PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



shuvo2014
2014-12-11, 03:15 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে

mdaiarman
2014-12-13, 09:06 AM
মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।

fxover
2015-09-19, 09:39 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হচ্ছে মার্কেট বোঝার জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা । এই ইন্ডিকেটর গুলোর নির্দেশনা গুলো দেখে আমরা ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্থা বুঝতে পারি । ফরেক্স মার্কেট এর বিভিন্ন বিষয় বোঝার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে । একেক্টি ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর একেকটি বিষয় বুঝতে পারি । যেমন- ট্রেন্ড বোঝার জন্য প্যারাবোলিক সার , সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর, মার্কেট এর ট্রেন্ড এর strength বোঝার জন্য RSI ইন্ডিকেটর ব্যাবহার করতে পারি ।

dinner
2015-12-04, 03:26 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে ।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।

HKProduction
2015-12-06, 07:05 PM
ইন্ডিকেটর একটি বহুল প্রচলিত ট্রেডিং হাতিয়ার। এর গুরুত্ব ও তাৎপর্য অনেক। পৃথিবীতে যত ইন্ডিকেটর আছে তার ব্যবহার জানতে হলে আমাদেরকে জনম জনম ধরে শুধু ডেমোতেই পড়ে থাকতে হবে। তাই কয়েকটি ইন্ডিকেটর নিয়ে প্রাকটিস করা অনেক ভাল। অনেকে এখানেই বেশি সময় অপচয় করে থাকে।

sayem11
2015-12-09, 12:34 AM
আপনার ব্যবহৃত চার্টে আপনি যেই কারেন্সিতে ট্রেড করছেন সেই মার্কেটের সামনের মুভমেন্ট কি হতে পারে সেই সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়ার জন্য ইনডিকেটোর ব্যবহার করতে পারেন । তবে ইন্ডিকেটর হল একটি ইলেক্ট্রিক্যাল অটোমেটিক সিস্টেম, এটি সবসময় বাস্তবতার সাথে মিলিয়ে নাও ইঙ্গিত দিতে পারে, আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও থাকতে পারে, কারন হয়ত আপনি নিজেই অনেক ভাল মার্কেট অ্যানালাইসিস করতে পারেন তাই খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল। ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর হয়তো আপনাকে আরও দ্বিধাগ্রস্থ করে তুলবে। কারন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়।

sharifulbaf
2015-12-09, 09:09 AM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে ট্রেড ওপেনিং করার পর মার্কেট মুভমেন্ট কে বুঝায়।ফরেক্স মার্কেট এর ইন্ডিকেট র হল কখন বাই ও সেল করতে হবে তা নির্দেশ করে।অনেক সময় সঠিক সিগনাল না দিয়ে ভূল সিগনাল দিতে পারে।এম টি ৪ প্লাটফরম এ বিভিন্ন ইন্ডিকেট র ব্যাব হার যায়,যথা আর এস আই, বলিংগার ব্যান্ড,স্টস,ইত্যাদি।

MotinFX
2016-03-06, 03:18 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ইনডিকেটর নিয়ে কাজ করতে হবে। ইনডিকেটর অর্থ নির্দেশক এর মাধ্যমে বাই সেল করার বিভিন্ন সিগনার পেয়ে থাকি। তাই আমাদের কে এনালাইসিস করার সময় ফরেক্স মার্কেটে বিভিন্ন রকমের ইনডিকেটর নিয়ে এনালাইসিস করতে হয়।

majidiqbal
2016-03-06, 03:49 PM
ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপে যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়।

abdulguffer
2016-03-09, 01:01 AM
ফরেক্স এ সফলতা অর্জন করতে আমরা মেটা ট্রেডার 4 এ ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ইন্ডিকেটর হচ্ছে চার্ট ভিত্তিক আগাম দিক বা গতি নির্দেশক । ফরেক্স এর একটি পেয়ার ভবিষ্যতে আপট্রেন্ড না ডাউনট্রেন্ড তার আগাম দিক নির্দেশনা দিয়ে থাকে। ফরেক্স এ অনেক ইন্ডিকেটর রয়েছে , সকল ইইন্ডিকেটর শেখা ও ব্যবহার করা সম্ভব নয় । তাই 2/3 টা ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে এন্ট্রি নিলে ভালো ফল পাওয়া যায়।

basaki
2016-03-09, 10:04 AM
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয়।আর আপনি যদি পড়াসুনা করেন তবে আপনি জানতে পারবেন ইন্ডিকেটর কি।ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের উত্তান এবং পতন এর চার্ট যা দেখে আপনি নির্দারন করবেন মার্কেটের মুবমেন্ট।

Fasor
2016-03-12, 01:01 AM
ফরেক্স মার্কেট কোনদিক যেতে পারে সেইদিক নির্দেশ করে এমন জিনিসকেই ইন্ডিকেটর বলা হয়। কিন্তু সেইদিকেই যে যাবে তার কোন নিয়ম নেই। সবসময় এইগুল ভাল কাজ করে না। নিজের আনাল্যসিস কাজে লাগাতে হয় ভাল সাফল্য পেতে হলে। আমি সবসময় এইসব ব্যাবহার করি না।

fatemaakhter
2016-03-12, 11:39 AM
আমি কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করি। ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি ইন্ডিকেটরের সাহায্য ছাড়া কোন ট্রেড করতে পারি না। আমাদেরকে এদের ব্যবহার খুব ভাল করে শেখা উচিত। এ জন্য ডেমোতে বেশি বেশি প্রাকটিস করে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। নয়তো আমরা এখান থেকে লাভ করতে পারব না। আমি নিজে প্যারাবলিক সার , মুভিং আভারেজ ব্যবহার করি ।

ASADUR RAHMAN
2016-03-14, 01:53 PM
ইন্ডিকেটর হল একটি ইলেক্ট্রিক্যাল অটোমেটিক সিস্টেম, ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন।এই ইন্ডিকেটর গুলোর নির্দেশনা গুলো দেখে আমরা ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্থা বুঝতে পারি ।

জ্যাক কয়েন
2016-05-22, 03:54 PM
আমি মনে করি ইন্ডিকেটর হল এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

majidiqbal
2016-05-22, 05:45 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

maziz6989
2016-05-30, 12:35 PM
ইন্ডিকেটর হল সেই সকল হিবিজিবি বস্তু যেগুলো আমার মত নতুন ট্রেডার গনহারে ব্যবহার করে এবং একাউন্ট জিরো করে বলে এই সব ফালতু বস্তু কেউ ব্যবহার করবেন না। আমার মত নতুন ট্রেডারদের অনেক সময় ইনডিকেটর এর কারণে চার্টের ক্যান্ডেলগুলোই দেখা যায় না।

dwipFX
2016-06-10, 03:30 PM
ফরেক্স মার্কেটে অনেক রকমের ইনডিকেটর রয়েছে আমাদের কে এই সকল ইনডিকেটর দেখে মাঝে মাঝে এনালাইসিস করতে হয়। ইনডিকেটর কোন সময় ভাল ট্রেড সিগনাল দেয় আমাদের কে এই সকল ইনডিকেটর দেখে ট্রেড করতে হবে।

Realifat
2016-06-14, 08:55 AM
মার্কেটের ট্রেন্ড এবং পরিস্থিতি বোঝানোর জন্য ইন্ডিকেটর নির্দেশনা প্রদান করে থাকে। আপনি নিজের দক্ষতার সাথে ইন্ডিকেটরের নির্দেশনা মিলিয়ে ভালো সিধান্তে উপনীত হয়ে ট্রেড করতে পারেন যেটা আপনাকে ভালো ফলাফল প্রদান করতর সক্ষম হতে পারে। তাই সবসময়ই শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড না করেনিজের দক্ষতার সংমিশ্রনে ভালোভাবে ট্রেড করার চেষ্টা করলে ভালো সফলতা পাওয়া সমাভব হতে পারে।

Rahat015
2016-06-15, 10:50 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে । তবে হ্যা ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে।

Sahed
2016-07-24, 07:36 PM
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের ইন্ডিকেটর অনলাইনে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল ইন্ডিকেটর অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা ইন্ডিকেটর দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা ইন্ডিকেটর বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তাই আমার কাছে এসকল ইন্ডিকেটর ভূয়া বলে মনে হয় ।

fardin222333
2016-08-18, 12:11 PM
ইন্ডিকেটর হল মার্কেটের অবস্থা মুভমেন্ট বোঝার জন্য একটি নির্দেশক। এই নির্দেশক দেখে আমরা মার্কেটের বর্তমান অবস্থা বুঝতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। একএক ইন্ডিকেটরের একএক কাজ। ট্রেড বোঝার জন্য, সাপোর্ট বোঝার জন্য, মার্কেকেটর *স্টন্থ বোঝার জন্য ইত্যাদি বোঝার জন্য ইন্ডিকেটর ব্যবহার হয়।

milonkhanfx1993
2016-10-02, 12:24 AM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে

ইন্ডিকেটর বেশি সময়েই দেখি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে গেলে ৬০ ভাগ প্রফিত করলেউ বাকি সময় লস করি যা মারাত্মক হয়ে যায় আমার জন্য । তাই শুধু ইন্ডিকেটর নিরভর ট্রেড করা উচিত না।

MoinFX
2016-10-04, 11:11 AM
ইনডিকেটর অর্থ নির্দেশক ামমরা সবাই কম বেশি ফরেক্স মার্কেটে জানার সাথে সাথে বিভিন্ন ইনডিকেটর সম্পর্কেজানতে পারি। এই ইনডিকেটর দেখে আমরা বিভিন্ন রকমের ট্রেড করে থাকি তবে আমার কাছে ফিবোনাক্কি ইনডিকেটর ভাল।

RUBEL MIAH
2016-12-14, 08:27 AM
অামরা রাতের অন্ধকারে চলার জন্য যেমন আলো ব্যবহার করে থাকি তেমনি ফরেক্স মার্কেটে কাজ করে সফলতা অর্জন করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করা হয় । অামরা সব সময় দক্ষতা অর্জন করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও চেষ্টা করবেন ইন্ডিকেটর ব্যবহার করার জন্য তাহলেই লাভবান হতে পারবেন ।

msisohel
2016-12-14, 03:47 PM
মার্কেট মুভমেন্ট কোন দিক হবে সেই ইংগিত দেয় ইনডিকেটর । লক্ষণীয়, ইনডিকেটর ইংগিত দেয় মানে সম্ভাবনা বলে, তাই এই সম্ভাবনার নাথে নিজের বিশ্লেষণ সমন্বয় করে ট্রেড করলে সফলতা আসতে পারে।

nbfx
2016-12-14, 06:52 PM
মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল ও আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের এনালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

riponinsta
2016-12-18, 03:32 PM
ইন্ডিকেটর মানে হল দিক নিরদেসনা । ফরেক্স মার্কেট কোন দিকে আছে তা আপনি ইন্ডিকেটর এর মাধ্যমে জানতে পারবেন বা বুজতে পারবেন আর সেই মত টেড করলে আপনার লাভ হবে । আমার মতে ২ থেকে ৩ তা ইন্ডিকেটর দিয়ে টেড করা ভাল আর বেশি ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি এলোমেলো করে ফেলতে পারেন তখন আপনি টেড চালু করলে লস হতে পারে অনেকে ১ তা ইন্ডিকেটর দিয়ে লাভ করে ।

Mamun13
2017-11-21, 06:17 PM
ইনডিকেটর হলো টেকনিক্যাল এনালাইসিসের জন্য সদা সর্বদা ব্যাবহৃত ও জনপ্রিয় টুলস৷অসংখ্য ইনডিকেটর রয়েছে এই ট্রেডিং ফ্লাটফর্মগুলোতে৷এসব ইনডিকেটরের অনেক ধরনের ব্যাবহারও আছে৷কিছু ইনডিকেটর অবশ্যই কাজের যেমন-হরাইজেন্টাল লাইন,ট্রেন্ড লাইন,চ্যানেল,মুভিং এভারেজ,ফিবোনাকী রেশিও,পিভট পয়েন্ট...ইত্যাদি৷