PDA

View Full Version : instra forex এর একাউন্ট কি ভাবে এড দিবো ফোরামে??



Rokibul7
2019-08-08, 01:57 AM
আমি একেবারে নতুন এ জগতে।মনে সারাদিন নানান প্রশ্ন ঘুরপাক খায়।দয়া করে জানাবেন ফোরামে ইনেক্সটাফরেক্স এর একাউন্ট কিভাবে এড দিবো। জানাবেনplz

LIMAFX
2019-08-08, 11:26 AM
বোনাস অ্যাকাউন্ট নিবন্ধন এবং প্রোফাইলে সেটা সংযুক্তি
৪.১. আপনি শুধুমাত্র ইন্সটাফরেক্সে থেকে খোলা ইউএসডি অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন।
৪.২. যদি বাংলাদেশ ফোরাম ফোরামের সদস্যদের অন্য ফোরামে অন্য কোনও অ্যাকাউন্ট থাকে
যেখানে ইন্সটাফরেক্স বোনাস ক্যাম্পেইনটি চালু আছে এবং অ্যাকাউন্ট ব্যবহারকারির (পূর্ণ নাম, ঠিকানা, ফোন ইত্যাদি - যে কোনও প্যারামিটারের সাথে মিল আছে) এর সাথে মিলে যায় এমন তথ্য সহ আরো একটি অ্যাকাউন্ট ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে, তাহলে বোনাস শুধুমাত্র বাংলাদেশ ফরেক্স ফোরামে অ্যকাউন্টে জমা করা হবে।...
৪.৩. একটি ইউএসডি বোনাস অ্যাকাউন্ট নিবন্ধন করার পদ্ধতি।
ক) ইন্সটাফরেক্স এর নির্দিষ্ট লিঙ্কটিতে (https://www.instaforex.com/open_live_account?x=portalforum) ক্লিক করুন, নিবন্ধন ক্ষেত্রগুলি সাবধানে এবং সঠিকভাবে পূরণ করুন (অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ)। অ্যাকাউন্টের ইউএসডি কারেন্সী স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে।
খ) অ্যাকাউন্ট প্যারামিটারের জন্য কোন বিশেষ কিছুর প্রয়োজন নেই (৫ বা ৪ দশমিক লক্ষণ, অ্যাকাউন্টের ধরন, ট্রেডিং সার্ভার, লিভারেজ)। যদি অংশগ্রহণকারীকে ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের অভিজ্ঞতা না থাকে, তবে ১:৫০ অ্যাকাউন্ট লিভারেজ নির্বাচন করার পরামর্শ দেওয়া হয় (পরবর্তীতে এটি ইন্সটাফরেক্স ওয়েবসাইটে ক্লায়েন্ট ক্যাবিনেটে পরিবর্তিত হতে পারে)। অনুগ্রহ করে নোট করুন যে কয়েকটি দেশের জন্য লিভারেজ বাছাই নিষিদ্ধ আছে। আরো বিস্তারিত জানার জন্য ফোরাম অ্যাডমিনকে প্রশ্ন করুন।
৪.৪. একটি অ্যাকাউন্ট সংযুক্ত করার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে:
ক) আপনার প্রোফাইলটিতে যান (উপরের ডানদিকে "আমার প্রোফাইল" এ ক্লিক করুন)
7139
খ) "বোনাস ফর পোস্ট" ট্যাবটি নির্বাচন করুন, আপনার ডেটা (অ্যাকাউন্টের নম্বর ও ট্রেডার পাসওয়ার্ড) লিখুন এবং "অ্যাটাচ একাউন্ট" বোতামটিতে ক্লিক করুন।
7140
৪.৫. কোন অ্যাকাউন্ট সংযুক্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য সুপারিশ করা হল। এটি করার জন্য, আবার আপনার প্রোফাইলে যান এবং "বোনাস ফর পোস্ট" ট্যাবটি ট্যাবটি খুলুন।
৪.৬. আপনি প্রতি ২ মাস অন্তর অন্তর সংযুক্ত অ্যাকাউন্টটি পরিবর্তন করতে পারবেন। প্রথমত আপনাকে অ্যাকাউন্টটি বাদ বা ডি-অ্যাটাচ করতে হবে, তারপরে নতুন অ্রকাউন্টটি সংযুক্ত করতে হবে। অ্যাকাউন্টটি বাদ বা ডি-অ্যাটাচ করার জন্য আপনার প্রোফাইলে যান, "বোনাস ফর পোস্ট"ট্যাবে অ্যাকাউন্ট নম্বরটিতে ক্লিক করুন এবং তারপরে "ডি-অ্যাটাচ অ্যাকাউন্ট" বার্তাটির কাছাকাছি ক্রসটি ক্লিক করুন।

souravkumarhazra6763
2019-08-15, 01:27 PM
আপনি খুব সহজে ইন্সটা ফরেক্স এর ট্রেডিং একাউন্ট ফোরাম এ এড করতে পারবেন,এর জন্য আপনাকে একটি ট্রেড একাউন্ট খুলতে হবে,একাউন্ট টা জেনো পোর্টাল ফোরম রিলেটেড হয়,অন্যথাই ফোরাম বোনাস ঢুকবেনা,এই ভাবে একাউন্ট খুলে ২৮ তারিখ এর আগে ফোরাম এ আপনার প্রোফাইল এ ঢুকে ট্রেড একাউন্টটি এটাচ করে দিবেন।

SHARIFfx
2019-08-15, 06:23 PM
আপনাকে ইন্সটা ফরেক্স এর লাইভ চাটে গিয়ে বাংলা ফোরাম পোস্ট এর রেপার লিনক নিতে হবে। তার পরে সেই লিনকের আন্ডারে রিয়েল ট্রেডিং একাউন্ট ওপেন করে ফুল ভেরিপাই করে নিতে হবে। এর পরে আপনার ওপেন করা ফোরাম পোস্ট এর একাউন্ট এর সেটিং এ গিয়ে অই রিয়েল একাউন্ট এড করতে পারবেন। আর পরিবর্তন করতে চাইলে প্রতি ৩ মাস পর পর রিয়েল একাউন্ট এড করতে পারবেন।

Rokibul7
2019-08-16, 01:03 AM
শরিফ ভাই কি বললেন কিছু বুঝলাম না।লিংকাটা কোথায় পাবো??আর একবার লিখবেন plz