PDA

View Full Version : পিপস সম্পর্কে স্বছ ধারণা থাকা প্রয়োজন, কú



shuvo2014
2014-12-11, 03:03 PM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি।

fxover
2015-09-17, 04:13 PM
কোন কারেন্সী পেয়ার এর দশমিকের পর ৪র্থ ঘরের মান কে পিপস বলে । আমরা মার্কেট এর মুভমেন্ট সাধারনত পিপস এর মাধ্যমেই হিসাব করি । আপনি যদি কোন ট্রেড করে থাকেন তাহলে আপনি অবশ্যই হিসাব করবেন যে আপনি আপনার এই ট্রেড টি থেকে কত লাভ করতে পারবেন । এই জন্য হলেও আপনাকে ভালোভাবে পিপস এর হিসাব জানতে হবে যেন আপনি লাভ লস এর হিসাব করতে পারবেন ।

Ekram
2015-09-17, 08:54 PM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি।

আসলেই যদি বুঝে শুনে মার্কেট এর মুভমেন্ট দেখে আমরা ফরেক্স এ ট্রেড করি তাদের চিন্তা করতে হবেনা। প্রায়শ ই পিপ্স অনেক বেশি বেরে যায় কিংবা খুব দ্রুত মার্কেট পরিবরতন এ যাচ্ছে পিপ্স খুব অল্প সময়ে অনেক বেড়ে গেছে ইত্তাদি প্রায়শই শুনা যায় বা দেখা যায়। ফরেক্স এর বৈশিষ্ট্যই আসলে এইরকম।

shaown
2015-09-18, 05:01 AM
মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়।মার্কেট এর মুভমেন্ট সাধারনত পিপস এর মাধ্যমেই হিসাব করি । পিপ্স খুব অল্প সময়ে অনেক বেড়ে যায্ ও কমে।

Harun1650
2015-09-18, 12:42 PM
আমরা যখন ফরেক্স মার্কেট এর যেকোন একটা পেয়ার এর উপর ট্রেড ওপেন করি তখন কারেন্সি প্রাইস এর শেষের যে মান মানে ইউরো/ইউএসডি এর ১.১৪৫৫ এটা যদি বৃদ্ধি পেয়ে ১.১৫০০ তে গিয়ে পৌছায় তাহলে এর মানে হচ্ছে মার্কেট ৪৫ পিপস উপরে উঠেছে। আর যদি ১.১৪০০ তে নেমে আসে তাহলে বুঝতে হবে মার্কেট এখানে থেকে ৫৫ পিপস নিচে নেমেছে। আর এই শেষের মান এর পরিবর্তনকে পিপস বলে।

Defender
2015-09-18, 12:54 PM
আমি এটা তে কাজ করে বুঝতে পারি যে প্রতি কাজে যে মান মানে ইউরো/ইউএসডি এর ১.১৪৫৫ এটা যদি বৃদ্ধি পেয়ে ১.১৫০০ তে গিয়ে পৌছায় তাহলে এর মানে হচ্ছে মার্কেট ৪৫ পিপস উপরে উঠেছে।

onlyfx
2015-10-22, 05:29 PM
কোন কারেন্সি পেয়ার এর দশমিকের পর ৪র্থ ঘরের মানকে পিপ বলে । আর পিপ এর বহুবচন হচ্ছে পিপস । যেমন - কোন কারেন্সি পেয়ার এর বর্তমান দাম হচ্ছে ১.২৩৪৫৬ডলার । এখন এই প্রাইস যদি বেড়ে ১.২৩৪৭৬ হয় তাহলে বুঝায় যে কারেন্সির দাম ২ পিপ্স বেড়েছে । একটু লক্ষ্য করুন দশমিকের পর ৪র্থ ঘরের মান ২ বেরেছে তাই কারেন্সি পেয়ারের দাম ২ পিপস বেরেছে । আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন ।

dinner
2015-12-01, 06:49 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত। এ্বপিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে। দেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা এটা সম্পকে সঠিক ধারনা থাকলে আপনার ট্রেড পড়তে সুবিধা হবে ।

MotinFX
2016-02-13, 09:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের পিপস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে আমরা সাধারনত দশমিকের পরে দুই ঘর গননা করে থাকি তাই আমাদের কে জানতে কেন চার গর গননা করা। অর্থনীতিতে সঠিক পরিমাপ করার জন্য কারেন্সি মার্কেটে চার গর গননা করা হয়। কারেন্সি মার্কেটে চতুর্থ গর গননা করা হয়।

Marufa
2016-02-23, 06:53 PM
আসলে পিপস্ হচ্ছে দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতিটির একক পরিবর্তন । আমিও মনে করি আসলে পিপস্ কি বা পিপেটিস কি এ বিষয়ে প্রত্যেক ট্রেডার এর সম্যক ধারনা থাকা প্রয়োজন । কারন এগুলো ফরেক্স মার্কট এর বেসিক । এগুলো না বুঝলে ফরেক্স মার্কেট এ ভাল করা কোনভাবেই সম্ভব নয় বলে আমি মনে করি ।

basaki
2016-03-19, 01:27 PM
হা ফরেক্স মার্কেটে যারা ফরেক্স ট্রেড করে থাকে তারা বেধির ভাগ ট্রেড করে থাকে পিপ্স এর হসাব করে তারা কখনো চিন্তা করে না যে আমাকে এত ডলার লাভ করতে তারা সব সময় হিসাব করতে হবে আপনি কত পিপ্স লাভ করতে পেরেছেন। তাই পিপ্স হিসাটাই ফরেক্স ব্যবসার মুল বিষয় হিসাবে ধরতে হবে।

yasir arafat
2016-04-01, 02:00 PM
পিপস হচ্ছে মার্কেটের মুভমেন্টের গনণার একক।যা দিয়ে আমরা মার্কেটের মুভমেন্টের মানটা গনণা করতে পারি।অতএব মার্কেটের মোভমেন্টটা যদি আমরা দেখি,তখন মার্কেট কত পিপস মোভ করেছে, তা আমরা এর মাধ্যমে গনণা করি।যেটা ফরেক্স মার্কেটে অত্যন্ত জরুরী একটা বিষয়।

sharifulbaf
2016-05-20, 10:57 AM
ফরেক্স মার্কেটে আমরা কি পরিমান পিপস প্রফিট করলাম,আবার কি পরিমারের পিপস লস করলাম এর হিসাব রাখিতে হবে যে যত বেশি পিপস প্রফিট করতে পারে সে তত ভাল ট্রেডার তার ধারনা ভাল ফরেক্স সম্পর্কে,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে।

Sahed
2016-07-25, 04:26 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।

fatema begum
2016-07-31, 08:34 PM
ফোরামে এর আগেও অনেকবার ট্রেড হয়েছে।আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন।এক কথায় পিপস হচ্ছে দশমিকের প্রথম দুই ঘর বাদ দিয়ে দ্বিতীয় দুই ঘর।আপনার ভলিউম বা লট এর উপর নির্ভর ট্রেডিং প্রক্রিয়ায় প্রফিট কিংবা লস করে।আর তা পিপসের মাধ্যমে গননা করা হয়।

dwipFX
2016-08-03, 03:33 PM
আমাদের কে রিয়াল মার্কেটে ট্রেড করার আগে এই গুলো দেখে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে কেন দশমিকের পড়ে চতুূর্থ গড় গননা করা হয় সেটা আমাদের কে বুঝতে হবে। অর্থনীতিতে সঠিক পরিমাপের জন্য দশমিকের পড়ে চতুূর্থ গড় গননা করা হয়।

fardin222333
2016-08-03, 03:38 PM
ট্রেড করার আগে আমাদের পিপস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। সাধারনত দশমিকের পরে দুই ঘর গননা করে থাকি। কিন্তু আমাদের কে জানতে হবে চার ঘর গননা করা। অর্থনীতিতে সঠিক পরিমাপ করার জন্য কারেন্সী র্মাকেটে চার ঘর গননা করা হয়।

SHOYEB
2016-08-07, 07:44 AM
ফরক্সে মার্কেটে পিপ এবং পিপস দুইটিই প্রচলিত শব্দ মার্কেট উঠানামা করলেই প্রায়শই এই দুইটি শব্দ ব্যবহৃত হয় পিপস শব্দটা পিপ এর বহুবচন। বেস প্রাইস এবং কোড প্রাইস এর প্রার্থক্যকে পিপ বলা হয়।

SHOYEB
2016-08-08, 08:11 AM
ফরেক্স ট্রেড করতে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। মার্কেট মুভ করলে আমরা বলি কত পয়েন্ট বেড়েছে কিন্তু ফরেক্স মার্কেটে সেটাকে পিপস হিসেবে বিবেচনা করা হয়।

md mehedi hasan
2016-11-30, 09:41 AM
ফরেক্স মার্কেট পিপস সম্পর্কে প্রত্যেকটি ট্রেডারের স্বচ্ছ ধারনা থাকতে হবে।সাধারণত ফরেক্স মার্কেট পিপস বলতে দশমিকের পরের চতুর্থ সংখ্যাকে পিপস বলা হয়।অর্থাৎ এক ডলারের একশ ভাগের এক ভাগকে পিপস বলে।

bank1
2016-11-30, 09:55 AM
পিপস সম্পর্কে সচ্ছ ধারনা থাকতে হবে। তাহলে আমরা ফরেক্স সম্পর্কে বুঝতে পারব। আমরে যে ভলিউম নিয়ে ট্রেড করি তা লাভ লোকসান নির্ভর করে পিপসের উপর। যে যত বেশি পিপস নিতে পারে। সে তার ভলিউমের অত পরিমান আয় করতে পারে। আর দশমিকের পর ৫ নাম্বার সংখ্যাকে পিপেটিস বলে। পিপস ও পিপেটিস সম্পর্কে সচ্ছ ধারনা থাকলে আমাদের ফরেক্স বুঝতে সহজ হবে। প্রতিটি পিপস তার ভিলিউমের একক হিসেবে গন্য হয়। তাই পিপস সম্পপর্কে সচ্ছ ধারনা থাকতে হবে।

Mamun13
2017-11-20, 06:38 PM
যেমন দৈর্ঘ্যের একক হলো মিটার,দূরত্বের একক হলো কিলোমিটার,ওজনের একক হলো গ্রাম,তরলের একক হলো লিটার...এই রকম ফরেক্স মার্কেটের প্রাইসের একক হলো পিপস৷এই পিপস হিসাব করেই মার্কেটে ট্রেড করা হয়৷উদাহরণ- আমরা এখানে ১০/২০ পিপস লস রেখে ৫০/৬০ পিপস প্রফিটে রেখে ট্রেডে এন্ট্রী করি৷