PDA

View Full Version : ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ



shuvo2014
2014-12-11, 03:13 PM
অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

fxover
2015-09-17, 05:51 PM
ট্রেন্ড লাইন আঁকার নিয়ম গুলো মেনেই আমাদেরকে ট্রেন্ড লাইন আঁকতে হবে । ট্রেন্ড লাইন আপনি যতটা সঠিকভাবে আঁকতে পারবেন আপনি ততটা সফল হতে পারবেন । ট্রেড করার সময় আমাদেরকে বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিসও করতে হবে । আর আমদেরকে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরন করেই ট্রেড করতে হবে তানাহলে ভুল হবার সম্ভাবনা থাকবে ।

Harun1650
2015-09-18, 12:46 PM
ট্রেন্ড হল আপনি দুইটা লাইন আকবেন যেটা কিনা ট্রেড প্রাইস এর উপরের মানে আপার লাইন থেকে একটা লাইন আকবেন আবার আরেকটা হচ্ছে ডাউন লাইন এর শেষ থেকে আরেকটা লাইন টানবেন। এখন মার্কেট যদি আপার লাইন টাচ করে তাহলে আপনাকে সেল নির্দেশ করছে আর যদি মার্কেট প্রাইস ডাউন লাইন টাচ করে তাহলে আপনাকে বুঝতে হবে বাই নির্দেশ করছে। আর এটাকে মুলত একটা সমান্তরাল লাইন বলা যেতে পারে।

onlyfx
2015-10-22, 05:36 PM
ট্রেড লাইন দেখে ট্রেড করা খুবই সাধারন একটি ব্যাপার কিন্তু দেখা যায় অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ত্রেন্ড লাইন ড্র করতে পারেনা । খুব জোর করে ট্রেন্ড লাইন ড্র করে আর এভাবে ভুল ট্রেড এ এন্ট্রি নেয় ফলে লস আর লস । আর তখন দোষ হয় ফরেক্সের । তাই আগে আপনি সঠিকভাবে ত্রেন্ড লাইন ফড্র করতে শিখেন তারপর সে অনুসারে ট্রেড করেন । আর হুঠাট কোণ ট্রেডে এন্ট্রি নিতে যাবেন না । বুঝে শুনে সঠিক ট্রেডে এন্টি নিবেন দেখবেন আপনি একসময় ভালোই প্রফিট করে পারবেন ।

dinner
2015-12-04, 03:59 PM
আমার জানা মতে সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে। জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

basaki
2016-03-24, 09:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড লাই যদি কেউ ভাল করে শিখতে পারে তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে অনেক ভাল করবে বলে আমি মনে করি আমার যানা মতে কেউ যদি ফরেক্স না শিখে ফরেক্স ট্রেড করতে যায় তবে তার ফরেক্স মার্কেটে একাউন্ট জিরু হয়ে যাবে বলে আমার ধারনা।

yasir arafat
2016-04-01, 02:17 PM
আমি মনে করি ট্রেড লাইন ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ দিক।এর বেশির ভাগ ফলাফল ভালই হয়ে থাকে।কারণ আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে ট্রেন্ডের উপর পুরো মার্কেটটা থাকে।অথাত্ ট্রেন্ড যেদিকে মার্কেট সে দিকে যেতে দেখা যায়।এর সাথে সার্পোট আর রেসিসটেন্সকে যোগ করে নিলে ফলাফল আরো ভাল পাওয়া যায়।

ASADUR RAHMAN
2016-04-06, 08:24 PM
ট্রেন্ড লাইন সঠিকভাবে আকাটা খুব জরুরী । ট্রেন্ড লাইন জোর করে আকাতে যাবেন না । জোর করে ট্রেন্ড লাইন এঁকে ট্রেড করলে সফল হওয়া যায় না । তাই আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ভালোভাবে ট্রেন্ড লাইন আঁকতে হবে । কখনই ভুল করে আঁকতে যাবেন না , আতে আপনার লাভ এর চেয়ে ক্ষতিই বেশি হবে । যতটা সম্ভব সঠিকভাবে আকাঁর চেষ্টা করবেন ।

ASADUR RAHMAN
2016-04-06, 08:30 PM
ট্রেন্ড লাইন সঠিকভাবে আকাটা খুব জরুরী । ট্রেন্ড লাইন জোর করে আকাতে যাবেন না । জোর করে ট্রেন্ড লাইন এঁকে ট্রেড করলে সফল হওয়া যায় না । তাই আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ভালোভাবে ট্রেন্ড লাইন আঁকতে হবে । কখনই ভুল করে আঁকতে যাবেন না , আতে আপনার লাভ এর চেয়ে ক্ষতিই বেশি হবে । যতটা সম্ভব সঠিকভাবে আকাঁর চেষ্টা করবেন ।

sharifulbaf
2016-05-19, 11:20 PM
ফরেক্স মার্কেটের ট্রেন্ড লাইন আঁকতে আমরা তিন ধরনের ট্রেন্ড লাইন আঁকতে পারি,যথা আপট্রেন্ড লাইন,ডাউন ট্রেন্ড লাইন,এবং সাইডওয়ে ট্রেন্ড লাইন,এই লাইন দেখে ফরেক্স মার্কেট হতে আমরা বাই বা সেল করে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেন্ডের সাথে যদি ট্রেডিং করা যায় তাহলে অনেক ভাল প্রফিট করা যায়।

md mehedi hasan
2016-12-03, 10:15 AM
ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন আকা বা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।সঠিক ভাবে টেন্ড লাইন আকতে পারলে ট্রেড করে অনেক প্রফিট করা যায়।সাধানত ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড লাইন আছে।যেমন আপ ট্রেন্ড,ডাউন্ড টেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড।

FREEDOM
2020-06-21, 11:35 PM
অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

আমি অনেকদিন ধরেই ভালো করে ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করছি এবং আগের তুলনায় এখন ট্রেন্ড লাইন ড্র ভালো হচ্ছে। আমার মনে হয় ফরেক্স মার্কেটে ভালো করে ট্রেন্ড লাইন ড্র করতে পারলে প্রফিট করা খুব সহজ হয়ে যায়। আমরা সাধারনত দুই বা তিনটি টপ বা বটম সংযুক্ত করে ট্রেন্ড লাইন ড্র করতে পারি। ট্রেন্ড লাইন যত পারফেক্টলি ড্র করা যাবে ট্রেডে এন্ট্রি নেয়া ততোটা শক্তিশালী হবে।

Sakib42
2020-06-27, 02:53 PM
ট্রেন্ড লাইনটি আপনাকে দেখায় যে বাজারটি কীভাবে চলছে এবং কোন দিকে চলেছে, কোনও ব্যবসায়ী মুদ্রাটি wardর্ধ্বমুখী হচ্ছে অর্থ এটি কিছু লাভ করছে কিনা বা এটি নীচের দিকে যাচ্ছে অর্থ হ্রাস করছে তা বোঝাতে সক্ষম। ট্রেন্ড লাইন থেকে কোনও ব্যবসায়ী ট্রেডিংয়ের জন্য কোন মুদ্রাটি ব্যবহার করতে হবে তা জানতে সক্ষম হয় যদি আপনি সঠিকভাবে বাজার বিশ্লেষণ করেন তবে কোনও ব্যবসায়ী সঠিকভাবে প্রবণতাটি আবিষ্কার করতে সক্ষম হন এবং ট্রেডিংয়ের মাধ্যমে ভাল লাভ করতে পারবেন। প্রবণতাটি আবিষ্কার না করে কোনও ব্যবসায়ী কখনও ফরেক্স ট্রেডিং দ্বারা লাভ করতে পারে না।