PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ে পেন্ডিং অর্ডার সেট করবেন কিভাবে?



Montu Zaman
2019-08-08, 04:01 PM
যদি বর্তমান মার্কেট প্রাইসে মূল্যে অর্ডার প্লেস না করে আগামীতে হতে পারে এমন একটা মার্কেট প্রাইসে অগ্রীম আনুমানিক অর্ডার প্লেস করাই হল ফরেক্স পেন্ডিং অর্ডার। মুলত মার্কেট বিশ্লেষন করে পজিশন ট্রেডাররা এই ধরনের ট্রেড করে থাকে। ফরেক্স পেন্ডিং অর্ডার নেবার জন্য এমটি ৪ প্লাটফর্মের নিউ অর্ডার নেবার সময় পেন্ডিং অর্ডার অপশন বাছাই করে টেক প্রফিট ও স্টপ লস সেট করে অর্ডাের প্রেস করতে হবে। পেন্ডিং ট্রেড চালু করার পর মার্কেট প্রাইস যদি ওই সপজিশনে যায় তা হলে আপনার ওই ট্রেড চালু হবে, যখন টিপি হিট করবে তখন ট্রেডিংয়ে প্রফিট হবে আর যখন প্রাইস টিপি হিট করবে তখন লস হবে। তবে মার্কেট এ অনেক ট্রেডার পেন্ডিং ট্রেড করে থাকে তবে বেশির ভাল পেন্ডিং ট্রেড করে থাকে নিউজ ট্রেড করার জন্য ফরেক্স পেন্ডিং অর্ডার নিয়ে থাকে।

souravkumarhazra6763
2019-08-08, 06:43 PM
ফরেক্স মার্কেট এ আপনি পেন্ডিং অর্ডার ইজজ করে ট্রেড করতে পারবেন,এই সুবিধা ফরেক্স মার্কেট ট্রেডারদের দিয়ে থাকে,পেন্ডিং অর্ডার আমাদের অনেক সুবিধা প্রদান করে থাকে,আসলে সব সময় আমরা মার্কেট এর সামনে বসে থাকতে পারিনা,তাই আমরা নির্দিষ্ট লেভেল এ পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে অটোমেটিক ট্রেড ওপেন হয়ে যাবে,ফলে ভালো ট্রেড আপনি মিস করবেন না।

DJSUMON777
2019-10-03, 03:57 AM
ফরেক্স মার্কেটেআপনি পেন্ডিং অর্ডার ইউজ করতে পারেন পেন্ডিং অর্থাৎ বলতে বুঝানো হয়েছে মার্কেটের বর্তমান অবস্থা যা আছে তার থেকে আপনার বিশ্লেষণ অনুযায়ী যেদিকে যেতে পারে সেই দিকের কাঙ্খিত এবং সম্ভাব্য একটি ট্রেড ওপেন করতে চাইলে এটাকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখা হয় ভুল মার্কেট ওইখানে যাওয়ার পরে ট্রেডটি ওপেন হয়

saraa
2020-03-14, 01:14 PM
হাই প্রিয় বন্ধু সুপ্রভাত এবং আমি আশা করি আপনি ভাল থাকবেন। প্রিয় বন্ধু আপনি এই সম্পর্কে সঠিক হতে পারেন তবে আমি আপনাকে এও জানতে চাই যে ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা কেবল বাজারে নেওয়া ভুল সিদ্ধান্ত থেকেই পাওয়া যায় না। বাজারে আপনার অভিজ্ঞতা দুটি সংযুক্ত করে: ভুল এবং সঠিক সিদ্ধান্ত আপনি গ্রহণ করেন। সঠিক সিদ্ধান্ত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আপনাকে একই কাজটি পুনরাবৃত্তি করে তোলে অন্যদিকে ভুল সিদ্ধান্ত আপনাকে একই আইনটির পুনরাবৃত্তি থেকে দূরে রাখে।

alamsat
2020-03-14, 03:04 PM
পেন্ডিং অর্ডার সেট করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হয় যেমন ধরুন আপনি ১.০০১২ প্রাইজ এ আসলে একটি বাই ট্রেড নিতে চান সে ক্ষেত্রে আপনাকে বাই স্টপ বা বাই লিমিট ব্যবহার করতে হবে। আর সেল এন্ট্রি নিতে হলে সেল স্টপ বা সেল লিমিট নিতে হবে। এটা মুলত যারা মার্কেট বেশি সময় দিতে পারে না মনে চিন্তা করে যে উক্ত প্রাইজ আসলে একটি ট্রেড নিওয়া যাবে ঠিক তাদের জন্য এই অপশনটি। এই অপশনে গিয়ে আপনি পেন্ডিং অর্ডার সেট করে দিনের বাকী কাজ শেষ করতে পারবেন অবশ্যয় সাথে টেক প্রফিট এবং স্টপলস ব্যবহার করতে হবে।

Suriya Sultana Hira
2020-03-14, 03:11 PM
আমি ও আপনার কথার সাথে একমত আছি । যদি ও আমি এই ফরেক্স মার্কেটে নতুন এবং এই বিষয়ে তেমন একটা ভালো ধারনা নাই,, তারপর ও যে টুকু ধারণা অর্জন করতে পেরেছি তার প্রেক্ষিতে আমি বল্লাম । স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করে চিন্তামুক্ত ট্রেড করা যায় এবং বাকি কাজগুলো চিন্তামুক্ত ভাবে করা যায়,,, ধন্যবাদ ।

amreta
2020-03-14, 03:18 PM
আপনি যদি সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেন এবং আপনি ফেসবুকে কঠোর পরিশ্রম করেন তবে আপনি অবশ্যই এই ক্ষেত্রে একজন সফল নেতা হবেন, তাই আমি মনে করি আপনার এই বিষয়ে কঠোর পরিশ্রম করা উচিত। তিনি এই ফর্মটিতে সফল হন i আমার মনে

Rassel Vuiya
2021-09-13, 12:55 PM
পেন্ডিং অর্ডার হল পুরপুরি স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রেড টি ওপেন সহ টেক প্রফিট, স্টপ লস এবং ক্লোজ সবকিছুই আটোমেটিক ভাবে করা। বেসিক কনসেপ্ট তো পেয়ে গেলেন আসুন এইবার একটু প্রাকটিকেল ফিল্ড থেকে ঘুরে আসি। এখন দেখাবো কিভাবে একটি ডেমো আকাউন্ট ওপেন করে এতক্ষণ যা শিখলেন তার বাস্তব রুপটা দেখে নেওয়া। ও বলতে ভুলে গিয়েছি, ডেমো আকাউন্ট হল পুরোপুরি আপনার একটা রিয়েল আকাউন্ট এর সমরুপ পার্থক্যটা হল ডেমো আকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করতে পারবেন। আর রিয়েল একাউন্টে আপনাকে রিয়েল মানি দিয়ে ট্রেড করতে হবে।
তবে যারা ফরেক্সে নতুন পা দিয়েছেন তাদের প্রতি অনুরোধ ভুলেও প্রথম অবস্থাই রিয়েল মানি দিয়ে ট্রেড করতে যাবেন না। ভালো ভাবে বিষয়টি জেনে মিনিমাম ৩ মাসের একটা ভালো অনুশীলন এবং প্রাকটিকেল অভিজ্ঞতা না নিয়ে রিয়েল ট্রেড করবেন না। মোটকথা যতক্ষণ বা যতদিন পর্যন্তও আপনি ডেমো আকাউন্টে এভারেজে প্রফিট রাখতে রাখছেন না ততদিন পর্যন্ত রিয়েল মানি দিয়ে ট্রেড করার দরকার নেই।
ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড যে ট্রেডই করুন বা কেন আপনার ট্রেডিং ফ্লাটফর্ম বা মেটা ট্রেডার সফটওয়্যার টি লাগবে। মেটা ট্রেডার হল ট্রেডের মূল হাতিয়ার। আপনার সবকিছুই এই সফটওয়্যারের একটা আকাউন্ট আর মাধ্যমে পরিচালিত হবে। এই বার আপনি যে ব্রোকারে ট্রেড করতে চান সেই ব্রোকার এর মেটা ট্রেডার সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আমি ইনস্টা ট্রেডার সফটওয়ার দিয়ে দেখাচ্ছি ।
15358

EmonFX
2021-09-13, 04:05 PM
এই মার্কেটে আমরা অনেকেই আছি যারা রিস্ক এড়াতে এবং সময় স্বল্পতার কারণে পেন্ডিং অর্ডার নিয়ে থাকি। ফরেক্সে পেন্ডিং অর্ডার বা পজিশন ট্রেডিং বলতে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে রাখাকে বোঝায়। অর্থাৎ মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের যাওয়ার আগেই অগ্রিম ট্রেড ওপেন করাকে বুঝায়। এই পেন্ডিং অর্ডার বা পজিশন ট্রেডিং আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি এনালাইসিস করে যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ ব্রেক করার পরে আরো উপরে যাবে তখন অগ্রিম "but stop" অর্ডার আবার যদি মনে হয় মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জে ব্রেক করার পরে নিচে যাবে তখন অগ্রিম "sell stop" অর্ডার ওপেন করে রাখতে পারেন।
আবার যদি আপনার কখনো মনে হয় মার্কেট আরো বুলিস হবে তখন আপনি বর্তমান প্রাইসের আরো নিচের দিক থেকে বাই নিতে চান তখন "buy limit" অর্ডার এবং যদি মনে হয় প্রাইস আরো নিচের দিকে নামবে তখন বর্তমান প্রাইস এর ওপর থেকে "sell limit" অর্ডার ওপেন করে রাখতে পারেন। ফরেক্সে এই অগ্রিম buy-sell অর্ডার ওপেন করাকেই পজিশন ট্রেডিং বলে।

Starship
2021-09-20, 11:56 PM
আমরা যখন চলতি মার্কেট থেকে পরবর্তীতে ওপরে কিংবা নিচে থেকে অটোমেটিক ভাবে ট্রেড চালু করার প্রক্রিয়া হল পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার সাধারণত চার ধরনের হয়ে থাকে। এগুলো হলো বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ এবং সেল স্টপ। আমরা সাধারণত ইন্সটেন্ট এক্সিকিউশন অর্ডার দিয়ে ট্রেড করে থাকি। তুলনামূলক পেন্ডিং অর্ডার কম ব্যবহার করা হয়। সেই তুলনায় আমাদের পেন্ডিং অর্ডার সম্পর্কে জ্ঞান থাকলে যথাযথভাবে ট্রেড এন্ট্রি নেয়া যায় এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।