PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



shawon2015
2014-12-14, 12:58 PM
ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশন এর একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়।

fxover
2015-09-19, 09:47 AM
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক যা ফরেক্স মার্কেট এর বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে । ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যাবহার করে আমরা মার্কেট এর অবস্থা সম্পর্কে জানতে পারি । ফরেক্স এর বিভিন্ন ইন্ডিকেটর আমাদেরকে মার্কেট বুঝতে সাহায্য করে । আর আমরা যদি মার্কেট বুঝতে না পারি এবং মার্কেট না বুঝেই ট্রেড করি তাহলে আমাদের একটা ভুল ট্রেড ওপেন করার ঝুকি থেকে যায় এবং দেখা যায় যে আমরা লাভ করার পরিবর্তে লস করি যা একসময় আমাদের একাউন্ট জিরোও করে দিতে পারে । ইণ্ডিকেটর আমাদেরকে মার্কেট এনালাইসিস করতে সাহায্য করে ।

swadip chakma
2015-09-23, 05:45 PM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট এ একটি গুরুত্তপূন্ন ধাপ যা জানা থাকলে ফরেক্স মার্কেট কে কিছু টা হলে বুজা যায়।কারন কোন কিছু করার আগে যদি সে সম্পরকে বুজা না যায় তাহলে ব্যবসা করতে গেলে লস হওয়ার সম্ভাবনা থাকবে।তাই ইন্ডিকেটর সম্পরকে ভাল ধারনা থাকা প্রয়োজন।

AbuRaihan
2015-10-11, 03:58 PM
ফরেক্স মার্কেটে ট্রেডের ক্ষেত্রে সাহায্যকারী একটা উপাদান হল ইন্ডিকেটর । ইন্ডিকেটর অর্থ নির্দেশক । অর্থ্যাৎ মার্কেট কোন দিকে মুভ করতে পারে তার একটা আনুমানিক চিত্র প্রদর্শন করে ইন্ডিকেটর । ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে এবং একেক ট্রেডার একেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে । কিন্ত প্রকৃত অর্থে ইন্ডিকেটর নিশ্চিতভাবে কোন কিছু নির্দেশ করতে পারেনা কিন্ত একটা আনুমানিক চিত্র প্রদর্শন করে মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারণা প্রদান করে ।

Momen
2015-10-16, 03:53 PM
ইন্ডিকেটর সাধারনত ফরেক্স মার্কেটের মুভিং নির্দেশ করে থাকে। যেমনঃ মার্কেট বর্তমান অবস্থান থেকে আপ/ডাউন হবে তার একটা দিন নির্দেশক মাত্র।

Diction Barua
2015-10-16, 04:55 PM
ইন্ডিকেটর হচ্ছে একজন ট্রেডারের বিভিন্ন সময়ে মাকর্কেটের অবস্থা বুঝার জন্য সহায়ক টুল হিসেবে কাজ করে। ইন্ডিকেটরের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে মুদ্রার দামের পরিবর্তন বুঝা যায়, যা একজন ট্রেডারকে ট্রেড করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে।আমি মনে করি ইন্ডিকেটর সর্ম্পকে একজন ট্রেডারের ভাল ধারণা থাকা প্রয়োজন।

dinner
2015-12-04, 03:53 PM
Bollinger Bands
Moving Average
RSI
ADX
Parabolic Sar
Stochastic
এরকম অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।

HKProduction
2015-12-09, 12:33 PM
ইন্ডিকেটর হচ্ছে আমাদের জন্য একটি ট্রেডিং নির্দেশনা। আমরা এর মাধ্যমে প্রাইস লাইনের চলার ভবিষ্যৎ পথ সম্পর্কে সম্ভাব্য ধারনা অর্জন করতে পারি যা আমাদের মুনাফা অর্জনে সহায়তা করে। এদের ব্যবহার ও প্রয়োগ যথার্থভাবে ডেমো থেকে শিখে তারপর আমাদেরকে রিয়েল মার্কেটে লাভের জন্য অনুসন্ধান চালাতে হয়।

ASADUR RAHMAN
2016-03-15, 12:55 PM
ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

fatemaakhter
2016-03-15, 11:52 PM
ইন্ডিকেটর ফরেক্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি ইন্ডিকেটরের সাহায্য ছাড়া কোন ট্রেড করতে পারি না। আমাদেরকে এদের ব্যবহার খুব ভাল করে শেখা উচিত। এ জন্য ডেমোতে বেশি বেশি প্রাকটিস করে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত।আমি নিজে পিভট পয়েন্ট, মুভিং এভারেজ , প্যারাবলিক সার ব্যবহার করি ।এগুলো ছাড়া আমি ট্রেড করতে পারি না ।

abdulguffer
2016-03-16, 10:02 PM
ফরেক্স এ সফলতা অর্জন করতে আমরা টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ইন্ডিকেটর হচ্ছে দিক নির্দেশক। এটি মূলত মার্কেট কোন দিকে যাচ্ছে বা যাবে তার নির্দেশ দেয়। তবে ইন্ডিকেটর এর নির্দেশনা সব সময় সঠিক হয় না । মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে।

basaki
2016-03-17, 09:12 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক কিচু দেখে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের মুবমেন্ট দেখায়।ইন্ডিকেটর যদি কেউ ভাল করে ফলো করে ফরেক্স মার্কেটে ট্রেড করে যেতে পারে তবে আমি মনে করি সে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে। তাই ভ্ল করে ফরেক্স করতে ইন্ডিকেটর লাগবে।

yasir arafat
2016-04-01, 02:25 AM
এক কথায় ইংরেজী শব্দ ইন্ডিকেট থেকে ইন্ডিকেটর শব্দটি এসেছে ।যার অর্থ নির্দেশনা দেওয়া।সুতরাং ইন্ডিকের নাম থেকে আমরা এর কাজটা সহজেই বুঝতে পায় যে ইন্ডিকেটর মানে হচ্ছে নিদের্শক বিশেষ।যা আমাদেরকে ট্রেন্ড সর্ম্পকিত বিভিন্ন সিগনাল দিয়ে থাকে।

Sahed
2016-07-26, 10:09 PM
ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের গতিবিধ নিনর্য়ের জন্য কিছু টুলস । যেমন মুভিং এভারেজ, আরএসআই, ফিবোনাক্কি, *পিভট পয়েন্ট , বুলিংগার বেন্ডস ইত্যাদি । তাছাড়াও ফরেক্স মার্কেটে কিছু কাস্টম ইন্ডিকেটর পাওয়া যায় যা কিছু এক্সপার্ট ট্রেডাররা বিক্রয় করে থাকে । যারা ইন্ডিকেটর বিক্রয় করে তাদের কাছ থেকে এই সকল ইন্ডিকেটর কেনা থেকে দুরে থাকুন । ধন্যবাদ ।

md mehedi hasan
2016-12-02, 10:11 AM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করতে যে সব টুলসের সাহায্য নেওয়া হয় তাকে ইন্ডিকেটর বলে।মূলত ইন্ডিকেটর এর মাধ্যমে মার্কেট প্রাইস আপট্রেন্ড না ডাউন্ড ট্রেন্ড তা নির্ধারণ করা এবং মার্কেট প্রাইস আপ যাবে না ডাঊন্ড যাবে তা সঠিক ভাবে নির্ধারন করা হয়।