PDA

View Full Version : টাইমফ্রেম:



shawon2015
2014-12-14, 01:05 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে?
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল?

fxover
2015-09-19, 09:55 AM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে?
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল?

টাইমফ্রেম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে মার্কেটের গতিবিধি । আমরা মার্কেট এর পরিবর্তন সব সময় একটা টাইমফ্রেম এর সাপেক্ষেই দেখে থাকি । ফরেক্স মার্কেটে টাইম ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত হতে পারে । এই টাইম ফ্রেম গুলোর মধ্য থেকে সবাই নিজ নিজ সুবিধা মত টাইম ফ্রেমে মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকে । কেউ যদি স্ক্যাল্পিং বা শর্ট টার্ম ট্রেড করতে চায় তাহলে সে সল্প সময়ের টাইমফ্রেম এ মার্কেট এনালাইসিস করে থাকে আর যদি লং টার্ম ট্রেড করতে চায় তাহলে সে দীর্ঘ টাইম ফ্রেম এ মার্কেট এনালাইসিস করে থাকে ।

Momen
2015-09-19, 11:15 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আছে। যেমন, m5 , m15 , m30 , H1, H4, D1, MN1
৫ মিনিটের টাইম ফ্রেমে বোঝায়,

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে?
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল?

Defender
2015-09-19, 11:55 AM
এটা শুধু এক টা কাজ নয় এটাতে অনেক রখম কাজ আছে যেমন m5 ,
m15 ,
m30 ,
H1,
H4,
D1,
MN1
এগুলো কাজ এর নাম বা ট্রেড এর সময়।

onlyfx
2015-10-22, 06:22 PM
ফরেক্স মার্কেটে মার্কেট দেখার জন্য বিভিন্ন রকমের টাইম ফ্রেম আছে । ১ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১ মাস পর্যন্ত টাইম ফ্রেম রয়েছে । আমরা আমাদের নিজ নিজ সুবিধা মত ট্রেড করার পলিসি অনুসারে একেকজন একেকধরনের টাইম্ফ্রেমে মার্কেট এনালাইসিস করে থাকি এবং ট্রেড করি । যেসব ফরেক্স ট্রেডার স্ক্যাল্পিং করে তারা সাধারনত শর্ট টাইমের মধ্যে মার্কেট দেখে এবং এনালাইসিস করে । আর যারা লং টাইমের জন্য ট্রেড করে তারা লং টাইমের জন্য মার্কেট এনালাইসিস করে ।

dinner
2015-12-04, 03:51 PM
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।

m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn

আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।

sharifulbaf
2015-12-04, 04:15 PM
ফরেক্স মার্কেট এ টাইমফ্রেমের গুরুত্ব অনেক কারন সট ট্রেডিং বা লং ট্রেডিং এর জন্য।ফরেক্স মার্কেট এ টাইমফ্রেম হল ১ মিনিট,৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা,১ সপ্তাহ,১ মাস,এ সব টাইম ফ্রেম দেখে আমরা ট্রেড করতে পারি।

MotinFX
2016-02-13, 11:08 PM
ফরেক্স মার্কেট আমরা বিভিন্ন টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে আপনাকে নির্দিষ্ট টাইমের মাধ্যমে মার্কেটে এনালাইসিস করতে হয় মার্কেটে এক ঘন্টার টাইম ফ্রেম দেখি কি অবস্হা আছে পাচঁ ঘন্টার আগে মার্কেটে কি অবস্হায় ছিল এই ভাবে আমরা এনালাইসিস করে থাকি। আমি এক ঘন্টা ও ডেইলি মার্কেট দেখি ট্রেড করি।

abdulguffer
2016-02-15, 11:03 AM
সাধারণত আমরা সর্ট টার্ম টরেড বা স্কালপিং করার জন্য m1/m5/m15/m30 টাইম ফেরেম গুলো ব্যবহার করি । আর লং টার্ম টরেড করারজন্য h1/h4/d1/w1/mn টাইম ফেরেম গুলো ব্যবহার করি ।

md mehedi hasan
2016-02-15, 03:18 PM
ফরেক্স মার্কেটে আমরা কয়েক ধরনের টাইম ফ্রেম দেখতে পাই।যেমন ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে টাইমফ্রেম।ফরেক্স মার্কেটে ট্রেডাররা একেকজন একে ধরনের টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করে।ফরেক্স মার্কেটে যেসব ট্রেডার স্ক্যাল্পিং করে তারা সাধারনত শর্ট টাইমের মধ্যে মার্কেট দেখে এবং এনালাইসিস করে এবং যেসব ট্রেডার লং টাইমের জন্য ট্রেড করে তারা লং টাইমের জন্য মার্কেট এনালাইসিস করে ।

Marufa
2016-02-15, 06:07 PM
ট্রেড নেয়ার জন্য একেক জনের স্ট্রাটিজি একেক রকম । আমি মনে করি মার্কেট ট্রেন্ড বুঝতে হলে বড় টাইম ফ্রেম ব্যবহার করা উচিত । আর ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য ছোট ছোট টাইমফ্রেম ব্যবহার করা উচিত বলে আমি মনে করি । অবশ্যই অনেকেই এইচ৪ এর নিচে কোন টাইমফ্রেম দেখেই না । আবার অনেকে ৩০ মিনিটের বেশি টাইমফ্রেম ব্যবহার করে না ।

basaki
2016-03-29, 09:24 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেমটা খুব ভাল করে জানতে হয় আর এই টাইম ফ্রেমটা যারা ভাল করে করতে পারে আমি মনে করি তারা খুভ কম সময়ের মধ্য ভাল করে ফ্রফিট করতে পারে আর যারা কম কম করে ফরেক্স মার্কেটে লাভ করে আমি মনে করি ফরেক্স মার্কেটে তারাই অনেক ভাল করে।

yasir arafat
2016-04-01, 02:18 PM
সাধারণত ক্যান্ডেল স্টিকগুলো টাইম ভিত্তিক হয়ে থাকে।যেমন ১ ঘন্টার টাইমফ্রেমে প্রতিটা ক্যান্ডেল স্টিক ১ ঘন্টা এবং ১৫ মিনিটের টাইম ফ্রেমে প্রতিটা ক্যান্ডেল ১৫ মিনিট করে।এভাবে বাকি টাইম ফ্রেমের ক্ষেত্রেও একই প্রক্রিয়া দেখা যায়।সুতরাং টাইমফ্রেম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ।

ASADUR RAHMAN
2016-04-05, 04:08 PM
আমরা টাইম্ফ্রেম থেকে বুঝতে পারি একটি নির্দিষ্ট সময়ে কোন একটি কারেন্সি পেয়ার এর দাম কত বেড়েছিল বা কমেছিল । আমরা যদি স্ক্যাল্পিং করতে চাই তাহলে ৫ মিনিট বা ১৫ মিনিট এর টাইম ফ্রেম গুলয় আমাদেরকে বেশি বেশি এনালাইসিস করতে হবে । আর আমরা যদি আরোও একটু লং ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে ৩০ মিনিট , ১ ঘন্টা বা ৪ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে ।আর যদি পজিশন ট্রেডিং করতে চাই তাহলে দিন বা সপ্তাহের টাইম ফ্রেম দেখতে হবে।

basaki
2016-07-23, 11:27 PM
ফরেক্স মার্কেটে টড়েড করতে হলে আপনাকে কোন না কোন টাইম প্রেম বানিয়ে তার পর আপনার ট্রেড করতে হবে তাই আমি মনে করি এক ঘন্টার টাইমফ্রেম অনেক ভাল না হলে আপনি চার ঘন্টার একাউন্ট করতে পারেন তবে আপনি যদি টাইমপ্রেম করেন তবে ই লাভ করতে পারবেন।

Sahed
2016-07-24, 04:41 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । ধন্যবাদ ।।

milonkhanfx1993
2016-09-26, 09:01 AM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে?
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল?

আমার মতে বড় টাইম্ফ্রেম দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আসলে কোন দিকে যেতে চাচ্ছে আর এখন সে কোন অবস্থাই আছে আর ছোট টাইম্ফ্রেম দেখে আপনি আপনার ট্রেড এন্ট্রি নিতে পারবেন মানে সুযোগ বুঝে।

RUBEL MIAH
2017-03-07, 05:47 PM
আমরা ফরেক্স মার্কেটে ৪ ঘন্টার টাইম ফ্রেমে কাজ করব । আমরা যদি ফরেক্স মার্কেটে দক্ষতার সহিত কাজ করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা আগে অভিজ্ঞতা অর্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nbfx
2017-03-11, 06:43 AM
ফরেক্স ট্রেডের জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেটাট্রেডার-৪ এ বিভিন্ন টাইমফ্রেম সন্নিবেশিত আছে। যেমন :- ৫মিনিট,১৫মিনিট,৩০মিনিট,১ঘন্টা,৪ঘন্টা সাপ্তাহিক এবং মাসিক টাইমফ্রেম।আপনার সুবিধামত ব্যবহার করতে পারেন। আমার মতে বড় টাইমফ্রেম ব্যবহার করা ভাল। তাতে ট্রেডিং সিগনাল কম পাওয়া যায় কিন্ত লস কম হয়

riponinsta
2017-03-11, 02:52 PM
ফরেক্স ট্রেড করার জন্য অনেক টাইম এর চাট থাকে সেই চাট এর টাইম কে টাইমফ্রেম বলে । আপনার যেই টাইম এ ট্রেড করতে সুবিধা হয় আপনি সেই টাইম এ ট্রেড করবেন বড় বড় ফরেক্স ট্রেডার তারা ডেলি চাট এ ট্রেড করে থাকে আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডার হন তা হলে আপনি h1 এর বেশি টাইম এ ট্রেড করার চেচটা করবেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এর ট্রেড ভাল করে শিখতে পারবেন লাভ ও হবে অনেক ফরেক্স মার্কেট থেকে

shohanjacksion
2017-03-12, 11:27 AM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা টাইমফ্রেম ব্যবহার করে থাকি। প্রতিটি টাইমফ্রেমই এনালাইসিস করার প্রয়োজন পড়ে। এক এক টাইমফ্রেম এ প্রাইজ ক্যান্ডেল চার্ট এক এক রকম দেখা যায়। এতে আমাদের এনালাইসিস করতে সুবিদা হয়। যেহেতু মার্কেট ট্রেন্ড ইজ ফ্রেন্ড সেহেতু ট্রেন্ড বুঝার জন্য বা নতুন কোন মোভমেন্ট বুঝার জন্য টাইমফ্রেমের গুরুত্ব অপরিসীম।

Mamun13
2017-03-23, 11:11 PM
আমরা যে চার্টে ট্রেড করি সাধারণত তাদেরকে এক একটা টাইম ফ্রেম বলি৷বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷ট্রেড করার জন্য w1 ও d1 টাইমফ্রেম সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপর নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷আবার দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুঝতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷টাইম ফ্রেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়,অনেকেই জানে না৷