PDA

View Full Version : Stochastic



shuvo2014
2014-12-11, 03:18 PM
Stochastic হল আরেকটি ইন্ডিকেটর যা আমাদের কখন ট্রেন্ডের সমাপ্তি হতে পারে তা নির্দেশ করে।

fxover
2015-09-19, 07:39 AM
এই ইন্ডিকেটর মাধ্যমে মাধ্যমে মার্কেট অভারবট বা অভারসেল রিজিয়নে আছে কিনা তা আমরা জানতে পারি । এই ইন্ডিকেটর এর দুটি লাইন থাকে । টোটাল উইন্ডোটিকে ১০০ এর মধ্যে ধরে হিসাব করা হয় । দুটি লাইন এর মধ্যে একটি থাকে ২০ এ এবং আরেকটি থাকে ৮০ এ । মার্কেট যদি ৮০ এর কাছাকাছি থাকে তাহলে বুঝতে হবে যে মার্কেট এখন অভারবট এলাকায় আছে তাই এসময় আমাদেরকে সেল করতে হবে আর মার্কেট যদি ২০ এর কাছাকাছি থাকে তাহলে আমাদেরকে বাই করতে হবে ।

Defender
2015-09-19, 09:18 AM
আমি মনে করি Stochastic হল আরেকটি ইন্ডিকেটর যা আমাদের কখন ট্রেন্ডের সমাপ্তি হতে পারে তা নির্দেশ করে। তবে কাজ করার সময় আর ও কিছু নির্দিশ আসবে সেগুলো ও ফলো করা দরকার।

dinner
2015-11-29, 08:38 PM
সহজ কথাই Stochastic হল আরেকটি ইন্ডিকেটর যা আমাদের কখন ট্রেন্ডের সমাপ্তি হতে পারে তা নির্দেশ করে থাকে । যেমন :- Stochastic এ ০ থেকে ১০০ পর্যন্ত একটি স্কেল আছে। যখন Stochastic লাইন ৮০'র লাল ডট ডট লাইনের ওপরে থাকে , তখন বুঝতে হবে যে মার্কেট এখন overbought. আর যখন Stochastic লাইন ২০'র নীল ডট ডট লাইনের নিচে থাকে, তখন বুঝতে হবে যে মার্কেট এখন oversold.

basaki
2016-03-26, 11:57 AM
স্টটিস্টক স্টিক্স হচ্ছে এক ধরনের ইন্ডিকেটর আপনি যদি এই ইন্ডিকেটরটি ভাল করে বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আশা করি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করবেন আর আপনি লাভ করবেন কারন অনেকে ট্রেড করে আয় করতে পারবে বলে আমি আশা করি।

maziz6989
2017-06-28, 10:04 AM
স্টকেস্টিক ইন্ডিকেটর আমি বেশ ব্যবহার করে থাকি। এটা মুলত রির্ভাসাল কোথা থেকে শুরু হতে পারে তার নির্দেশনা প্রদান করে থাকে। আমার কাছে এই ইনডিকেটরটা বেশ সহজ মনে হয় এবং বেশ কার্যকরীও বলেও আমার বিশ্বাস। তবে যে কোন ইন্ডিকেটর লং রানের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। স্টকেসটিক তার ব্যতিক্রম বলে মনে হয় না।

Mamun13
2017-07-24, 08:42 PM
স্টকাশ্টিক ইনডিকেটর ব্যাবহারে হয়তো কিছু টেকনিক্যাল এনালাইসিস করা যেতে পারে কিন্তু এর থেকে বেশি কিছু আশা করা যায়না৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে৷কিছু টেকনিক্যাল এনালাইসিসের জন্য এগুলোর একটু নাড়াচাড়া করা যেতে পারে মাত্র৷