PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স



shuvo2014
2014-12-11, 03:10 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

fxover
2015-09-17, 04:59 PM
আসলে আমরা যত রকমের ইন্ডিকেটর বা এনালাইসিস করি না কেন সব কিছুরই একটাই উদ্দেশ্য যে মার্কেট সঠিকভাবে বুঝতে পারা । মার্কেট বুঝতে প্রা বলতে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালো ভাবে বুঝতে পারাই বুঝাই । সাপোর্ট ও রেজিস্ট্যান্স বুঝতে পারলে আমরা ফরেক্স মার্কেট থেকে অনেক ভালো উপার্জন করতে পারব । আমরা যদি সাপোর্ট লেভেলে বাই করি তাহলে ভালো প্রফিট করতে পারব আর যদি রেজিস্ট্যান্স লেভেলে সেল করি তাহলে ভালো প্রফিট করতে পারব ।

Defender
2015-09-17, 05:15 PM
এটা নিয়ে আমি বেশি কিছু জানি না কারন এটা কি তাই আমি জানি না এটা করতে টাকা লাগেনা এটা বললে এটা মিথ্য বলা হবে কারন এটাতে কাজ করতে হলে টাকা লাগে তবে এটা সরাসরি লাগেনা তবে লাগে এখন অনেক এর মনে প্রশ্ন জাগে তাহলে কিভাবে লগে । ফরেক্স একটি অন লাইন কাজ আর অন লাইণে থাকতে হলে mb কেনা লাগে তাই এটাতে টাকা লাগে আমি মনে করি তাছাড়া এটাতে টাকা লাগে না এটাতে বোনাস এর একটা লিকং আছে সেখানে কাজ করে আয় করা যায়।

onlyfx
2015-10-22, 05:50 PM
সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করাই হচ্ছে ফরেক্স মার্কেটের সকল এনালাইসিস এর একমাত্র লক্ষ্য । মার্কেট সর্বনিম্ন যে প্রাইসে নামার পর আবার প্রাইস বাড়তে থাকে সেই পয়েন্টকে ফরেক্স মার্কেটে সাপোর্ট বলে । আপনি সাপোর্ট লেভেলে বাই দিলে খুব ভালো লাভ করতে পারবেন । আর মার্কেট সর্বোচ্চ যে প্রাইসে উঠার পর আবার প্রাইস কমতে থাকে সেই পয়েন্টকে ফরেক্স মার্কেটে রেজিস্ট্যান্স বলে । আপনি রেজিস্ট্যান্স লেভেলে সেল দিলে খুব ভালো লাভ করতে পারবেন ।

maziz6989
2016-05-30, 01:54 PM
আসলে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল হল এমন একটা দরকারী জিনিস তা ট্রেডার মাত্রই খুব ভাল ভাবে অনুধাবন করতে পারেন। তাই আমি বলব ভাল ভাবে শিখার চেষ্টা করুন সাপোর্ট রেজিস্টেন্স গুলো। সেগুলো বের করার নিয়ম। ট্রেড করার নিয়ম ইত্যাদি।

dwipFX
2016-06-07, 11:50 AM
ফরেক্স মার্কেটে কয়েকটি গুরুত্বপুূর্ণ দিক হল সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে সঠিক ভাবে দারনা রাখা। আমাদের কে সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে অনেক কিছু পড়া লেখা করতে হবে কারন মার্কেট যখন সাপোর্ট যায় তখন রেজিস্টেন্স দিখে আসতে থাকে।সেটা আমাদের কে ভাল করে বুঝতে হবে।

HKProduction
2016-06-23, 04:43 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ন একটি অধ্যায়। আমাদেরকে অবশ্যই এই বিষয়টি জানতে, বুঝতে এবং চিনতে হবে। প্রত্যেক সফল ট্রেডাররা সাপোর্ট এবং রেসিসটেন্স ধরে ট্রেড করে তারা প্রচুর লাভ করে থাকেন। তাই আমাদেরকে বেশ ভালভাবে ডেমো মার্কেটে ট্রেড করে এর গবেষণা করলে ফল ভাল এনে দিতে পারে। দীর্ঘ সময় ট্রেড না করলে ফরেক্স মার্কেটের গতিবিধি বোঝা সহজ হয়ে উঠে না।

Rahat015
2016-06-23, 12:34 PM
ফরেক্স মার্কেট এর টেকনিকাল এনালাইসিস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন যে টপিক টা তা হল সাপোর্ট আর রেসিস্টেন্স। আমাদেরকে অবশ্যই এই বিষয়টি জানতে, বুঝতে এবং চিনতে হবে। প্রত্যেক সফল ট্রেডাররা সাপোর্ট এবং রেসিসটেন্স ধরে ট্রেড করে তারা প্রচুর লাভ করে থাকেন। মূলত সাপোর্ট আর রেসিসটেন্স যে বুজতে পারবে সে ফরেক্স এ ভালো আয় করতে পারবে।

Sahed
2016-07-24, 05:55 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্রেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় । মার্কেটে আপনি ট্রেড করার আগে অবশ্যই সাপোর্ট এবং রেসিস্টেন্ট বের করে নিতে হবে । অন্যতায় আপনি মার্কেটে বড় ধরনের লসের সম্মুখিন হতে পারেন ।

milonkhanfx1993
2016-09-29, 10:42 PM
সাপোরট এবং রেসিস্ট্যান্স আকানোর জন্য আমি একটু কনফিউশন এর মধ্যে পরে যায় সেটা হল, আমি কি স্যাডো সহকারে আকাবো নাকি স্যাডো বাদ দিয়ে আঁকাবো।

MoinFX
2016-10-06, 11:22 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স জানলে সব জেনে পেলেছেন তা নয় তবে সাপোর্ট রেজিস্টেন্স নির্ধারন করতে পারলে বুঝা যায় মার্কেট ব্রেক আপ বা ডাউন করবে সেটা প্রাইজ একশান দেখে বলতে হবে। তাই আমাদের কে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে বসে থাকলে হবেনা।

Rahat015
2016-10-15, 11:43 PM
আসলে আমরা যত রকমের ইন্ডিকেটর বা এনালাইসিস করি না কেন সব কিছুরই একটাই উদ্দেশ্য যে মার্কেট সঠিকভাবে বুঝতে পারা ।মার্কেট এনালাইসিস করে মার্কেট ট্রেন্ড ধরতে পারা। মার্কেট বুঝতে প্রা বলতে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালো ভাবে বুঝতে পারাই বুঝাই । সাপোর্ট ও রেজিস্ট্যান্স বুঝতে পারলে আমরা ফরেক্স মার্কেট থেকে অনেক ভালো উপার্জন করতে পারব

mithunsarkar
2016-10-20, 12:56 PM
বিভিন্ন দেশের শেয়ার মার্কেটের তুলনায় ফরেক্স মার্কেটের সুবিধা অনেক বেশী । আপনি যেসব সুবিধা তুলে ধরছেন তা একজন ট্রেডারের জন্য অনেক সুবিধা । ফরেক্স মার্কেটে ট্রেডারদের অনেক সুবিধা দিয়ে থাকে। বেশ কিছু নিয়ম আছে, এগুলো যদি একজন ট্রেডার ভালভাবে মেনে ট্রেড করে তো সেই ট্রেডার অনেক প্রফিট ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন আয় করতে পারে । এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করতে কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না। এখানে যে কেউ অংসগ্রহন করে নিজের স্বাধীন ভাবে ট্রেড করতে পারে ।

sharifulbaf
2016-10-22, 04:50 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পুর্বে যে কারেন্সিতে ট্রেডং করতে যাব সেই কারেন্সির সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স এবং পিভট পয়েন্ট বাহির করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডং করার সময় লস অনেক কম হয় যাতে ভাল প্রফিট করা যায়।ভাল প্রফিট করার জন্য মার্কেট নিয়মিত এনালাইসিস করতে হবে।

Sahed Srabon
2016-10-26, 04:00 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট হচ্ছে খুটি আর রেজিস্টান্স হচ্ছে বাধা দান । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।

md mehedi hasan
2016-11-10, 09:38 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি সফ ভাবে টেড করতে চান তাহলে আপাকে সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্ধারন করা শিখতে হবে।আপন যদি ফরেক্স মার্কেটে সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল না দেখে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।

Amit4040
2016-11-11, 11:46 PM
বিনা পুঁজিতে যদি কোন ব্যবসা থেকে থাকে তাহলে আছে এই ফরেক্স ব্যবসা । অামরা ধৈর্য্যের সাথে এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবে । সুতরাং আমরা সব সময় দক্ষতার সহিত কাজ করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

shimul77ss
2016-11-14, 09:55 PM
সাপোর্ট আর রেজিস্ট্যান্স টেকনিকাল এনালাইসিসের গুরুত্বপুর্ন বিষয়।আপনি যদি ঠিক মত সাপোর্ট আর রেজিস্ট্যান্স না আকতে পারেন তাহলে আপনি মার্কেটে লাভ করতে পারবেন।সব সময় মাথাই রাখবেন একবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি একবার ব্রেক করে তাহলে মার্কেট সেই দিকে যাবে।

nbfx
2016-11-16, 08:54 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।
আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।
তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।

Mamun13
2017-03-25, 10:44 PM
ফরেক্স ট্রেডিংএর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ই হলো এই সাপোর্ট ও রেসিসট্যান্স লেভেল৷এই লেভেল বা এরিয়া গুলো যত সহজে পরিষ্কার ভাবে চেনা যাবে,বোঝা যাবে তত ভালো ট্রেড হবে এবং পর্যাপ্ত পরিমাণ প্রফিট করা যাবে৷সর্বদা হাইয়ার টাইম ফ্রেম যেমন-MN,W1 ও D1 চার্ট দেখে এই গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেসিসট্যান্স লেভেল গুলো নিশ্চিত হতে হবে৷সাপোর্ট লেভেলে সর্বদাই Buy এন্ট্রী হবে এবং রেসিসট্যন্স লেভেলে Sell এন্ট্রী হবে৷ফরেক্স ট্রেডিং এর মূল নিয়ম এটাই৷