PDA

View Full Version : কেও জানাবেন plz



Rokibul7
2019-08-08, 01:07 AM
আমি আপনাদের মাঝ একেবারে নতুন।ফরেক্স করতে একাউন্ট গুলা কি ভাবে এবং কখন ভেরিফাই করতে হব,কেও জানাবেন plz

LIMAFX
2019-08-08, 11:32 AM
ইন্সটাফরেক্স শর্তানুসারে ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করলেও চলে এবং ট্রেডিং এ কোন প্রভাব ফেলে না। কিন্তু আপনার অ্যাকাউন্টের অর্থের নিরাপত্তা দেবার জন্য ইন্সটাফরেক্স এ ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। তাই ভেরিফিকেশন খুবই আন্তরিকতার সাথে করা হয়, কেননা ভেরিফিকেশন এবং পেমেন্ট সিস্টেম এর নিবন্ধনকৃত তথ্যের মিলই আপনার টাকার নিরাপত্তা প্রদান করে। আপনি চাইবেন না অন্য কেউ আপনার টাকা হ্যাক করুক।
মুলত ইন্সটাফরেক্স এ ভেরিফিকেশন করা খুবই সহজ একটি প্রক্রিয়া, এজন্য ক্লায়েন্ট ক্যাবিনেট> অ্যাকাউন্ট সেটিংস> অ্যাকাউন্ট ভেরিফিকেশন ধাপটি অনুসরন করুন।
১লেভেল ভেরিফিকেশনে হল পরিচয় যাচাই আর ২য় লেভেল ভেরিফিকেশন হল ঠিকানা যাচাই। আপনি অনুগ্রহ করে প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবাপাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে। যেমন ১ম ডকুমেন্ট এ আপনার পরিচয় পত্রের সামনের দিকের অনুলিপি বা স্ক্যানকপি আপলোড করুন।
২য় ডকুমেন্ট এ আপনার পরিচয় পত্রের পিছনের দিকের অনুলিপি বা স্ক্যানকপি আপলোড করুন।
৩য় ডকুমেন্ট এ আপনার পরিচয় পত্র হাতে ধরে মুখমন্ডলসহ ছবি আপলোড করুন।উদাহরন দেখুন https://goo.gl/uLveeH

এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের
উল্লেখিত ঠিকানার সাথে মিল আছে এমন ডকুমেনট প্রদান করতে হবে।যেমন যে কোন যেব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়)এক মাসের ব্যাংকস্টেটমেন্ট, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতেএই লিঙ্কটি অনুসরণ করুন-
http://bit.ly/2redUEj
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।
ইন্সটাফরেক্স ব্রোকারে আপনার একটি ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলে সেটা দিয়ে অন্য অ্যাকাউন্টও ভেরিফাই করতে পারবেন। এজন্য আপনার ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে ইন্সটাফরেক্স ক্লাইন্ট ক্যাবিনেটে প্রবেশ করে বাকী অ্যাকাউন্টগুলো শুধু সংযুক্ত করে নিতে হবে। ধন্যবাদ