PDA

View Full Version : Parabolic Sar



shuvo2014
2014-12-11, 03:16 PM
অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

fxover
2015-09-19, 05:47 AM
এই ইন্ডিকেটর ব্যাবহারের ফলে আমরা মার্কেট এ টড়েন্দ এর পরিবর্তন সম্পর্কে বুঝতে পারি । আর এটা আমাদের জন্য অনেক বেশি জরুরী । আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে অনেক সময় অনেক ভুল ট্রেড করে বসব । আর তাই ভুল ট্রেড এর হাত থে কে বাচার উপায় হচ্ছে সঠিক সময়ে সঠিক ট্রেড বুঝতে পারা । আর এই কাজটি আমাদেরকে করে দিবে Parabolic Sar নামের এই ইন্ডিকেটর টি । কোন ক্যান্ডেল এর নিচে যদি পয়েন্ট দেখা যায় তাহলে বুঝতে হবে মার্কেট উপরে যাবে ।

onlyfx
2015-10-22, 05:08 PM
আমি যে ইন্ডিকেটরটি সবচেয়ে বেশি ব্যাবহার করি তা হচ্ছে এই প্রারাবোলিক সার । কারন হচ্ছে আমার দেখা সব ইন্ডিকেটর গুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি কার্যকর । আমি এই ইন্ডিকেটর আর stoch ইন্ডিকেটর ছাড়া আর কোন ইন্ডিকেটর ব্যাবহার করি না । কোন ক্যান্ডেল শুরুর সময় এই ইন্ডিকেটর এর প্রভাবে একটি ডট পরে । ডট যদি ক্যান্ডেল এর উপরে পরে তাহলে আপনাকে সেল দিতে হবে আর নিচে পরলে আপনাকে বাই পদিতে হবে ।

dinner
2015-12-03, 05:58 PM
অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

ASADUR RAHMAN
2016-04-06, 11:19 PM
) ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে। Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে।

md mehedi hasan
2016-11-10, 09:54 AM
যারা ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে।তাদের ট্রেড করার সময় ইন্ডিকেটরের সাহায্য নিতে হয়।আমি ফরেক্স মার্কেটে এডেক্স ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করি।কারন এই ইন্ডিকেটর কখন ট্রেড করতে হবে এবং কখন ট্রেড শেষ করতে হবে এবং বর্তমান ট্রেডটি শক্তিশালী কি না সে বিষয়ে যানা যায়।

Amit4040
2016-11-11, 11:33 PM
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীনভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করা কি হালাল না হারাম সে বিষয়ে আমি তেমন কিছু জানিনা।হ্যাঁ তবে আমার মনে হচ্ছে ফরেক্স মার্কেট ট্রেড করে আয় করা হালাল হবে।কারন আমরা এখানে অনেক পরিশ্রম করে ট্রেড করি।এর জন্য আমাদের অনেক কস্ট করতে হই।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা হালাল এবং শরীয়ত সম্মত।তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।

nbfx
2016-11-17, 08:26 PM
প্যারাবোলিক সার ফরেক্স মার্কেটে ট্রেন্ড পরিবর্তনের ইউটার্ন হিসেবে কাজ করবে। টাইমফ্রেম ৪ঘন্টার চার্টে ট্রেন্ড যখন ডাউন্ড ট্রেন্ড হতে আপ ট্রেন্ডে যাবে তখন ক্যান্ডলস্টিকের নিচে একটি প্যারাবোলিক সার এর ডট পড়বে। তখন বুঝাযাবে মার্কেট আর নিচে নামবে না। তখন ট্রেডে এন্টি দেয়া ও ট্রেড ক্লোজ করা সহজ হয়।

Mamun13
2017-10-26, 08:43 PM
আমি সর্বদা ইনডিকেটর বিহীন পরিষ্কার ঝঁকঝঁকা চার্টে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি৷যেই ইনডিকেটরের কথাই বলেন না কেন তা আমাদের ব্রেইনকে,দৃষ্টিকে আসল বিষয়বস্তু থেকে অন্য দিকে ঘুরিয়ে রাখে৷তাই কোনোও প্রকার ইনডিকেটরকে আমি ব্যাক্তিগত ভাবে পাত্তা দেই না এবং সবাই কে পরামর্শ দেই-'আপনারা ইনডিকেটর বেইজড নির্ভর ট্রেড না করে শুধুমাত্র ক্যান্ডলস্টীক ফর্মেশন ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে ট্রেড করবেন,তাহলে নিয়মিত প্রফিট করতে পারবেন'৷

jasminbd
2019-01-09, 05:44 PM
প্যারাবোলিক এসএআর একটি টেকনিক্যাল ইনডিকেটর যা কারেন্সি পেয়ার বা শেয়ারর প্রাইস নির্ধারণ করতে ব্যবহৃত হয় এবং সেইসাথে প্রাইস পরিবর্তনের দিকে মনোযোগ আকর্ষণ করতে ব্যবহৃত হয়। কখনও কখনও এটি "স্টপ অ্যান্ড রিভার্সাল সিস্টেম" নামে পরিচিত, প্যারাবোলিক এসএআরটি আপেক্ষিক শক্তির সূচক (আরএসআই) এর নির্মাতা হলনে ওয়েলস উইল্ডার।
প্যারাবোলিক এসএআর নিম্নরূপের সূত্র:
Uptrend: PSAR = Prior PSAR + Prior AF (Prior EP - Prior PSAR)
Downtrend: PSAR = Prior PSAR - Prior AF (Prior PSAR - Prior EP)

FXOCM
2019-04-03, 10:50 PM
এ টা একটা টেকনিক্যাল ইনডিকেটর মার্কেট কোথায মুভ করবে টা জানতে সহাজটা করে ওকে ।

BDFOREX TRADER
2019-07-09, 06:17 PM
প্যারাবোলিক সার ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এ নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে । কোন নির্দিষ্ট টাইম্ফ্রেম এ শুরুতে যদি পয়েন্ট যদি ক্যান্ডেল এর নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটি উপরের দিকে উঠবে ার পয়েন্ট যদি উপরের দিকে পরে তাহলে বুঝতে হবে যে ক্যান্ডেলটি নিচের দিকে নামবে । এভাবেই আমরা মার্কেট এ নতুন কোন টড়েন্ড শুরু হলেও সেটা বুঝতে পারব ।
ট্রেড ইন্ট্রির নিয়মঃ যখন +Dl লাইন - Dl লাইনের উপরে থাকবে এবং পেরাবলিক-সারে বাই সিগনাল দিবে তখন বাই দিতে হবে। তবে + Dl লাইন – Dl লাইনের নিচে থাকবে তখন পেরাবলিক-সারে বাই সিগনাল দিলেও তাতে বাই ট্রেড করা যাবে না।
আর সেল সিগনালের জন্য যখন + Dl লাইন - Dl লাইনের নিচে থাকবে এবং পেরাবলিক-সারে সেল সিগনাল দিবে তখন সেল দিতে হবে। তবে + Dl লাইন – Dl লাইনের উপরে থাকলে তখন পেরাবলিক-সারে সেল সিগনাল দিলেও তাতে সেল ট্রেড করা যাবে না।
ট্রেড এক্সিট নিয়মঃ যখন + Dl এবং – Dl লাইন একে অপরকে ক্রস করবে।

amreta
2020-01-25, 12:03 PM
এইচআই প্রিয় ফোরামের সদস্যগণ আপনি কেমন আছেন আমি আশা করি আপনি ভাল থাকবেন এবং স্পষ্টতই আপনার বাণিজ্যটি উপভোগ করবেন এখানে আমরা ইউএসডিএফএফ নিয়ে আলোচনা করছি যা পরের সপ্তাহে হ্রাস পাচ্ছে তাই প্রচুর আকার আসলে বড় তবে আমরা কতটা প্রভাব ফেলতে পারি তা নির্দিষ্ট করে বলতে পারি না সেই ট্রেডে থাকতে হবে কারণ আমরা সেই অ্যাকাউন্টের ভারসাম্য জানি না। তবে আমি মনে করি ব্যবসায়ীরা সেখানে প্রচুর পরিমাণ বাড়ানোর প্রধান কারণ হ'ল তারা মনে করে যে লাভ হবে তা খুব কম হবে, কিন্তু যখন আমাদের ভারসাম্যের পর্যাপ্ত মূলধন থাকবে তখন আমরা আমাদের লটের আকারকে বাড়িয়ে তুলতে সক্ষম হব যেখানে আমরা আমাদের লাভের সাথে স্বাচ্ছন্দ্যবোধ করব এবং এমন একটি অবস্থানেও থাকি যাতে ক্ষতি আমাদের ক্ষেত্রে ক্ষতি করে না

Rokibul7
2020-05-10, 04:57 PM
ভাই এই ইন্ডিকেটর টার কাজ কি, এটা দেখে আমি কি বুঝতে পারবো,বুঝতে পারি নি।আপনাদের কাছে এই ইন্ডিকেটর নাম শুনে প্লাটফর্ম এর সেট করলাম কিন্তু কোন কাজ বা নিদেশনা বুজতে পারলাম না।কেও কি আমাকে এর লক্ষন টা কি বলতে পারবেন

FX7
2020-05-10, 08:57 PM
এই ইন্ডিকেটর টি ট্রেন্ড বোঝার জন্য সব চাইতে ভাল ইন্ডিকেটর গুলোর মধ্য অন্যতম।ফরেক্স মাকেটের অনেক টেডাররাই এই ইন্ডিকেটর ব্যাবহার করে। আবার অনেকে ফ্রেশ চাটে টেড করতে পছন্দ করে।