PDA

View Full Version : পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লù



shuvo2014
2014-12-11, 02:56 PM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।

anny
2014-12-12, 06:59 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেট করতে হলে প্রথমে আকান্ট ভেরিফাই করে Trade করতে হবে।
আকান্ট ভেরিফাই করার জন্য দরকার হল পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ড এবং এই গুল কম্পিউটার স্ক্যান করে ভেরিফাই করতে হবে।

Shimanto754
2015-05-14, 08:52 PM
হ্যা, ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা।ভেরিফিকেশন করার জন্য তিনটা ডকুমেন্টস প্রথম স্তরে অবশ্যই প্রয়োজন।ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট,/ড্রাইভিং লাইসেন্স। এর যেকোনো একটার স্কান কপি প্রয়োজন হয়।তবে পাসপোর্ট এর সবকিছুই ইংরেজি হওয়ায় সকল ব্রোকারই পাসপোর্ট গ্রহন করেই।কিন্তু ন্যাশনাল আইডি কিছু ব্রোকার গ্রহন নাও করতে পারে।

fxover
2015-09-20, 10:10 PM
হ্যাঁ ভাই আপনি যে ডকুমেন্ট গুলোর কথা উল্লেখ করেছেন তা দিয়ে আমরা ১ম লেভেল এর ভেরিফাই করতে পারি কিন্তু ২য় লেভেল ভেরিফাই করার জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল এর স্ক্যান কপি দিয়ে ভেরিফাই করতে পারি । ১ম লেভেল এ আমরা আমাদের নাম ঠিক আছে কিনা তা ভেরিফাই করি আর ২য় লেভেল ভেরিফাই করার সময় আমাদের অয়াদ্রেস ঠিক আছে কিনা তা ভেরিফাই করা করা হয় । দুটি ভিন্ন ভিন্ন ডকুমেন্ট দিয়ে এই দুটি লেভেল এর ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।

swadip chakma
2015-09-23, 05:19 PM
আমার আসলে এই ব্যাপারে তেমন ধারনা ছিল না।তবে কিছু টা জানা আছে ,ফরেক্স একাউন্ট ভেরিফাই হওয়ার জন্য অবসস্যাই ন্যাশনাল আইডি কাড খুব গুরুত্তপূন,নতুবা পাসপোট অবসস্যাই প্রয়োজন এই দুইটা জিনিস অপূরন থাকলে সহজে একাউন্ট ভেরিফাই হবেনা।সেজন্য এগুলো ভাল করে আপলোড করতে হয়।

shakawath
2015-09-23, 07:15 PM
সত্যি বলতে কি, আমি এই থ্রেডের উদ্দেশ্য বুঝতে পারিনি। তবে আমার একটা প্রস্ন হল ২য় লেভেল ভেরিফিকেশন করার জন্য বিদ্যুৎ বিলে কি আমার নাম উল্লেখ থাকতে হবে? আমাকে একটু জানান। আর ১ম লেভেল ভেরিফিকেশন এর জন্য আইডি কার্ডটি হাতে ধরে ফেস সহ ছবি দিতে হবে কি?

hasan019
2015-09-23, 08:38 PM
প্রফিট তুলতে গেলে আপনার ২য় লেভেল ভেরিফিকেশন হতে হবে। আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স একটিও না থাকলে আপনি আপনার বাবা মার নামে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ভেরিফাই করতে পারেন।

FxAhsan
2015-09-29, 05:08 PM
আমি স্ক্যান করা ছবি আপলোড করেছিলাম কিন্তু ভেরিফাই করেনি তারপর আমার মোবাইল দিয়ে ন্যাশনাল আইডি হাতে রাখা অবস্থায় ছবি তুলেছিলাম।তারপর সেটি পাঠিয়ে দিলে তারপর তারা ভেরিফাই করে নেয়

Momen
2015-09-30, 08:06 PM
হ্যা, আপনার একাউন্টের নিরাপত্তার জন্যে আপনাকে উপরোক্ত সব ডকোমেন্ট দিয়ে একাউন্ট টা ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি পরবর্তিতে উইথড্র দিতে পারবেন না।

AbuRaihan
2015-10-01, 08:54 PM
আপনাকে ধন্যবাদ ভেরিফিকেশন এর মত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই টপিকটি ওপেন করার জন্য । আসলে এই টপিকটিতে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তা হল প্রথম স্তরের ভেরিফিকেশন এর জন্য । প্রথম স্তরের ভেরিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ । কেননা এর মাধ্যমে একাউন্টের অর্ধেক নিশ্চয়তার কাজ শেষ হয়ে যায় । তাই ভেরিপিকেশন এর ক্ষেত্রে কোন ধরনের অবহেলা করবেন না । ধন্যবাদ ।

Kawsar700
2015-10-01, 11:11 PM
হ্যা আপনার একাউন্ট নিরাপত্তার জন্য আপনাকে প্রথম লেভেল ভেরিফাই করতে পারেন।

RUBEL MIAH
2015-10-05, 08:34 PM
পাসপোর্ট/ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স দ্বারা আমাদের রিয়েল অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রয়োজন হয় ।এই রিয়েল অ্যকাউন্ট ভেরিফাই না করলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় । তাই আমাদের সকলের উচিত হবে তার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেয়া ।

MotinFX
2015-10-06, 07:29 PM
আমার জানা মতে একাউন্ট ভেরিফাই করার জন্য পাসপোর্ট বা ন্যাসনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যায়। কলেজ আইডি দিয়ে ভেরিফাই হয়না।

dinner
2015-12-12, 12:46 AM
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়। এই ভেরিফাই কেশন করার জন্য আপনি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারি ।

MotinFX
2015-12-13, 10:17 AM
কিছু ব্রোকারে একাউন্ট ভেরিফাই করা ছাড়া ট্রেড করা যায় কিন্তু ডলার উঠাতে একাউন্ট ভেরিফাই করা লাগবে। তার জন্য ন্যাসনাল আইডি কার্ড বা পাসপোর্ট সেকেন্ড লেভেল ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন লাগে। আমি মনে করি সবাই একাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত।

basaki
2015-12-23, 10:33 AM
ফরেক্স মার্কেট করতে হলে, পাসপোর্ট,জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স এউ ডকুমেন্ট গুলো লাগবে।আগের উল্লেখিত তিনটি যে কোন একটি থাকলে একজন ব্যাক্তি সে ফরেক্স মার্কেটে একাউন্ট করে রিয়াল ট্রেড করতে পারবে।

Marufa
2015-12-23, 06:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আপনার ভেরিফাই করার কোন বিকল্প নেই । ফরেক্স মার্কেটে অবশ্যই আপনাকে ভেরিফাই করে ট্রেডিং শুরু করতে হবে । যদিও কিছু কিছু ব্রোকার এর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় । তথাপি এটিই ভাল হয় ।

Sahed
2016-07-28, 03:38 PM
ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং ঠিকানা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর নাম ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।

fatema begum
2016-07-31, 07:27 PM
আমাদেরকে অবশ্যই আমাদের একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।আর সেজন্য আমাদের ন্যাশনাল আইডি কার্ড এবং অ্যড্রেস ভেরিফাই করতে হবে।আর একটি ব্রোকার থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একাউন্টটাকে ভেরিফাই করতে হয়।তাই একাউন্ট খোলার পর ডিপোজিটের আগে ভেরিফাই করে নেওয়া ভাল।

md mehedi hasan
2016-11-30, 10:24 AM
ফরেক্স মার্কেট একাউন্ট ভেরিফাই করা অত্যান্ত জরুলি।এই একাউন্ট দুটি স্তরে ভেরিফাই করতে হয়।প্রথম লেভেল ন্যাশনাল আইডিকার্ডের স্ক্যান কর ছবি আপলোড করতে হয় এবং দ্বিতীয় লেবেল ব্যাংক স্টেটমেন্ট ও বিদ্যুৎ বিলের স্ক্যান ছবি আপনোড করতে হয়।

FREEDOM
2020-06-21, 11:32 PM
আপনি যে ব্রোকারের অধীনেই একাউন্ট করেন না কেন আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করাটা খুব একটা কঠিন বলে মনে হয় না। ভেরিফাই করার জন্য আপনাকে দুটি লেভেল সম্পন্ন করতে হবে৷ প্রথমত আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে প্রথম লেভেল ভেরিফাই করতে হবে, আর দ্বিতীয় লেভেল ভেরিফাই করার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্ট, বিদ্যুৎ বিল এদের মধ্যে যেকোন একটি ডকুমেন্ট আপলোড করে ভেরিফাই করতে পারেন তবে এক্ষেত্রে আপনার একাউন্টে দেওয়া এ্যাড্রেস এর সাথে ডকুমেন্টস এর এ্যাড্রেস একই হতে হবে।