PDA

View Full Version : ফরেক্স কি?



shawon2015
2014-12-13, 08:30 PM
ফরেক্স বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।

bdtake
2014-12-29, 11:14 PM
ফরেক্স একটি অনলাইন মার্কেট। এটা প্রায় শেয়ার বাজারের মত। তবে শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়লে লাভ হয় আর ফরেক্সে দাম কমলে বা বাড়লে উভয় ক্ষেত্রে আপনার লাভ লস হতে পারে। এখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেডিং করা হয়। ধন্যবাদ

Shaer
2015-01-05, 12:45 PM
আরো বিশদ ভাবে জানতে ও শিখতে এখানে ভিজিট (http://tinyurl.com/buc2ut4) করুন।

robi_21123
2015-01-05, 10:33 PM
এটা প্রায় শেয়ার বাজারের মত। তবে শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়লে লাভ হয় আর ফরেক্সে দাম কমলে বা বাড়লে উভয় ক্ষেত্রে আপনার লাভ লস হতে পারে। এখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেডিং করা হয়

mdaiarman
2015-01-07, 12:06 PM
ফরেক্স ট্রেডিং যদি যুদ্ধ হয় তবে আপনার যুদ্ধে যাওয়ার কৌশল (strategy) লাগবে। আপনি কোন কৌশল ছাড়া যুদ্ধে গেলে সহজেই হেরে যাবেন। আপনার কৌশল লিখে রাখুন। আপনার কৌশলে লেখা থাকবে কেন আপনি এটা কিনবেন। কেন আপনার মনে হচ্ছে এটার দাম বাড়বে? কেন মনে হচ্ছে দাম কমবে? কতটুকু কমবে? কতটুকু বাড়বে? আপনি কখন পিছু হটবেন যখন আপনার কৌশল কাজ করবে না?

এই কৌশল গুলো এবার ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে পিছনের দিনগুলিতে মিলিয়ে দেখুন (backward test)আপনার কথা মত কাজ করে কিনা। যদি আপনি সন্তুষ্ট হন তাহলে ডেমো একাউন্টে টেস্ট করুন (forward test) কমপক্ষে এক মাস। সন্তোষজনক রেজাল্ট দিলে এরপর লাইভ ট্রেডিংয়ে যান।

Harun1650
2015-03-17, 02:32 AM
আমার মতে ফরেক্স একটি গ্লোবাল মার্কেট যেখানে এক দেশের টাকার সাথে অন্য দেশের টাকার বিনিময় অর্থাৎ টাকার কেনা বেচা হয়। এখানে আপনি যেকোন সময় চাইলে ক্রয় বিক্রয় করতে পারেন এটা ২৪/৬ দিন আর আমাদের শেয়ার বিজনেস ১১-৩.০০ পর্যন্ত হয় এবং সপ্তাহে ৫ দিন ট্রেড করতে পারবেন কিন্তু আপনি চাইলে যেকোন সময় আপনার শেয়ার বিক্রি বা ক্রয় করতে পারবেন না এবং ট্রেডার এর সং্খাও অনেক কম আর তাই সেল বা বাই করা যায় না আর ফরেক্স এ ট্রেডার এর সং্খা অনেক বেশী তাই যেকোন সময় সেল বা বাই করা যায়।

mybff
2015-03-21, 11:12 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক ভাবে মুদ্রা ক্রয় বিক্রয় এর একটি মার্কেট প্লেস যেটি পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট নিউওয়ার্ক স্টক মার্কেট এর প্রায় ৩০ গুন বড় । এখানে আমারা সেসব দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করে থাকি যেসব দেশ অর্থনৈতিক ভবাএ খুব শক্তিশালি । বিভিন্ন দেশের মুদ্রা ছারাও এখানে গোল্ড এবং সিল্ভার এর কেনা বেছা করা যায় । ফরেক্স যদি আমরা ভালভাবে শিখে করতে পারি তাহলে এখান থেকে অনেক ভালো আয় করা যেতে পারে ।

mun195
2015-03-27, 11:59 AM
ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রেডিং প্লাটফর্ম এখানে বিভিন্ন দেশের টাকার মান কেনা-বেচা করা হয়,ফরেক্স মার্কেটে টাকার মান উঠানামা বা কম/বেশী হয় আর এটাকে কিনে অথবা বিক্রি করে আপনি আয় করতে পারেন, ফরেক্স ট্রেড একটি যুগউপযুগি অনলাইন বাবসা দিন দিন এর জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

shojib23
2015-04-08, 12:56 PM
ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রেডিং প্লাটফর্ম এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয় । এর জনপ্রিয়তা দিন দিন বেরে চলছে আপনি এখান থেকে অনেক টাকা আয় করতে পারেন।

Sacrifice
2015-04-08, 07:24 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, রূপা, তেল প্রভৃতি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। এটি একটি অনলাইনভিত্তিক ব্যবসা। মুদ্রার মান উঠা নামার উপর ভিত্তিতে এখানে ট্রেডারদের লাভ-ক্ষতি নির্ধারণ হয়। প্রযুক্তিনির্ভর সভ্যতার সাথে তাল মিলিয়ে এটি একটি স্মার্ট ব্যবসা। এর সুযোগ সুবিধা প্রচুর। তবে একটা কথা মাথায় রাখবেন, ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে তারপর ব্যবসা করা উচিত।

Tuhin
2015-04-08, 07:41 PM
ফরেক্স হল ফরেন এক্সচেঞ্জ। এটা হল একটি আন্তজাতিক ব্যবসা। যেখানে আপনি বেশ কিছু দেশের মুদ্রার কেনাবেচা করতে পারবেন। যেখানে আপনি বাই এবং সেল করে আপনি আপনার কাংখিত প্রফিট অজন করতে পারবেন। এ ছাড়া ফরেক্সে সোনা,তেল ইত্যাদি কেনাবেচা করতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ

shojib23
2015-04-09, 04:48 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, রূপা, তেল প্রভৃতি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। এটি একটি অনলাইনভিত্তিক ব্যবসা। কিন্তু এর মূল্য উঠানামা করে তাই রিস্কি বুজে ভাল করে দেখে ব্যবসা করতে হবে ।

Bijoysingh
2015-04-19, 05:21 PM
ফরেক্স-এর পুরো অর্থ হচ্ছে Foreign Exchange। আর ফরেক্স ট্রেডকে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা কারেন্সি মার্কেট বলে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্পোন্নত দেশগুলো বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য Bretton Woods System-এর উদ্ভাবন করে, যার মাধ্যমে মুদ্রা তথা কারেন্সির অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত অবস্থাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। এর তিন দশক পরে 1970 সালের দিকে সরকারগুলোর কঠোর তদারকির মাধ্যমে আধুনিক ফরেক্স ট্রেডিংয়ের পথ চলা শুরু হয়। প্রথম দিকে দেশের কেন্দ্রীয় ব্যাংকই শুধু ফরেক্স ট্রেডিংয়ে অংশ নিত এবং এটা প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য বাধ্যতামূলক ছিল ও আছে। পরে সেই দেশের অন্যান্য ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিতে পারত। মাত্র এক দশক আগে এটি বিশ্বের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর ফলে বিশ্বের শত কোটি মানুষের জন্য ঘরে বসে আয় করার আরেকটি দুয়ার খুলে যায়।ফরেক্স বিষয়টিকে একটু সহজভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ধরুন, আপনি আমেরিকায় বাস করেন। কোনো একটি বিশেষ প্রয়োজনে আপনাকে সুইজারল্যান্ড যেতে হচ্ছে। স্বভাবতই আপনি নিজ দেশের মুদ্রা ইউএস ডলার নিয়ে সুইজারল্যান্ডে প্রবেশ করবেন। দেশটিতে যাওয়ার পর আপনার প্রথম কাজ হবে ডলার ভাঙিয়ে সেই দেশের স্থানীয় মুদ্রা সুইস ফ্রাঙ্কে পরিবর্তন করে নেয়া, যাতে করে আপনি সে দেশে কেনাকাটা করতে পারেন। ডলার ভাঙাতে আপনাকে অবশ্যই সেই দেশের কোনো ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে। ব্যাংক একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে আপনাকে ডলার এক্সচেঞ্জ করে সুইস ফ্রাঙ্ক দেবে। এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় পরিবর্তনের এই যে সামগ্রিক প্রক্রিয়া এটাই হচ্ছে ফরেক্স। তাহলে এতদিন আমরা নিজের অজান্তেই ফরেক্স করতাম এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো অথবা পড়াশোনা করার জন্য। আর এখন আমরা সেই কাজটি করব ব্যবসায়িকভাবে অর্থ উপার্জনের জন্য।

hasanmasud1985
2015-04-21, 07:43 PM
এটা হল একটি আন্তজাতিক ব্যবসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্পোন্নত দেশগুলো বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য Bretton Woods System-এর উদ্ভাবন করে, যার মাধ্যমে মুদ্রা তথা কারেন্সির অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত অবস্থাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। এ ছাড়া ফরেক্সে সোনা,তেল ইত্যাদি কেনাবেচা করতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ

hasanmasud1985
2015-04-22, 04:07 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, রূপা, তেল প্রভৃতি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। এটি একটি অনলাইনভিত্তিক ব্যবসা।

Shimanto754
2015-05-13, 09:16 PM
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসা। এখানে দৈনিক প্রায় চার ট্রিলিয়নের মতো লেনদেন হয়।বিশ্বে এর থেকে বড় বিজনেস মার্কেট আর আছে বলে আমার মনে হয় না।তবে এর কাছাকাছি বা সামান্য ছোট বিজনেস থাকতে পারে।এই মার্কেটে বিভিন্ন শক্তিধর দেশের মুদ্রাসমূহ একে অন্যের সাথে মিলে মুদ্রাজোড় তৈরি করেরেছে।এই মুদ্রাজোর বা কারেন্সির লেনদেনই ফরেক্স মার্কেটে হয়ে থাকে।

TselimRezaa
2015-05-25, 04:45 PM
অনেকেই ফরেক্স কে শেয়ার মার্কেটের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু ফরেক্স আসলে তা নয়। যেখানে শেয়ার মার্কেট একমুখী এবং জাতীয় পর্যায়ের সেখানে ফরেক্স হলো দ্বিমুখী এবং আন্তর্জাতিক পর্যায়ের। ফরেক্স হলো আন্তর্জাতিক মুদ্রাবাজার যেখানে মানি এক্সচেঞ্জ হয়। ট্রেডাররা এখানে মুদ্রার বিনিময়ের মাধ্যমে ট্রেড করেন এবং প্রফিট করেন। ফরেক্স সম্পুর্ণ অনলাইন নির্ভর, সপ্তাহে পাঁচ দিন এখানে ট্রেড করা যায় শনি এবং রবিবার বাদে।

fxover
2015-09-21, 12:41 AM
ফরেন এক্সচেঞ্জ এর সমন্বিত রূপই হচ্ছে ফরেক্স । ফরেক্স মার্কেটে আমরা বৈদেশিক মূদ্রার কেনা বেচা করে থাকি । ফরেক্স মার্কেটে আমরা একই সাথে একটি মূদ্রার কেনা বেচা করতে পারি যা ফরেক্সের গ্রহনযোগ্যাতার একটি বিশেষ কারন । আমরা যদি মার্জিন ফ্রি রেখে ট্রেড করি তাহলে কোণ একটি ট্রেড আমাদের বিপরীতে গেলেও আমরা ফ্রি মার্জিন দিয়ে সঠিক ট্রেড ওপেন করে ভালো লাভ করতে পারি ।

Jobless
2015-09-21, 09:19 AM
ফরেক্স হল একটি অনলাইন শেয়ার মার্কেট যার মাধ্যমে কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়।কোন দেশের কারেন্সির বিপক্ষে আপনি অন্য দেশের কারেন্সি ক্রয় বা বিক্রয় করতে পারবেন। যেহুত কারেন্সি ট্রেড করা হয় তাই এর দাম বাড়া বা কমার সাথে আপনি ট্রেড করে লাভ বা লস করতে পারেন।

shakawath
2015-09-23, 04:36 PM
ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনাবেচার বাজার। আর আমরা ফরেক্স বলে যা দেখি তা হল এই বাজারের অনলাইন সুবিধা সম্বলিত ডিজিটাল ভার্সন। এই মার্কেটে এনালাইসিস এর উপর ভিত্তি করে বাই বা সেল কমান্ডের মাধ্যমে লাভ বা লস হয়। সপ্তাহে ৫ দিন এবং প্রতিদিন ২৪ ঘন্টাই এই মার্কেট খোলা থাকে। এই মার্কেটে তেল, সোনা, সিলভার সহ আরও অনেক মেটালের ট্রেডিং হয়।

AbuRaihan
2015-10-10, 11:33 PM
ফরেক্স হল একটা অনলাইনভিত্তিক কারেন্সি ক্রয় বিক্রয় ব্যবসা । সাধারণত ফরেক্স মার্কেট হল অনলাইনভিত্তিক সবচেয়ে বড় মার্কেট প্লেস । যারা ফরেক্স ট্রেডার তারা এখানে ট্রেড করে থাকে । ট্রেড করে কারেন্সিগুলো একটার মাধ্যমে অন্যটা ক্রয় বিক্রয় করে । একটা পেয়ারের একটা কারেন্সি এর দাম কমে গেলে তার বিপরীত কারেন্সির চাহিদা ও দাম বৃদ্ধি পায় । অর্থ্যাৎ একটা মুদ্রা তার বিপরীত মুদ্রার শক্তিশালী হয় ।

HasanXM
2015-10-11, 11:29 AM
আমি মনে করি ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, রূপা, তেল প্রভৃতি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। এটি একটি অনলাইনভিত্তিক ব্যবসা।

HasanXM
2015-10-11, 11:37 AM
আমি বলব ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন।

dinner
2015-12-05, 01:20 AM
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।

Meghla
2015-12-05, 10:51 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার।ফরেক্স শব্দটি হলো ফরেইন কারেন্সি এক্সচেঞ্জ সংক্ষিপ্ত রুপ। এটার বাংলা অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন । এটি পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট। এখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন এ ১ ট্রিলিয়ন) ডলারের অধিক লেনদেন হয়। পৃথিবীর সবগুলি শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদিনের গড় লেনদেন ৩০ বিলিয়ন ডলার। যেহেতু মার্কেটটি এত বড়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও এককভাবে সহজে একে নিয়ন্ত্রিত করতে পারেনা।

HKProduction
2015-12-06, 11:30 AM
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক বৈদেশিক মূদ্রা বিনিময় বানিজ্য। এটি বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক অনলাইন ব্যবসা। এটি বর্তমানে এতই জনপ্রিয় যে বেশির ভাগ ফ্রিল্যান্সাররাই এখন এই দিকে তাদের দৃষ্টি ফেরাতে শুরু করেছেন। এটি একটি বেশ লাভজনক ব্যবসা। আমরা এখান থেকে প্রচুর আয় করতে পারি।

real80
2016-02-15, 11:57 PM
ফরেক্স বিজনেস হচ্ছে এমন একটি বিজনেস যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। এই মুদ্রা কেনা বেচা করার মাধ্যমেই এই মার্কেটে আয় করা হয়ে থাকে। এই বিজনেস সম্পুনভাবেই অনলাইনভিত্তিক। ঘরে বসেই অথবা নিজের সুবিধামতন স্থানে বসেই এই মার্কেটে অংশ নিয়ে যে কেউ চাইলেই ট্রেডিং শুরু করতে পারেন। এই ফরেক্স বিজনেস সম্পুরনভাবেই স্বাধীন ও মুক্ত বিজনেস।

basaki
2016-02-16, 10:32 AM
ফরেক্স মার্কেট হচ্ছে টাকা বিনিময়ের অনলাইন মধ্যম। আগেকার যুগে মানুষ সরাসরি টাকা বিনিময় করত আর এখন কার যোগে মানুষ সেই কাজটা করে ফরেক্স মার্কেটের মাধ্যমে তবে আপনি যদি ফরেক্স মার্কেটে টাকা কেনা বেছা করেন তাহলে আপনি সেখন থাকে লাভ করতে পারেন আবার লস হতেও পারে।

majidiqbal
2016-02-16, 10:36 AM
ফরেক্স ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

majidiqbal
2016-02-16, 10:42 AM
ফরেক্স ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

MotinFX
2016-02-16, 12:38 PM
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা। এই খানে দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয় সেই কারেন্সি আমরা বাই বা সেল করি। যেমন eur/usd মিলে একটি কারেন্সি হয়। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা বাই করি কাউন্টার কারেন্সির বিপরীতে বেস কারেন্সি এবং সেল করি করি কাউন্টার কারেন্সির বিপরীতে বেস কারেন্সি সেল করি।

majidiqbal
2016-02-16, 01:02 PM
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। ফরেক্সে মার্কেটে এই সকল কার্য সম্পাদন হয়।

dursy
2016-02-16, 09:21 PM
ফরেক্স হল কারেন্সি ক্রয় বিক্রয় এর একটি মারকেট। এই মার্কেটে কারেন্সির দাম বাড়লেও লাভ করা যায়। আবার কারেন্সির দাম কমলেও লাভ করা যায়। এখানে ট্রেড করার জন্য একাধিক কারেন্সি পেয়ার আছে। যেমন ইউরো/ইউএসডি। এসকল কারেন্সি পেয়ারে ট্রেড করে লাভ হলে ট্রেড ক্লজ করে দিলে লাভাংশ একাউন্টে যোগ হয়। এভাবে ফরেক্স মারকেটে আয় করা হয়।

majidiqbal
2016-02-17, 10:47 AM
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।

Marufa
2016-02-23, 06:44 PM
এত সাধারন একটি বিষয় নিয়ে অনেক থ্রেড খোলা হয়ে গেছে । আসলে আমরা বোনাসের জন্য অযথাই বিভিন্ন থ্রেড খুলে ফোরামের পরিবেশ নষ্ট করি । এতে যে একসময় আমাদেরই সমস্যা হবে সেটি বুঝতে পারি না । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর জন্য এই ফোরামটি আমাদের জন্য অনেক উপকারী । এই ফোরামকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে ।

fatemaakhter
2016-02-23, 10:34 PM
। ফরেক্স মার্কেট হচ্চে অনলাইন ভিত্তিক শেয়ার মার্কেটিং ব্যবসা । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ট্রেডার প্রফিট অর্জন করে থাকেন । প্রথমত ফরেক্স মার্কেটে ট্রেডার ট্রেডিং করতে হলে ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে । তারপর ট্রেডার ফরেক্স মার্কেটে সময় ব্যয় করে দক্ষ হতে হবে । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে লাভবান হওয়া সম্ভন নয় ।ফরেক্সের মাধ্যমে আমরা দেশের উন্নতি করতে পারি ।

imran987
2016-02-29, 06:50 PM
ফরেক্স একটি অনলাইন মার্কেট। যেখানে অর্থের ক্রয়-বিক্রয় হয়।

Md Akter Hossain
2016-02-29, 07:03 PM
ফরেক্স হলো আর্ন্তজাতিক মুদ্রা কেনা বেচার ব্যবসা । সমস্ত বিশ্বের মানুষেই অনলাইনে বসে এটা পরিচালনা বা ট্রেডিং করতে পারবে । তবে সেজন্য আপনাকে বা যারা ফরেক্স করতে আগ্রহী তাদেরকে আগে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে হবে । পরে দক্ষতা অর্জন হলে রিয়ালে ট্রেড করা যেতে পারে ।

Vision
2016-03-01, 12:15 AM
ফরেক্স হল বৈশ্বিক একটা আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান । ফরেক্স হল বিশ্বময় এমন একটা প্লাটফ্রম যেটাতে আমরা পৃথিবীর অসংখ্য ট্রেডাররা ট্রেড করি । আর আমাদের ট্রেড করার মাধ্যমে অনেক বেশি স্বাবলম্বি হতে পারব । আর ফরেক্সের জনপ্র্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে । কেননা ফরেক্স মার্কেট হল একটা স্বাধীন ও মুক্ত পেশা যেটাতে আমরা অনেক বেশি লাভবান হতে পারে নিজেদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে । ফরেক্স মার্কেটে যে কেউ নিজের উজ্জল ক্যারিয়ার করতে পারবে ।

Md Akter Hossain
2016-03-01, 10:31 AM
ফরেক্স হল একধরনের আর্ন্তজাতিক ব্যবসায় যেখানে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে । এটা সমস্ত পৃথিবী জুড়েই করা হয়ে থাকে । এই মার্কেটের পরিধি একই বিশাল যে কেই ইচ্ছা করলেই এটাকে মেনুপুলেট করতে পারেনা । অথাৎ এই মার্কেটে দুর্নীতি করা এক বারেই অসম্ভব একটা ব্যপার ।

abdulguffer
2016-03-12, 06:44 PM
ফরেক্স হচ্ছে একটি আনরেগুলেটেড মার্কেট ।এটি একটি লাভজনক ব্যবসায়। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। ফরেক্স হচ্ছে একই সাথে দুটো দেশের মুদ্রার ক্রয় ও বিক্রয়। ফরেক্স অনলাইনে ঘরে বসে , একটা সফটওয়্যার এর মাধ্যমে করা হয়। বিশ্বের যেকোনো জায়গা থেকে যে কোন সময় ফরেক্স ট্রেড করা যায়।

ASADUR RAHMAN
2016-03-14, 12:42 PM
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।

yasir arafat
2016-04-07, 01:07 AM
এই বিষয় নিয়ে জানার বা বলার কোন শেষ নেই।ফরেক্স হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে আমরা আমাদের ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কারেন্সি লেনদেন করে থাকি।এতে করে আমরা আমাদের কাঙ্খিত প্রফিট করতে পারি।এছাড়া এটি হচ্ছে বিদেশী মুদ্রা বিনিময়ের একটি মাধ্যম।যে মাধ্যমে কারেন্সি এক্সচেঞ্জ হয়ে থাকে।

dwipFX
2016-05-16, 07:03 PM
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক মুদ্রা বাজার। এই খানে দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি পেয়ার তৈরি হয়। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা যখন বাই করি তখন বেস কারেন্সিরর বিপরীতে কাউন্টার কারেন্সি সেল করে থাকি।

sharifulbaf
2016-05-17, 08:48 AM
ফরেক্স হল অনলাইনের মাধ্যমে মুদ্রা ক্রয় বা বিক্রের বাজার, এই বাজারে কে আমরা আন্তর্জাতিক মুদ্রা বাজার বলে থাকি,ফরেক্স মার্কেটে আমরা একদেশের মুদ্রা বিক্রি করে আরেক দেশের মুদ্রা কিনে থাকি কারন বিভিন্ন দেশের মুদ্রার দাম প্রতিনিয়ত উঠানামা করার জন্য আমরা মুদ্রা থেকে লাভ করে থাকি।

Sahed
2016-07-26, 09:57 PM
ভাই ফরেক্স কি এই কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না । কেননা ফরেক্স কি আমরা সবাই তা ভাল করে জানি । আর জানি বলেই আমরা এই ফোরামে এসে একাউন্ট খুলে বোনাস নেওয়ার জন্য পোস্টিং করছি । তাই প্রশ্নটি অযৌক্তিক বলে আমি মনে করি । ধন্যবাদ॥

Mamun13
2017-07-24, 08:17 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷