PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ



shuvo2014
2014-12-11, 03:11 PM
একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।
অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে

fxover
2015-09-17, 05:08 PM
সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্ধারন করার জন্য আমরা অনেক ধরনের এনালাইসিস করে থাকি । অনেক ধনের ইন্ডিকেটর দিয়ে আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি । আমরা ট্রেন্ড লাইন , চ্যানেল, পিভট পয়েন্ট ইত্যাদির মাধ্যমে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি । আমরা যদি মার্কেট সাপোর্ট লেভেলে পাই তাহলে আমরা বাই করে ভালো প্রফিট পেতে পারি ।

Defender
2015-09-17, 05:13 PM
কাজ করে টাকা পাওয়া একটা ভাল অনুভুতি এযে কি অনুভুতি তা আমি মুখে বলে বুঝাতে পারবো না তবে এটা একটা *বিশেষ জিনিষ ফরেক্স একটি অন লাইন কাজ আর অন লাইণে থাকতে হলে mb কেনা লাগে তাই এটাতে টাকা লাগে আমি মনে করি তাছাড়া এটাতে টাকা লাগে না এটাতে বোনাস এর একটা লিকং আছে সেখানে কাজ করে আয় করা যায়।

onlyfx
2015-10-22, 05:57 PM
সাপোর্ট ও রেজিস্তয়ান্স সঠিকভাবে বের করা আমাদের জন্য খুবই জ্রুরী । আমাদের সকল এনালাইসিস এর মুল লক্ষ্যই হচ্ছে সাপোর্ট ও রেজিস্ত্যান্স বের করা । আমরা যদি কেউ এই দুটি লেভেল সঠিকভাবে বের করতে পারি তাহলে ফরেক্স মার্কেটে আর পিছু ফিরে তাকাতে হবে । লাভ করতে থাকব । কারন মার্কেট সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল এ যেতে থাকে । এবং এর মধ্যে অনেক পিপস মুভ করে ।

maziz6989
2016-05-31, 06:03 PM
আসলে সাপোর্ট রেজিস্টেন্স হিসেব করার জন্য অনেক ধরণের হিসেব আছে। যেকোন ওয়েব সাইট ঘাটলে বেশ পাওয়া যাবে। তবে ইদানিং বেশ কিছু ইনডিকেটর আছে যেগুলো সাপোর্ট এবং রেজিন্টেন্স লেভেল দেখিয়ে দিয়ে থাকে। আবার খালি চোখেও বুঝা যায় কোনটা সাপোর্ট আর কোনটা রেজিন্টেন্স।

dwipFX
2016-06-04, 12:21 PM
ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপুূর্ণ হল সাপোর্ট রেজিস্টেন্স যে সাপোর্ট রেজিস্টেন্স বুঝতে পারে সে মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।আমি সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু রিয়াল মার্কেটে সেগুলো বুঝতে পারিনাই। তাই সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে এখনো শিখতেছি।

Rahat015
2016-06-09, 12:47 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট ও রেসিস্টেন্স ধরা টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।। এবং টেকনিকাল এনালাইসিস করার জন্য এটার ভূমিকা খুব। কিভাবে সাপোর্ট ও রেসিস্টেন্স চিহ্নিত করব তা হল যেখান থেকে মার্কেত উঠে তা হল সাপোর্ট এরিয়া আর যেখান থেকে মার্কেট নামে তা হল রেসিস্টেন্স এরিয়া।। এছাড়া আমরা জিগজাগ ইনডিকেটর ব্যবহার করে ও সাপোর্ত ও রেসিস্টেন্স চিনতে পারব।।

HKProduction
2016-06-21, 05:28 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স চিনে যারা ট্রেড করতে পারে তারা ফরেক্স মার্কেটে কখনো লস করে না। ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় লসের কারন হচ্ছে মানি ম্যানেজমেন্টের নিয়ম না মেনে ট্রেড করা। সাপোর্ট এবং রেসিসট্যান্স দেখে যারা রুল মেনে ট্রেড দেয় তারা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে। ফরেক্স মার্কেটে লাভ করার চেয়ে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি। কেননা দক্ষতা ছাড়া এখানে টিকে থাকা যায় না।

Sahed
2016-07-24, 07:18 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট হচ্ছে খুটি আর রেজিস্টান্স হচ্ছে বাধা দান । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।

milonkhanfx1993
2016-09-30, 02:11 PM
একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।
অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে

আমি অনেক সময় ব্রেক আউট ট্রেড করি মানে সাপোরট রেসিস্ট্যান্স ভেঙ্গে যে ট্রেড হয় সেটা আর কি,তবে আরকেটা বিষয় জানা দরকার,স্যাডো টা কি জরুরি সাপোরট রেসিস্ট্যান্স আকানোর সময়?

Ajobja12
2016-09-30, 11:24 PM
হ্যা ফরেক্সেরে মুল ব্যবসায়িক ধরন এবং মানসিক প্রস্তুতি হতে হবে ৫০% ট্রেড আপনার অনুকুলে ও প্রতিকুলে যাবে। এই চিন্তা মাথায় রেখে আপনাকে ট্রেডশুরু করতে হবে। তাছাড়া আপনি এই লস রিকভার করতে পারে কিছু টেকনিক খাটিয়ে। এবং টেকনিকগুলো বুঝতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো পড়ালেখা করতে হবে। তাই আপনাদের সকলকে একটি উপদেশ আপনারা নিজেদের ব্যবসায়ে লস করতে হবে এটাকে একটি অমূল্য সত্য কথা মাথায় রেখে ট্রেডে নামতে হবে।

Rahat015
2016-10-01, 05:03 PM
সাপোর্ট আর রেসিসটেন্স ফরেক্স মার্কেট এ অনেক গুরুত্বপূর্ণ। যারা সাপোর্ট আর রেসিসটেন্স ধরতে পারে তারা মার্কেট এর রাজা। কারন সাপোর্ট আর রেসিসটেন্স ধরতে পারলে মার্কেট এ ট্রেড করার জন্য আর কিছু লাগবে না। তাই নির্ভুলভাবে সাপোর্ট আর রেসিস্টেন্স ধরতে জানার জন্য অনেক পড়ালেখা করতে হবে এগুলা নিয়ে।

MoinFX
2016-10-04, 05:11 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স দেখে ট্রেড করি তবে আমাদের কে সে সাপোর্ট রেজোন্যান্স বুজতে হলে জিগজাগ ইনডিকেটর দেখে এনালাইসিস করতে হবে তাহলে সাপোর্ট রেজিস্টেন্স বুঝা যায়।

nisho5533
2016-10-05, 12:53 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে যারা সফল হয়েছে তারা সবাই প্রথম অবস্থাই ফরেক্স মার্কেট এ অনেক লস করেছে।তার পর তারা ফরেক্স মার্কেট এ লস করার কারণ গুলো বের করে আবার ট্রেড করা শুরু করে।তাই তারা আজ ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল।আমি মনেকরি যারা ফরেক্স মার্কেট এর সাথে লেগে থাকে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারে।সেতা হোক দুই দিন আগে বা দুই দিন পরে।তাই তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল।

Mamun13
2017-09-30, 11:39 PM
সাপোর্ট/রেসিসট্যান্স এরিয়া হচ্ছে টেকনিক্যাল এনালাইসিসের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়৷বিশ্বের সকল অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই সাপোর্ট/রেসিসট্যান্স এরিয়াগুলো দেখে বুঝে ট্রেড করে থাকেন৷সাপোর্ট এরিয়াতে Buyer গণ সর্বদা Buy করেন আর রেসিসট্যান্স এরিয়াতে Seller গণ Sell করে থাকেন৷সাপোর্ট/রেসিসট্যান্স নির্ধারণ করার জন্য বড় টাইম ফ্রেম দেখে হরাইজেন্টাল লাইন দিয়ে একেঁ একেঁ চিহ্নিত করে রাখতে হয়৷

Rassel Vuiya
2022-01-11, 12:40 PM
সাপোর্ট ও রেজিস্টেন্স ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় । এটা এমন একটি প্রাইস লেভেল বা এলাকায় যেখানে এসে মার্কেট সিদ্ধান্ত নেয় তার পরবর্তী দিক কি হবে । এই প্রাইস জোনেদুনিয়ার সব ট্রেডার নজর রাখে, আর তাই এখানেই প্রাইস একশন সবচেয়ে শক্তিশালী সিগনাল দিয়ে থাকে । মার্কেটে দুই ধরনের S-R দেখা যায়, লং টার্ম ( Major S-R) এবং শর্ট টার্ম ( Minor S-R). আর তাই একটি প্রফিটেবল টার্ম নেয়ার প্রথম শর্ত হল সেটা সাপোর্ট ও রেজিস্টেন্স থেকে নিতে হবে ।
16444

Tofazzal Mia
2022-02-10, 09:39 AM
রেজিস্টেন্স-বাংলা মানে স্থিতিস্থাপকতা। ঝড়-বাদল-রোদ-বৃস্টি-খরায় বেচে থাকা গাছের মত হোন। সিডরের সময় এদেশে যেমন বড় বড় গাছ পড়ে গেলেও নারকেল গাছ ছিঁড়ে যাওয়া পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে; ধু ধু মরুভূমিতে বাবলা গাছের মত যেসব গাছ (নাম জানিনা) ঠায় তার সবুজ পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে-ঠিক তেমনি নিজেকে এই স্টকমার্কেট ট্রেডিং এ দাড় করিয়ে রাখুন। প্রাইসের ওঠা-নামার ঝড়ে নিজেকে সহনশীল রাখতে, নিজের সিস্টেমের প্রতি আস্থা বাড়ান। নয়েজ এড়িয়ে চলুন। রেজিস্টেন্স দেখে আস্থার সাথে ট্রেডে এন্টি নিন। স্টপ লস এবং টেক প্রফিট ঠিক করে, চুপ করে বসে থাকুন।
16708

Mas26
2022-02-13, 02:39 PM
আসলে সাপোর্ট রেজিস্টেন্স হিসেব করার জন্য অনেক ধরণের হিসেব আছে। যেকোন ওয়েব সাইট ঘাটলে বেশ পাওয়া যাবে। তবে ইদানিং বেশ কিছু ইনডিকেটর আছে যেগুলো সাপোর্ট এবং রেজিন্টেন্স লেভেল দেখিয়ে দিয়ে থাকে। আবার খালি চোখেও বুঝা যায় কোনটা সাপোর্ট আর কোনটা রেজিন্টেন্স।আমরা যদি কেউ এই দুটি লেভেল সঠিকভাবে বের করতে পারি তাহলে ফরেক্স মার্কেটে আর পিছু ফিরে তাকাতে হবে লাভ করতে থাকব। কারন মার্কেট সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল এ যেতে থাকে ।