PDA

View Full Version : পিপস



shuvo2014
2014-12-11, 03:00 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। :rules:

anny
2014-12-12, 06:47 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে পিপস হল যে মান ওঠা-নামা করে তাকেই পিপস বলে।
যেমন-ইউরো/ইএসডি=১.২৩৩৯০/১.২৩৩৯১ এর যে মাঝে মুভমেন্ট বা ওঠা-নামা করে সেটাই পিপস।
ফরেক্স মার্কেটে যদি পিপস না থাকত তাহলে ফএক্স মার্কেট অচল হয়ে যেত।

mdaiarman
2014-12-13, 09:00 AM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত।

পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে। দেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা।

উদহারন ১:

আপনি আপনার টার্মিনাল (আপনার ব্রোকার প্রদত্ত ট্রেড করার সফটওয়ার) টি ওপেন করলেন। দেখলেন, EUR/USD ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫ ।

কয় পিপস পরিবর্তন হল?

বের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৪৫ - ১.৪৩৪০ = ০.০০০৫

আমি আগেই বলেছি পিপস গণনা শুরু হয়, দশমিকের পর চার নাম্বার সংখ্যা থেকে। ভুলে যান দশমিক, আসুন সহজ করে হিসাব করিঃ

৪৩৪৫-৪৩৮০ = ৫

অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।

fxover
2015-09-19, 09:29 AM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ার এর দশমিকের পর চতুর্থ ঘরের মানকে বহুবচনে পিপস বলে । যেমন ধরুন- eur/usd=1.10537. এই যে দশমিকের পর ৪র্থ ঘরে আপনি ৩ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পিপ । এখন এই কারেন্সি পেয়ারটির দাম বেড়ে যদি ১.১০৬৩৭ হয় তাহলে বুঝায় যে এই পেয়ারটি ১০ পিপ্স মুভ করেছে । আমরা এভাবেই পিপস এর হিসাব করে থাকি । ফরেক্স মার্কেটে কারেন্সি কেনাবেচা করার জন্য আমাদেরকে অবশ্যই ভালোভাবে পিপস এর হিসাব করা জানতে হবে ।

dinner
2015-11-29, 08:18 PM
পিপস বলতে দশমিকের পর ৪ ডিজিট কে বুঝায় । যেমন ১.৩৪২৫ এই যে দশমিকের পর ৪র্থ ঘরে আপনি ৫ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পিপ । ফরেক্স মার্কেটে কারেন্সি বেচা কেনা করার জন্য আমাদেরকে অবশ্যই ভালোভাবে পিপস এর হিসাব করা জানতে হবে । তবেই আমরা লাভ বান হতে পারব ।

basaki
2016-03-25, 01:49 PM
পিপ্স হচ্ছে আপনার দশমিকের পরে চাত নম্বর সংখ্যকে বুঝানো হয়ে থাকে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আপনাকে মনে রাখতে হবে ঝে আপনি কি পরিমান পিপ্স লাভ করলেন ভা কি পরিমান পিপ্স লস করলেন আপনার লাভ লস এই পিপ্স দিয়েই হয়ে থাকবে বলে মনে করি।

dwipFX
2016-05-15, 03:32 PM
ফরেক্স মার্কেটে আমরা মুলত পিপস হিসাব করি।একটি কারেন্সি পেয়ারে দশমিকের পরে চতুূর্থ সংখ্যা টিকে পিপস বলা হয়।অর্থনীতিক সঠিক পরিমাপের জন্য ফরেক্স মার্কেটে চতুূর্থ সংখ্যা পর্যন্ত গননা করা হয়।

sharifulbaf
2016-05-16, 04:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমাদের পিপস কি জানতে হবে,তাই ফরেক্স মার্কেটে আমারা কারেন্সির পেয়ারে দশমিকের পরে চাঁর নাম্বার ফিগার কে আমরা পিপস বলে থাকি,ফরেক্স মার্কেটে আমারা ট্রেডিং করেপপ্রফিট বা লস হিসাব করে থাকি পিপস হিসেবে,পিপস যে যত গেইন করতে পারবে সে তত ভাল ট্রেডার।

RUBEL MIAH
2016-05-27, 09:09 PM
ফরেক্স মার্কেটের পিপস বলতে বোঝা যায় যেগুলো ওঠা নামা করে সেটাকে বুঝায় । আমরা দশমিকের পর চার ডিজিটের যে সংখ্যা রয়েছে সটাকে বুঝে থাকি । আমরা যদি মার্কেট সব সময় এ্যানালাইসিস করে থাকি তাহলে অবশ্যই বুঝতে পারব যে পিপস কি ।

Sahed
2016-07-25, 04:01 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।

md mehedi hasan
2016-12-04, 08:02 AM
ফরেক্স মার্কেটে কোন কারিন্সি পিযারের দশমিকের পরে চতুর্থ সংখ্যাকে পিপস বলে।অর্থাৎ কোন কারিন্সি পিয়ারের ক্ষুদ্রতম একক পরিবর্তন কে পিপস বলে।