PDA

View Full Version : চ্যানেল



shuvo2014
2014-12-11, 03:13 PM
আমরা এখানে চ্যানেল আই, বিটিভি কিংবা কার্টুন নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না। আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।

mdaiarman
2014-12-13, 09:10 AM
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।
ঊর্ধ্বমুখী চ্যানেল আঁকার জন্য আপট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক বটম পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইনকে হিট করবে, তখন আপনি বাই করতে পারেন। আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।

চ্যানেল ৩ প্রকারঃ
ঊর্ধ্বমুখী চ্যানেল (higher highs and higher lows)
নিম্নমুখী চ্যানেল (lower highers and lower lows)
সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল (ranging)

fxover
2015-09-19, 07:11 AM
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।
ঊর্ধ্বমুখী চ্যানেল আঁকার জন্য আপট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক বটম পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইনকে হিট করবে, তখন আপনি বাই করতে পারেন। আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।

চ্যানেল ৩ প্রকারঃ
ঊর্ধ্বমুখী চ্যানেল (higher highs and higher lows)
নিম্নমুখী চ্যানেল (lower highers and lower lows)
সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল (ranging)

ধন্যবাদ আপনাকে । আপনি ব্যাপারটি অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছেন যা পড়লে যে কোন নতুন ফরেক্স ট্রেডার খুব সহজেই বুঝতে পারবে । চ্যানেলে দুটি ট্রেন্ড লাইন সমান্তরালে থাকে । মার্কেট প্রাইস যদি নিচের লাইনটি স্পর্শ করে তাহলে আমরা সেখানে বাই দিতে পারি কারন তখন সেই পয়েন্টটি সাপোর্ট হিসেবে কাজ করে । আর মার্কেট প্রাইস যদি উপরের লাইনটি স্পর্শ করে তাহলে আমরা সেখানে সেল দিতে পারি কারন তখন সেই পয়েন্টটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে ।

Defender
2015-09-19, 09:17 AM
আমি এখানে মনে করি একটি আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।

dinner
2015-11-29, 08:26 PM
আমরা এখানে চ্যানেল আই, বিটিভি কিংবা কার্টুন নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না। আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।
চ্যানেল ৩ প্রকার । যথা : * ঊর্ধ্বমুখী চ্যানেল । * নিম্নমুখী চ্যানেল ।* সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল ।

abdulguffer
2016-03-22, 02:12 PM
চ্যানেল হলো টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুল । বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে চ্যানেল সাহায্য করে। চ্যানেল আকতে হয় দুটি ট্রেন্ড লাইন নিয়ে। একটি ট্রেন্ড লাইন ক্যান্ডালস্টিক এর উপরে আকতে হবে এবং আর একটি ক্যান্ডালস্টিক এর নিচে আকতে হবে।এই দুটি ট্ট্রেন্ড লাইন এর সমান্তরাল রুপ কে চ্যানেল বলে।

abdulguffer
2016-03-22, 02:22 PM
চ্যানেল আকার সময় ট্রেন্ড লাইন দুটো অবশ্যই সমান্তরাল ভাবে আকতে হবে। চ্যানেল এর নিচের ট্রেন্ড লাইন টি হলো বাই এরিয়া, প্রাইস যখন এই এরিয়াতে আসে তখন বাই ট্রেড এন্ট্রি নিতে হবে। আর চ্যানেল এর উপরের ট্রেন্ড লাইন টি হলো সেল এরিয়া, প্রাইস এই এরিয়াতে এলে সেল ট্রেড এন্ট্রি নিতে হয়।

basaki
2016-03-24, 06:30 PM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে যেগুলো আপনি যদি ভাল করে শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক লাভ করতে পারবেন আর সেটা দিয়ে আপনি ফরেক্স থেকে নিজেকে সাবলম্বি করতে পারবেন বলে আশা করি।

yasir arafat
2016-04-07, 12:32 AM
প্রত্যেক মেটাট্রেডারে চ্যানেলের জন্য একটা অংশ থাকে।যেখান থেকে আপনি চ্যানেল ধরতে পারবেন এবং চ্যানেল আঁকতে পারবেন।এটা আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে সাহায্য করে।সুতরাং চ্যানেল এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নির্দিষ্ট সীমায় ট্রেড ওপেন করতে পারেন।

ASADUR RAHMAN
2016-04-07, 12:38 AM
যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।

dwipFX
2016-05-14, 11:52 AM
আমি চ্যানেল সম্পর্কে অনেক ভিডিও দেখেচি কিন্তু এখনো চ্যানেল সম্পর্কে সঠিক ভাবে জানতে পারিনাই। আমাদের কে ট্রেডিং দক্ষতা বাড়াতে হলে বিভিন্ন চ্যানেল সম্পর্কে আমাদের জানতো হবে কারন যে চ্যানেল ধরে ট্রেড করতে পারে তার ট্রেড কিছুটা হলেও ভাল হবে।

sharifulbaf
2016-05-17, 04:49 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি যখন উপরে বা নিচের দিকে যায় সেই সময় আমরা একটি টুলস ব্যাবহার করতে পারি সেই টুলসকে আমরা চ্যানেল বলে থাকি,ফরেক্স মার্কেটে কোন কারেন্সির দাম উঠানামা করতেছে যদি আমরা সঠিক ভাবে চ্যানেল বানাতে পারি তাহলে বলতে পারব যে পরে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে,যদি চ্যানেল ব্রেক করে তাহলে অন্য কোন দিকে চলে যাবে।

Sahed
2016-07-27, 11:04 AM
চ্যানেল হল টেকনিক্যাল এ্যনালাইসিসের একটি টুলস যা বাই বা সেল প্রাইস নির্ধারনে আমাদের সাহায্য করে । চ্যানেল সাধারনত তিন প্রকার । যথা ১। ঊর্ধ্বমূখী চ্যানেল ২। নিম্নমূখী চ্যানেল ও ৩। সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল । তবে খেয়াল *রাখতে হবে চ্যানেল আকার সময় যেন দুটি ট্রেন্ড লাইন যেন সমান্তরাল হয় । ধন্যবাদ ।

md mehedi hasan
2016-12-02, 09:48 AM
ফরেক্স মার্কেটে চ্যলেন হল একটি ট্রেন্ড।চ্যালেন সাধারনত তিন প্রকার যথা আপ চ্যালেন,ডাউন্ড চ্যালেন এবং সাইডওযে চ্যালেন।চ্যালেন সঠিক ভাবে আকা বা নির্ধারন করে আমাদের ট্রেড করতে হবে।একটা কথা মনে রাখবেন সাইডওয়ে চ্যালেনে কখনো ট্রেড করবেন না।

Mamun13
2017-11-15, 08:50 PM
টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝার জন্য ট্রেডারগণ প্রায়ই চ্যানেল এঁকে থাকেন৷চ্যানেল একটি টেকনিক্যাল টুলস যা দিয়ে আপ চ্যানেল,ডাউন চ্যানেল ও সাইডওয়ে বা সমান্তরাল চ্যানেল-এই তিন ধরনের চ্যানেলই আঁকা যায়৷প্রাইস যখন এই চ্যানেলের নীচের লাইনে টেস্ট করবে তখন ট্রেডারগণ Buy করে থাকেন আর প্রাইস যখন এই চ্যানেলের উপরের লাইনে টেস্ট করবে তখন ট্রেডারগণ Sell করে থাকেন৷