকুমেন্টি একসেপ্ট করবে না । তাই এই কাজটি সম্পুর্ন না করলে আপনি পরবর্তিতে কোন প্রকার ফোরাম পোস্টিং এর বোনাস আপনার একাউন্ট এ এড করতে পারবেন না।

mybff
2015-03-21, 10:38 PM
আমার টা যে অরা গ্রহন করছে না । আমি আমার জাতিয় পরিচয়পত্র দিয়েছি । + বেঙ্ক এর সার্টিফিকেট দিয়েছি । কি করতে পারি আমি আমার জন্য কি কোন পরামর্শ আছে? আমার একাউন্ট টা ভেরিফায় করা অনেক জরুরি দরকার।

ভাই আপনি দুঃচিন্তা করবেন না । আপনি আপনার ন্যাশ্নাল আইডি কার্ড এর সামনের অংশ, পিছনের অংশ এবং হাতে ধরে একটি ছবি অর্থাৎ আপনাকে তিনটি ছবি আপলোড করতে হবে তাহলে আপনার প্রথম স্তরের ভেরিফিকেশন হয়ে যাবে । আর ২য় স্তরের ভেরিফিকেশন এর জন্য আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে । তাহলে আশা করি আপনার ভেরিফিকেশন সম্পুর্ন হয়ে যাবে ইনশাআল্লাহ ।

Zakariea
2015-05-08, 07:06 PM
এড্রেস ভেরিফেকিশন করার জন্য আপনাকে এমন কোনো ডকুমেন্ট আপনার ফরেক্স ব্রোকারের কাছে সাবমিট করতে হবে যা দেখে সেই ব্রোকার আপনি যে নাম, ঠিকানায় (রেজিসটেসন করার সময় ব্যবহার করেছেন) তা ভেরিফাই করতে পারে। এমন কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে যাতে আপনার নাম ও ঠিকানা তাতে ইংরেজীতে রয়েছে।

Shimanto754
2015-05-12, 04:54 PM
ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টের উচ্চস্তরের ভেরিফিকেশন করার জন্য অ্যাড্রেস এর ডকুমেন্ট প্রয়োজন।এই অ্যাড্রেস হলো অ্যাকাউন্ট ওপেন করার সময় যেমন ঠিকানা দেওয়া হয় তার প্রুফস।ঁঅর্থাৎ প্রাইমারি লেলেভেলে আইডি অথবা পাসপোর্ট এর ঠিকানার অনুরূপ। অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য যেকোন ধরনের বৈধ বিলের স্ক্যান কপি আপলোড করতে হবে।

FxAhsan
2015-09-06, 11:22 PM
আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি কিন্তু এখনো ভেরিফাই করছে না,আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি,এইবারো যদি ভেরিফাই না করে তাহলে ব্যাংক স্টেটমেন্ট এর ভিডিও করে পাঠিয়ে দিব।

fxover
2015-09-13, 04:30 PM
আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি কিন্তু এখনো ভেরিফাই করছে না,আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি,এইবারো যদি ভেরিফাই না করে তাহলে ব্যাংক স্টেটমেন্ট এর ভিডিও করে পাঠিয়ে দিব।
না ভাই ব্যাংক স্টেটমেন্ট এর ভিডিও পাঠাতে হবে না । আপনি আপনার বাসার কারেন্ট বিল এর কাগজ টা দিয়েই ভেরিফাই করতে পারবেন । আগে ডকুমেন্টটি রেডি করে আপনার একাউন্ট এর অ্যাড্রেস এডিট করে তারপর বিদ্যুৎ বিল এর ডকুমেন্ট ভেরিফাই এর জন্য আপলোড করুন ।

Marufa
2015-09-13, 05:37 PM
ইনস্টাফরেক্সে দুই ধরনের ভেরিফিকেশন সম্পন্ন করতে হয় । প্রথম লেবেলে আপনার জাতীয় পরিচয় পত্র এবং দ্বিতীয় লেবেলে ঠিকানা সংবলিত কোন ডকুমেন্ট । যদি ভেরিফিকেশন করতে সমস্যা হয় তাহলে সাপোর্ট এ যোগাযোগ করুন তারা আসলে কি চাচ্ছে ।

AbuRaihan
2015-10-06, 11:34 PM
ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার নাম সংবলিত ডকুমেন্টস অত্যন্ত জরুরি । এক্ষেত্রে আমরা আমাদের নাম সংবলিত ভোটার আেইডি কার্ড ( প্রথম স্তর এর ভেরিপিকেশন এর জন্য ) এবং দ্বিতীয় স্তরের ভেরিপিকেশন এর জন্য বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিংবা ইন্টারনেট বিল ইত্যাদি এর মাধ্যমে আপনার ভেরিপিকেশন সম্পনন্ন করতে পারেন । অর্থ্যাৎ ভেরিপিকেশন পক্রিয়া সম্ন্ন করার জন্য যে কেন ধরনে সত্যয়িত বিলের ছবি স্ক্যানিং করে আপলোড করতে হবে ।

samrat
2015-10-07, 08:28 PM
অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস
ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত
করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে
জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন
তা সঠিক।

dinner
2015-12-12, 12:42 AM
অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক । এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন। বাংলালায়ন, কিউবি ইত্যাদির বিল দিয়েও ভেরিফাই করা যাবে।

MotinFX
2015-12-13, 10:21 AM
এড্রেস ভেরিফিকেশন করতে যদি কারেনবিল বা পানির বিল দেওয়া লাগে আমার কাছে এরকম কোন বিল নাথাকলে কি করব। কারন আমার বাড়ী অন্য যায় গায় কিন্তু থাকি শহরে আমার নিজস্ব কোন বাসা নেই যেখানে থাকি

hasan019
2015-12-13, 11:16 AM
অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন। বাংলালায়ন, কিউবি ইত্যাদির বিল দিয়েও ভেরিফাই করা যাবে।:yahoo:

মোবাইল বিল দিয়া ভেরিফাই করা যায়। মোবাইলের তো কোন বিল দেখি নাই আমি। আমার ব্যাংক স্টেটমেন্ট তা নাকি স্পষ্ট না তাই অন্ন এক ব্রকার ভেরিফাই করে দেই নাই। মোবাইল বিল কেমনে পাব।

sayem11
2015-12-14, 12:42 AM
যে কোন অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছ থাকা বাধ্যগত, তেমনি ফরেক্স মার্কেটেও স্বচ্ছ থাকার জন্য ভেরিফিকেশান জরুরী । আর আপনি একাউন্ট ওপেন করার সময় যে তথ্য দিয়েছেন তা সঠিক দিয়েছেন কিনা সেটাওতো যাচাই করতে হবে । তাই ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক কিনা তা যাচাই করতেই একাউন্ট ভেরিফাই করতে অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস প্রয়োজন হয় ।

basaki
2016-03-18, 02:37 PM
এড্রেস ভেরিফাই করে করটা খুব একটা সমস্যার কাজ না। কারন আপনি যদি এডেস ভেরিফাই করতে চান তবে আপনার ভোতার আইডি কার্ড বা আপনার বিদ্যুৎ বিলের কাগজ অথবা আপনার ড্রাইবিং লাইসেন্স দিয়ে আপনি আপনার একাউন্ট ভাল করে ভেরিফাই করতে পারবেন আমার মনে হয়।

abdulguffer
2016-03-18, 04:58 PM
অ্যাড্রেস ভ্যারিফাই ছাড়া টাকা উইথড্র করা যায় না।আর অ্যাড্রেস ভ্যারিফাই করতে হলে প্রথমেই আপনাকে ফার্স্ট লেভেল ভ্যারিফাইড হতে হবে অর্থাৎ আপনি আইডি ভ্যারিফাইড হতে হবে। এর পর অ্যাড্রেস ভ্যারিফিকেশন এর জন্য আপনি ব্যাংক একাউন্ট এর বিগত ছয় মাসের স্ট্যাটমেন্ট , ব্যাংক লসভেনসি সার্টিফিকেট, বিদ্যুৎ বিল, অথবা গ্যাস বিল এর যে কোন একটির স্কেন কপি জমা দিতে হবে।

yasir arafat
2016-04-01, 02:20 AM
সহজ কথায় আমাদের ট্রেডিং একাউন্টগুলো ভেরিফাই করতে হলে তাহরে অবশ্যই আমাদের পার্সপোট,ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ডের স্কেনিং কপি লাগবে ।আর অ্যাড্রেস ভেরিফাই করতে হলে বিদ্যুত্ বিল অথবা ইন্টারনেট বিল কিংবা গ্যাস বিলের কপি দিলে হবে।:bravo::rules::p

yasir arafat
2016-04-01, 03:30 AM
অ্যাড্রেস ভেরিফিকেশন বলতে নিজের আইডি এবং বিলের ডকুমেন্ট সাবমিট করতে হয়।এখানে আমরা আইডি কার্ড হিসেবে ভোটার আইডি বা পাসর্পোট দিতে পারি।আর অ্যাড্রেস ডকুমেন্ট হিসেবে বিদ্যুত্ বিল বা গ্যাসবিল দিতে পারি।:dance:

sharifulbaf
2016-05-20, 10:55 PM
ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিয়ে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হয়,তাই আমাদের ফরেক্স মার্কেটের একাউন্টের এড্রেস ভেরিফাই করার জন্য ব্যাংক স্ট্রেট মেন্টের কপি যা লেটেস ৬ মাসের বা ৩মাসের,অথবা,কারেন্ট বিলের কাগজ, বা গ্যাস বিলের কাগজ,এর স্ক্রেন কপি আপলোড দিতে হবে।

Sahed
2016-07-28, 07:32 PM
ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও আপনি বিদ্যুৎ বিলের স্ক্যান কপি ধারাও আপনার একাউন্ট ২য় লেভেল ভেরিফিকেশন করে নিতে পারবেন । ধন্যবাদ ।

Realifat
2016-07-30, 03:10 PM
আপননি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন বলে আমি আপরার সাথে একমমত। ইন্নটাফরেক্সে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন টাকে অ্যাড্রেস ভেরিফিকেশন লেভেল বলা হয়। অ্যাকাউন্টে রেজিস্টার করার সময় যে অ্যাড্রেসঅ্যাড্রেস দেওয়া হয় তার বিবরন সম্বলিত অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে।

fatema begum
2016-07-31, 12:09 PM
একটি ব্রোকার থেকে সকল ধরণের সুবিধা পেতে গেলে নিজের একাউন্টটা ভেরিফাইড থাকতে হয়।তা না হলে আপনি আপনার একাউন্টের সকল সুবিধা পাবেন না।একাউন্ড ভেরিফাইড করা থাকলে আপনি ব্রোকার থেকে সকল সুবিধা পেতে পারেন।এর জন্য পরিচয় পত্র এবং ব্যংক স্টেটমেন্ট প্রয়োজন হয়।

Md. Tariqul Islam
2016-07-31, 01:16 PM
আপনার আইডিটি সম্পূর্নরুপে ভেরিফাইড হবে না , তাই আপনি এড্রেস ভেরিফাইড করতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইলিক্ট্রিসিটি বিল, ওয়াটার বিল যেই বিল এ আপনার নাম আছে সেই বিল দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বিলটি কোন্রকম পরিবর্তন ছাড়া যেভাবে আছে সেভাবে স্ক্যান করে ঠিক করে সেন্ড করতে হবে আর নয়ত আপনার দেওয়া ডকুমেন্টি একসেপ্ট করবে না । তাই এই কাজটি সম্পুর্ন না করলে আপনি পরবর্তিতে কোন প্রকার ফোরাম পোস্টিং এর বোনাস আপনার একাউন্ট এ এড করতে পারবেন না।

fardin222333
2016-07-31, 05:31 PM
আপনার ন্যাশনাল আডির্কাড সামনে পিছনে উভয় পাশে এবং হাতে ধরে একটি ছবি তুলে আপনাকে মোট 3টি ছবি আপলোড করতে হবে তাহলে আপনার প্রথম স্তরের ভেরিফেকেশন হয়ে যাবে। 2য় স্তরের জন্য আপনার ব্যাকং স্টেটমেন্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে। তাহলে আপনার একাউন্ট ভেরিফেকেশন সম্পূর্ন হয়ে যাবে।

vodrolok
2016-09-07, 04:15 PM
এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টের বিষয়ে ব্রোকরের সাইটেই নির্দেশনা পাওয়া যায়। সধারনত পরিচয় ও ঠিকানা দুইটার জন্য দুইটি ডকুমেন্টস দিতে হয় এবং এ দুইটির পরস্পরের মধ্যে মিল থাকতে হয়। আমাদের অনেকেরই ডুকুমেন্টের একটার সাথে একটার মিল থাকে না। সহজ হলো যেই ডকুমেন্টের সাথে ঠিকানা মিলে তা দিয়ে একটা ব্যাঙ্ক একউন্ট করে ফেলা।

Shuvo Ghosh
2016-09-08, 01:38 PM
ডিয়ার ফ্রেন্ড আপনার একটা জিনসি মাথায় রাখা উচি৭ বোলে আমি মনে করি। আপনি ততক্ষন আপনার একাউন্টে ক্যাপিটাল অর্থাৎ ডিপোসিট করবেন না যতক্ষন না আপনি আপনার একাউন্ট কে ভেরিফাই করিয়ে নিতে পারেন। কারন আপনি ডিপসিড দিলে আপনার টাকা ইজি ভাবে ডিপসিট হয়ে যাবে কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখন আর ইড্র করতে পারবেন না।

Forex Boy
2016-09-09, 08:35 PM
আমার জানা মতে আপনাকে আপনার একাউন্ট ভেরিফিকোোশন করতেই হবে। আপনি যদি আপনা একাউন্ট ভেরিফিকেশন না করেন তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। যেমন ধরুন ফরামের পোস্ট এর টাকা পাবেন না আবার একবারে বড় ধরনরে কোন এমাউন্ট উইড্র করতে পারবেন না। এমন কি আপনার ডিপসিট ও আপনি কখনো ফিরে পাবেন না।

md mehedi hasan
2016-11-30, 02:58 PM
আমার বড় ভাইকে আমি একটি ইন্সটাফরেক্স থেকে রিয়েল একাউন্ট খুলে দিই।এবং একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথম লেভেলে আমার ভাইয়ের ন্যাশনাল আইডিকার্ডর স্ক্যান করা এবং দ্বিতীয় লেভেলের জন্য বিদ্যুৎ বিলের কাগজ স্ক্যান করে আপলোড করি।কিন্তু একাউন্ট একটি লেভেলও ভেরিফাই হয় নি।কারন জানতে চাই।

Rokibul7
2020-07-14, 08:57 PM
ইনস্টা ফরেক্স ব্রোকারের এর ভেরিফিকেশন লেভেল খুবই সহজ। ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে তাহলে ইনস্টা ফরেক্স ব্রোকার খুব দ্রুত এবং সহজেই ভেরিফিকেশন করে দেয়। তাই আমরা কোন ব্রোকারে ডিপোজিট করার আগে অবশ্যই আমাদের ভেরিফিকেশনের লেভেলটা ভেরিফাই করে নিব।