PDA

View Full Version : ফরেক্স সম্পর্কে ধারণা



habibi
2019-08-09, 12:56 PM
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রার মার্কেট। ফরেক্স শব্দটি শব্দটি এসেছে Foreign=For Exchange=ex এই দুটি শব্দের আদ্য অক্ষর থেকে যার অর্থ হল বৈদেশিক মুদ্রার বিনিময় বা ক্রয় বিক্রয়। ১৯৭০ এর দিকে ফরেক্স এর সূচনা হয়। ফরেক্স হল পৃথিবীর সব চেয়ে আর্থিক বাজার। ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। বিশ্বের সকল শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না। ফরেক্স হলো আর্থিক মার্কেটে এক মুদ্রার বিনিময়ে অপর মুদ্রা ক্রয় বিক্রয় করে অর্থ উপার্জন করা।

প্রথম প্রথম শুধুমাত্র বিভিন্ন দেশের কেন্দ্রিয় ব্যাংক, বানিজ্যক ব্যাংক অথবা বড় বড় ধনী ব্যক্তিরা ফরেক্স ট্রেডিং করতে পারত। কিন্তু সময়ের বিবর্তনে, প্রজুক্তির বিকাশের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে একজন সাধারন ব্যক্তি ও পৃথিবীর যে কোনো থেকে যেকোনো স্থানে বসে ফরেক্স ট্রেডিং করতে পারে।

বর্তমানে ফরেক্সে মার্কেটে ১৫০ এর বেশি কারেন্সি পেয়ার রয়েছে। এই কারেন্সি পেয়ার গুলো হয় একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটির ক্রয় বিক্রয়। যেমন ধরুন আমেরিকার মুদ্রা হল মার্কিন ডলার ফরেক্সে এর সংকেতিক নাম, এবং যুক্তরাজ্যের মুদ্রার নাম হল গ্রেট বৃটেন পাউন্ড, ফরেক্সে এর সংকেতিক নাম, এখন আপনি যদি এই পেয়ারে ট্রেড করতে চান তাহলে এটি GBP/USD এমনটি দেখাবে। ফরেক্সের সবচেয়ে বড় যে ব্যপারটি যা ফরেক্সেকে আলাদাকে করেছে তা হল ফরেক্সে বাই/সেল দুটিই করা যায়। শেয়ার মার্কেটে আপনি শুধু বাই করতে পারবেন। এখন GBP/USD পেয়ারে যদি দেখেন যে পাউন্ড শক্তিশালী হচ্ছে তাহলে আপনি বাই বা ক্রয় করে প্রফিট করতে পারেন। যদি দেখেন যে পাউন্ড দুর্বল হচ্ছে তাহলে আপনি সেল করেও প্রফিট করতে পারেন।

Rokibul7
2019-08-09, 02:33 PM
ধন্যবাদ ভাই আপনার অভিগত্যা শেয়ার করার জন্য আমি ফরেক্সে একেবারে নতুন একটাও টেড করি নাই কখনও ডেমো প্রাকটিস করতেছি আপনারা পাশে থাকলে আপনাদের কাছ থেকে সহজেই অনেক অজানা কতা জানতে পারবো বলে আমি বিশ্বাসি

Hafizfx
2019-08-10, 06:14 PM
হ্যা ভাই ফরেক্স আগেকার দিনে বড় বড় ব্যাবসায়ীগন যাাদেও অনেক টাকা ছিল শুধুমাত্র তারাই করতে পারত এবং বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গুলি করতে পারত কিন্তু এখন বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বর্তমানে আমাদের মত ছোট ছোট ট্রেডারগন লেভারেজ গ্রহনের মাধ্যমে তাদের মত ট্রেড করার সুযোগ পেয়েছি যেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। তাই সর্ব প্রথম আমি বিভিন্ন ব্রোকারগনকে অনকে ধন্যবাদন জানাই।

TanjirKhandokar1994
2019-08-10, 08:13 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস মার্কেট। আর মূলত ফরেক্স ফরেন এক্সচেঞ্জ থেকেই তৈরী হয়েছে বলা যায়। এখানে বিশ্বের বিভিন্ন দেশের লোক জড়িত আছে। এবং এখানে কিছু এনালাইসিস আছে যেগুলো বিভিন্ন দেশের অর্থনীতি রাজনীতি সম্পর্কে ধারণা দিয়ে থাকে। আর এখানে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করা হয় এমন কি তেল এর ক্রয় বিক্রয় ও করা হয়। ফরেক্স যেহেতু অনলাইন বিজনেস সেহেতু এখানে কাজ করা যায় স্বাধীন ভাবে। এখানে কারো জবাবদিহি করতে হয়না। আর এখানে ভালো দক্ষ ও অবিজ্ঞ হলে প্রফিটও অনেক পাওয়া সম্ভব। তাই ফরেক্স সম্পর্কে ধারণা থাকা সবারই উচিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ

SOMARANITHAKUR1995
2019-08-10, 09:32 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেট। এখানে মুদ্রা, মুল্যবান ধাতব পদার্থ, তেল ইত্যাদি বিনিময় করা হয়। বিশ্বের প্রায় সকল দেশেই ফরেক্স রয়েছে। শেয়ার মার্কেট কেবল উপরে উঠলেই প্রফিট করা যায়। কিন্তু ফরেক্স মার্কেট উপরে উঠলেও ট্রেড করে প্রফিট করার সুযোগ আছে। নিচেয় নামলেও ট্রেড করে প্রফিট করার সুযোগ আছে। শুধু ট্রেড করার জন্য প্রয়োজন হয় ট্রেডিং এর ওপর অভিজ্ঞতা এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করার প্রয়োজন হয়। ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে বিশ্বের যেকোন প্রান্ত থেকে কম্পিউটার বা স্মার্ট ফোনের মাধ্যমে ঘরে বসেই এখানে ট্রেড করা যায়। মোট কথা এটা একটি স্বাধীন ব্যবসা।

samun
2019-08-13, 03:17 PM
বিশ্বে অনলাইন ব্যবসায় জগতের মধ্যে ফরেক্স একটি অন্যতম ব্যবসায়। এটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়। এই ব্যবসায় করতে পুজি ইনভেস্ট বা ফোরাম বোনাস দিয়ে একটি দেশের মূদ্রার দ্বারা অন্য দেশের মূদ্রা কেনা বেচা করা হয়। এই কেনা বেচার মাধ্যম হলো ফরেক্স ট্রেড। ট্রেড করে এক দেশের অর্থ অন্য দেশের মূদ্রার মান নির্নয় করে থাকে।