View Full Version : ফরেক্সে ভয় বা সংশয় নিয়ে ট্রেডিং করা উচিত নয়
BangaliBabu
2019-08-07, 11:27 AM
আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভয় মানুষের স্বাভাবিক জীবনযাপনের একটি উপপাদ্য বিষয়। ব্যক্তিগত জীবনে কেউবা সাহসী কেউবা ভীতু। আমি আমার আগের লেখায় বলেছি ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনকে আলাদা করে দেখতে। পেশাদার জীবনে আপনার ভয়ের কোন অবকাশ নেই কারণ আপনাকে যে কাজটি দেওয়া হচ্ছে সেটি আপনি অনায়াসে করে দিতে পারবেন। কারণ আপনি ঐ পজিশনে অভিজ্ঞ ব্যক্তি তাই প্রতিষ্ঠান আপনাকে বেতন দিয়ে পুষছে। ঠিক তেমন আপনি যতক্ষণ ফরেক্সে অভিজ্ঞ না হচ্ছেন ততক্ষণ পুরোপুরিভাবে সফলতা আসবে না। আর ফরেক্সে ভয়ের কোন স্থান নেই। সাধারণত নতুন ট্রেডাররা ট্রেডে লস করতে করতে এক সময় ট্রেডিংয়ের উপর ভয় এসে যায় যে ট্রেড করলেই লস হবে। এটা ট্রেডিংয়ের স্বাভাবিক গতিবিধি নষ্ট করে দেয়। আরও একটা জিনিস আছে সেটা হলো সংশয়। ভয়ের মত সংশয়ও ট্রেডারদের অন্যতম শত্রু। আমাদেরকে নিঃসংশয়ে ও নির্ভয়ে ট্রেডিং করতে হবে নতুবা ভালো কোন ফলাফল ট্রেডিং থেকে আসবে না।
samun
2019-08-07, 07:18 PM
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে ব্যবসায় করতে মনবল, হিম্ম, দক্ষতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা,ধৈর্য ও জ্ঞানের প্রয়োজন। কোন কাজ সংকোচবোধ বা সংশয় নিয়ে করলে তা কখনোই ভালো হয় না। মনে সংশয় নিয়ে ট্রেড করলে লাভ ক্ষতির হিসাবের মাঝে মানুষিক যে প্রভাব বিস্তার করে তা ফরেক্সের জন্য মটেও শুভ নয়। সংশয় থাকলে পরবর্তীতে আরো বেশি ভুল হবার আশোংকা থাকে। তাই সংশয়কে দূরে রেখে ফরেক্সে কাজ করতে হবে। তবেই সফলতা অর্জন হবে।
KaziBayzid162
2019-08-09, 02:36 AM
আমিও আপনার সাথে একমত যে ফরেক্সে ভয় এবং সংশয় নিয়ে ট্রেডিং করা উচিত নয়, কেননা ভয় এবং সংশয় নিয়ে ট্রেড ওপেন করলে সেখান থেকে লাভ করার পরিবর্তে লস করার সম্ভবনাই অনেক বেশি থাকবে,কারণ ফরেক্স ট্রেডিং এর জন্য আত্মবিশ্বাস এর প্রয়োজন হয়ে থাকে।আপনি যদি কোনো সংশয় বা ভয় নিয়ে ট্রেড ওপেন করেন এবং সেই ট্রেডটি যদি বিপরীত দিকে যেতে থাকে তাহলে আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না,ফলস্বরূপ আপনি লসকে মেনে নিয়ে ট্রেনগুলো ক্লোজ করে দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে মার্কেট উন্নতি হয়ে পূর্বের অবস্থানে ফিরে এসেছে আর ঠিক তখন আপনি এই লসকে দ্রুত রিকভার করার আশায় আবারো সঠিক ভাবে এনালাইসিস মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড ওপেন করে বসবেন, যার মাধ্যমে আবারো লস করার ফলে আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন।তাই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তোলার পাশাপাশি নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করুন।এবং সেই অভিজ্ঞতা ও দক্ষ থেকে কাজে লাগিয়ে কোন প্রকার ভয় ও সংসার ছাড়াই আত্মবিশ্বাসের শহিত ট্রেডিংকরুন তবেই ফরেক্স থেকে ভালো আয় করতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.