PDA

View Full Version : ফরেক্স কি



shawon2015
2014-12-13, 08:38 PM
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।

hripon
2014-12-25, 02:16 AM
ফরেক্স হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ মানে বৈদেশিক মুদ্রা কেনা বেচা।যেহেতু সকল দেশের অর্থনীতি সবসময় এক থাকে না,বিভিন্ন কারনে উঠানামা করে তার উপর ভিক্তি করে ব্যবসা।

bdtake
2014-12-27, 10:00 PM
ফরেক্স একটি বিশাল অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেডিং করা হয়। এই মার্কেট এত বড় যে এটা কুন একজন ব্যাক্তি কেন কুন বড় দেশও একা নিয়ন্ত্রণ করতে পারেনা। বুঝতেইত পারছেন ফরেক্স কত জটিল। তাই ফরেক্সে ট্রেডিং করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখে আসতে হয়। ধন্যবাদ

robi_21123
2014-12-29, 11:25 AM
ফরেক্স হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ মানে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা। এবং এটা ঘরে বসেই করা যায়।

mehedi12122
2014-12-29, 02:18 PM
Forex হচ্ছে the foreign exchange market, কেউ কেউ বা FX অথবা currency market বলে থাকে । বুঝিয়া বলি, মনে করেন আপনি এক দেশ থেকে অন্য দেশ এ ঘুরতে গেলেন তখন আপনার টাকা কিংবা ডলার এর বিপরীত এ ঐ দেশের মুদ্রা কিনতে হয় , আবার যখন ফিরে আসেন তখন অবশিষ্ট কিচ মুদ্রা থাকলে টাকা তে convert করে পেলেন আর এটাই ফরেক্স ট্রেডিং। এর দেশ এর মদ্রা এর সাথে অন্য দেশ এর মুদ্রা বেচা-কেনাই হল ফরেক্স ট্রেডিং। এটা হতে পারে USD-BDT অথবা USD-EUR । এটা নির্ভর করবে আপনার পছন্দের ওপর।
The foreign exchange market কে সংক্ষেপে forex বা FX বলা হয় । ফরেক্স হল পৃথিবীর সর্ববৃহৎ financial market. অন্য কোন financial মার্কেট এর সাথে তুলনা করতে গেলে ২০০৮ সালের ডাটা অনুযায়ী The New York Stock Exchange মার্কেট এর প্রতিদিন গড় লেনদেন ২২.৪ বিলিয়ন ডলার আর ফরেক্স মার্কেট এ গড় প্রতিদিন লেনদেন হয় ৫ ট্রিলিয়ন.

fxover
2015-09-19, 11:25 AM
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।

ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে । ফরেক্স মারকেটে আমরা বোইদেষিক মুদ্রার ক্রয় বিক্রয় করে থাকি । স্টক মার্কেট আর ফরেক্স এর মধ্যে অনেক পার্থক্য আছে । আমরা ফরেক্স মার্কেটে একই সাথে একটি মুদ্রার ক্রয় ও বিক্রয় করতে পারি । তাছাড়া বিভিন্ন ফরেক্স ব্রোকার আমাদেরকে উচ্চ মাত্রায় লিভারেজ দিয়ে থাকে যা আমাদের ফরেক্স ট্রেডিংকে আরও অনেক বেশি ত্বরান্বিত করে । ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি ছাড়াও বিভিন্ন সিএফডি ও মেটাল এর কেনাবেচা করতে পারি ।

Defender
2015-09-19, 11:58 AM
এটা একটা বিশাল বড় ব্যবসা এটাতে হাজার হাজার টাকা বা মুদ্যা নিয়ে কাজ করা হয় এটাকে একটি নির্দিস্ট কোন শাখা নাই অতএব এটাকে এক কথাই বলা যায় এটা একটা ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।

AbuRaihan
2015-09-19, 08:40 PM
ফরেক্স শুধু নামে নয় , এটা একটা অনেক বিশাল ক্ষেত্র । এই ফরেক্স মার্কেটে আমরা সবাই কাজ করি সাধারণ ট্রেডার হিসেবে । ফরেক্স কি, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে হয় যে ফরেক্স হল বৈদেশিক মুদ্রা্ বেচাকিনার মার্কেট । এখানে প্রতিদিনের গড় লেনদেন এর পরিমাণ বিশ্বের সবচেয়ে বড় শেয়ার মার্কেট নিউইয়র্ক এক্সচেন্জ এর চেয়ে প্রায় অনেক গুণ বেশি । এই মার্কেট দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে ।

onlyfx
2015-10-22, 06:45 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার একটি বাজার । আর এখানে আপনি বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করে আয় করতে পারবেন বিশেষ করে সেই সব দেশের যেসব দেশ অর্থনইতিক ভাবে বেশ শক্তিশালী । ফরেক্স মার্কেট সবার জন্য খোলা । যেকোন পেশার মানুশ ফরেক্সে ট্রেড করতে পারবে । ফরেক্স ট্রেড করার জন্য তেমন কিছুর দরকার নাই শুধু মার্কেট এনালাইসিস করার ক্ষমতা থাকলেই চলবে । আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফরেক্সে মার্কেটে মুদ্রার দাম কেউ নির্ধারন করে দেইয় না ।

Fxaziz
2015-10-27, 11:03 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক একটি বিজেন মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য মানুষ অনেক আগ্রহী।কারন ফরেক্স মার্কেট এ খুব সজেই ট্রেড করে আয় করা যাই।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের আর পুঁজির দরকার হই না।আমরা ফোরাম এ পোস্টিং করে যে বোনাস পাই সেই বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করতে পারি এবং ট্রেড করে খুব সহজেই আয় করতে পারি।

Fxaziz
2015-10-28, 10:40 AM
ফরেক্স একটি বিদেসি বাবসা ।এটার কোন নির্দিষ্ট কোন শাখা নেই। ফরেক্স মানে হচ্ছে কারেঞ্চি ক্রয় বিক্রয়। এই খানে আপনি বাবসা করতে হলে আপনি কিছু কারেঞ্চি ক্রয় করে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি বাবসা করার আগে দেখে নিন যে দেশের মুদ্রার দাম বেশি সে দেশের মুদ্রা দিয়ে বাবসা করতে পারেন।ফরেক্স মার্কেট এ সবাই কাজ করতে পারবে এটা সবার জন্য উন্মুক্ত। এই খানে যে কেও কাজ করতে পারবে। তবে এর জন্য আপনার অভিগুরতা থাকতে হবে।

Fxaziz
2015-10-30, 02:24 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক একটি কারেঞ্ছি মার্কেট।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে ট্রেড করে আয় করি।ফরেক্স মার্কেট এ আমরা সবাই স্বাধীনভাবে ট্রেড করতে পারি।আমরা চাইলে ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট অনেক বড় একটি মার্কেট যা নিউইয়র্ক স্টক এক্সেঞ্জ এর ছেয়ে অনেক বড়।প্রতিটি দেশের মানুষ ফরেক্স মার্কেট এ ট্রেড করে হয়তো কিছু দেশে বেশি আবার কিছু দেশে কম হতে পারে।

MotinFX
2015-11-08, 11:01 AM
ফরেক্স হচ্ছে বৈদেশিক ক্রয় মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যম।এইখানে দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয়। প্রথমটি বলা হয় বেস ২য় টিকে বলে কাউন্টার বাই করার পর মার্কেট বারলে আমাদের প্রপিট হয়। আর সেল করার পর কমলে আমাদের প্রপিট হয়।

Md Opu
2015-11-11, 05:26 PM
ফরেক্স একটা অনলাইন ব্যবসা এই ব্রবসা দ্বারা আমরা বৈদেশিক মুর্দা কেনা বেচা করি যার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি এটা খুব সহজেই ঘরে বসে করতে পারি ।

Furkan
2015-11-14, 02:53 AM
ফরেক্র বলতে আমরা বুঝে থাকি ফরেন কারেন্সি কে। আর ফরেন কারেন্সি হলো বৈদেশিক মুদ্রার জোড় কে বুঝানো হয়। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় করার মারকেট কে ফরেক্র বলা হয়। এই ফরেক্র মারকেটে যে কউ ব্যবসা করতে পারবেন। এই মারকেট অলটাইম খোলা থাকে মানি ২৪ ঘন্টা খোলা পাবেন ব্যবসা করার জন্য। তবে শনি বার রবি বার বন্দ থাকে।

hasan019
2015-11-14, 11:23 AM
এখানে আপনি বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করে লাভ করবেন। কখনও লস হতে পারে আবার কখনও লাভ হতে পারে। এই মার্কেট কেউ একা নিয়ন্ত্রন করে না এটা নিজস্ব এলগরিদম অনুযায়ী মুভমেন্ট করে।

Fxaziz
2015-11-16, 07:53 PM
বিশ্বের সকল দেশেই কম বেশি মুদ্রার উথান পতন গঠে , এই উথান পতনের কারনে কোন দেশের মুদ্রার দাম কমে আবার কোন দেশের মুদ্রার দাম বেড়ে যায় । ফরেক্স হল মুদ্রা ক্রয় বিক্রয় এর মাধ্যম । এটি এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার মধ্যে ক্রয় বিক্রয় । ধরুন আমি আমেরিকা ভ্রমন এর জন্যে গেলে আমি বাংলাদেশের টাকা ওই দেশে চালাতে পারবোনা । অনুরুপ আমেরিকা থেকে কোন পর্যটক যদি বাংলাদেশে এসে টাকা না দিয়ে ডলার দেয় তাহলে হয় । এর মাধ্যম হিসেবে ফরেক্স মার্কেট কাজ করে । ফরেক্স মার্কেট এর প্রধান কাজ হল বৈদেশিক মুদ্রার লেনদেন করা ।।

dinner
2015-11-29, 11:55 AM
ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে ।ফরেক্স শুধু নামে নয় , এটা একটা অনেক বিশাল ক্ষেত্র ।ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।

basaki
2016-03-26, 12:12 PM
ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক একটি ব্যবসা যার মাধ্যমে ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের টাকা লেন দেন হয়ে থাকে। আপনি ইচ্ছে করলে ফরেক্স মার্কেটে এক ডলার দিয়েও ফরেক্স মার্কেটে ক্রয় বিক্রয় করতেভপারবেন। আর আপনি যদি লাভ করতে পারেন তা আপনি তা উইড্র করতে পারবেন।

abdulguffer
2016-03-26, 07:50 PM
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক কারেন্সি মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় দারা ব্যবসা করা হয়। ফরেক্স হচ্ছে একটি লাভজনক ব্যবসায় এবং কম মুলধন দিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়। ফরেক্স এ একটি দেশের মুদ্রা ক্রয় এর পাশাপাশি আরেকটি দেশের মুদ্রার বিক্রয় করা হয়।

abdulguffer
2016-03-26, 08:13 PM
ফরেক্স ট্রেডিং করতে কারেন্সিপেয়ার এ ট্রেড করতে হয় । একটি মুদ্রাজোড় এ ট্রেড এর সময় একটি মুদ্রা ক্রয় করার পাশাপাশি বেইজ কারেন্সি বিক্রয় করতে হয়। ফরেক্স ট্রেডিং ঘরে বসে অনলাইনে ব্রোকার নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে ফরেক্স ট্রেড করতে হয়। ফরেক্স এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ।

yasir arafat
2016-04-07, 12:03 AM
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়ের বাজার যা কারেন্সি ক্রয় বিক্রয়ের লেনদেনের জন্য একটি মাধ্যম সরুপ।এখানে কারো লস হতে পারে আবার কারো প্রফিট।এখানে আপনি একটা ট্রেড ওপেন করেছেন মানে আপনি একটি কারন্সি কিনছেন বা বিক্রয় করছেন।এর ফলে আপনার কাছে কিছু প্রফিট হচ্ছে বা লস হচ্ছে।আমরা হচ্ছে।আমরা যে যাই করি না কেন ফরেক্স মার্কেট আমাদের কথা মত চলে না।তা তার নিজের নিজস্ব অর্থনৈতিক অবস্থা বা নিজস্ব এলগরিদম অনুযায়ী মুভমেন্ট করে।

ASADUR RAHMAN
2016-04-07, 12:11 AM
ফরেক্স হল এটি বিদেশির মুদ্রা মুদ্রার ক্রয় বিক্রয় করার ব্যবসা ।ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল।তাই এখানে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।

sharifulbaf
2016-05-19, 10:11 PM
ফরেক্স হল মুদ্রা বাজার এই বাজারে আমরা কারেন্সি লেনদেন করে থাকি,এখানে বিভিন্ন দেশের মুদ্রা লেনদেন করা হয়ে থাকে,ফরেক্স মার্কেট হতে আমরা অনেক কিছু শিখতে পারি,কি ভাবে মুদ্রার দাম উঠানামা করে প্রতেক দেশের মুদ্রার দাম উঠানামা করে দেশের অর্থনৈতিক অবস্থার উপরে।

Sahed
2016-07-25, 04:48 PM
ফরেক্স কি এই বিষয়ে কিছু বলার দরকার আছে বলে *আমি মনে করি না । কারন আমরা যারাই এই ফোরাম পযর্ন্ত এসে ট্রেডিং একাউন্ট খুলেছি তারা সকলেই ফরেক্স কি সেই সম্পর্কে ভাল ধারণা নিয়েই এসেছি । তাই এখানে নতুন করে বলার কিছু নাই । ধন্যবাদ ।:d

nisho5533
2016-08-19, 10:03 PM
ফরেক্স একটি বাবসা যার মাধবে আয় ও হতে পারে আবার লস ও হতে পারে তবে ফরেক্স সম্পরকে যারা অধিক গেনি তারা ফরেক্স থেকে ভাল করতে পারে |ফরেক্স আপনাকে হাশাতে পারে আবার কাদাতে পারে এটাই ফরেক্স| যার মাধমে ক্রয় বিক্রয় কোড়া যাই সেতাই ফরেক্স|

জ্যাক কয়েন
2016-09-04, 06:28 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক বিজনেস এখানে বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা হয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। ফরেক্স এ বিজনেস করে একজন মানুষ অনেক অর্থ উপার্জন করতে পারে। তাছাড়া ফরেক্স এ কাজ করে একজন মানুষ তার অভাব কে দূর করতে পারবে।

Shuvo Ghosh
2016-09-05, 03:53 PM
ফরেক্স হোল ইন্টরন্যাসনাল অনলাইন বিজ্নেস মার্কেট যেখানে কারেন্সি একচেন্জ করা হয়। এটি কয়েকটি বড় বড় দেশের সমন্যয়ে গড়ে উঠেছে। ফরেক্স এ কাজ করা খবি সোজা কিন্তু আপনাকে প্রচুর পরিমানে জ্ঞান রাকতে হবে ফরেক্স বিষয়ে। ফরেক্সের অনেক অনলাইন ব্রকার আছে যাদের মাধমে আপনি ফরেক্স এ ট্রেড করার সুজোগ পাবেন। অপনিও ফরেক্স করতে পারেন।

vodrolok
2016-09-11, 03:41 PM
ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এখানে ফরেন কারেন্সি বেচা কেনা হয়। তবে সে কারেন্সি আপনি হাতে ধরে লেনদেন করবেন না বরং ব্রোকারের কাছে আপনার টাকা জমা থাকবে। আপনি যখন যে কারেন্সি কেনার জন্য তাকে নির্দেশ দিবেন সে তা ক্রয় করবে। আপনি বিক্রি করতে বললে করবে। এর বিনিময়ে সে চার্জ নিবে। আর লাভ লোকসান আপনার।

mithunsarkar
2016-09-13, 10:35 PM
ফরেক্স একটি বৈদেশিক মুদ্রা কেনা বেচার বাজার এখান থেকে আপনি দেখতে পাবেন ক্কোন দেশের বৈদেশিক মুদ্রা কোন আবস্থায় আছে| আমি মনে করি ফরেক্স হচছে আয় বেয়ের মাধ্যম | এখানে লাভ লস দুই বিদ্যমান |

Rahat015
2016-09-16, 09:59 AM
ফরেক্স মার্কেট প্লেস। যেখানে কারেন্সি বেচা কেনা হয়। কারেন্সি ছাড়াও স্বর্ন প্লাটিনাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করে লাভ করা যায়। তবে এতে আপনাকে অবশ্যই প্রচুর অভিজ্ঞ হতে হবে।

milonkhanfx1993
2016-10-02, 07:18 PM
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।

এটি এক্তি স্মার্ট বিজনেস বা ব্যাবসা যা আপনি বাসায় বসে করতে পারেন আপনার মেধা দিয়ে, তবে না বুঝে করলে আর পাচটা বিজনেস এর মত লস করার সম্ভাবনা অনেক পরিমান বেশি তাই এটির বেসিক অনেক বই আছে সেগুলো পড়ে তারপর জেনে বুঝে ট্রেড শুরু করুন।

MoinFX
2016-10-03, 02:11 PM
ফরেক্স হল বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার মাধ্যম। প্রতিটা দেশের মুদ্রা প্রতিদিন বারে কমে আর আমরা সেই বারে এবং কমার মধ্যে লাভ বা লস করে থাকি। যেমন eurusd মিলে একটি কারেন্সি পেয়ার হয়। আমরা যখন বাই করি যদি মার্কেট বাড়ে এবং কমে সেভাবে লাভ ও লস হয়।

Mamun13
2017-09-16, 11:07 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মূদ্রাবাজার যেখানে বিশ্বের বড় বড় সুপার ব্যাংক,এক্সপোর্ট/ইমপোর্ট কোম্পানী,ইন্সুরেন্স কোম্পানী,ইনভেষ্টমেন্ট কোম্পানী,বড় বড় প্রাইভেট ফিনানসিয়াল ফান্ড এবং আমরা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র খুচরা ট্রেডারগণ-সবাই অনলাইনের সুবাদে বিভিন্ন মূদ্রার ব্যাবসা করে থাকি৷ফরেক্স হচ্ছে বিশ্বের সর্বোবৃহৎ মার্কেট যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷