PDA

View Full Version : ফরেক্স ইন্ডিকেটর স্ট্রাটেজি



SUROZ Islam
2019-08-07, 05:07 PM
প্রতিটি ট্রেডারই কোন না কোন স্ট্রাটেজি নিয়ে কাজ করে এই মার্কেটে, শুধুমাত্র একটি প্রফিটেবল স্ট্রাটেজি ট্রেডারের ভাগ্য বদলে দিতে পারে। যেহেতু বেশিরভাগ ট্রেডার ফরেক্স ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল তাই কোন ট্রেডারের ফরেক্স ইন্ডিকেটর স্ট্রাটেজি থরেী করতে হবে।
তেমনি Stochastic ossilator হল একটি ম্যাজিক ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটি D1টাইমফ্রেমে খুবই ভাল কাজ করে। এটি ২০ এবং ৮০ ক্যালকুলেশনের জন্য ভাল তবে সেল ট্রেডের জন্য যদি ৮০ এর নীচে ক্রস চলে যায় এর ২০ লাইনের উপরে ক্রস লাইন উঠে আসে তবে সেল বা বাই করলে ছোট ছোট টাইমফ্রেমে ভাল কাজ করে। পদ্ধতিটি অনেকের কাছে অপছন্দনীয় হতে পারে, তবে এই পদ্ধতিটি অবশ্যই ডেমোতে প্রয়োগ করে দেখে নিবেন। কেননা একটি স্ট্রাটেজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পরবে। তাই আমাদের উচিৎ এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটের প্রতিদিনের আচরণের মুলসুত্র খুজে বের করতে হবে যার জন্যে দরকার অধ্যাবসায়ী এবং আরো জানার মনোভাব।

Rokibul7
2019-08-28, 03:06 AM
আপনার কতা আমার খুব ভাল লাগছে যে একটি ইন্ডিকেটর নিয়ে মাকেটে পড়ে থেকে খুব কষ্টকর।তাই আমি অবশ্যই আপনাদ নিদেশিত ইন্ডিকেটর ডেমো তে সেট করে চেক করে ব্যবহার সম্পকে জেনে নিব।দেখি এই ইন্ডিকেটরএর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি কিনা।আর আমি যদি এত কমপোট ফিল করি তাহলে পোষ্ট করে সবাইকে এর ব্যবহার সম্পকে অবগত করবো।ধন্যবাদ

FX7
2019-11-29, 12:53 AM
আমি নতুন ফরেক্স মাকেটে।ইন্ডিকেটর এর কাজ সম্পকে তেমন কিছু জানি না।আমি দুই তিনটা মুভিং এভারেজ সেট করেছি।মুভিং এভারেজ গুলো হল ৪৫,১০২৫।তবে আমি জেবিপি তে প্রচন্ড ধরা খাইছি।মানি ম্যানেজ মেন্ট না বুঝে।তবে আর কি করার।দেখি ইন্ডিকেরট কি বলে,বুঝতে পারি কি না

Rassel Vuiya
2020-01-05, 12:45 PM
9724
হ্যালো ট্রেডারস উপরের ছবিটি আমার ইন্ডিকেটর ব্যবহারের একটি উদাহরন! এখানে এক সাথে ৩ টি ইন্ডিক্যাটর ব্যবহার করা হয়েছে!
1. News Release
2. Different Time Chart at on View (এক বারে ডানে দেখুন)
3. FX Turus Pro (যেটা বলে দেয়, আমি কি এখন বাইং জোনে আছি নাকি সেলিং জোনে আছি। এর সাথে যদি আপনি জাপানিজ ক্যান্ডেল বুঝেন, এবং কিছু ব্যাসিক অছিল্যাটর ব্যবহার করেন, তাহলে ফলাফল অনেক ভালও হতে পারে!

mdmoshin1988
2020-01-06, 07:15 PM
আমাদের উচিৎ এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটের প্রতিদিনের আচরণের মুলসুত্র খুজে বের করতে হবে যার জন্যে দরকার অধ্যাবসায়ী এবং আরো জানার মনোভাব।

Fxxx
2020-01-31, 03:50 PM
অনেক ভালো একটি ইন্ডিকেটর এর কথা বলেছেন। এই ইন্ডিকেটর এর নাম অনেকবারি শুনেছি যদিও এখন পর্যন্ত ব্যাবহার করিনি এই ইন্ডিকেটরটা তবে আশা করছি এখন থেকে ট্রেডের জন্য এই ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারবো। তবে অবশ্যই এটি আমি প্রথমিদেক ডেমোতে ব্যাবহার করে দেখবো যদি ভালো ফল পাই তবেই তা কাজে লাগাবো। ধন্যবাদ

saraa
2020-02-21, 10:08 AM
আমার মূলধন আরও বেশি ... তবে অবশ্যই নতুন বাণিজ্য খোলার আগে আমি সেই লাভটি প্রত্যাহার করব ... কারণ আমি এটি পরে ব্যবহার করতে পারি বা এটি কোনও গুরুত্বপূর্ণ সময়ের জন্য সঞ্চয় করতে পারি .... তবে যদি আমার রাজধানী ছোট হয় ... তবে আমি আমার বাণিজ্য অব্যাহত রাখবে এবং চক্রবৃদ্ধির চেষ্টা করবে ... সুতরাং আমি যদি ক্ষতির মুখোমুখি হই এবং আমার মুনাফাটি আবার ছেড়ে দিই, তবে আমি বসে বসে ভাবব যে আমার ক্ষতির কারণ কী ছিল ... এবং এটি সমাধান করে ভাল করতে এবং উন্নতি করতে পারে আমার আসছে ব্যবসায়ের জন্য কৌশল