PDA

View Full Version : লিভারেজ কি?



shawon2015
2014-12-14, 01:07 PM
লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

fxover
2015-09-19, 10:00 AM
লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

লিভারেজ হচ্ছে আপনার মোট একাউন্ট ব্যালেন্স এর উপর ব্রোকার কর্তৃক প্রদত্ত লোন । আপনার লিভারেজ যত বেশি হবে আপনি তত বড় ট্রেড করতে পারবেন । আর আপনার লিভারেজ কম হলে আপনি কম লট এ ট্রেড করতে পারেবন । আপনি যখন আপনার একটি রিয়াল একাউন্ট করবেন তখন যদি আপনি আপনার একাউন্টটী একটি ইস্লামিক একাউন্ট নির্বাচন করে দেন তাহলে আপনি কম লিভারেজ পাবেন । আর আপনি যদি বোনাস দিয়ে ট্রেড করতে চান তাহলেও আপনাকে কম লিভারেজ দেয়া হবে । তারপরোও যা লিভারেজ পাবেন তাই যথেষ্ট ট্রেড করার জন্য ।

dinner
2015-12-04, 03:07 PM
আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।অথ্যাৎ লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

basaki
2016-03-17, 10:55 AM
লিভারেজ হচ্ছে ফরেক্স লন আপনাই আপনার একাউন্টে থাকা আপনার টাকার পরিবর্তে কি পরিমান লোন আপনি নিতে চান তাই। আপনি যদি খুব বেশি করে লোন নিয়ে আপনি ফরেক্স ট্রেড করতে চান তবে আপনি খুব একটা ভাল কিছু করতে পারেন না তাই কম লিভারেজ অনেক ভাল।

abdulguffer
2016-03-17, 08:39 PM
ডিপোজিট করা ক্যাপিটাল এর উপর ব্রোকার যে পরিমাণ লোন দিয়ে থাকে তাকে লিভারেজ বলে। 1:100 লিভারেজ অর্থাৎ ব্রোকার আপনার ডিপোজিট এর উপর 100 গুন পর্যন্ত লোন দিবে । লিভারেজ ব্যবহার করে আমরা ডিপোজিট এর তুলনায় অনেক বেশি লট এ ট্রেড করতে পারি এবং বেশি প্রফিট করতে পারি।

ASADUR RAHMAN
2016-03-19, 10:08 PM
লেভারেজের সহজ বাংলা অর্থ হচ্ছে লোন । আপনি যখন কোন ব্রোকার এ কোন একাউন্ট করবেন ব্রোকার আপনার ডিপোজিটের ওপর লোন দিবে । এই লোন কয়েকহাজার গুন হতে পারে । তবে এই লোন শুধু মুনাফা অর্জেনের জন্য ব্যবহার করতে পারবেন । লস হলে আপনার ডিপোজিটেই একাউন্ট ক্লোজ হয়ে যাবে ।

fatemaakhter
2016-03-19, 10:36 PM
লিভারেজ হল ট্রেডারকে ব্রোকার হতে প্রদত্ত লোন । এই বিষয়টা ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । সর্বনিম্ন হতে সর্বোচ্চ লিভারেজ দেওয়া থাকে । সে ক্ষেত্রে অবশ্যই নিজের বিচক্ষণতা দিয়ে লিভারেজ বাছাই করতে হবে । আমার মতে মিডিয়ামসাইজের লিাভারেজ নেওয়াই হবে সবচেয়ে ভালো । কারণ একদম কম এবং একদম বেশি লিভারেজ উভয়ই ট্রেডের পক্ষে তেমন লাভজনক না । আমি নিজে ১ঃ ৫০ অথবা ১ঃ১০০ হারে লিভারেজ নেই ।

Sahed
2016-07-26, 10:27 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

md mehedi hasan
2016-12-02, 09:49 AM
আপনার মূলধনের চেয়ে বেশি বিনিয়োগ করার সুযোগ সুবিধাকে লিভারেজ বলে।বেশি লিভারেজ নিলে আপনার কাছে যে পরিমাণ ডলার আছে ব্রোকাররা তার চাইতে আপনাকে কয়েক গুন ট্রেড করার সুযোগ করে দিবে।লিভারেজ ব্যবহারে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও রয়েছে।