PDA

View Full Version : বাংলদেশে কি ফরেক্স এর মাধ্যমে আয় করা অবৈ÷



shawon2015
2014-12-14, 12:52 AM
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়।ফরেক্স সম্পূর্ণ বৈধ কিন্তু বে-আইনি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে।

bdtake
2014-12-29, 10:53 PM
আমি যতটুকু জানি ফরেক্সে কুন অবৈধতা নেই। ফরেক্স একটি সাধীন ব্যাবসা। এখানে দক্ষতা থাকলে যে কেউ খুব সহজেই লাভ করতে পারে। ফরেক্সে কেনাবেচা যদি অবৈধই হয়ে থাকে তাহলে শুধু বাংলাদেশিদের কাছে কেন? তাহলেত অন্য সখল দেশেরও হতে পারত। ধন্যবাদ

tradeking
2015-02-24, 04:40 AM
ফরেক্স বাংলাদেশে বৈধ্য। আপনারা যা কিছু অবৈধ্য হিসেবে শুনে আসতেছেন তা হল অনুমোদনহীন ভাবে মুদ্রার ক্রয় বিক্রয়, আমাদের দেশে দেখবেন কিছু মানি একচেন্জার আছে এদের কে ব্যবসা করতে মানে মানি একচেন্জ করতে সরকারের অনুমোদন লাগে। তাদের কেউ যদি সরকারের অনুমোদন না নিয়ে ক্রয় বিক্রয় করে তা দন্ডনীয় অপরাধ।

Harun1650
2015-03-04, 02:06 AM
ফরেক্স মার্কেট থেকে আয় করা অবৈধ কাজ নয় কিন্তু আপনি যদি আপনার প্রয়োজনীয় ডলার কোন অবৈধ মানি এক্সচেঞ্জার এর কাছ থেকে এক্সচেঞ্জ না করে থাকেন তাহলে এটা অবৈধ বলা যাবে না । আর এক টা কথা হচ্ছে আপনি যদি আপনার লেন্দেন জেকোন ব্যাংকের অধিনে করে থাকেন তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে । আর বাংলাদেশে এই ফরেক্স বিজনেস এর অনুমোদন আছে।

Eraulhaque
2015-03-08, 09:33 AM
শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যেসব দেশেই ফরেক্স ছড়িয়ে পড়েছে তার কোথাও ও ফরেক্স ব্যবসা অবৈধ নয়। ফরেক্স ব্যবসা লাইসেন্স প্রাপ্ত ব্যবসা।কিন্তু কিছু অবৈধ কুচক্রি মানুষ কোনো রকম লাইসেন্স ছাড়াই মুদ্রাসমূহের অবৈধ লেনদেন করে।এগুলো অবৈধ।কিন্তু তাই বলে ফরেক্সকে এর সাথে তুলনা করাটা ঠিক হবে না।

A Momin Chowdhury262
2015-03-11, 11:21 PM
ফরেক্স ব্যবসা হল বৈধ ব্যবসা । এই ব্যবসায় কুন ছল চাতুরী নেই । কিন্ত আমাদের দেশে কিছু মানি এক্সচেঞ্জার আছে যাদের কুন লাইসেন্স নেই । আপনি যদি তাদের মাধ্যমে মানি এক্সচেঞ্জ করেন তাহলে অবৈধ হবে । অন্যথায় নয় ।

Zakariea
2015-05-09, 08:22 PM
ফরেক্স একটি ব্যাবসা, যেই খানে ডলার ক্রয় বিক্রয় করে প্রফিট করা যায়। আর এই প্রফিট এর টাকা সম্পূর্ন বৈধ্য। তাই আমার মনে হয় বাংলাদেশ থেকে ফরেক্স থেকে আয় করা সম্পূর্ন বৈধ্য।

Feroz.jc
2015-05-09, 10:04 PM
আসলে ফরেক্স করা অবৈধ না । কারন ফরেক্স বিশ্বব্যাপি ছড়িয়ে আছে এই মার্কেট প্লেস এত বড় যে এটা কখন আটকানো সম্ভব নয় । তাই ফরেক্স কোন দেশে অবৈধ বলে আখ্যায়িত করতে পারবে না। তবে ইসলামের দৃষ্টি থেকে কেউ কেউ বলে থাকেন এটি হারাম । তাছাড়া সরকার এটি অবৈধ বলেন নি ।

Shimanto754
2015-05-12, 04:39 PM
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেডিং মার্কেট।এটি অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত বিজনেস।বিশ্বের অনেক দেশেই এখন ফরেক্স অনেক জনপ্রিয় হয়েছে।বাংলাদেশেও অনেকেই ফরেক্সের মাধ্যমে আয় করছে।আসলে ফরেক্সের ক্ষেত্রে আমরা যদি লাভ করতে পারি তবে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।ফলে প্রফিট করতে পারলে অবৈধ হবে না।কিন্তু লস করলে তো আমরা আমাদের টাকা হারাচ্ছি।এজন্য এটা অবৈধ। তাই আমার মতে লাভ করলে বৈধ আর লস করলে অবৈধ।

FxAhsan
2015-09-06, 11:14 PM
ফরেক্স আসলে বাংলাদেশে পুরোপুরিভাবে বৈধ নয় কারন বাংলাদেশ থেকে আপনি টাকা বাইরে পাঠাতে পারবেন না ব্যাংক এর অনুমোদন ছাড়া। কিন্তু আমাদের ইনভেস্ট করতে হয় অন্য কারো কাছ থেকে ডলার কিনে তা তার বিক্রি করার অনুমোদন থাক আর না থাক।তবে আয় করা পুরোপুরিভাবে বৈধ।

Tajmin
2015-09-07, 11:00 PM
ফরেক্স এমন একটি বিজনেস যা বাংলাদেশ সহ সারা বিশ্বে বৈধ। বিশ্বের নানা দেশে এই বিজনেস জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিনদিন বাড়ছে।

Imran2
2015-09-08, 12:01 AM
ফরেক্স বাংলাদেশে বৈধ্ ।কারন আপনারা যা কিছু অবৈধ্ হিসেবে শুনে আসছেন তা হল অনুমোদনহীন ভাবে মুদ্রার ক্রয় বিক্রয়, আমাদের দেশে দেখবেন কিছু মানি একচেন্জার আছে এদের কে ব্যবসা করতে মানে মানি একচেন্জ করতে সরকারের অনুমোদন লাগে। তাদের কেউ যদি সরকারের অনুমোদন না নিয়ে ক্রয় বিক্রয় করে তা দন্ডনীয় অপরাধ।কিন্তু ফরেক্স ফোরাম একটি বৈধ মার্কেট প্রতিষ্ঠান ।

swadip chakma
2015-09-11, 07:04 PM
ফরেক্স ব্যবসা একটা বেইদ ব্যবসা ,এটা সারা পুথিবিব্যাপি পরিচালিত হছে যা নিখুত ভাবে।এই ব্যবসা দারা অনেক মানুস আয় করে জিবন যাপন করতেছে।আরেক্টা কথা হছ বাংলাদেশে যেমন শেয়ার বাজার আছে টিক সেই রকম ফরেক্স ব্যবসা মারার ধারনা।শুদু একটা পাথক্য হছে ফরেক্স নিয়ন্ত্রন করে ডলার বা মুদ্রা,কিন্তু শেয়ার বাজার মুদ্রা বেচাকেনা করেনা।

amdad123
2015-09-12, 07:25 AM
ফরেক্স ব্যবসা অবৈধ নয়, এই ব্যবসা বিশ্বব্যাপি একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তবে বাংলাদেশে ফরেক্স মনিটরিং করে ব্যবসা করার মত এখনো বাংলাদেশ ব্যাংক ওই পর্যন্ত পোঁছতে পারেনি। তবে আমরা মনে করছি যে, আর বেশি দিন লাগবেনা বাংলাদেশ ফরেক্স ব্যবসার একটি কারেন্সি পার্টনার হতে পারবে।

swadip chakma
2015-09-13, 01:08 AM
আমিও তাই মনে করি ফরেক্স এর মাধ্যমে টাকা আয় করা এটা কোন অবেধ নয়,এটা আর ও দেশের ভাল ।যার কারন আমাদের দেশের মানুস দেশে বসে যদি আয় করে তাহলে অত্তনিতির ভাল ফল আসবে।তবে যদি এত টাকা আয় করে এক টাকা ভ্যাট দেওয়া না হয় তাহলে তো দেশের জন্ন্য খারাপ ।কারন প্রত্যক মানুসের দরকার ভ্যাট প্রদান করে দেশকে ভালোর দিকে নেওয়া।

fxover
2015-09-13, 01:00 PM
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়।ফরেক্স সম্পূর্ণ বৈধ কিন্তু বে-আইনি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে।

বাংলাদেশ থেকে আমরা ফরেক্স ট্রেড করতে পারি । এটা আমাদের জন্য অবৈধ না । আর দশটা ব্যাবস্যার মত ফরেক্সও একটি মুদ্রা ক্রয় বিক্রয় এর ব্যাবসা । অন্য ব্যাবসা যদি বৈধ হয় তাহলে ফরেক্সও বৈধ । এ নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোন দরকার নাই । আমরা ফরেক্স ট্রেড করতে পারি । তবে আমরা আমদের দেশের মধ্যে যদি অবৈধ ভাবে মূদ্রা কেনাবেচা করি তাহলে সেটা আমাদের জন্য অবোইধ এবং বেয়াইনী ।

AbuRaihan
2015-10-12, 11:20 PM
আমি ব্যাক্তিগত ভাবে যতটুকু জানি ফরেক্স ব্যবসা বাংলাদেশে বৈধতা এখনো ঘোষণা করা হয়নি । এর পিছনের যুক্তিটা এখনো পর্যংন্ত আমার মাথায় আসেনি । যেখানে বিশ্বের বেশিরভাগ দেশে এই ব্যবসাটা একটা স্বাধীন এবং মুক্ত পেশা হিসেবে পরিচিত সেখানে এই ধররেন বিতর্ক কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না । কারণ বাংলাদেশে যে হারে বেকারের সংখ্য বাড়ছে তাতে করে এই ধরনের ব্যবসার মাধ্যমে বেকারদেরকে স্বাবলম্বি গড়ে তোলার অন্যতম উপায় হবে ফরেক্স ব্যবসা ।

MotinFX
2015-10-14, 08:52 PM
ফরেক্স মার্কেট অবৈধ না। কারণ আমরা অনেকে ফোরামের মাধ্যমে ট্রেড করে থাকি। তারপরও ব্যাংকিং আইন সম্পর্কে আমার ধারনা নেই। কারো থাকলে জানাবেন

Fxaziz
2015-10-15, 09:56 PM
ভাই আমি যত টুকু জানি বাংলাদেশে ফরেক্স মার্কেট এবং অন্য সব অনলাই বিজনেস বৈদ্য।কারন আমরা এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করি।আমরা এখানে কোন দেশ বিরদি কাজ করি না।আমরা ফরেক্স মার্কেট টা কে আমাদের পেশা হিসেবে নিয়েছি।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট তাই এখানে সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এর ব্রোকার দের কাছে আমাদের সব কাগছ পত্র আছে।আমাদের সরকার চাইলে এর বিরুদ্দে বেবস্থা নিতে পারে।

Momen
2015-10-16, 06:55 PM
আমার মনে হয় ফরেক্স কে অবৈধ বলার পিছনে কোন যোক্তি নেই। কারন এইখানে নিজের মূলধন দিয়ে তারপর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রফিট করা হয়।

basaki
2016-01-01, 09:44 AM
ফরেক্স মার্কেট এখন পর্যন্ত আমি যা জানি ব্যবসাটি একটি আন্তর্জাতিক মানের ব্যবসা। বাংলাদেশে একন পর্যন্ত আমি কোথাও লেখা দেখি নাই বা শুনিনি যে ফরেক্স মার্কেট অবৈধ। বাংলাদেশের অনেক ব্যবসাহিরাই ফরেক্স ব্যবসা করে তাকে। আমি মনে করি আজ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের ২০% লোক ফরেক্স ব্যবসায় নিয়োজিত হবে।

Rahat015
2016-01-03, 09:36 AM
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়।ফরেক্সের ক্ষেত্রে আমরা যদি লাভ করতে পারি তবে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।ফলে প্রফিট করতে পারলে অবৈধ হবে না।কিন্তু লস করলে তো আমরা আমাদের টাকা হারাচ্ছি।এজন্য এটা অবৈধ।

real80
2016-02-10, 11:36 PM
ফরেক্স বিজনেস হচ্ছে এমন একটি বিজনেস প্লেস যেখানে বিশ্বের প্রাই সকল গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার কেনা বেচা করা হয় এবং এই মুদ্রা কেনা বেচা করার মাধ্যমেই এই বিজনেস থেকে ট্রেডিং করে অর্থ আয় করা হয়ে থাকে। তাই এই বিজনেস বিশ্বের সব দেশেই বৈধ একটি বিজনেস। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশে এই বিজনেস সম্পূর্ণ বৈধ। তবে ডলারের নিয়ম বহির্ভূত বিনিময় অবৈধ।

Fxaziz
2016-02-12, 01:50 PM
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে যত টুকু জানি ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ।আমাদের দেশে যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ না হত তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারতাম না।তাই আমি বলবো যে আমাদের দেশে ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ।পৃথিবীর সব দেশে ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ।তাহলে আমাদের দেশে কেন ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ হবে না।তাই সবাই ফরেক্স মার্কেট কে বৈধ মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন।

Marufa
2016-02-12, 05:55 PM
ফরক্স একটি আন্তর্জাতিক ব্যবসায় । আমার জানা মতে এখনও ফরেক্স ট্রেডিং সম্পর্কে ওরকম কোন আইন নেই । তবে সরকারের কিছু কিছু মুদ্রা নীতি আছে যা মেনে চলতে হবে । যেমন যেকোন প্রকার বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যাংকের মাধম্যে করতে হবে । অনলাইনে একজনের কাছ থেকে আর একজন অর্থ ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ বলে আমার জানা আছে । এর বেশি জানি না ।

RUBEL MIAH
2016-05-25, 04:33 PM
এখন পর্যন্ত বৈধতা বাংলাদেশের সরকার দেয়নি । কারণ ফরেক্স ব্যবসা তেমন একটা ফুটে উঠেনি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা ভালো ভাবে করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

Moon
2016-05-29, 11:39 PM
আমি একজন নতুন ট্রেডার বলে এ সম্পর্কিত তথ্য পুরোপুরি জ্ঞাত নয় । তবে এটা নিশ্চিত যে ফরেক্স মার্কেট বাংলাদেশে এখনো সরকার ইতিবাচক হিসেবে সাড়া দেই নি । কিন্ত সরকারে এটা অনুধাবন করা উচিত যে দেশে দিন দিন বেকারের সংখ্যা যে হারে বাড়ছে তাতে এ ধরনের বৈদেশিক আয়ের মাধ্যমে স্বাবলম্বিতা ও দেশের অর্থনৈতিক স্বচ্চলতা আসবে । সাথে সাথে ট্রেডাররা স্বনির্ভর হবে ।

maziz6989
2016-05-30, 01:46 PM
আমরা বাংলাদেশিরা সব কিছুতে পিছনের সারিতে থাকতে ভালবাসি শুধু মাত্র চাপাবাজি টা ছাড়া্। তাই আমাদের মহামান্য কেন্দ্রিয় ব্যংক মুদ্রা পাচার হয়ে যাবার ভয়ে ফরেক্স এর অনুমতি দিচ্ছে না। তারা মনে করছে এটা অনুমোদন দিলে বাংলাদেশিরা সব টাকা বিদেশী দের পকেটে ঢুকিয়ে দিয়ে আসবে। তাই অনুমোদন দিতে এত টালবাহানা করছে। তবে আশা করা যায় আগামী একশত বছরের মধ্যেই অনুমতি পেয়ে যাবার সম্ভাবনা আছে।

dwipFX
2016-06-07, 06:14 PM
আমি ফরেক্স মার্কেটে কাজ করছি কয়েক মাস যাব। ফরেক্স মার্কেট অবৈদ হবেনা কারন অামরা ফোরামে কাজ করে ইনভেস্ট করি সেটা কখনো অবৈদ হতে পারেনা।বাংলাদেশে ২য় আয়ের পথ হল আউট সোর্সিং তাই ফোরামে কাজ করে ফরেক্স থেকে আয় করা বৈদ হবে।

Sahed
2016-07-25, 03:45 PM
ফরেক্স একটি বৈধ ব্যবসায় । তবে বাংলাদেশ সরকার ফরেক্স মার্কেটে ট্রেড করা থেকে বিরত তাকতে সকলকে জানিয়ে দিয়েছে । ফরেক্স মার্কেট বাংলাদেশে এখনও বৈধতা পায়নি । বাংলাদেশের অনেক লোকই এখন ফরেক্ন মার্কেটের সাথে জড়িত আছে । মার্কেটে ডিপোজিট এবং উইথড্র অনলাইন পেমেন্ট প্রসেসরের মাধ্যমে করতে হয় ।

nisho5533
2016-08-19, 09:35 PM
আমি মনে করি ফরেক্স বাংলাদেশে বৈধ্য বাবসা জার মাধমে আয় করা যাই | আমাদের দেশে ফরেক্স এর মাধমে অনেক মানুষের আয় এর পথ পেয়েছে| ফরেক্স একটি বৈধ্য বাবসা আর বাংলাদেশের মানুষ এ বাবসা করে দেশের উন্নয়ন করছে|

milonkhanfx1993
2016-10-02, 12:07 AM
আমার আগেই সকলে এই বিষয়ে লিখে ফেলেছেন তবে আমি একটু মজা করে বলি আপনার ফরেক্সে লস করাটা অবেওইধ কারন এমনিতেই ফরেক্স পুরোপুরি বৈধ নয় তার পর আপনি দেশের টাকা যদি লস করেন তাহলে আমাদের দেশের ই ক্ষতি ,এটার উদ্দেশ্য এই যে আগে ভাল করে ফরেক্স শিখুন তারপর এটা করে দেখুন ডেমো তে,তারপর...।।

MoinFX
2016-10-04, 11:56 AM
বাংলাদেশে ফরেক্স মার্কেটে ব্যাবসা করা অবৈদ কিনা আমার জানা নেই তবে সরাসরি টাকা ডুকানো যায়না কারন এর মাধ্যমে টাকা পাচার হওয়ার একটা ঝুকি থাকে। আমরা ফোরামে কাজ করে রিয়ার মার্কেটে ট্রেড করি এটা একটা আউট সোর্সিং হয় তাই এটা বৈদ ব্যাবসা।

nisho5533
2016-10-05, 01:09 PM
অ্যাকাউন্ট ব্যান করার কথাটা আমি নতুন দেখতে পেলাম আমি আগে কখনও দেখি নাই অ্যাকাউন্ট ব্যান করার উপযুক্ত কারন সম্পর্কে আমি পুরোপুরিভাবে অবগত না তাই আমি আমার পর্যায় থেকে বলতে পারি কোন উপযুক্ত কারন ছারা অ্যাকাউন্ট ব্যান কর দেওয়ার কোন যৌক্তিকতা আছে বলে আমার মনে হ্য় না আপনি খতিয়ে দেখতে পারেন আপনার কোনো ভুলের কারনে অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে যেসব ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে তা হয়ত আপনি যথাযথ করতে পারেন নি আর যদি আপনি যথাযথ করে থাকেন তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের কাছে ই-মেইল করতে পারেন।

Mamun13
2017-10-22, 12:27 PM
বাংলাদেশ সরকার চায় আমরা যেন অবশ্যই বৈধভাবে বৈদেশিক মূদ্রা অর্জন করি৷ঘরে বসে আমরা শিক্ষিত বেকারগণ যদি বৈধ ভাবে বৈদেশিক মূদ্রা অর্জন করে তা দেশে নিয়ে আসতে পারি এর চাইতে আনন্দের বিষয় আর কী হতে পারে!এতে একদিকে যেমন বিপুল পরিমাণ বেকারত্ব সমাধান হবে,কর্মসংস্হান সৃষ্টি হবে তেমনি প্রচুর পরিমাণ রেমিট্যান্স আসবে,আমাদের আর্থিক উন্নতি হবে৷যেহেতু এই মার্কেট থেকে অর্জিত প্রফিট ব্যাংকের মাধ্যমে উইথড্রো করলে বাংলাদেশ ব্যাংক কিছু ট্যাক্স কেটে নেয় এবং তা রেমিট্যান্স খাতে যোগ করে দেয়৷তাই ফরেক্স অবশ্যই 100% বৈধ ব্যাবসা৷বাংলাদেশ ব্যাংকের শর্ত হচ্ছে -'এই অর্জিত প্রফিট যেন কোনো লোকাল ব্যাংকের মাধ্যমে উইথড্রো করা হয় এবং ব্যাংক বহির্ভূত অন্য কোনোও অবৈধ মাধ্যমে যেন লেনদেন না হয়'৷

expkhaled
2017-10-22, 05:08 PM
আমাদের দেশে ফরেক্স অবৈধ নয়। কিন্ত বাংলাদেশ সরকার যারা অবৈধ ভাবে ডলার কেনা বেচা করেন তাদের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেন। যার দরুন মনে করা হয় যে, ফরেক্স অবৈধ। আসলে যারা ফরেক্সে ট্রেড করেন তাদের একটু চিন্তা করে ব্যবসাটা করা উচিত যে, এটা টিকিয়ে রাখতে এবং লাভবান হতে পারবেন কিনা। নচেত আপনার নিজের সঙ্গে সঙ্গে দেশের ও ক্ষতি। কারন আপনি যে, টাকা ট্রেডিং দেবেন সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ডলারে কনভার্ট হয়ে তার পর যাবে। সুতরাং প্রতিটি ডলার মনে করবেন দেশেরে সম্পদ।

morshed naim
2017-12-05, 03:44 AM
ফরেক্স এমন একটি বিজনেস যা বাংলাদেশ সহ সারা বিশ্বে বৈধ।কারন আমরা এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করি।আমরা এখানে কোন দেশ বিরদি কাজ করি না।আমরা ফরেক্স মার্কেট টা কে আমাদের পেশা হিসেবে নিয়েছি।আমরা ফরেক্স ট্রেড করতে পারি । তবে আমরা আমদের দেশের মধ্যে যদি অবৈধ ভাবে মূদ্রা কেনাবেচা করি তাহলে সেটা আমাদের জন্য অবোইধ এবং বেয়াইনী ।

Grimm
2018-02-07, 11:03 PM
আমার জানামতে ফরেক্স ব্যবসা আমাদের দেশে সম্পূর্ণভাবে অবৈধ না। যদি এই ব্যবসা অবৈধ হতো তাহলে আমাদের দেশের মানুষরা এই ব্যবসায় এতটা আগ্রহী হতো না। আপনি যদি জরীপ করেন তাহলে খুব সহজেই দেখতে পাবেন বর্তমানে বাংলাদেশে ট্রেডারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর আমার মনে হয় ভবিষ্যতে এর বৃদ্ধি আরো হবে আর তখন আমাদের দেশের ব্যাংকগুলো এই ব্যবসা করতে সহযোগিতা করবে।

amreta
2020-01-25, 07:05 PM
কেবল চাপের মধ্যে থাকে এবং দ্রুত মেয়াদে 1.2900 স্তরে যাওয়ার চেষ্টা করতে পারে।রাতারাতি আমাদের প্রত্যাশার সাথে জিবিপি লেনদেন করেছিল, সোমবারের পরামর্শটি নীচে ঘুরে দেখেছে প্রায় 1.2960 (রাত্রে কম 1.2955)। যাইহোক, নীচের প্রত্যাবর্তনটি 1.30 এর ওপরে থেকে অসুবিধার গতির বিশাল অংশটিকে নিরপেক্ষ করে neutral এখান থেকে, সম্ভবত মাইলের মাইলটি মাইক্রোসফট প্রথমে 1.2915 / 1.3050 জাতের হ্রাসে একত্রীকরণ হতে পারে এবং 1.3120 এর উপরে পাসটি ইঙ্গিত দিতে পারে যে আধুনিক দিনের নিম্নমুখী অংশটি শেষ হয়ে গেছে। "

FREEDOM
2020-04-21, 04:23 PM
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়।ফরেক্স সম্পূর্ণ বৈধ কিন্তু বে-আইনি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে।

ফরেক্স মার্কেটে ট্রেড করা বাংলাদেশে বৈধ বা অবৈিধ এ বিষয়ে তেমন কোথাও উল্লেখ আাছে কিনা তা আমার জানা নেই। তবে ব্যাংক থেকে অর্থ ডিপোজিট করা নিষিদ্ধ এতোটুকু জানি। এক্ষেত্রে বেশিরভাগ ট্রেডারই অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে ফরেক্সে কাজ করে থাকে। তবে খেয়াল রাখতে হবে যেন বেআইনি কোন কাজ কর্ম কারো দ্বারা সম্পাদন না হয়।

Rokibul7
2020-05-02, 06:17 PM
আসলে ফরেক্স বৈধ না অবৈধ এটা নিয়ে আপনাদের মতামতের পাথক দেখা যাচ্ছে।ফরেক্স ব্যাবসা যদি বাংলাদেশে বৈধ হয় তাহলে আমাদের দেশের কারেন্সিতে টেড হয় না কেন।আর আমাদের দেশে কি কোন ব্রোকার আছে যার মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করপ ফরেক্স মাকেটে টেড করতে পারবো

KF84
2020-05-05, 09:57 PM
আমার জানামতে ফরেক্স মার্কেট বাংলাদেশে এখনও বৈধতা পায়নি । বাংলাদেশের অনেক লোকই এখন ফরেক্ন মার্কেটের সাথে জড়িত আছে । তবে সরকারের কিছু কিছু মুদ্রা নীতি আছে যা মেনে চলতে হবে । যেমন যেকোন প্রকার বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে । অনলাইনে একজনের কাছ থেকে আর একজন অর্থ ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ বলে আমার জানা আছে ।

SHARIFfx
2020-05-05, 10:11 PM
আসলে মুদ্রা বিদেশ পাচার হবার সম্ভাবনা থেকে বলে এটি এখনো পুরাপুরি বৈদ নয়। তবে আউট সোস হিসাবে লিগেল বলা যায়। যেমন ফোরাম পোস্ট করে বোনাস নিয়ে ট্রেডিং পরিচালনা করে উক্ত প্রফিট উত্তলন করে লোকাল বাংকে পাঠালে সরকার ভেট পায়। এতে দেশে বৈদাশিক মুদ্রা বেড়ে যায়।

Md.shohag
2020-12-02, 07:45 PM
ফরেক্স বাংলাদেশে বৈধ্য। আপনারা যা কিছু অবৈধ্য হিসেবে শুনে আসতেছেন তা হল অনুমোদনহীন ভাবে মুদ্রার ক্রয় বিক্রয়, আমাদের দেশে দেখবেন কিছু মানি একচেন্জার আছে এদের কে ব্যবসা করতে মানে মানি একচেন্জ করতে সরকারের অনুমোদন লাগে। তাদের কেউ যদি সরকারের অনুমোদন না নিয়ে ক্রয় বিক্রয় করে তা দন্ডনীয় অপরাধ।

AbdulRazzak
2021-01-25, 07:32 PM
ফরেক্স বাংলাদেশে কাজ করে আপনি অবৈধ হিসাবে যা শুনছেন তা অননুমোদিত উপায়ে অর্থ কেনা বেচা। আমাদের দেশে আপনি দেখতে পাবেন যে কিছু এক্সচেঞ্জ অফিস রয়েছে যেগুলিকে অর্থের বিনিময়ের জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকারী অনুমোদন ব্যতিরেকে যদি তাদের কেউ ক্রয়-বিক্রয় করেন তবে এটি একটি ফৌজদারি অপরাধ

EmonFX
2021-02-18, 05:09 PM
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়।ফরেক্স সম্পূর্ণ বৈধ কিন্তু বে-আইনি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত ফরেক্স ট্রেডিং আইনগত দিক থেকে বৈধতা পায়নি, তবে নীতিগত দিক থেকে সরকার এটাকে বন্ধ করার চেষ্টা করছেন না। কেননা এ খাত থেকে সরকারের বিপুল পরিমাণ রেমিটেন্স অর্জিত হয়। ফরেক্স বাংলাদেশে এখনো বৈধতা না পেলেও আশা করা হচ্ছে খুব শিঘ্রেই বৈধতা পেয়ে যাবে। ইতিমধ্যেই সরকারের উপর মহলে এ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। কেননা সরকার এখান থেকে একটা বড় অংকের রেমিনেটন্স অর্জন করে থাকে। আর তাছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ফরেক্স বিশেষ ভুমিকা রাখতে পারে, যদি ট্রেডারদের অর্থনৈতিক সাপোর্ট সহ উপযুক্ত কর্ম পরিবেশ তৈরি করা যায় এবং কার্যকর ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা যায়। এর জন্য সরাকরকে এগিয়ে আসতে হবে। ফরেক্স হতে পারে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের বড় মাধ্যম। ফরেক্সের বিশালতা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে।

ফরেক্সে কাজ করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ তথা রাস্ট্রীয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। ব্যক্তির উন্নয়ন মানে সমাজের উন্নয়ন, পক্ষান্তরে সেটা রাস্ট্রেরই উন্নয়ন। কেনান সরকার এখান থেকে বিপুল পরিমান রেমিটেন্স আয় করে থাকে। পৃথিবীর অন্যান্য রাস্ট্রের সাথে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে ফরেক্স অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনো সরাকর অনুমোদিত নয় বলে এখান থেকে উপার্জিত অর্থ দেশে আনতে বৈধ কোন মাধ্যম নেই । ফলে বিভিন্ন মাধ্যম করে টাকা দেশে আনতে হয় বিধায় উপার্জিত অর্থের একটা বড় অংশ লস হয়ে যায়। ঝামেলা পোহাতে হয়। তাই আমি মনে করি সরকারের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া উচিৎ।

Mas26
2021-03-05, 09:15 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করা অবৈধ কাজ নয় কিন্তু আপনি যদি আপনার প্রয়োজনীয় ডলার কোন অবৈধ মানি এক্সচেঞ্জার এর কাছ থেকে এক্সচেঞ্জ না করে থাকেন তাহলে এটা অবৈধ বলা যাবে না । আর এক টা কথা হচ্ছে আপনি যদি আপনার লেন্দেন জেকোন ব্যাংকের অধিনে করে থাকেন তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে । আর বাংলাদেশে এই ফরেক্স বিজনেস এর অনুমোদন আছে। বৈধতা আছে বলে এখনও ফরেক্্র বাংলাদেশে চালু আছে। ।।