PDA

View Full Version : ফরেক্স শিখতে কোথায় যাব?



shawon2015
2014-12-14, 12:38 AM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন।

bdtake
2014-12-27, 10:07 PM
আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন। আপনার যখন ফরেক্স সম্পর্কে মুটামুটি ধারণা হবে তখন ডেমো ট্রেডিং শুরু করতে পারেন। কয়েকমাস ডেমো ট্রেডিং করার পর লাইভ ট্রেডিং শুরু করতে পারেন। ধন্যবাদ

fh.ratul
2014-12-29, 10:43 PM
আপনি নিজে নিজে সিখতে পারেন আর যদি ভাল লাগে ফোরামের সাহায্য নিটে পারেন।
ইন্টারনেট তো আছেই আপনি সব তথ্য পাবেন এখান থেকে। তাই আর ভয়ের কোন কারন নেই । আপনি চাইলেই পারবেন যেকোন ভাবে
ফরেক্স সিখতে।

ahmed
2015-01-08, 07:06 PM
আসলে বর্তমানে ব্যাঞের ছাতার মত অনেক প্রতিষ্ঠান জন্ম নিয়েছে,যারা শুধু শেখানোর নাম করে নিজেদের রেফারেলে ইনভেস্ট করে কাজ শেষ করে।আমি ব্যক্তিগতভাবে মনে করি ফরেক্স শেখার জন্য অনেক সাইট এবং ফোরাম আছে যেখানে আপনি বিনা খরছে সব জানতে এবং শিখতে পারবেন।এবং যেকোন কোচিং সেন্টার থেকে বেশি জানতে পারবেন।সুতারাং আমার মতামত হচ্ছে,ফরেক্স এর বেসিক জানার জন্য এই ধরনের ফোরাম সাইট যথেষ্ট।

khairul
2015-01-29, 08:08 AM
আপনার মনোবল থাকলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন।এছাড়া আপনার আসেপাশের অভিজ্ঞ ব্যক্তি বা ফরেক্স ট্রেডিং সেন্টার তো আছেই।

fxtdr
2015-01-29, 06:24 PM
ফরেক্স ট্রেড শিখার জন্য কথাও যাবার দরকার নাই। ঘরে বসাই ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকেই শিখতে পারেন।

salehchy
2015-01-30, 12:11 AM
ঘরে বসে শিখার এক মাত্র উপায় হলো সার্চ ইন্জিন ব্যাবহার করে ফরেক্স এর উপর লেখা ব্লগ সাইট খুজে বের করা এবং সময় নিয়ে তা বার বার পড়া এবং ডেমো থেকে কাজ করা । ফরেক্স এ বিজ্ঞ বন্ধু-বান্ধব থাকলে তো খুব ভাল । তাছাড়া ফরেক্স ফোরাম তো আছেই । ফরেক্স শিখতে ফরেক্স ফোরাম এ লিখলে ২ টা লাভ তো হবেই বোনাস ও জ্ঞান । তাই ফরেক্স শিখতে ফোরাম এ প্রতিদিন আসুন নিজে জানুন অন্যকে জানান । :happy:

Eraulhaque
2015-02-02, 09:42 PM
ফরেক্স শিখার জন্য বাংলাদেশে এখনও তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।তবে অনলাইনে ফরেক্স বিষয়ক প্রচুর টপিকস, পিডিএফ ইত্যাদি রয়েছে।এগুলো নিয়োমিত দেখতে ও পড়তে হবে। এর সাথে ডেমো ট্রেড প্রাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ফরেক্স ট্রেডিং শেখা যেতে পারে।মূলত এভাবে ধৈর্য্য ধরে নিজে নিজে ট্রেডিং শিখতে পারলে সেটাই স্থায়ী এবং সফলতা অর্জন করতে পারে।

জাহাঙ্গীর
2015-02-13, 09:17 AM
যেহেতু ফরেক্স একটি অনলাইনভিত্তি ব্যবসা। তাই এটা শিখতে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বাংলা ও ইংরেজীতে লেখা বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ রয়েছে সেগুলো পড়ে ডেমো অনুশীলন শুরু করতে পারে। ডেমো অনুশীলনীর মাধ্যমে দক্ষতা অর্জনের পর রিয়েল একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে পারেন। বাংলাদেশে এখনো ফরেক্স ট্রেডিং প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানি কোন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেনি। তাই আপনার প্রতিবেশিদের মধ্যে কেউ ফরেক্স ট্রেডিং করলে তার সাহায্যও নিতে পারেন।

shuvo2014
2015-02-15, 01:30 AM
আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন।

doha1075
2015-02-15, 06:53 PM
আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন। ইউ টিউবের সাহায্য নিতে পারেন।

Abdul Momin Chowdhury262
2015-02-18, 12:18 AM
ফরেক্স শিখার বিভিন্ন উপায় আছে , যেমন কুনো প্রতিষ্টানে ভর্তি হয়ে শিখতে পারবেন । অথবা বর্তমান যুগ বিশ্বায়নের আর তাই আপনি শিখতে পারবেন ইন্টারনেট থেকে , গুগল থেকে অথবা ইউটিউব এ ভিডিও টিউটোরিয়াল দেখার মাধ্যমে । অথবা ডেমো অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জনের পর রিয়েল আকাউন্টে ট্রেড করতে পারবেন । এই ভাবে আপনি ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে একজন সফল ফরেক্স মার্কেটা র হতে পারবেন ।

fxtdr
2015-02-20, 09:46 AM
ফরেক্স শিখার জন্য কোথাও যাবার দরকার নাই । আপনি যে ফরেক্স কথাটি জানেন এটাই আপনার ফরেক্স শিক্ষার জন্য যথেস্ট । এখন আপনার কাজ হবে গুগল মামার কাছে যাওয়া । তাহলেই আপনার কাজ শেষ , গুগল মামাই আপনাকে বলে দিবে আপনার ফরেক্স শিক্ষার পথ । আসল কথাটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকেই অনায়াসে ফরেক্স শিখতে পারেন । তাছাড়া ইউটিউব এ বাংলায় অনেক ভিডিও টিউটোরিয়াল আছে সেখান থেকে ডাউনলোদ করে দেখুন আর এনালাইসিস করুন ।

tradeking
2015-02-21, 01:11 AM
একটা সময় ছিল যখন ফরেক্স শিখার জন্য কারো প্রশিক্ষণ এর প্রয়োজন হত। বর্তমান ফরেক্স সমন্ধে ইন্টারনেট রির্সোচ এতই সমৃদ্ধ যে আপনাকে একটু কষ্ট করে নেটে খুজঁতে হবে। আমার কথাই ধরুন আমি ও কিন্তু বেশির ভাগ তথ্য ই নেট থেকেই পেয়েছি। যেমন ধরুন ফরেক্স বাংলা ফোরাম এর কথা সত্যি বলছি এই সাইট এর ঠিকানা কেউ ই আমাকে দেয়নি। আমি ফরেক্স সমন্ধে খুঁজতে খুঁজতে হঠাৎ এই সাইট টা পেয়ে গেছি।

fxtdr
2015-02-21, 01:33 AM
ফরেক্স শিক্ষার জন্য আপনাকে কোথাও যাওয়া লাগবে না । আপনি ঘরে বসেই ইন্টারনেট থেকে অনায়াসে বিনা খরচে ফরেক্স শিখতে পারেন । আমিও ইন্টারনেট ঘেটে ঘেটে ফরেক্স শিখেছি । ফরেক্স শিখার জন্য আমাকে কারও কাছে যেতে হয় নি এবং আপনাকেও কথাও যেতে হবে না । আপনার সব প্রশ্ন গুলয় গুগোল এ সার্চ দেন দেখবেন গুগোল ই আপনাকে সব পথ দেখিয়ে দিচ্ছে ।

fxtdr
2015-02-21, 01:40 AM
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ । আমরা ঘরে বসেই বিশ্বের একপ্রান্তের থেকে অন্য প্রান্তের মানুষ এর সাথে যোগাযোগ করতে পারি । প্রযুক্তির যুগে এখন সব কিছুই হাতের নাগালের মধ্যে । আপনি ফরেক্স শিখার জন্য বিভিন্ন ফরেক্স শিখার সাইট থেকে জ্ঞান চর্চা করে ফরেক্স আয়ত্ব করতে পারেন । তাছাড়া ইউটিউব বাংলা ফরেক্স লিখে সার্চ দিলে অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন, আপনি সেখান থেকেও ফরেক্স শিখতে পারেন ।

robi_21123
2015-02-21, 11:42 AM
র্তমানে ব্যাঞের ছাতার মত অনেক প্রতিষ্ঠান জন্ম নিয়েছে,যারা শুধু শেখানোর নাম করে নিজেদের রেফারেলে ইনভেস্ট করে কাজ শেষ করে।আমি ব্যক্তিগতভাবে মনে করি ফরেক্স শেখার জন্য অনেক সাইট এবং ফোরাম আছে যেখানে আপনি বিনা খরছে সব জানতে এবং শিখতে পারবেন।এবং যেকোন কোচিং সেন্টার থেকে বেশি জানতে পারবেন।সুতারাং আমার মতামত হচ্ছে,ফরেক্স এর বেসিক জানার জন্য এই ধরনের ফোরাম সাইট যথেষ্ট।

NaimurRahman
2015-02-23, 01:42 AM
আপনি এখন ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। বাংলায় এখন অনেক ফরেক্স সাইট আছে। যা থেকে আপনি অনেক কিছু ই শিখতে পারেন। এছাড়াও ইউটিউব এ বাংলায় অনেক ভিডিও টিউটোরিয়াল আছে য গুলো দেখে অনেক কিছু পাবেন। এছাড়াও পরিচিত কেউ থাকলে আরও ভাল হয়। ভাল লাগলে Thanks বাটনে একটা ক্লিক দিয়েন।

Harun1650
2015-03-11, 03:31 AM
আমি মনে করি না ফরেক্স শিখতে কোথাও যাওয়ার দরকার আছে কারন ফরেক্স বিজনেস সম্পর্কে জানতে এটা সম্পর্কে বিভিন্ন ওয়েব সাইট আছে, জার্নাল আছে এবং আরো ভালভাবে জানতে যদি কেও থাকে তার কাছ থেকে ইনফরমেশন ভিডিও দেখে এটা সম্পর্কে ভাল কিছু ধারনা নেওয়া যায়। তাই আমি মনে করি জার্নাল পরেন ফোরাম এর পোস্ট গুলো ভালভাবে ফলো করেন এবং ডেমো করেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।

Esan Islam
2015-03-11, 07:25 AM
আপনি চাইলে ঘরে বসেই নিজে নিজেই ফরেক্স শিখতে পারেন।সেক্ষেত্রে আপনাকে সাহায্য নিতে হবে ইন্টারনেটের এবং আপনার আশেপাশের দক্ষ ফরেক্স ট্রেডারের। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন টপিকস থাকে যেগুলি আপনাকে পড়তে হবে।সেগুলো পড়ে যদি না বোঝেন তবে আপনার আশেপাশের দক্ষ ট্রেডারের সাথে আলোচনার মাধ্যমে তা বোঝার চেষ্টা করুন।তাছাড়াও ফরেক্স সম্পর্কে পিডিএফ রয়েছে যেগুলি ফরেক্স শিখতে অধ্যায়ন করতে পারেন।

A Momin Chowdhury262
2015-03-11, 03:34 PM
ফরেক্স শিখার অনেক উপায় আছে যেমন কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন , অথবা পরিচিত কার কাছ থেকে শিখতে পারেন , অথবা ঘরে বসে ইন্টারনেট এ ঘাঁটাঘাঁটি করে শিখতে পারেন । তবে সব চেয়ে ভাল উপায় হচ্ছে আপনি কার কাছ থেকে শিখা । সাথে সাথে ইন্টারনেটের সাহায্য নিলে ভাল হয় ।

Eraulhaque
2015-03-11, 03:54 PM
ফরেক্স একটি অনলাইনভিত্তিক ব্যবসা।এর সকল কর্মকান্ড যেমন অনলাইনে হয় তেমনি শিখার জন্যও অনলাইনে শিখতে হবে।এর জন্য কোথাও যাওয়া লাগবে না।ঘরে বসে অনলাইনে ফরেক্স বিষয়ের উপর স্টাডি করতে হবে।প্রচুর পরিমান ফরেক্স বিষয়ক ঘাটাঘাটি করতে হবে।এভাবে ফরেক্স শিখতে পারবেন।তবে আপনার আশেপাশে যদি কোনো ফরেক্স ট্রেডার থাকে তবে তার কাছ থেকে কিছু সহযোগিতা নিতে পারেন।

Esan Islam
2015-03-14, 09:01 AM
বাংলায় একটি প্রবাদ আছে ইচ্ছা থাকলে উপায় হয়।ফরেক্স শিখতে এই ইচ্ছার প্রয়োজন বেশি।আপনার যদি প্রবল ইচ্ছা থাকে তবে আপনি ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন।তাই ফরেক্স শিখতে আপনাকে দূরে কোথাও যেতে হবে না।আপনাকে শুধু অনেক ধৈর্য্যশীল ও অনেক পরিশ্রমী হতে হবে।ফরেক্স সম্পর্কে অনেক পিডিএফ রয়েছে যেগুলো ধৈর্য্য ধরে পরিশ্রমের সহিত অধ্যায়ন করতে হবে।তাছাড়াও ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে অনেক কিছুই রয়েছে।

A Momin Chowdhury262
2015-03-15, 11:22 PM
ফরেক্স শিখার অনেক উপায় আছে । যেমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখা অথবা বড় কোন ভাই এর কাছ থেকে শিখতে পারবেন বা ঘরে বসে ইন্টারনেটে অনেক টপিক আছে তা থেকে সহজে শিখতে পারেন । তবে আমি মনে করি যে আপনি আপনার পরিচিত কোন ভাই এর কাছ থেকে শিখুন পাশাপাশি ইন্টারনেট এর সাহায্য নিন । তাহলে দেখবেন সহজে শিখতে পারবেন ।

sumon77
2015-03-16, 04:29 PM
ফরেক্স শিখতে কোনও ফরেক্স ট্রেডিং এ চলে জান না হই ফরেক্স এর বই পরেন অথবা যদি মনে করেন বন্ধুদের কাছ
থেকে শিখব যেখানে থেকে শিখলে ভাল হই শেখান থেকে শেখা উচিত।

sumon77
2015-03-16, 04:31 PM
ফরেক্স একটি অনলাইনভিত্তিক ব্যবসা।এর সকল কর্মকান্ড যেমন অনলাইনে হয় তেমনি শিখার জন্যও অনলাইনে শিখতে হবে।এর জন্য কোথাও যাওয়া লাগবে না।ঘরে বসে অনলাইনে ফরেক্স বিষয়ের উপর স্টাডি করতে হবে।প্রচুর পরিমান ফরেক্স বিষয়ক ঘাটাঘাটি করতে হবে।এভাবে ফরেক্স শিখতে পারবেন।তবে আপনার আশেপাশে যদি কোনো ফরেক্স ট্রেডার থাকে তবে তার কাছ থেকে কিছু সহযোগিতা নিতে পারেন।

Meeralamin
2015-03-16, 08:47 PM
ঞ্জানার্জনের জন্য সুদুর চীন দেশে যান এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু ফরেক্স এমনই একটি বিষয় যেটা শিখতে আপনাকে অন্তত চীন দেশে যেতে হবে না। ঘরে বসেই ইচ্চা থাকলে আপনি ফরেক্স মাস্টার হতে পারবেন। তবে এর জন্য দরকার নিজের চেষ্টা ও কিছু সময়ের ধৈর্য্য। এখন ইন্টারনেটের যুগে আপনি শুধু মাত্র অনলাইন থেকেই লাখ লাখ টিউটোরিয়াল, ইবুক, ব্লগ, ফোরাম ইত্যাদি সাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া রয়েছে ফরেক্স ব্রোকার গুলোর ডেমো ট্রেডিং সুবিধা। যেটাকে কাজে লাগিয়ে আপনি নিজের মেধাকে ঝালিয়ে নিতে পারবেন।

nizam
2015-04-05, 04:50 PM
আমরা সবাই জানি যে ,ফরেক্স হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক বিজনেস। যার সমস্থ ক্রিয়া কালাপ থেকে শুরু করে লেনদেন পর্যন্ত ও অনলাইনের মাধ্যমের হয়ে থাকে । তাই বলে যে অনলাইন থেকেই আমরা ফরেক্স ট্রেডিং জন্য যাবতীয় সব বিষয় শিখতে পারব তা কিন্তু নয়। সব কিছুর একটা নিয়ম থাকে , আর ফরেক্স এর জন্য ও দরকার ভালো একজন শিক্ষক। তাই আমি মএ করি আমরা যদি ফরেক্স ভালো ভাবে শিখতে চাই তবে অনলাইন থেকে শুরু করে যারা ভালো বুঝেন কিবা যেখানে কোন সেন্টার আছে সেখানে চলে যাওয়া ভালো।

shojib23
2015-04-06, 02:20 PM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। বা ঘরে বসেই ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকেই শিখতে পারেন। এবং কি আপনি আপনার কোন বন্ধুর সাহায্যও নিতে পারেন।

A Momin Chowdhury262
2015-04-06, 03:41 PM
ফরেক্স শিখতে কোঁথাও যেতে হবেনা । আপুনি চাইলে ঘরে বসে শিখতে পারেন । অনলাইনে বিভিন্ন বই পাওয়া যায় । বিভিন্ন ব্লগে ফরেক্স সম্পর্কে লেখালেখি হয়ে থাকে সেগুলো পড়ে শিখতে পারেন । তবে আমি মনে করি আপনি কোন অভিজ্ঞ লোকের সহায়তা নিয়ে ফরেক্স শিখা ভাল । এর পর আপনি ডেমোতে ট্রেড করুন যতদিন না ভাল করে সিখেন ।

MD Aktarul Arefine
2015-04-08, 05:32 PM
কিছুকাল আগেও ফরেক্স শেখা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি কঠিন ব্যপার ছিলো। কারন তখন ফরেক্স বাংলা ছিলোনা। কিন্তু বর্তমানে অবস্থার পরিবর্তন ঘোটেছে। আগে গুগললে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে খুব একটা বাংলা বই পাওয়া যেতনা, যাওবা পাওয়া যেত, তাতে আবার যথেষ্ট তথ্য-উপাত্য থাকতনা। কিন্তু এখন ফরেক্স শিখতে চাইলে সহজেই অনলাইন থেকে কিছু বাংলা বই ডাউনলোড করে ঘরে বসেই শিখতে পারবেন। এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা কোরতে ফোরাম তো আছেই। প্রয়োজনে ফরেক্সে দীর্ঘ্য দিন ট্রেড করছে এমন কারো সহায্য নিতে হবে।

shojib23
2015-04-09, 04:57 PM
আসলে বর্তমানে ব্যাঞের ছাতার মত অনেক প্রতিষ্ঠান জন্ম নিয়েছে,যারা শুধু শেখানোর নাম করে নিজেদের রেফারেলে ইনভেস্ট করে কাজ শেষ করে। তাই আপনি বাসায় বসে ইন্টারনেট থেকে ধারনা গ্রহন করুন এবং ডেমো অনুশীলনীর মাধ্যমে দক্ষতা অর্জনের পর রিয়েল একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে পারেন। বাংলাদেশে এখনো ফরেক্স ট্রেডিং প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানি কোন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেনি। তাই আপনার প্রতিবেশিদের মধ্যে কেউ ফরেক্স ট্রেডিং করলে তার সাহায্যও নিতে পারেন।

MD Aktarul Arefine
2015-04-10, 01:31 PM
প্রাথমিক পর্যায়ে ঘরে বসে ইন্টারনেট ঘেটে ফরেক্স সম্পর্কিত বই ডাউনলোড করে ফরেক্সে হাতে খড়ী অর্জন করা সম্ভব। এ ক্ষেত্রে কিছু ব্লগের সাহায্য নেয়া যেতে পারে। যেমনঃ www.bdfxgroup.blogspot.in ব্লগটি আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু, ফরেক্স কে যদি কেউ ক্যারিয়ার হিসাবে নিতে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Imrankhan
2015-04-12, 12:19 PM
যে কোন কিছু শিখার জন্য নিজের ইচ্ছা শক্তি ই যথেষ্ট। তেমনি ফরেক্স ট্রেড শিখার জন্য কথাও যাবার দরকার নাই। ঘরে বসাই ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকেই শিখতে পারেন।

Tuhin
2015-04-14, 08:28 AM
বাংলাদেশে এখনো ফরেক্স শিখার জন্য ভাল মানের ফরেক্স ট্রেইনিং সেন্টার নেই। যে গুলো আছে সে গুলো তে ভাল মানের ট্রেইনারের অভাব। তবে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ইন্টারনেটভিত্তিক শিখতে পারেন, ভিডিওটেপ দেখে দেখে। তাছাড়া পরিচিত ভাল কোন ট্রেডারের সহয়তা নিতে পারেন। কোথাও প্রতারিত হবেন না।

Imrankhan
2015-04-15, 12:06 AM
আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন। অথবা বর্তমানে ফরেক্স শিখানোর অনেক ট্রেনিং সেন্টার আসে সেখানেও আপনি ফরেক্স শিখতে পারেন।

Soiod Md Masud
2015-04-16, 05:10 PM
ডিজিটাল যুগে কোণ চিন্তা নাই। কেননা Google আর YouTube মামা আছে না । Google এ সার্চ দিয়ে দেখেন অনেক ব্লগ সাইট আছে ফরেক্স শেখার জন্য । আর Tutorial এর জন্য YouTube মামাতো পুরাই Ready আপনার জন্য খালি সার্চ দেন ...।। ঘরে বসেই শিখতে পারবেন ....... Easily
"নো টেনশন - Do ফুর্তি "

Shimanto754
2015-05-13, 09:22 AM
ফরেক্স শিখতে কোথাও যাওয়া লাগবে না ঘরে বসেই ফরেক্স শিখা যায়।বর্তমানে তথ্য প্রযুক্তি এবং অনলাইনের যুগ।অনলাইনে ফরেক্স শিখার সমস্ত ব্যবস্থায় রয়েছে।বিভিন্ন বই, পিডিএফ, সাইট ইত্যাদি ফরেক্স বিষয়ে জ্ঞানে ভরপুর।সেখান থেকে ইচ্ছামত ভালোভাবে ফরেক্স শিখা যায়।তাই বলবো ফরেক্স শিখতে দূরে কোথাও নয় ঘরে বসেই ফরেক্স শিখা যাবে।

fxover
2015-09-20, 04:55 PM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন।

আমি মনে করি ফরেক্স শিখতে হলে আমাদের কোথাও যাবার প্রয়োজন নাই । আমরা ঘরে বসেই ফরেক্স শিখতে পারি যদি শিখার জন্য আমাদের প্রবল ইচ্ছাশক্তি থেকে থাকে । আপনি ফরেক্স শিখার জন্য গুগল সার্চ করতে পারেন । তারপর সেখানে অনেকগুলো সাইট দেখতে পাবেন । আপনি সেইসব সাইট থেকে ফরেক্স এর সব বেসিক বিষয়গুলো শিখতে পারবেন । আর আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে শত শত ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন ফরেক্স এর জন্য । আপনি এখাণ থেকেঠেফোড়েক্স ষীখটে পাড়েণ আড় ডেমো টে ওণূসীলোণ কোড়টে থাকেন।

AbuRaihan
2015-10-11, 12:44 AM
কেউ ফরেক্স এর নাম শুনলেই এবং লোভ করে এই মার্কেটে প্রবেশ করবেন না । ফরেক্সে আসার আগে নিজেকে প্রশ্ন করুন যে অাপনি ফরেক্সকে সিরিয়াসলি নিতে চান ? ফরেক্স করে স্বাবলম্বি হতে চান ? আপনি কি যথেষ্ট ধৈর্য্য ধারণ ও পরিশ্রম করার জন্য প্রস্তুত ? যে কোন ধরনের ত্যাগ স্বিকারে প্রস্তুত ? এরপর সব প্রশ্নের উত্তর যদি ইতিবাচক হয় তবে আপনি এই মার্কেটে ট্রেডার হিসেবে আসার যোগ্য । ফরেক্স শিখার সবচেয়ে ভালো উপায় হল একজন অভিজ্ঞ ট্রেডার এর অধিনে থেকে ট্রেডিং শিখা ।

Fxaziz
2015-10-11, 12:24 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি জানতে চাইলে আপনাকে ফরেক্স সাইট ও ফোরাম থেকে ঘরে বসে নিজে নিজে চর্চা করুন। আপনি বেশি বেশি ডেমো ট্রেড করবেন । আপনার অভিজ্ঞতা হলে আপনি রিয়াল ট্রেড করবেন। যদিও আজ কাল প্রতিটি পারায় আজ কাল বাণিজ্যিক উদ্দেশ্য প্রতিষ্ঠান শিখানোর নাম করে সুদু হয়রানি করে । তবে আমি বলবো আপনি এই সব না করে নিজে নিজে চেস্তা করেন । এতে আপনার রিয়াল মেধা বিকসিত হবে । ধন্যবাদ।

Shariar
2015-10-11, 01:26 PM
অনলাইনে ফরেক্স শেখার জন্য সবচেয়ে ভাল সাইট কোনটা?

Realifat
2015-12-20, 03:07 PM
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ। বর্তমানে অনলাইনে মানুষ অনেক কিছু শিখছে। ফরেক্স একটা অনলাইনভিত্তিক ব্যবসায় হওয়ায় অনলাইনে ফরেক্স শিখা যায় খুব ভালোভাবে।এজন্য ফরেক্স শিখতে কোথাও যেতে হবে না বরং ঘরে বসেই ফরেক্স শিখা যাবে। তবে খুব ঘনিষ্ট বন্ধু বা বড় ভাই ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হলে তাদের নিককট গিয়ে ও ফরেক্স শিখা যেতে পারে।

basaki
2015-12-20, 09:53 PM
ফরেক্স শিখতে কোথাও যাওয়ার দরকার নেই বলে আমি মনে করি। কারন আপনি যদি ইন্টারনেট সম্পর্কে ভাল জানেন তাহলে ইন্টারনেট থেকে ফরেক্স ইবুক ডাউনলোড করে নিজে নিজে পরে অবিজ্ঞতা অর্জন করতে পারেন।

real80
2016-02-15, 11:20 PM
সবচেয়ে ভাল হয় যদি আপনি ফরেক্স বিজনেস শেখার জন্য কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে অথবা পরিচিত কোন দক্ষ ফরেক্স ট্রেডারের কাছে যান। তাহলে আপনি সরাসরি হাতে কলমে ফরেক্স বিজনেস সম্পরকে জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ঘরে বসেই ফরেক্স বিজনেস সম্পরকে নিজেই পড়াশোনা করে করে শিখতে পারেন। এজন্য আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। গুগল অথবা ইউটিউব থেকে বিভিন্ন বই,পিডিএফ ফাইল অথবা ভিডিও টিউটোরিয়াল থেকে ফরেক্স বিজনেস শিখতে পারেন।

dursy
2016-02-17, 08:28 PM
অনলাইনে ফরেক্স সম্পরকে প্রচুর টিউটোরিয়াল আছে। যেগুলো আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে সাহায্য করবে। এছাড়া বাংলাদেশে এখন প্রচুর পরিমানে লোক ফরেক্স এ কাজ করছে। তাদের কাছ থেকে আপনি ফরেক্স এর বেসিক সম্পর্কে জেনে নিজে নিজে বাসায় বসে ডেমো ট্রেড করে ফরেক্স শিখতে পারেন।

majidiqbal
2016-02-18, 10:10 AM
ফরেক্স শিখার সবচেয়ে ভালো উপায় হল একজন অভিজ্ঞ ট্রেডার এর অধিনে থেকে ট্রেডিং শিখা । অথবা অনলাইনে শিখা।

majidiqbal
2016-02-18, 10:11 AM
আপনি চাইলে ঘরে বসেই ফরেক্স বিজনেস সম্পর্কে নিজেই পড়াশোনা করে শিখতে পারেন। এজন্য আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। গুগল অথবা ইউটিউব থেকে বিভিন্ন বই,পিডিএফ ফাইল অথবা ভিডিও টিউটোরিয়াল থেকে ফরেক্স বিজনেস শিখতে পারেন।

MotinFX
2016-02-18, 03:20 PM
ফরেক্স শিখার জন্য কোন ট্রেডিং সেন্টার চালু হয়নি এটা অনলাইন ভিত্তিক ব্যাবসা আপনি সব কিছু অনলাইনে পাবেন। অনলাইনে আপনাকে প্রথমিক ভাবে ধারনা নিতে হবে তারপর আপনার পরিচিত কেই ট্রেড করলে তাদের কাছ থেকে ফরেক্স মার্কেটে বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানতে পারেন।

MoinFX
2016-02-18, 06:53 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি এখনো রিয়াল মার্কেটে ট্রেড করিনাই কারন ফরেক্স মার্কেট সম্পর্কে আমার অভিজ্ঞাতা নেই এখনো ডেমো ট্রেড করচি ফরেক্স শিখার ভাল কোন প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই ।

Marufa
2016-02-23, 06:54 PM
ফরেক্স শিখতে হলে আপনি গুগলের কাছে যাবেন ।মনে রাখবেন গুগল আপনাকে যা শেখাতে পারবে অন্য কেউই আপনাকে তা শেখাতে পারবে না । তবে গুগলের কাছ থেকেও শিখতে জানতে হবে । কিভাবে শিখলে আপনি ভাল ফলাফল পাবেন সেটি আগে শিখে নিতে হবে । তারপর ফরেক্স ট্রেডিং শেখা শুরু করুন ।

fatemaakhter
2016-02-23, 10:27 PM
আমি যেমন আমার এক বড় ভাইয়ের কাছে ফরেক্স শিখেছি যিনি ফরেক্সে দক্ষ ট্রেডার ।আপনারাও এভাবে শিখতে পারেন কারও কাছে । এছাড়া ইউটিউবে ফরেক্সের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায় সেগুলো দেখেও আপনি ফরেক্স শিখতে পারেন ।

Vision
2016-02-29, 05:34 PM
আমার মনে হয় না যে ফরেক্স শিখার জন্য কোথাও যেতে হবে । কেননা ফরেক্স হল একটা বিশ্বময় আন্তর্জাতিক ব্যবসায় । আর এই ব্যবসা করার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি করে ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে । আর এই ব্যবসা শিখার জন্যও প্রয়োজন প্রশিক্ষণ । আর সে প্রশিক্ষণ নেওয়ার মত উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের কোথাও নেই বলেই আমি মনে করি । তাই অবশ্যই আমাদেরকে গুগল অথবা এমন কোন ট্রেডার এর কাছ থেকে শিখতে হবে যে ট্রেডারের দীর্ঘদিনের ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতা আছে ।

Md Akter Hossain
2016-02-29, 08:56 PM
আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স শিখার কেনো পাতিষ্ঠানিক কেনদ্র বা প্রতিষ্ঠান না্ই । তাই আপনাকে ফরেক্স শিখতে হলে অনলাইনে শিখতে হবে । ফরেক্স শিখতে হলে আপনাকে নিয়মিত বিভিন্ন ব্লগ ফলো করতে হবে । তাছাড়া আপনি ইউটিউবে নিয়মিত আপডেট থাকতে পারেন ।

ASADUR RAHMAN
2016-03-14, 03:33 PM
আমার মতে ফরেক্স শিক্ষতে আপনার জানা মতে ভাল একটা লোকের কাছ জান আপনার ভাল হবে । তানা যদি থাকে তা হলে আপনি ইন্টারনেট থেকে শিখতে পারেন যেখানে আপনি সব বিষয়ে জানতে পারবেন এবং শিক্ষতে পারবেন। আর যদি তা না পারেন তা হলে ফরেক্স বিষয়ে ওনেক রকম বই পাওয়া যায় সেখান থেকে আপনি ফরেক্স বিষয়ে শিক্ষতে পারেন

abdulguffer
2016-03-18, 11:12 PM
ফরেক্স শিখতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই কিংবা কোন ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই । আপনি ঘরে বসে অনলাইনে ফরেক্স ট্রেড শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স এর অনেক এডুকেশন সাইট রয়েছে । ঐ সাইটগুলো থেকে ফরেক্স ট্রেডিং এর জন্য বেসিক জ্ঞান অর্জন করতে পারেন এবং এর পর মেটাট্রেডার 4 সফটওয়্যার ইন্সটল করে ডেমো ট্রেড শুরু করতে পারেন।দক্ষ হয়ে রিয়েল ট্রেড করুন।

yasir arafat
2016-04-07, 12:42 AM
আপনি কিছু ভাল ট্রেডারকে লক্ষ্য করলে দেখবেন যে তারা অনেক কষ্ট করেছে ফরেক্স শিখার জন্য।কাজেই ভাল ট্রেড করতে জানে এমন একজনের কাছ থেকে ফরেক্স বিষয়ে শিক্ষা নেওয়া যায়।আর ফরেক্স ফোরামগুলো ভালভাবে দেখে ডেমো ট্রেন্ড করতে পারেন।

dwipFX
2016-05-15, 11:07 AM
ফরেক্স শিখতে আপনাকে কোথাও যাওয়া লাগবেনা ।অনলাইনে ফরেক্স সম্পর্কে বিভিন্ন সাইট রয়েছে সে সকল সাইট থেকে আপিন ফরেক্স মার্কেটের প্রথমিক দিক গুলো শিখতে পারেন।এরপর আপনাকে ডেমো প্রকটিস করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।অার ফরেক্স মার্কেটে নিজেকে যত ধৈর্য ধরে ট্রেড করা যায় সফলতা পেতে ততসহজ হয়।

RUBEL MIAH
2016-05-15, 06:09 PM
ফরেক্স শিখতে হলে আগে আমাদের ইন্টারনেট সর্ম্পকে সম্যক জ্ঞান থাকতে হবে । যার যত বেশী ইন্টারনেট সর্ম্পকে ধারনা আছে সে তত বেশী সফলকাম হতে পারবে । আর ফরেক্স মার্কেট সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই ফরেক্স স্কুল রয়েছে সেখানে ডুকে আপনাকে এ্যানালাইসিস করতে হবে । সুতরাং অামরা বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

sharifulbaf
2016-05-16, 04:31 PM
ফরেক্স ট্রেডিং শিখার জন্য ভাল হল কোন ভাল ট্রেডারের সাহায্য নিয়ে ফরেক্স শিখা,তাও যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে ফরেক্স শিক্ষার ইবুক পরে তার পরে ফরেক্স ট্রেডিং শিখতে হবে,এই জন্য ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেডিং করতে হবে,তার পরে দক্ষতা আসার পরে লাইভ একাউন্ট করে ট্রেডিং করা যেতে পারে তাই ভাল হয়।

basaki
2016-07-23, 11:18 PM
ফরেক্স শিখতে কোথাও যেতে হবে না যদি না আপনি ফরেক্স ডেমো ট্রেড করতে পারেন তাই আপনি যদি আপনি ভাল করে ট্রেড করতে চান তাহলে আগে আপনাকে ফরেক্স নিয়ে অনেক ফরেক্স ট্রেড শিখতেভহবে আর তা যদি না করেন তবে আপনি ভাল করতে পারবেন। তাই আগে ট্রেড ভাল করে ট্রেড শিখুন তার পর ট্রেড রিয়াল।

Sahed
2016-07-24, 04:40 PM
বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ । কিন্ত দুঃখের বিষয় হল যে বাংলাদেশে ফরেক্স মার্কেট সম্পর্কিত এখনো কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান নেই । তবে আপনি ইচ্ছে করলে অনলাইনে ফরেক্স সম্পর্কিত নানা তথ্য পেতে পারেন । যেমন http://pips.bdpeople.org/index.html www.babypips.comইত্যাদি অনেক ওয়েব সাইট রয়েছে । তাছাড়া *আপনার পরিচিত কেউ তাকলে তার কাছ থেকেও আপনি সহায়তা নিতে পারেন ।

fardin222333
2016-08-18, 11:34 AM
ফরেক্স শিখতে আপনি ইচ্ছা করলে ঘরে বসেও শিখতে পারেন। অনলাইনে বিভিন্ন সাইট পাওয়া যায় শিখার জন্য। অনলাইনে ভিডিও থেকে শুরু করে অনেক ফাইল পাবেন যা থেকে আপনি ভাল ভাবে শিখতে পারবেন। একটু সময় দিয়ে পরিশ্রম দিয়ে আপনি যে কোন ভাবে শিখতে পারেন।

milonkhanfx1993
2016-09-24, 10:31 PM
আমাকে একজন কিছুদিন আগে জিজ্ঞাস করেছিল আপনি ফরেক্স কোথায় সিখেন,উত্তরে আমি বলেছিলাম সমইয়ের কাছে,কারন সময়ের সাথে সাথেই আমি শিখে যাচ্ছি,তবে প্রাথমিক অবস্থাই আপনি কারো কাছে শিখতে পারেন বা নেট এ অনেক তথ্য পেতে পারেন।

Mamun13
2017-09-14, 11:23 PM
ফরেক্স ট্রেইনিং সেন্টারে ভালো ভাবে ফরেক্স শিখায় না বা শিখাতে পারেও না কারন সৎ,বাস্তব অভিজ্ঞ,দক্ষ,আন্তরিক ট্রেইনার আমাদের দেশে দূর্লভ-পাওয়া অসম্ভব৷আর যারা মুটামুটি ভালো ট্রেডার তারা অন্য কাউকে ফরেক্স ট্রেড হাতে কলমে শিখায় না৷ফরেক্স ট্রেড দীর্ঘ সময় ব্যাপী শিক্ষা৷ এজন্য একজন দক্ষ ট্রেডার অন্যজনকে এতো দীর্ঘ সময় দিয়ে শিখাতে চায়না৷তাই বাধ্য হয়ে আমাদের নিজেদেরকেই একা একা শিখতে হয়৷অনলাইন থেকেই কষ্ট করে শিখতে পারবেন৷

Grimm
2018-01-25, 03:25 PM
বর্তমানে ফরেক্স এতটাই জনপ্রিয় যে, এই ব্যবসা সম্পর্কে আপনি ইন্টারনেট থেকেই অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি ইন্টারনেট অনুসন্ধান করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি এখন পর্যন্ত যা কিছু শিখেছি তার সবটাই ইন্টারনেট থেকে। আমার মতে ইন্টারনেট হলো ভাল মাধ্যমে যেখান থেকে আপনি খুব সহজেই অনেক কিছু শিখতে পারবেন আর সেই জ্ঞান দিয়ে আপনি ফরেক্স থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

amdad50
2018-01-27, 05:35 PM
ফরেক্স একটি অনলাইনভিত্তি ব্যবসা। এটা শিখতে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বাংলা ও ইংরেজীতে লেখা বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ রয়েছে সেগুলো পড়ে ডেমো অনুশীলন শুরু করতে পারে। ডেমো অনুশীলনীর মাধ্যমে দক্ষতা অর্জনের পর রিয়েল একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে পারেন।

Syed Moinul
2018-01-28, 08:27 PM
ফরেক্স শেখার জন্য এখন বাইরে যাওয়ার প্রয়োজন নাই বললেই চলে। ইন্টারনেটের সাহায্য নিয়ে নিজেই শেখা যায়। তাছাড়া ব্রোকার কোম্পানি ডেমোর সুব্যবস্থা তো রেখেছেই। সেখানে অবাধে প্রাকটিস করতে পারেন।

SUROZ Islam
2018-12-12, 06:02 PM
খুব সহজ উত্তর হল কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আসুন এইবার একটু গভীরে যায়। ট্রেনিং সেন্টারে গিয়ে ফরেক্স শিখলে কেমন হয়। বর্তমানে আমাদের দেশে মোটামুটি সব ফরেক্স ট্রেনিং সেন্টারের সাধারণ ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং ফি ৮,০০০-১০,০০০ টাকার মধ্যে। সময় ২-৪ সপ্তাহ। ভালো। কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে হলে ট্রেনিং আর কোন বিকল্প নেই। নিজে নিজে সবাই সব কিছু পারে না। ট্রেনিং সেন্টারের এই এক মাসের ট্রেনিং এ আপনি ফরেক্স ট্রেডিং রাজ্য একটু পা দিলেন এখন বাকি কাজ আপনার, নিয়মিত অধ্যায়ন এবং চেষ্টায় আপনাকে একজন ট্রেডার রুপে গড়ে তুলতে পারে। সে জন্য দরকার লম্বা একটা সময় নিয়ে অনুশীলন শুরু করা। আর এই কাজটি করতে আপনি ট্রেনিং সেন্টারে জেতে বাধ্য নন, আপনি চাইলে নিজে নিজে বিষয়টা আয়ত্তে আনতে পারেন। তবে রেডিমেইড হলে সময়টা কম লাগে। খেয়াল করুন প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা “ লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং ”। অল্প বিদ্যা যেমন ভয়ংকর তেমনি সামান্য কদিনের প্রচেষ্টায় বিষয়টি আয়ত্তে আনার চিন্তাও তেমনি ভয়ংকর।

Jony Shill
2019-01-05, 10:12 AM
ফরেক্স বিষয়ে অভিজ্ঞ এমন কারো কাছে যান।আপনি চাইলে ঘরে বসেও ফরেক্স শিক্তে পারেন।সব আপনার উপর নির্ভর করছে।ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন।মূলত এভাবে ধৈর্য্য ধরে নিজে নিজে ট্রেডিং শিখতে পারলে সেটাই স্থায়ী এবং সফলতা অর্জন করতে পারে।

fxjaman
2019-02-26, 10:29 PM
ভাই কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে এই ফোরামেই ফরেক্সের সকল প্রকার জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। তবে এর ফাঁকে দিয়ে আপনাকে কয়েকমাস একটু কষ্ট করে ডেমোতে অনুশীলণ/চর্চা করতে হবে, তাহলেই আপনি অনেক অভিজ্ঞাতা পেয়ে যাবেন। তবে অনেক ধৈর্য্য সহকারে পরিশ্রম করতে হবে।

princeeyasin
2019-04-29, 07:52 AM
ফরেক্স শেখার জন্য কনো জায়গায় যাওর দরকার নাই, কারন আপনি ইচছা করলে ঘরে বসে শিখতে পারবেনএর জন্য আপনার একটা স্মার্ট ফোন আর ইন্টারনেট, কারন সোশ্যল মিডিয়াতে অনেক টিপচ্ছ দিছে যা দেখে আপনি শিখতে পার্বেন

bdunity
2019-04-29, 11:57 AM
পৃথিবীর সকল কাজেরই একজন গুরু থাকে । কারন কেহ জন্ম থেকে কোন কাজ শিখে আসে না । ফরেক্স যদিও আপনি ঘরে বসে অনলাইনের বিভিন্ন সাইট থেকে শিখতে পারবেন তবুও আপনার প্রাক্টিক্যাল দরকার । তাই ফরেক্স সম্মন্ধে দক্ষ কারো স্বনাপন্য হওয়া দরাকর বলে আমি মনে করি।

kohit
2019-05-05, 05:12 PM
আমি মনে করি না যে ফরেক্স সেখার জন্য কোন ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন আছে। বর্তমানে অনলাইনে এমন হাজার হাজার রিসোর্স রয়েছে যেগুলো দিয়ে ফরেক্স সেখা যায়। তবে অনলাইন বা নিজে নিজে ফরেক্স ট্রেডিং শেখার জন্য যে ২টি জিনিস প্রয়োজন সেটি হল ধৈয এবং আগ্রহ। এটি ধৈয এবং আগ্রহ থাকলে যেকেউ অনলাইনে ঘাটাঘাটি করে ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। হ্যাঁ অনেকে আছেন যাদের ইংরেজি বুঝতে সমস্যা হয়, এখন অধিকাংশ ব্রেকার বাংলাতে কন্টেন্ট দেয়, যেমন ইন্সটাফরেক্স তাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলা করা। যাদের ইংলিশ বুঝতে সমস্যা হয় তারা তাদের সাইটটি দেখতে পারেন। আর এখন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেলে সম্পূর্ণ বাংলায় টিউটোরিয়াল দেয়। এছাড়াও ফরেক্স শেখার অন্যতম মাধ্যম হতে পারে এই ফোরাম। এই ফোরামটি পড়ে অনেক কিছু শিখতে পারবেন। তাই ট্রেনিং সেন্টার না খুজে আগ্রহ নিয়ে অনলাইনে ফরেক্স শেখা শুরু করে দিন।

kazirasel
2019-05-20, 07:21 PM
ফরেক্স এর বেসিক শিখতে হলে আপনি গুগুল বা ইউটিউব থেকে শিখতে পারেন , এখালে অনেক আটিকেল ও ভিডিও পাবেন । আর আমি মনে করি সব থেকে ভাল ভাবে শিখতে হলে মাকেট এ সময় দিন । মাকেট সময় দিলে আপনি বেশী বেশী শিখতে পারবেন এবং বাস্তব অভিজ্ঞতা পাবেন । 8013

DawnForex
2019-07-04, 12:13 AM
যদি আপনার ধৈর্য, মনোবল, ইচ্ছা থাকে তাহলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। এছাড়া আপনার আসেপাশের অভিজ্ঞ ব্যক্তি বা যারা ফরেক্স সম্পর্কে জানে কিংবা শেয়ার বাজার সম্পর্কে নিয়মিত খোঁজা খবর রাখে তাদের কাছ থেকে শিক্ষা বা ধরনা নিতে পারেন। তা ছাড়া ফরেক্স ট্রেড শিখার জন্য অন্য কেথাও যাবার দরকার নাই, যদি আপনার বাসায় ভাল মানের ইন্টারনেট থাকে সেখান অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বা ইউটিউব থেকে শিখতে পারেন।

Md_MhorroM
2019-07-14, 01:21 AM
তথ্যপ্রযুক্তির এই যুগে ফরেক্স শিখার অনেক উপায় আছে । যেমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখা অথবা বড় কোন ভাই এর কাছ থেকে শিখতে পারবেন বা ঘরে বসে ইন্টারনেটে অনেক টপিক আছে তা থেকে সহজে শিখতে পারেন । তবে আমি মনে করি যে আপনি আপনার পরিচিত কোন ভাই এর কাছ থেকে শিখুন পাশাপাশি ইন্টারনেট এর সাহায্য নিন । তাহলে দেখবেন সহজে শিখতে পারবেন ।

Mazharul777
2019-07-14, 01:24 AM
আমরা জানি একটা সময় ছিল যখন ফরেক্স শিখার জন্য কারো প্রশিক্ষণ এর প্রয়োজন হত। বর্তমান ফরেক্স সমন্ধে ইন্টারনেট রির্সোচ এতই সমৃদ্ধ যে আপনাকে একটু কষ্ট করে নেটে খুজঁতে হবে। আমার কথাই ধরুন আমি ও কিন্তু বেশির ভাগ তথ্য ই নেট থেকেই পেয়েছি। যেমন ধরুন ফরেক্স বাংলা ফোরাম এর কথা সত্যি বলছি এই সাইট এর ঠিকানা কেউ ই আমাকে দেয়নি। আমি ফরেক্স সমন্ধে খুঁজতে খুঁজতে হঠাৎ এই সাইট টা পেয়ে গেছি।

KF84
2019-08-02, 05:07 PM
ফরেক্স সম্পর্কে প্রাথমিক জ্ঞ্যন অর্জনের জন্য আপনার শুধু একটি নেট সংযোগসহ কম্পিউটারের প্রয়োজন । অনলাইনে অনেক সহজে ঘরে বসে অবসর সময়ে ফরেক্স শেখা যায় । আমার কাছে ফরেক্স শেখার সর্বোত্তম প্লাটফর্ম হল ইন্সতাফরেক্স ফোরাম । এখানে আপনি ফরেক্স সম্পর্কে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন এবং এর সাথে আরও কিছু জানার প্রয়োজন হলে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং অনেক দক্ষ ট্রেডার আপনাকে উত্তর দিবে । আর এছাড়াও ওয়েবসাইট , ইউটিউব ভিডিও ইত্যাদি সাহায্যেও আপনি অনেক কিছু শিখতে পারবেন ।

Lutfor_fx
2019-08-02, 05:32 PM
ফরেক্স শিখতে হলে সব চেয়ে ভাল মাধ্যম হলো ইন্টারনেট। আপনি ইউটিউব এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন অথবা ফরেক্স এ বেশি বেশি সময় দিন এখান থেকে সব থেকে বেশি শিখতে পারবেন। ডেমো করতে হবে। এছাড়াও বন্ধু বা বড় ভাই যারা ফরেক্স এ অনেক দিন ধরে কাজ করে তাদের সাহায্যে শিখতে পারেন।

Rokibul7
2019-08-10, 01:17 AM
ফরেক্স শিখতে হলে আপনাকে ফরেক্স সম্পকে আগ্রহ থাকতে হবে।তবেই আপনি শিখতে পারবেন।আর ফরেক্স শিক্ষতে হলে আপনাকে সবপ্রতম কারও সাহায নিতে হবে,শেটা কোন পরিচিত কেও হোক আর কোন কোচিং প্রতিষ্টান হোক।তা ছারা আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন ব্লগ থেকে জানতে পরাবেন।তবে ব্লক পরে টিউটোরিয়াল দেখে আপনার শিখতে প্রায় ১/২বছর সময় লাগে যাবে।যদি কোন দক্ষ টেডারের মাধ্যমে শিখতে পারেন তাহলে ৫/৬মাসেই একটা ভাল ধারনা পেয়ে যাবেন।মনে রাখবেন ফরেক্স এ লাভের চেয়ে টিকে থাকার চেষ্টা করবেন

Fxhuman
2020-01-12, 01:25 PM
আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন।

amreta
2020-01-25, 11:22 AM
আমরা সকলেই ব্যবসায়ের সময় এই অনুভূতির মুখোমুখি হই এবং আমরা অনুভূতির অনুপস্থিতি চাই না। আমরা কেবল এই অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে চাই এবং সেগুলি আমাদের বা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে দেয় না কারণ এটি আমাদের ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে।
আমি বেশিরভাগ সময় এই অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করি তবে কখনও কখনও তারা আমাকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবসায়ের ক্ষেত্রে এটি আমার অন্যতম সমস্যা

FREEDOM
2020-06-20, 10:00 PM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ আগে যেটা অনেক কঠিন ছিলো এখন তা অনেকটাই সোজা হয়ে গিয়েছে। আপনি যদি কোন দক্ষ ট্রেডারের সহায়তা নিয়ে ট্রেডিং শিখতে পারেন সেটাই অনেক বেশি ভালো হবে তবে সে সুযোগ সবার পক্ষে পাওয়া সম্ভব নয় আমিও পাইনি এজন্য নিজ থেকেই চেষ্টা করতে হবে। আর এই ফোরাম থেকেই ফরেক্সের বেসিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, পাশাপাশি অনেক সোশ্যাল সাইট বিশেষ করে ইউটিউবে টিউটোরিয়াল দেখেও ফরেক্স শিখতে পারবেন।

Md.shohag
2020-12-13, 05:51 AM
আসলে বর্তমানে ব্যাঞের ছাতার মত অনেক প্রতিষ্ঠান জন্ম নিয়েছে,যারা শুধু শেখানোর নাম করে নিজেদের রেফারেলে ইনভেস্ট করে কাজ শেষ করে।আমি ব্যক্তিগতভাবে মনে করি ফরেক্স শেখার জন্য অনেক সাইট এবং ফোরাম আছে যেখানে আপনি বিনা খরছে সব জানতে এবং শিখতে পারবেন।এবং যেকোন কোচিং সেন্টার থেকে বেশি জানতে পারবেন।সুতারাং আমার মতামত হচ্ছে,ফরেক্স এর বেসিক জানার জন্য এই ধরনের ফোরাম সাইট যথেষ্ট।

Tapujyoti
2020-12-13, 11:46 PM
ফরেক্স শেখানোর মতো কোনো ট্রেনিং সেন্টার সত্যি আছে কি? ফরেক্স শিখতে আমি মনে করি আমাদের নিজের কাছেই অর্থাৎ আমাদের মস্তিষ্কের কাছেই যেতে হবে। কারণ এটির যথাযথ ব্যবহারই আমাদেরকে ফরেক্স লাভবান করে তুলতে পারে।আমাদেরকে ফরেক্সে সাফল্য লাভ করতে হলে প্রচুর পরিমাণে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। আর এজন্য দরকার শার্প ব্রেনের। আর তাই বলি ফরেক্স শিখতে আমাদের দূরে যাওয়ার দরকার নাই। নিজের মাথার শরণাপন্ন হন। আর আমাদের পথ প্রদর্শক অভিজ্ঞ ফরেক্সাররা তো আছেনই আমাদের সাথে। আছেন না?

amirkabir
2020-12-15, 12:00 AM
ফরেস্ক একটি ঝুকিপূর্ণ ব্যবসা, যে কোনও ব্যবসা শুরু করতে হলে অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে ভালভাবে জানতে হবে, আর এজন্য ফরেস্ক শেখা প্রয়োজন।ফরেস্ক ভালভাবে শেখার জন্য একজন সিনিয়র ফরেস্ক ট্রেডারের কথা মত চললেই হবে।সিনিয়রদের সহচরে থাকলে অনেক কিছু শেখা যায়।তাছাড়া অনেক প্রশিক্ষন সেন্টার আছে সেখান থেকেও শিখা যায়।তবে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ফেচবুকের অসংখ্য পেজ আছে, সেখান থেকেও এই ব্যবসা শিখা যায়।

Sid
2020-12-20, 05:08 PM
ফরেক্স ট্রেড শিখার জন্য কথাও যাবার দরকার নাই। ঘরে বসাই ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকেই শিখতে পারেন।

SHARIFfx
2020-12-20, 05:17 PM
আপনাকে ফরেক্স শিখতে হলে আগে বেসিক জানতে হবে। তাই আপনি চাইলে দক্ষ ট্রেড্রার কে খুজে তার নিকট শিখতে পারেন। অথবা অন্য মাধ্যমে শিখতে পারেন আর সেটা হচ্ছে ভিডিও টিটরিয়াল। তবে এখানে আপনাকে ধারাবাহিকতায় শিখতে হবে পাট বাই পাটে। তাহলে আপনি ভালো ট্রেড্রার হতে পারবেন।

EmonFX
2020-12-25, 09:27 PM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন।

আমার কাছে মনে হয়, ফরেক্স শেখার সবচেয়ে ভালো উপায় হলো কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শেখা। ফরেক্স শিখার জন্য একজন অভিজ্ঞ ট্রেডার আপনাকে যতটা ভালো ভাবে ফরেক্সে শেখাতে পারবেন সেটা কোন ট্রেনিং সেন্টার কখনোই পারবে না। একজন অভিজ্ঞ ট্রেডার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে অনেক কিছুই শেখাতে পারে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ যে ভুলগুলো বারবার করেছে, কখন কোথায় বাই এবং সেল নিতে হবে সেটা আপনাকে দু-তিন মাসের মধ্যেই শিখিয়ে দিতে পারেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে একজন অভিজ্ঞ ট্রেডার আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন। পাশাপাশি forex-forum থেকেও অনেক কিছু শেখার আছে। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেটা একজন নতুন ট্রেডারের এর জন্য অনেক উপকারী।

আসল কথা হলো বাংলাদেশে এখন পর্যন্ত ভাল মানের কোন ফরেক্স ট্রেনিং সেন্টার গড়ে ওঠেনি। দু-একটি যা আছে তা শুধু কমার্শিয়াল উদ্দেশ্যে গড়ে উঠেছে। শুধু টাকা কামানোর ধান্দা। তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি ভালভাবে ফরেক্স ট্রেডিং করতে পারবেন না। তারা যেটা শিখাবে সেটা আপনি বিভিন্ন সাইটে ভিডিও টিউট্রিয়াল দেখে তার থেকেও বেশি শিখতে পারবেন। সুতরাং, বলা যায় ফরেক্স শেখার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শেখা।

AbdulRazzak
2021-01-25, 06:32 PM
আসলে, ব্যানার্জি ছাতার মতো অনেক সংস্থা রয়েছে যারা শিক্ষার পক্ষে রেফারেলগুলিতে বিনিয়োগ করে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি ফোরেক্স শিখার অনেকগুলি সাইট এবং ফোরাম রয়েছে যেখানে আপনি সবকিছু শিখতে পারবেন এবং নিখরচায় সবকিছু শিখতে পারবেন। এবং যে কোনও কোচিং সেন্টার থেকে। আপনি আরও পড়তে পারেন, সুতরাং আমার মতে এই জাতীয় ফোরামের সাইটটি ফরেক্সের বেসিকগুলি জানতে যথেষ্ট।

Mas26
2021-05-27, 11:50 AM
ফরেক্স একটি অনলাইনভিত্তি ব্যবসা। তাই এটা শিখতে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বাংলা ও ইংরেজীতে লেখা বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ রয়েছে সেগুলো পড়ে ডেমো অনুশীলন শুরু করতে পারে। ডেমো অনুশীলনীর মাধ্যমে দক্ষতা অর্জনের পর রিয়েল একাউন্ট করে ফরেক্স ট্রেডিং করতে পারেন।এর সাথে ডেমো ট্রেড প্রাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ফরেক্স ট্রেডিং শেখা যেতে পারে।মূলত এভাবে ধৈর্য্য ধরে নিজে নিজে ট্রেডিং শিখতে পারলে সেটাই স্থায়ী এবং সফলতা অর্জন করতে পারে।বাংলাদেশে এখনো খুব ভালো ফরেক্স ট্রেডিং প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানি কোন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেনি। তাই আপনার প্রতিবেশিদের মধ্যে কেউ ফরেক্স ট্রেডিং করলে তার সাহায্যও নিতে পারেন।