PDA

View Full Version : ফরেক্সের পিপ বলতে কি বুঝায় ?



shawon2015
2014-12-14, 01:00 AM
ফরেক্স মার্কেটের যেকোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতি এক একক মুভমেন্ট কে pip/পিপ বলে।

fxover
2015-09-19, 06:48 AM
ফরেক্স মার্কেটে দশমিকের পর ৪র্থ ঘরের মানকে একবচনে পিপ বলে । আর এই পিপ এর বহু বচন হচ্ছে পিপস । এই পিপ এর হিসাব করেই আমরা মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারি । আমরা যদি কোন একটি বাই ট্রেড করি তাহলে মার্কেট যত পিপস উপরে উঠবে তত আমরা লাভ করতে পারব । আর আমরা যদি সেল ট্রেড করি তাহলে মার্কেট এ বর্তমান প্রাইস থেকে প্রাইস যত পিপ্স কমবে ততই আমরা লাভ করতে পারব । তাছাড়া স্টপ লস ও টেক প্রফিট সেট করতে গেলেও আমাদেরকে পিপ্স এর হিসাব করতে হবে ।

Defender
2015-09-19, 09:04 AM
আমি এটার সম্পকে সেমন কিছু জানি না তবে আমি মনে করি যে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতি এক একক মুভমেন্ট কে pip/পিপ বলে।

onlyfx
2015-10-22, 08:56 PM
ফরেক্স মার্কেটে সাধারনত আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারের বেচাকেনার মাধ্যমে ট্রেড করে থাকি । আর আমরা কতটা লাভ করব বা কতটা লস করব তা এই পিপস এর হিসাব থেকেই বুঝতে পারি । আর এজন্য আমাদের পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে । পিপস সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারনা না থাকে তাহলে আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবনা । কোন কারেন্সি পেয়ারের দশমিকের পর ৪র্থ ঘ্রের মানকে পিপ বলে । আর এর বহুবচন হচ্ছে পিপ্স।

hasan019
2015-10-23, 10:31 PM
পিপস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পিপস বানাতে হবে। সেটা ধরে রাখতে হবে আর বারবার তাই করতে হবে। পিপস হল পিপ এর বহু বচন। কারেন্সি পেয়ারের দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতি এক এককে যে মুভমেন্ট হয় তাই পিপ। কত লাভ বা লস হবে তা এখান থেকে জানা যায়।

Furkan
2015-10-25, 10:16 AM
ফরেক্র মারকেটে লাভ লচ হিসাব করার জন্য তা হল পিপস। পিপ হচ্ছে এক বচন আর পিপস হচ্ছে বহুবচন। ফরেক্র মারকেটে দশমিক ঘরের ৪ সংখ্যা পরের মান কে পিপ বুঝানো হয়। ফরেক্র মারকেটে যখন কেউ ট্রেড করে তখন তারা পিপ এর সংখ্যা ওটা নামা দেখে ট্রেড করেন। যেমন আমরা যদি buy করি তাহলে আমাদের লক্ষ রাখতে হবে পিপ এর দিকে। পিপ যদি উপরের দিকে ওটে টা হলে বুঝতে হবে লাভ হচ্ছে আর পিপ যদি নিচের দিকে নামে তাহলে বুঝতে হবে লচ হচ্ছে।

samrat
2015-10-27, 07:33 PM
ফরেক্সের পিপ বলতে কি বুঝায় ? আমি জানি না আসলে আমি তুন এই জন্য । আপনারা আমাদের রিয়েল ভাবে জানাবেন জানলে ।
আমরা অনেকেই জানি জানার ইচ্ছা জিজ্ঞাসা ।

Fxaziz
2015-10-27, 11:10 PM
দশমিকের পরের সংখ্যা কে আমরা সাধারণত পইসা বা সেন্ট বলি।কিন্তু ফরেক্স মার্কেট এর ভাষায় দশমিকের পরের সংখ্যা হচ্ছে পিপ্স।সাধারণত আমরা ফরেক্স মার্কেট এ পিপ্স নিয়ে ট্রেড করি।কারন মুল সংখার তেমন পরিবর্তন হই না বেসির ভাগ পিপ্স এর পরিবর্তন হয়।পিপ্স কে একেকটি ভাষায় একেকটি নামে ডাকে।যেমন-আমরা আমাদের ভাষায় ডাকি পইসা।, অ্যামেরিকার ভাষায় পিপ্স হচ্ছে সেন্ট।ঠিক এই ভাবেই বিভিন্ন দেশে পিপ্স কে বিভিন্ন ভাবে নাম দেয়া হয়।

Fxaziz
2015-10-30, 11:42 PM
আমি মনে করি পিপ বুজে না এমন কেও ফরেক্স মার্কেট কাজ করে না । পিপ বলতে দশমিকের পরের চার সংখ্যাকে বুজাই। আর পিপ হচ্ছে একবসন আর এর বহুবসন হচ্ছে পিপস। আমারা পিপের এর হিসাব করে মার্কেট এর মুভমেন্ট করতে পারি। আমারা পোস্টিং করার সময় যে ২০সেন্ট পাই এটা মূলত ডলার এর পরে থাকে। আর এটাই হচ্ছে পিপ। আমারা যারা ট্রেড করি আমারা বাই সেল করার সময় যে পিপ গুলু পাই এত আমাদের লাভ। ধন্যবাদ।

MotinFX
2015-11-08, 10:44 AM
ফরেক্স মার্কেটে পিপস সম্পর্কে জানেনা এরকম লোকের স্যংখা খুব কমই আছে। দশমিকের পরে একাদিক সংখ্যা টি কে পিপস বলে। ফরেক্স মার্কেটে পিপস এর উঠা নামার মাধ্যমে মার্কেটে ট্রেড করে থাকি।

dinner
2015-12-10, 07:41 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত।
পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে। দেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা।
উদহারন ১:আপনি আপনার টার্মিনাল (আপনার ব্রোকার প্রদত্ত ট্রেড করার সফটওয়ার) টি ওপেন করলেন। দেখলেন, EUR/USD ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫ ।

basaki
2016-03-17, 10:21 AM
পিপ্স হচ্ছে ফরেক্স মার্কেটের যে পিয়ারগুলো থাকে এর দশমিকের পর চার সংখ্যার চার নাম্বার সংখ্যাটি হচ্ছে পিপ্স আর যে পাচ নম্বর সংখ্যাটি হচ্ছে পিপেটিপ।ফরেক্স মার্কেটে বেশির ভাগ পিপ্সের হিসাবেই করা হয়ে থাকে। তাই আপনি যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে পারেন তবে আপনার পিপ্স আসবেই।

dwipFX
2016-05-17, 11:45 AM
ফরেক্স মার্কেটে আসার পর কেই যখন বলত আমি পিপস লাভ করেছি আর এত পিপস লস করেছি সেটা সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা। এখন বুঝতে পারছি ফরেক্স মার্কেটে কেন সবাই পিপস সম্পর্কে আমাদের কে বলে। দশমিকের পরে ৪র্থ সংখ্যা টিকে পিপস বলা হয়। মুলত এই ৪র্থ ঘরের পরিবর্তন ফরেক্স মার্কেটে পরিবর্তন দেখা যায়।

sharifulbaf
2016-05-17, 02:46 PM
ফরেক্স মার্কেটে আমরা পিপসের হিসাব করে থাকি কে কত পিপস প্রফিট করল আবার কেউ কত পিপস লস করল তার হিসাব আমরা করে থাকি, তাই আমি মনেকরি কারেন্সি পেয়ারে দশমিকের পরে চাঁর নাম্বার ফিগার কে আমরা পিপস বলে থাকি,কারেন্সি বাজার প্রতিনিয়ত উঠানামা করার জন্য আমরা পিপস প্রফিট করে থাকি।

Sahed
2016-07-26, 08:19 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।

milonkhanfx1993
2016-09-28, 12:31 AM
ইন্সটাফরেক্স এর অ্যাকাউন্টের এর বড় সুবিধা হল আপনি শুধু পিপ্স টাই দেখতে পাবেন,আর তা হচ্ছে দশমিক এর পরে চতুরথ নাম্বার সংখাটি। তাই ট্রেড করার সময় অনেক সময় বিভ্রান্তির মদ্ধ্যে পড়তে হয় না।

md mehedi hasan
2016-11-12, 02:34 PM
ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ারের দশমিকের পরে চতুর্থ সংখ্যার প্রতি এক একক মুভমেন্ট কে pip/পিপ বলে।আবার আমরা বলতে পারি ১ ডলারের ১০০ ভাগের এক ভাগই হচ্ছে পিপ অর্থাৎ ১০০ পিপসে এক ডলার।

shimul77ss
2016-11-15, 12:49 PM
ফরেক্স মার্কেটের কারেন্সি বা কমিডিটিসের দশমিকের মানের শেষ সংখাকে পিপ্স বলে।মার্কেটে কাজ করতে গেলে আপনার পিপ্সের হিসাব রাখতে হবে।কারন আপনার ট্রেড করার আগে যদি মার্কেট বিপরিতে যাই তাহলে কত পিপ্স লস নেবেন তার হিসাব রাখতে হবে।

nbfx
2016-11-16, 08:19 PM
টাকার একক হলো পয়সা। কেজির একক হলো গ্রাম। ঠিক তেমনই ফরেক্স এর একক হলো পিপ। লাভ হলেও পিপস অনুপাতে হবে। আর লস হলেও পিপস অনুপাতে হবে। আপনার ট্রেড লট যদি হয় ০.১০ এবং ট্রেড আপনার অনুকূলে যায় অথাৎ লাভ হয় ১০০ পিপস। তবে আপনার লাভ হবে ০.১০ x ১০০ পিপস = ১০ ডলার।

Mamun13
2017-10-26, 08:20 PM
আমরা ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সী পেয়ারে ট্রেড করে থাকি,এসব পেয়ারের প্রাইস সর্বদা উঠানামা করে থাকে৷প্রাইসের এই একক সংখ্যাগুলোই হচ্ছে পিপস৷আমরা রাস্তায় চলাচল করি কিলোমিটার হিসাব করে,ওজন করি কিলোগ্রাম হিসাব করে,কোনোও কিছু মাপি ফুট/মিটারে...তেমনি ফরেক্স মার্কেটে আমরা পিপস হিসাব করে করে ট্রেড করে থাকি৷যেমন ৩০ পিপস লসে রেখে ৯০ পিপস প্রফিট করে ফেলি আবার প্রায়ই উল্টা লস দেই ৯০ পিপস আর প্রফিট করি মাত্র ৩০ পিপস৷