PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?



shawon2015
2014-12-14, 12:27 AM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি।

bdtake
2014-12-29, 11:07 PM
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার যা দরকার তা হল ইন্টারনেট কানেকশন সহ একটি পিসি অথবা একটি এন্ড্রয়েড মোবাইল। তবে সব থেকে যে জিনিসটা বেশি দরকার সেটা হল দক্ষতা। দক্ষতা না থাকলে ফরেক্স থেকে উন্নতি করা যায় না। ধন্যবাদ

robi_21123
2015-01-02, 10:29 AM
ইন্টারনেটসহ একটা পিসি আর দক্ষতা...।

Fasor
2015-01-04, 11:53 AM
ফরেক্স করার জন্য অনেক ধৈর্য দরকার। অনেকে এই মার্কেট এ একবার লস খেয়ে ফরেক্স বাদ দিয়ে দেয়। তারা আবার চেষ্টা করে না। এছাড়াও মানষিক দিক দিয়েও নিজেকে প্রস্তুত রাখতে হয়। তা না হলে এখানে টিকে থাকা অসম্ভব। আমি এইখানে অনেক বার লস খেয়েছি কিন্তু হাল ছারিনি। আমি আশা করি যে আমি এই ব্যবসায় ধরে রাখতে পারব।

mdaiarman
2015-01-07, 12:07 PM
এনালাইসিস করা জানতে হবে। এনালাইসিস দু ধরনের, ১। ফান্ডামেন্টাল এবং ২। টেকনিক্যাল।
ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটা মুদ্রা আরেকটা মুদ্রার বিপরীতে কতটুকু শক্তিশালী সেটা বের করা। একটা মুদ্রা একটা পুরো দেশের অর্থনীতি উপস্থাপিত করে। তাই পুরো দেশের অর্থনীতি'র
কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে ফরেক্স ট্রেডারের জানা থাকতে হবে। উদাহরণসরূপ একটা নিউজ হেডলাইন দেখি-
"গ্রীস ঋণ সমস্যায় আছে।"

মানে গ্রীসের অর্থনীতি খারাপ অবস্থানে আছে। আপনি যদি চার্টে দেখেন ইউরো'র দাম কমছে তাহলে আপনি কেন কমছে তার কারণ জানেন। ঐ সময় ইউরো কিনার আগে আপনি আরেকবার হলেও ভাববেন।

টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে মুদ্রার অতীত দামের উপর ভিত্তি করে মুদ্রাটি বর্তমানে কোথায় আছে, আপট্রেন্ডে আছে না ডাউনট্রেন্ডে আছে সেটা বের করে ভবিষ্যত দাম কিরকম হতে পারে তার ধারণা করা। চার্ট রিড সহজ করার জন্য অনেক ইন্ডিকেটর থাকে। ইন্ডিকেটরও আবার বিভিন্ন ধরনের থাকে । টেকনিক্যাল এনালাইসিস শিখতে গেলে ওখানে এর বিস্তারিত পাবেন।

mehedi12122
2015-01-08, 10:51 PM
প্রথমত একটি পিসি , দ্বিতীয়ত ইন্টারনেট , তৃতীয়ত ফরেক্স শিখার বিভিন্ন সাইট , তারপর একটি ভালো ব্রোকার , ওই ব্রোকার এ একটি ডেমো অ্যাকাউন্ট, ডেমোতে মাস খানিক অনুশীলন করতে হবে ।আপনাকে নিজের মত করে ভালো strategy তৈরি করতে হবে , বিভিন্ন ফরেক্স বা মার্কেট থিওরি জানতে হবে , অনেক জনপ্রিয় strategy গুলো নিজে নিজে অনুশীলন করতে হবে । আশা করি এ গুলু করলে আপনি মোটামুটি ফরেক্স করতে পারবেন ।

ahmed
2015-01-15, 06:55 PM
ফরেক্স করার জন্য প্রথম যেটা দরকার,সেটা হচ্ছে আপনার দৃড় ইচ্ছা।তারপর দরকার ইন্টারনেটসহ কম্পিউটার এবং প্রয়োজনীয় মুলধন।সর্বোপরি ফরেক্স এ সফল হওয়ার জন্য লাগবে সঠিক পরিকল্পনা এবং কৌশল,ধৈর্য,মানিম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ধারনা ইত্যাদি।

rezaul
2015-01-17, 07:35 PM
ফরেক্স করার সবচেয়ে বেশি দরকারি ধৈযের্

khairul
2015-01-17, 07:52 PM
অবশ্যাই আপনার ধৈর্য থাকা জরুরি।এছাড়া আপনার পর্যাপ্ত পরিমান সময় থাকতে হবে।

Eraulhaque
2015-02-02, 10:07 AM
আমি মনে করি ফরেক্স করার জন্য দুই ধরনের জিনিস প্রয়োজন।একটি হচ্ছে বস্তুগত আরেকটি অবস্তুগত প্রয়োজন। বস্তুগত প্রয়োজনের মধ্যে ইন্টারনেট কানেকশনসহ একটি ল্যাপটপ বা পিসি অথবা উন্নতমানের মোবাইল হলেও হবে। এগুলোর সাথে কিছু ইন্টারনেট ডলার।আর অবস্তুগত প্রয়োজনের মধ্যে ধৈর্য্য, শ্রম,সততা,আত্ববিশ্বাস ইত্যাদি প্রয়োজন।

Shimanto754
2015-05-14, 08:42 PM
ফরেক্স ট্রেডিং একটা অনলাইনের ব্যবসা।সবকিছুই অনলাইনভিত্তিক।অনলাইনে আসার জন্য যা কিছু দরকার ফরেক্স ট্রেডিংয়ে প্রায় তার সবই লাগে।যেমন লাগবে একটা পিসি যেখানে ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন।অথবা নূন্যতম একটা ভালো মানের অ্যানড্রয়েড অথবা উইন্ডোজ ফোন হলেও হয়।আর অতিরিক্ত প্রয়োজন ট্রেড করার পুজি হিসেবে ইন্টারনেট ডলার।এগুলো মোটামুটি ফরেক্স ট্রেডিং করতে দরকার।

Muslima Begom
2015-05-15, 08:02 PM
ফরেক্সে ট্রেডিং করার জন্য তেমন কিছু লাগে না। একটি ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার/উইন্ডোজ/এন্ড্রয়েড ফোন হলে ফরেক্সে ট্রেডিং করা যাবে।

TselimRezaa
2015-05-25, 04:07 PM
লক্ষ্য করুন, আপনি যেকোন ব্যবসা শুরু করার আগেই প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো সেই ব্যবসা সম্পর্কে খুটিনাটি ধারনা নেয়া। আপনার ব্যবসাটি সম্পর্কে জানা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে ব্যবসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদী যোগাড় করা। ফরেক্সের জন্য সরঞ্জামাদী বলতে একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন। এখন স্মার্টফোনেও ফরেক্স ট্রেডিং করা যায়।

fxover
2015-09-21, 12:35 AM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি।

হ্যাঁ ইন্টারনেট কানেকশন সহ একটি পিসি থাকলেই আমরা ফরেক্সে ট্রেড করতে পারব কিন্তু সফল হতে হলে আরও অনেক কিছুর দরকার রয়েছে ।ফরেক্সে সফলতা লাভ করা কিন্তু একটি দীর্ঘ মেয়াদী ব্যাপার তাই সফল হতে হলে যে জিনিসটী আমাদের বেশি দরকার তা হচ্ছে ধৈর্য্য । আর আমদেরকে সঠিক ভাবে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে আর প্রতিটা ট্রেড করার সময় নিউজ এনালাইসিস করে ও মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে না হলে আমরা কখনই সফল হতে পারব না ।

Jobless
2015-09-21, 10:54 AM
ফরেক্স ট্রেড এর জন্য আমাদের আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানা লাগবে।এরপর ভাল কোন সাইট থেকে আপনি টিউটোরিয়াল এর মাধ্যমে ফরেক্স এর নানা আনুসঙ্গীগ কাজ দেখে নিতে পারেন।ডেমো একাউন্টে আমাদের ভাল করে প্রাট্যিস করতে হবে।নিজেকে দক্ষ বানাতে হবে। মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে,ম্যানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে।আর আপনার কাজ করার জন্য তো কম্পিউটার বা এন্ডোরিড ফোন ও ইন্টারনেট সংযোগ থাকাতেই হবে।

Marufa
2015-09-21, 11:01 AM
ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা ।যে নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারবে ফরেক্স ট্র্রেডিং এ সেই সফল হবে । এর সাথে সাথে ধৈর্য থাকতে হবে । ভাল ভাবে নিজেকে তৈরি করার মন মানসিকতা থাকতে হবে ।

shakawath
2015-09-23, 04:57 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য ইন্টারনেট সহ কম্পিউটার অথবা স্মার্টফোন, ট্রেডিং সম্পর্কিত জ্ঞান, এনালাইসিস করার ক্ষমতা আর কিছু মানবীয় গুনের প্রয়োজন। আর অবশ্যই একটি সুন্দর পেমেন্ট প্রসেস যার মাধ্যমে আপনি সহজে অর্থ আপনার ট্রেডিং একাউন্ট এ উঠাতে বা নামাতে পারবেন। আর ভাল ব্রোকার আর ইউজার ইন্টারফেস আপনাকেই বেছে নিতে হবে।

AbuRaihan
2015-10-10, 01:45 AM
ফরেক্স করার জন্য উপকরণ হিসেবে লাগবে অথবা প্রয়োজন হবে একটা পিসি ইন্টারনেট কানেকশনসহ । এছাড়াও উপকরণ হিসেবে আপনি ল্যাপটপ এন্ড্রয়েড ফোনও ইউস করতে পারেন । ফরেক্স মার্কেটে ইনকাম করতে হলে উপকরণ মূখ্য ব্যাপার নয় । কজে আসবে শুধুমাত্র আপনার ফরেক্স নিয়ে অর্জিত মেধা এবং অভিজ্ঞতা । ফরেক্স যত বেশি অভিজ্ঞ তথা দক্ষ হতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন ।

Fxaziz
2015-10-11, 01:12 PM
ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে । আপনার মন মানসিকতা হতে সহজ সরল ।আপনি যদি অল্পতে বেশি চান তাহলে তা অসম্ভব। আপনাকে এনালাইসিস করতে হবে এনালাইসসি ২প্রকার একটা হচ্ছে ১। ফান্ডামেন্টাল এবং ২। টেকনিক্যাল। তবে এই ২টার আলাদা আলাদা কাজ আছে। তার মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারবেন । এই ২টা দিয়ে আপনি ভিবিন্ন মুদ্রা সম্পর্কে জান্তে পারবেন। ধন্যবাদ।

Shariar
2015-10-11, 01:28 PM
ফরেক্স করার জন্য ধোরজ ধারন প্রয়োজন

maziz6989
2016-05-30, 01:52 PM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি।

এবার দরকার একটা সুন্দর মন এবং উচ্চাসা। কেননা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে আপনাকে এমবিসাস হতে হবে নতুবা আপনার দ্বারা কিছুই হবে না। লস করার মানসিকতা ও আপনার থাকতে হবে। কেননা কিছু পেতে গেলে কিছু হারানোর মত মানসিকতা দরকার আছে।

RUBEL MIAH
2016-05-31, 02:54 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই অনেক কিছু দরকার রয়েছে । নিম্নে সেগুলো আলোচনা করা হল :
(১) কম্পিউটার দরকার ।
(২) কম্পিউটারের দক্ষতা দরকার ।
(৩) ধৈর্য্য থাকা দরকার ।
(৪) ফরেক্স মার্কেট সর্ম্পকে দক্ষতা দরকার ।

maziz6989
2016-05-31, 05:35 PM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি।

এগুলো হল প্রাইমরি নিডস। এখানে আপনার ইন্টারনেট কানেকশান সহ একটা কম্পিউটার থাকে তবে আপনি একধাপ এগিয়ে থাকলেন কিন্তু যদি আপনার ট্রেড করার মত একটা সুন্দর মন না থাকে তবে কোন ভাবেই ট্রেড করতে পারেবেন না। তাই আমি মনে করি আপনার যত যাই থাকুক না কেন আপনার ট্রেড করার মত মানসিকতা আগে।

Moon
2016-06-04, 11:26 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য প্রথমত প্রয়োজন হবে নিজের প্রচন্ড ইচ্ছাশক্তির । কেননা ইচ্ছাশক্তির দ্বারাই মানুষ পৃথিবীতে অনেক কিছু করতে পারে । আর যে জিনিসটা আপনি একটু কঠিন বলেও শুধু হাল না ছেড়ে লেগে থাকতে পারবেন তাতে অবশ্যই সফলতা আসবে । অার সাহায্যকারী উপকরণ হিসেবে প্রয়োজন হবে একটা কম্পিউটার তথা পিসি । আর অবশ্যই সেটা ইন্টারনেটসংযুক্ত হতে হবে ।

dwipFX
2016-06-05, 03:38 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ইন্টারনেট সম্পর্কে ধারনা রাখতে হবে তাহলে অনলাইনের বিভিন্ন দিক সম্পর্কে বুজতে পারবেন।তাই আপনার কম্পিউটার বা এন্ড্রয়েড মোবাইল লাগবে।। ইন্টারনেট সংযোগ দিয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। আপনাকে প্রথমিক ভাবে কম্পিউটারে করলে ভাল হয়।

basaki
2016-06-05, 08:12 PM
ফরেক্স ট্রেড করতে হলে আপনি সব জ্ঞান লাভ করতে হবে আর যদি বেশি অবিজ্ঞ হন তবে আপনি বেশি বেশি লাভ করতে পারেবন।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

mainul islam
2016-06-06, 08:44 AM
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার যে জিনিস গুলো অত্যাবশকিয় তা .....
১/ একটি পিসি , ট্যাব অথবা একটি এন্ড্রয়েড মোবাইল ।
২/ ইন্টারনেট কানেকশন ।
৩/ ট্রেডিং প্লাটফর্মে একটি একাউন্ট।
৪/ ট্রেডিং এর দক্ষতা ও ধৈর্য ।


ধন্যবাদ

HKProduction
2016-06-22, 04:58 AM
ফরেক্স ট্রেড করার জন্য আমাদের প্রাথমিকভাবে একটি কম্পিউটার ও একটি নেট কানেকশনের প্রয়োজন। এরপরে প্রয়োজন ফরেক্সের বেসিক নলেজ। তারপরে ডেমো প্রাকটিস করে মার্কেটের অভিজ্ঞতা নিয়ে রিয়েল মার্কেটের জন্য দক্ষতা অর্জণ করতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তাই প্রতিটি ট্রেডারকে প্রথম থেকেই ভালভাবে ডেমো থেকে ভাল অভিজ্ঞতা নিয়ে রিয়েল মার্কেটে আসতে হবে। নয়তো কষ্টে পড়তে হবে।

Md. Tariqul Islam
2016-06-22, 06:34 PM
প্রয়োজনের মধ্যে ইন্টারনেট কানেকশনসহ একটি ল্যাপটপ বা পিসি অথবা উন্নতমানের মোবাইল হলেও হবে। এগুলোর সাথে কিছু ইন্টারনেট ডলার।আর অবস্তুগত প্রয়োজনের মধ্যে ধৈর্য্য, শ্রম,সততা,আত্ববিশ্বাস ইত্যাদি প্রয়োজন। তারপর দরকার ইন্টারনেটসহ কম্পিউটার এবং প্রয়োজনীয় মুলধন।সর্বোপরি ফরেক্স এ সফল হওয়ার জন্য লাগবে সঠিক পরিকল্পনা এবং কৌশল,ধৈর্য,মানিম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ধারনা ইত্যাদি।

RUBEL MIAH
2016-06-23, 05:54 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য অনেক কিছুই দরকার । নিম্নে সামান্য কিছু দেয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) দক্ষতা অর্জন করতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) নিউজ প্রতিদিন দেখতে হবে ।

Rahat015
2016-06-24, 12:59 PM
ফরেক্স মার্কেট এ বিজনেস করার জন্য লাগবে পিসি আর ইন্টারনেট কানেকশান। আর লাগবে আপনার ফরেক্স করার জন্য পরিশ্রম আর মানসিকতা। আপনার পরিশ্রম করার ইচ্ছা না থাকলে ফরেক্স আপনার জন্য না। কারন ফরেক্স এ ভালো করতে হলে আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে । আর মার্কেট এ সময় দিতে হবে।

Sahed
2016-07-24, 05:55 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসলে অনেক কিছু্রই দরকার । একটি পিসি এবং ইন্টরনেট সংযোগ ছাড়া ও আরও অনেক কিছুরই দরকার । যেমন আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলেও অভিজ্ঞতা ও অর্জন করতে হবে । তাছাড়া *মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট ভালভাবে শিখতে হবে ।

Mamun13
2017-07-31, 05:57 PM
১০ টা কম্পিউটার থাকলেও কিছুই পারবেন না যদি সঠিক কৌশলগুলো শিখতে না পারেন৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷অবশ্যই অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷কোনো সন্দেহ নাই৷

mahbubhb
2017-08-10, 03:13 AM
ফরেক্সে ট্রেডিং করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনার মানসিকতা। ফরেক্সে ট্রেডিং করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করার মত মানষিকতা থাকতে হবে। এবার আপনার যা যা প্রয়োজন তা হল ১ পিসি অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ। আর ফরেক্স শুরু করার পুর্বে নিতে হবে অভিজ্ঞতা, থাকতে হবে ফরেক্স মার্কেট এনালাইসিস করার মত হ্মমতা।