PDA

View Full Version : নিউজ কিভাবে বুঝবেন?



shuvo2014
2014-12-11, 03:07 PM
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। কিন্তু কিছুই তো বুঝিনা। নিউজ দেখে এর প্রাইসের মুভমেন্ট থেকে মেন্টাল হয়ে যাচ্ছি।

tradeking
2015-02-24, 04:31 AM
নিউজ বুঝতে হলে ফরেক্স নিউজ সমন্ধে প্রতিদিন নিউজ পড়ুন ও সম্ভব্য চার্ট তৈরী করুণ। কোন নিউজ প্রকাশিত হওয়ার ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে দেখুন যে নিউজ টি প্রকাশিত হয়েছে তা মার্কেটে কোন প্রভাব ফেলতে পেরেছে কিনা, যদি দেখেন নিউজ টি প্রভাব ফেলেছে মার্কেটে তবে আপনি ওই নিউজ অনুযায়ী ট্রেড করুণ আর যদি দেখেন নিউজটি মার্কেটে কোন প্রভাব ফেলেনি তবে আগের নিয়মে ই ট্রেড করে পরবর্তী নিউজ এর জন্য অপেক্ষা করুণ।

Harun1650
2015-03-12, 05:00 PM
একটা নিউজ থেকে একটা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা খুব সহজ। কারন যারা নিউজ ছাপেন তারা অবশ্যই অই দেশের ভোগলিক এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে নিউজটি পোস্ট করেন কিন্তু সব নিউজই যে আপনার মার্কেটকে প্রভাবিত করবে তা কিন্তু নয়। এমন অনেক নিউজ আছে যেটা ফরেক্স মার্কেটকে অত একটা প্রভাবিত করতে পারে না। তাই নিউজ পড়েন এবং নিউজ এর ইম্প্যাক্ট এর জন্য কিছুক্ষন অয়েট করুন তাহলে এর ফলাফল আপনি দেখতে পাবেন।

nizam
2015-04-05, 04:58 PM
ফরেক্স মার্কেটে নিজেকে এক জন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের অবশ্যই ফরেক্স নিউজ সম্পর্কে ভালো একটা ধারনা থাকতে হবে। ফরেক্স নিউজ থেকে আমরা, পাওয়া নিউজ অনুযায়ী আমরা যদি ট্রেড করতে পারি তবে প্রায় ক্ষেত্রে সেটা আমাদের কে ভালো একটা ফল দিতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে প্রথম অবস্থায় আমাদের নিউজ টিকে মার্কেটের বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখতে হবে । যদি কয়েক বার সঠিক তত্ত্ব দেখায় তারপরে আমরা তা অনুসরন করতে পারি।

shojib23
2015-04-06, 02:52 PM
আমার মতে একটা নিউজ থেকে একটা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা খুব সহজ। কারন যারা নিউজ ছাপেন তারা অবশ্যই অই দেশের ভোগলিক এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে নিউজটি পোস্ট করেন কিন্তু সব নিউজই যে আপনার মার্কেটকে প্রভাবিত করবে তা কিন্তু নয়। তাই সব নিউজ ফলো করা যাবেনা । সব দেখে আপনাকে জ্ঞান লাভ করে তারপর মার্কেটে এসে ব্যবসা করতে হবে।

A Momin Chowdhury262
2015-04-06, 03:23 PM
ফরেক্স মার্কেটে নিউজ এর গুরত্ত্ব অপরিসীম । একটা নিউজ থেকে আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি । আর যারা নিউজ ছাপেন তারা অবশ্যই সেই দেশের ভোগলিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে নিউজটি পোস্ট করেন । তবে সব নিউজ যে আপনার মার্কেট প্রভাবিত করবে তা কিন্ত নয় । তাউ নিউজ দেখার পর সেই নিউজ মার্কেটে প্রভাব ফেলতেছে কি না তা দেখে ট্রেড করুন ।

Zakariea
2015-05-08, 06:57 PM
যখন কোনো দেশের বড় বড় অর্থনৈতিক কর্মকান্ড হয় তখন তার প্রভাপ ফরেক্সে উপর এসে পরে। যেই দেশর এই অর্থনৈতিক পরিবর্তন হয়েছে সেই দেশের কারেন্সি উপর প্রভাব পরে। এই যে অর্থনৈতিক পরিবর্তন তা ফরেক্স মারকেটে যে ভাবে পরিবর্তন আনতে পারে তা নিউজ আকারে প্রকাস করা হয় এবং সেই নিউজ অনুযায়ী ট্রেড করে প্রফিট করা যায়।

fxover
2015-09-19, 10:56 AM
ফরেক্স মার্কেট এর এনালাইসিস তিনটি গুরুত্বপূর্ন ভাগে বিভক্ত।
১। টেকনিক্যাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস
এর মধ্যে আমরা ১ম টি সবাই কম্বেশি পারি কিন্তু যত সমস্যা হয় ২য় টি নিয়ে । আমরা অনেকেই ফান্ডামেন্টাল এনালাইসিসে অনেক দুর্বল তাই আমরা ঠিকমত নিউজ এনালাইসিস করতে পারি না এবং বিভিন্ন নিউজ এর প্রভাব বুঝতে পারি না এবং নিউজ এর সময় ভুল ট্রেড এ এন্ট্রি নিইয়ে থাকি এবং ব্যাপক হারে লস করে থাকি ।

MotinFX
2015-09-19, 09:08 PM
ফরেক্স মার্কেটে নিউজ খুব গুরুত্বপূর্ণ। নিউজের উপর নির্ভর করে মার্কেটে অনেক প্রভাব পরে। তাই আমাদের জানা মতে নিউজ রিলিজ হওয়ার ১৫ থেকে ২০ মিনিট পুর্বে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।

onlyfx
2015-10-22, 06:50 PM
ফরেক্স মার্কেট এ সাধারনত দুই ধরনের মেজজ এনালাইসিস রয়েছে ।
১। টেকনিক্যাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল বা নিউজ এনালাইসিস
এখন আপনি যদি নিউজ ট্রেড করতে চান তাহলে আপনাকে নিউজ এনালাইসিস করতেই হবে । আর নিউজ এনালাইসিস করার জন্য আপনাকে ফরেক্সের বিভিন্ন কারেন্সির জন্য কি কি নিউজ আছে সেগুলোর দিকএ খেয়াল রাখতে হবে । ফরেক্স এর নিউজ এনালাইসিস করতে হলে আপনাকে বিভিন্ন ইকোনোমিক ক্যালেন্ডারের দিক এ নজর রাখতে হবে । আর সেখানেই আপনি প্রতিটা নিউজ এর বিস্তারিত পাবেন ।

dinner
2015-11-29, 08:09 PM
আপনি নিউজ বুঝবেন , GBP এর Bad for currency আসায় GBP এর জন্য খারাপ নিউজ। তাই GBP এর পেয়ারগুলোতে এর ইফেক্ট পড়বে। যেমন, GBPUSD কমতে পারে, EURGBP বাড়তে পারে ইত্যাদি। কিন্তু সবসময় যে নিউজ এর ইফেক্ট হয় তা কিন্তু নয়, অনেক সময় বিপরীত ইফেক্টও হয়ে থাকে।

basaki
2016-03-26, 08:55 PM
ফরেক্স মার্কেটে নিউজটা খুব প্রভাব পরে আর আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তখন আপনি লক্ষ করেই ট্রেড করতে হবে যে ফুরেক্স মার্কেট নিউজের ফলে কোন দিকে যাচ্ছে। যদি ভাল করে নিউজ বুঝতে পারেন তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি অনেক ভাল লাভ করতে পারবেন।

Fasor
2016-03-27, 01:27 AM
নিউজ এ যে দেশের পক্ষে নিউজ আসে তখন সে অনেক শক্তিশালী হয় আর পেয়ার এর তার নিজের দিকে টানতে থাকে। তাই যদি ভাল নিউজ আসে তাহলে তার পক্ষেই ট্রেড এ এন্ট্রি নিবেন। কিন্তু কখনো কখনো উল্টোটা হয়। তাই স্টপ লস ব্যাবহার করতে হয় যাতে লসে হলেও বেশি লস না হয়।

abdulguffer
2016-03-27, 04:30 AM
নিউজ থেকে আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি।ফলে একটি নিউজ রিলিজ হওয়ার পর ,ঐ নিউজ টি নির্ধারিত কারেন্সির উপর কতটা যৌক্তিক প্রভাব ফেলে তা বুঝতে আমার দুটি সুত্র ফলো করবো। 1)একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি । 2)একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি ।

abdulguffer
2016-03-27, 04:37 AM
নিউজ বুঝতে হলে , আমাদের তিনটি বিষয় জানতে হবে। তা হচ্ছে Previous, Forecast, ও actual । এখানে Previous হল এর আগে যখন নিউজটি পাবলিশ হয়েছিল, তখন যে রেসাল্ট এসেছিল । Forecast দিয়ে বোঝায় এবার ধারনা করা হচ্ছে যে নিউজটির রেসাল্ট যা আসতে পারে। আর Actual হল এবার যে ফলাফল আসবে।Actual এ এবার যে ফলাফল আসবে, তা পরবর্তী নিউজে Previous হবে।

yasir arafat
2016-04-06, 11:58 PM
এটাতো একদম সোজা।ধরুণ একটা পেয়ার হচ্ছে eur/usd।এখন একটা নিউজ দেখলেন যে eur তে বেশি ইম্পেক্ট দিচ্ছি যা লাল রং দিয়ে চিহ্নিত।সুতরা যেসব পেয়ারে eur/usd এর মত eur আগে আছে সেসব পেয়ার উপরের দিকে যাবে।আর অন্যগুলো নিচের দিকে যাবে।

ASADUR RAHMAN
2016-04-07, 11:16 AM
ফরেক্স মার্কেটে নিউজ এর গুরত্ত্ব অপরিসীম ।ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে।এবং সেই নিউজ অনুযায়ী ট্রেড করে প্রফিট করা যায়।

Tazul Islam
2016-04-09, 09:15 PM
নিউজ ইমপেক্ট এর জাস্ট ২ মিনিট আগে আপনি ১৫-২০ পিপস বাই স্টপ সেট করবেন এবং ১০-১৫ নিচে সেল স্টপ স্টেট করবেন । কারন নিউজ রিলিজ হলে যে ইমপেক্ট হয় তখন ট্রেড ওপেন করা যায় না। বার বার রিকট চায় । তারপরে প্রথম স্পাইক যে দিকে হবে সেই অর্ডার টা রেখে অন্য আডার টা ক্লজ করে দিবেন । এ ক্ষেত্রে নিউজ না বুজলেও অসুবিধা নেই।

Rahat015
2016-04-17, 08:32 AM
ফরেক্স মার্কেট এ ভালো করতে হলে নিউজ ট্রেড টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ন।। তাই নিউজ বুঝা জরুরি।। নিউজ প্রকাশ হওয়ার পূর্বে আনুমানিক ধারনা দেওয়া হয়।। আর প্রকাশ হওয়ার পর যদি ফলাফল ধারনার চেয়ে বেশি হয় তাহলে ক্যন্ডেল বুলস , নইয়তো বেয়ার।।

dwipFX
2016-04-17, 09:53 PM
ফরেক্স মার্কেটে ট্রেডের গুরুত্বপুর্ণ মোলিক কয়েকটি কাজ হল নিউজ ট্রেড আমাদের কে ট্রেড করতে হলে নিউজ সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেটে তিন ধরনের নিউজ রিলিজ হয়।

sam0188
2016-04-18, 12:08 AM
নিউজ গুল কিভাবে পাব এবং কিভাবে নিউজ সম্পকে আর পার দরসি হয়া যায় সে বেপারে কেউ যদি একটু ডিটেলসে বলত তা হলে আর বেসি উপক্রিত হতাম।

RUBEL MIAH
2016-04-30, 10:29 AM
নিউজ বোঝার একমাত্র উপায় হল নিউজ এ্যানালাইসিস করা । যে যত নিউজ এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হয়ে ট্রেড করতে পারবে । সুতরাং আমরা নিউজ ফরেক্স ফ্যাক্টরি এবং ফরেক্স ক্যালেন্ডার দেখে তারপর নিউজ বোঝা যাবে ।

sharifulbaf
2016-05-19, 12:50 PM
ফরেক্স মার্কেটে নিউজ দেখার জন্য বিভিন্ন অয়েব সাইট আছে,যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের নিউজ দেখে থাকি,আমি ফরেক্স মার্কেটের নিউজ ফরেক্স ফেক্টরি হতে দেখে থাকি,আবার এই নিউজ আমরা ফরেক্স ব্রোকার হতে পেয়ে থাকি,তাই আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স মার্কেটের নিউজ দেখে ট্রেড করা।

md mehedi hasan
2016-12-03, 05:16 PM
আমি ফরেক্স মার্কেটে কিভাবে নিউজ ট্রেড করতে হয় তা সঠিকভাবে জানিনা।আমি ফরেক্স মার্কেটে শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি।তবে ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড খুবি গুরু্বপূর্ণ।এখন আমি বুঝতে পারছি যে শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না।

riponinsta
2016-12-03, 08:17 PM
ভাই আপনি আগে চাট আনালিস্যস সিখেন তার পর আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস করতে সিখেন । আপনাকে ফরেক্স ও ভাল করতে হলে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস সব গুলো ভাল করে শিখতে হবে । টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস এই ঘুল ভাল করে শিখতে পারলে আপনার লাভ হবে অনেক

Mamun13
2017-11-20, 07:13 PM
নতুন অবস্হায় কিছুই বুঝতে পারা যায় না এটাই স্বাভািক তাই বলে মেন্টাল হওয়ার কোনোও যুক্তি নাই৷forexfactory.com সাইটে আস্তে ধীরে প্রতিদিনের নিউজ ইমপেক্টগুলো লক্ষ করবেন এবং এনালাইসিস করবেন খুব ঠান্ডা মাথায়৷প্রত্যেক সেসনেই ছোট/বড়- কম/বেশি নিউজ পাবলিশ হবে এবং এগুলোই মার্কেটে ট্রেডিং সেন্টিমেন্ট তৈরি করবে৷