PDA

View Full Version : কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?



shawon2015
2014-12-14, 01:19 PM
কমপক্ষে 3-4 মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

bdtake
2014-12-29, 05:23 PM
কতদিন ডেমো ট্রেড করবেন তা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। যখন আপনার মধ্যে এই ধারণা হবে যে আপনি ফরেক্সে দক্ষ হয়েছেন। তখন আপনি ডেমো ট্রেড বাদ দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন। তবে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করলেই চলে। ধন্যবাদ

fh.ratul
2014-12-29, 08:52 PM
জতদিন আপনি দেখবেন যে আপনি ভাল করে ফরএক্স কোরতে পারছেন না। আপনার দরকার ডেমো ট্রেড করা । এতে আপনি অনেক ভাল করে সিখতে পারবেন। কেও তিন দিনে সিখে কেও ৩ মাস । যত দিন লাগে
আপনি তত দিন লেগে থাকুন। এতে আপনারক্ষতি হবে না।

ahmed
2015-01-10, 06:47 PM
এটা বলা কঠিন যে,কত দিন ডেমো ট্রেডিং করা উচিত।কারন এটা নির্ভর করে নিজের উপর।কারোও ৩মাস আবার কারোও ৬মাস লাগতে পারে।তবে আমি মনে করি,যত দিন না পর্যন্ত একটি নির্দিষ্ট পরিকল্পনা,স্ট্রাটেজি আর নিয়ম মেনে ট্রেড করে লাভ করতে পারছেন,তত দিন পর্যন্ত ডেমোতে অনুশীলন করুন।

Newrakib
2015-01-12, 01:06 AM
এটার কনো নির্দিষ্ট সময় শিমা নেই। এটা নির্ভর করে সম্পুরন নিজের উপর। তবে আমি মনে করি পুরাপুরি কাজ না শেখা পর্যন ডিমো ট্রেড করা উচিত।

khairul
2015-01-29, 08:04 AM
এর জন্য নির্দিষ্ট সময় সেট কপ্রা নেই।তবে ২-৬ মাস ই যথেষ্ট।

জাহাঙ্গীর
2015-02-13, 08:54 AM
কত দিন ডেমো ট্রেডিং করবেন তা নির্ভর করছে আপনার উপর। আপনি যত তাড়াতাড়ি ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস বুঝতে পারতে তত তাড়াতাড়ি রিয়েল একাউন্টে ট্রেড শুরু করতে পারবেন। ডেমো ট্রেডিং এ যখন দেখবেন আপনার ৯০ ভাগ ট্রেড সফল হচ্ছে তখন বুঝতে পারবেন আপনার রিয়েল একাউন্টে ট্রেড করার মত যোগ্যতা অর্জিত হয়েছে। কমপক্ষে ৫-৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত। এরপরও রিয়েল ট্রেড এর পাশাপাশি দক্ষতা বৃদ্ধির স্বার্থে ডেমো অনুশীলন চালিয়ে যাওয়া উচিত।

Harun1650
2015-03-13, 12:31 AM
ডেমো ট্রেডিং করতে নির্দিষ্ট কোন সময় নেই আর আমার মতে এটা আপনি যতদিন পর্যন্ত ডেমো একাউন্ট থেকে লাভ করতে না পারছেন মানে ডেমো দিয়ে সফল হতে না পারবেন ততদিন পর্যন্ত ডেমো ট্রেড করা আপনার জন্য ভাল হবে। আর একটা জিনিস ডেমো আপনি চাইলে এই কাজটি রিয়াল ট্রেড এর পাশাপাশিও ট্রেড চালিয়ে যেতে পারেন কারন এতে আপনি যত ট্রেড করবেন তত আপনি দক্ষ হয়ে উঠবেন এবং এখান থেকে আপনি ট্রেড করে কৌশল শিখতে পারেন ।

Esan Islam
2015-03-13, 07:50 AM
ডেমো ট্রেড কত দিন করা উচিৎ নির্দিষ্ট ভাবে তা বলা যায় না।ডেমো ট্রেড মূলত প্র্যাকটিস এর জন্য।প্র্যাকটিসেরর মাধ্যমে দক্ষতা অর্জনই মূল লক্ষ্য ডেমো ট্রেডের। তাই বলা যায় ডেমো ট্রেড করে যতদিন পর্যন্ত না অনেক দক্ষ হওয়া যাবে ততদিন ডেমো করতে হবে।আমার কথা বলি আমি ডেমোতে ২ মাস প্র্যাকটিস করে রিয়েল ট্রেডে দেখি সফল হতে পারছি না তাই আবার ডেমোতে প্র্যাকটিস করছি।মোট কথা ডেমো করতে করতে যখন দেখব মার্কেট অ্যানালাইসিস করতে পারছি,লট,মার্জিন, লিভারেজ,স্টপ লস,টেক প্রফিট ইত্যাদি সম্পর্কে ভালো ধারনা হয়েছে ততদিন পর্যন্তই ডেমো করতে।

Eraulhaque
2015-03-13, 08:06 AM
ডেমো ট্রেডিং ফরেক্স মার্কেট বুঝার জন্য সবচেয়ে বেশি সহায়ক।তাই ভালোভাবে মার্কেট বুঝে ট্রেডিং করতে হলে আমার মনে হয় নূন্যতম ১বছর ডেমো ট্রেডিং করা উচিত।কেননা আমরা যতই মনে করি অল্প কিছুদিনেও ভালোভাবে ডেমো করলে ভালো শিখা যায়। আমি মনে করি তা নয়।অনেকদিন ডেমো ট্রেডিং করলে আমার মনে হয় মার্কেট সম্পর্কে অনেক ভালো ধারনা পাওয়া যায়।তাই আমার মনে হয় অনেকদিন ডেমো ট্রেডিং করাই ভালো।

A Momin Chowdhury262
2015-03-15, 11:40 PM
আমি মনে করি এটি নির্ভর করে একেক জনের মেধার উপর । একজন ব্যক্তি যদি অল্পতেই বিঝতে পারেন তাহলে তিনি অতি দ্রুত ফরেক্স মার্কেটে আস্তে পারবেন । আর যদি আপনি অল্পতে না বুঝেন তাহলে ৩ থেকে ৪ মাস কেন যতদিন আপনি না শিখবেন আপনাকে ডেমো প্র্যাকটিস করতে হবে ।

Meeralamin
2015-03-16, 08:51 PM
আমি বলব, যতদিন আপনি ফরেক্স ট্রেড করবেন ততদিন আপনাকে ডেমো ট্রেডিং করতে হবে। কারন আপনার স্ট্রাটিজি কাজে লাগানোর জন্য আপনার পুজির সমপরিমান একটা ডেমো একাউন্ট থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আপনার যদি ১০০৳ এর এর একটা একাউন্ট থাকে তবে পাশাপাশি ১০০৳ একটা ডেমো একাউন্ট মেটাট্রেডারে থাকা দরকার। একটা ট্রেড করার পূর্বে ডেমো ট্রেড করে টেষ্ট করে নিতে হবে। তাছাড়া আপনি যদি নিজেকে মার্কেটের সাথে পরিচিত করতে এবং ফরেক্স শিখতে চান তাহলে ২-৩ মাস একটানা ডেমো ট্রেডিং এ লেগে থাকতে হবে।

nizam
2015-04-05, 05:25 PM
ফরেক্স মার্কেট থেকে আমরা যদি ভালো কোন ফল পেতে চাই তবে তার জন্য আমাদের একটু সময় ধৈর্য ধরতে হবে সেটা বটে। আমরা যদি ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড শুরু করার আগে ডেমো না করি তবে আমরা কোন ক্রমেই ফরেক্স মার্কেটে নিজকে অভিজ্ঞ একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। ডেমো হচ্ছে আমাদের মূল হাতিয়ার যা দিয়ে আমরা ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ, অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। আমি মনে করি ডেমো করার জন্য আমাদের কমপক্ষে ৪-৫ মাস সময় দেয়া উচিত।

shojib23
2015-04-05, 10:29 PM
এর নির্দিষ্ট কোন সময় নেই । তবে আপনি যত দিন ভাল বাবে কাজ না করতে পারবেন তত দিন ডেমো ট্রেডিং করাই ভালো।

Sacrifice
2015-04-08, 07:17 PM
আপনি কতদিন ডেমো ট্রেডিং করবেন, এটা নির্ভর করে আপনার দক্ষতা আসার উপর। স্বাভাবিকত প্রত্যেক নতুন ট্রেডারকে অন্তত তিন মাস ডেমো ট্রেড করা উচিত। আপনার ক্ষেত্রেও তাই। এই ডেমো ট্রেডিং এ আপনি জানতে পারবেন যে আপনি রিয়েল ট্রেডিং এর জন্য কতটা যোগ্য হয়ে উঠেছেন। যদি ডেমো ট্রেডের ট্রেড হিস্টোরি আপনাকে সন্তুষ্ট করতে না পারে, অর্থাৎ আপনি যদি ডেমোতে মানসম্মত প্রফিট করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনাকে আরো প্রেকটিস করতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ডেমোতে আপনি ভালো প্রফিট অর্জন না করেন ততক্ষণ আপনার ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত বলে মনে করি।

shojib23
2015-04-09, 04:52 PM
ডেমো ট্রেডিং ফরেক্স মার্কেট বুঝার জন্য সবচেয়ে বেশি সহায়ক। আপনি যত তারাতারি অভিজ্ঞতা অর্জন করতে পরবেন ঠিক তত তারাতারি ব্যবসা শুরু করতে পারবেন । তাই আগে অভিজ্ঞতা অর্জন করুন ।

Bijoysingh
2015-04-25, 05:32 PM
আপনি যদি ফরেক্স তেকে ভালো আয় করতে চান তাহলে ভালো করে কম্পক্কে এক বছর ডেমো ট্রেড করা উচিত ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন। আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন। নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।

Muslima Begom
2015-05-07, 01:56 PM
ফরেক্স মার্কেট ভালো করে বুঝতে হবে না হলে ফরেক্স করে কোন লাভ হবে না। তাই কমপক্ষে ৫ মাস ডেমো ট্রেড করতে হবে

Shimanto754
2015-05-12, 08:38 PM
ডেমো ট্রেড ছাড়া ট্রেডিং শিক্ষার গোড়াপত্তন করেছে এমন ট্রেডারের সংখ্যা কম। প্রতিটি ট্রেডার তার ট্রেডিং অভিজ্ঞতা শুরু করে ডেমো ট্রেডিং দিয়ে। এজন্য বেশ কিছুদিন ডেমো ট্রেডিং করতে হবে।মূলত কত দিন ডেমো ট্রেডিং করতে হবে এমন কোনো নিয়ম নেই।ব্যক্তির প্রবল ইচ্ছাশক্তি থাকলে অল্পদিন ডেমো ট্রেড করেও ভাললো শিক্ষার পেতে পারে।আমি তিনমাস ডেমো ট্রেডিং করেছিলাম।

fxover
2015-09-20, 04:04 PM
ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে হলে ডেমো ট্রেড এর কোন বিকল্প নাই । আমরা যত বেশি বেশি ডেমো ট্রেড করব আমরা মার্কেটের বিভিন্ন বিষয়গুলো তত বেশি জানতে পারব । তবে হ্যাঁ ডেমো তে যদি আপনি নিজেকে রিয়াল ট্রেড করার জন্য পরিপূর্ন ভাবে প্রস্তুত করে নিতে চান তাহলে আন্দাজে ট্রেড না করে আপনাকে যথাযথ এনালাইসিস করেই ট্রেড করতে হবে । এনালাইসিস করে ট্রেড করলে আপনি শিখতে পারবেন তানাহলে বছর ধরে ডেমো করলেও আপনার কোন লাভ হবে না ।

onlyfx
2015-10-22, 07:18 PM
ডেমো ট্রেড কে কতদিন করবে তা প্রত্যেক ব্যাক্তির জন্য আলাদা । তবে ডেমো ত্রেওদ করার সময় আআমদের সিরিয়াসলি ডেমো ট্রেড করতে হবে । আপনি যদি সিরিয়াসলি ডেমো ট্রেড না করতে পারেন তাহলে আপনি কিন্তু ডেমো ট্রেড করে কোন লাভ পাবেন না বং আপনার শুধু শুধু সময় অপচয় করা হবে এবং আপনি দিনের পর দিন ভুল প্রাকটিস করতে থাকবেন । তাই ডেমো ট্রেড করতে চাইলে ফরেক্স ট্রেড করার যথাযথ নিয়ম কানুন মেনেই ডেমো ট্রেড করতে থাকেন আশা করা যায় সুফল পাবেন ।

dinner
2015-11-30, 11:26 AM
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন। আপনি ৩ থেকে ৫ মাস ডেমো ট্রেড করে কাজ জরুন ।

Md Opu
2015-11-30, 05:14 PM
যত দিন আপনি ভালোভবে ট্রেড করা শিখতে পারবেন না ততদিন ডেমো ট্রেড করে যেতে হবে তবে ৫ থেকে ৬ মাসের মধ্যে ভালোভাবে ডেমো ট্রেড করা শেখা যাবে, ভলোভবে ডেমো ট্রেড না শিখে রিয়েল ট্রেড করলে আপনি লস সহ আপনার আসলটা হারিয়ে ফেলতে পারেন ।

Marufa
2015-11-30, 06:11 PM
আমার মতে এক মাসের বেশি ডেমো ট্রেডিং করার দরকার নেই । কারন ডেমো ট্রেডিং করে আসলে কিছু শেখা যায় না । শুধুমাত্র বেসিক বিষয়গুলো শেখার জন্য ডেমো ট্রেডিং করা যেতে পারে । এরপর ফোরাম পোষ্টিং এর বোনাস দিয়ে ট্রেড করা যেতে পারে ।

basaki
2016-03-25, 10:51 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনাকে ভাল করে ডেমো ফরেক্স ট্রেড প্রেক্টিস করেই আপনি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করতে পারেন তবে আপনি যদি ছয় থেকে সাত মাস ফরেক্স ডেমো ট্রেড কপ্রে সফলতা অর্জন করতে পারেন তবে আমি মনে করি এটাই যতেস্ট হবে রিয়াল ট্রেড করার জন্য।

dwipFX
2016-05-14, 12:24 PM
আমি মনে করি আমাদের কে এক থেকে দুই বছর ডেমো ট্রেড করা উচিত কারন যে যত বেশি ডেমো ট্রেড করবে সে ততবেশি সফল ট্রেডার হবে।। তাই আমাদের কে ডেমো ট্রেড করার সময় সিরিয়াস নিয়ে ডেমোপ্রেকটিস করতে হবে। ডেমো সফরতা পাওয়ার পর রিয়াল মার্কেটে ট্রেড করতে পারেন।

জ্যাক কয়েন
2016-05-14, 11:57 PM
আমি মনে করি ফরেক্স এ ডেমো ট্রেড করার কোন নিদিষ্ট সময় নেই তবে একজন মানুষ ডেমো ট্রেডিং যত দিন করবে তত ভাল ট্রেড শিখতে পারবে। কারণ আমার জানামতে অনেক দিন ডেমো ট্রেড করার মাধ্যমে ফরেক্স এ অনেক কৌশল শিখা যায়। তবে একজন ট্রেডআর কমপক্ষে ছয় মাস থেকে আট মাস ডেমো ট্রেডিং করা উচিত।

RUBEL MIAH
2016-05-15, 11:53 AM
ডেমো ট্রেডিং করার জন্য কোন সময়ে সীমা নেই । যে যত বেশী ডেমো ট্রেডিং করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং অঅমরা যদি রিয়েল ট্রেড করি তারপরও ডেমো ছাড়ব না তাহলেই আস্তে আস্তে সফলকাম হতে পারব ।

sharifulbaf
2016-05-17, 03:10 PM
ফরেক্স ট্রেডিং শিখার অন্যতম ভাল মাধ্যম হল ডেমো ট্রেডিং করার মাধ্যমে ট্রেডিং এর কলাকৌশল শিখে নিতে হবে,তাই আমাদের নিম্নে পক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেডিং করতে হবে তার পাশা পাশি ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে, ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।

Sahed
2016-07-27, 11:16 AM
আসলে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেকগুলা ধাপ পার হতে হবে। ডেমো একাউন্টে ট্রেড করা হচ্ছে ফরেক্স শিখার প্রথম ধাপ । ডেমো একাউন্টের মাধ্যমে আপনি কিভাবে একটি ট্রেড ওপেন করতে হয় তা শিখবেন আর মানি ম্যানেজমেন্ট কি, এ্যনালাইসিস কি, লিভারেজ কি, সিগনাল কি, ইন্ডিকেটর কি, ইকুইটি কি, মার্জিন কি, ইত্যাদি জানার জন্য আপনাকে পড়াশুনা করতে হবে । আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত ।

macrun13
2016-07-28, 09:08 AM
আমি মনে করি এ ব্যবসাতে সফলতা পেতে গেলে ডেমো একাউন্টেয় আপানাকে দক্ষতা ্অর্জন করতেয় হবে। এর জন্য আপনার যদি এক বছর সময়ও লাগে তা মেনে নিতে হবে ,তবেঈ আপনি রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য উপযুক্ত হবেন এবং আপনি লাভ করার পাশাপাশি আপনার একাউন্ট নিরাপদ রাখতে পারবেন।

fardin222333
2016-07-28, 10:41 AM
ডেমো ট্রেড কতদিন করতে হবে তা সম্পুর্ন আপনার উপর র্নিভর করে। আপনি যখন বুঝতে পারবেন এখন ট্রেড করলে কোন লস খাবেন না তখনই আপনি রিয়েল ট্রেড করতে পারেন। হবে আপনি কম হলেও 3 থেকে 4 মাস ডেমো ট্রেড করতে পারেন।

fatema begum
2016-07-31, 07:52 PM
আমি মনে করি একবছর ডেমো ট্রেড করা উচিত।সুতরাং এতে আমাদের ট্রেডিং সর্ম্পকিত আইডিয়া ভাল থাকবে।আর অল্পতে রিয়েল ট্রেড করতে গেলে বড় ধরণের ধরা খাওয়া লাগবে।সুতরাং আগে ভাল করে ডেমো ট্রেড করা সকল ট্রেডারদের জন্য অবশ্যিক ।আমরা যদি নিজেরা ভাল করে চেষ্টা করি এবং ডেমোতে সফল হতে পারি,তাহলে আমরা রিয়েল ট্রেড করে কিছুটা হলেও সফল হতে পারব।

nisho5533
2016-08-21, 04:41 PM
আপনি যদি নতুন হন তাই আপনাকে অতিরিক্ত সময় ধরে ডেমো পারতিস করতে হবে | আপনাকে প্রতিদিন মাকেটে থাকতে হবে এবং মাকেট সম্পরকে ধারনা থাকতে হবে |আপনাকে ধরয ধারন করতে হবে |আপনি যদি ৩থেকে ৪ মাস ডেমো পারতিস করেন আপনি ফরেক্স সম্পরকে যান্তে পারবেন| ফরেক্স সাথে থাকুন|

milonkhanfx1993
2016-09-28, 12:38 PM
আজ আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার নিজস্ব যে ট্রেডিং সিস্টেম সেটাতে আপনি কতটুকু লস করছেন আর কতটুকু প্রফিট করছেন আর তারপর আপনি নিজের কাছেই উত্তর পাবেন আর সেই উত্তর যদি পজিটিভ হয় তার পর আপনি রিয়াল ট্রেড করতে পারেন

Mamun13
2017-09-15, 11:03 PM
ফরেক্স মার্কেটে ৩/৪ মাসে আপনি কিছুই শিখতে পারবেন না,বুঝতেও পারবেন না৷শুধু চেয়ে চেয়ে প্রাইস মুভমেন্ট দেখতে পারবেন৷ফরেক্স মার্কেটের সংশ্লিষ্ট সকল বিষয় খুজেঁ বের করতেই লাগবে কমপক্ষে ১ বছর৷আরোও ১ বছর লাগবে সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজী প্রয়োগ করে করে নিশ্চিত হতে৷পরের ১ বছর লাগবে মার্কেটের টোটাল সিস্টেম আয়ত্ব করতে৷এবং এর পরের বছর সম্ভবত আপনি পেশাদার ট্রেডারের পথে এগিয়ে যাবেন৷ফরেক্স ট্রেড অবশ্যই দীর্ঘ সময়ের ব্যাপার৷

Parvejdu
2017-09-16, 10:47 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যা করতে হলে তার যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রথমে ব্যবসার কৌশলগুলো শিখতে হবে হাতে কলমে। তার পর ডেমো একাউন্ট খুলে ট্রেড করতে হবে। ডেমো ট্রেডের মাধ্যমে ফরেক্স-এর বিভিন্ন কৌশল এবং লস করার কারণ গুলো শিখতে যায়। কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত।

Grimm
2018-02-10, 11:55 PM
ডেমো ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। আপনার যতদিন ইচ্ছা ততদিন ডেমোতে অনুশীলণ করতে পারেন। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ডেমো কিন্তু মুনাফা করার যায়গা নই। সেখানে যদি আপনি মুনাফার পিছনে লেগে থাকেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। তাই মুনাফার প্রতি জোড় না দিয়ে কি করতাছেন বা কোথায় আপনার সমস্যা আছে এগুলো দেখবেন। কারণ আমি মনে করি এগুলো দেখলেই আপনি ভালভাবে শিখতে পারবেন্।

Amiforex
2018-02-11, 11:01 AM
এটা নির্ভর করছে কে কতটুকু ভালোভাবে বুঝে প্র্যাকটিস করছে কারণ ফরেক্স খুব একটা সহজ বিষয় নয় তাই প্রত্যেককে প্রচুর পরিশ্রম করে এটা আয়ত্তে আনতে হবে। তাই প্র্যাকটিস করতে হবে ডেমোতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে বুঝতে পারে আর তৈরী করতে পারে একটি ভালো এবং সফল ট্রেডিং প্লান যার মাধ্যমে সে সঠিক এবং সাবলিলভাবে ট্রেড পরিচালনা করতে পারবে। আমার মতে ৪ থেকে ৫ মাস ডেমোতে যদি প্র্যাকটিস করা যায় তবে আমার মনে হয় সে অনেকটা বুঝতে পারবে ফরেক্স সম্পের্ক।

amreta
2020-01-25, 12:42 PM
শুভ সন্ধ্যা প্রিয় বন্ধু আপনি কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং লাভের সাথে ব্যবসায় উপভোগ করবেন প্রিয় বন্ধু আমি আমার এনজেডডি ইউএসডি বিশ্লেষণ ভাগ করে নিতে চাই এনজেডডি ইউএসডি মুদ্রা জুটি বুলিশ প্রবণতা তৈরি করে আমার বিশ্লেষণ অনুযায়ী এটি বুলিশ প্রবণতা আগামী দিনে অবশ্যই থাকবে উপযুক্ত আকারের সাথে এটি কিনুন এবং ভাল লাভ পান get

Shohedulla
2020-01-25, 01:27 PM
প্রতিটি মানুষের মেধা বিভিন্ন প্রকার হয়ে থাকে কারোর মনে রাখার ক্ষমতা বেশি কার ক্ষমতা বেশি আবার কেউ কম বুঝি আবার কেউ বেশি বোঝে। কেতু ডেমো ট্রেডিং এর জন্য বেশি দিন প্রয়োজন হয়না দুই থেকে তিন মাস করলেই যথেষ্ট কিন্তু কারো কারো এর থেকে কম প্রয়োজন হয় আবার কারোর বেশি প্রয়োজন হতে পারে এজন্য কোন নির্দিষ্ট দিন সঠিক নির্ধারণ করা নেই। যাদের যতদিন প্রয়োজন সে ততদিন ডেমো ট্রেডিং করতে পারে।

Fxxx
2020-01-25, 02:21 PM
ডেমো ট্রেডিং যত বেশি করা যাবে ততই বেশি ভালো হবে তাই আমার মতে সর্বনিম্ন হলেও ১ বছরের মত ডেমো প্রাকটিস করা উচিত। এতে করে রিয়াল মার্কেটে প্রবেশের পুর্বেই অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ

Rokibul7
2020-05-08, 06:59 PM
রিয়েল টেড এর জন্য অস্থির না হয়ে,টেড করা এনালাইসিস করা শেখতে অস্থির হওয়া উচি। ডপমো করার নিদিষ্ট কোন সময় নেই।ডেমো আপনি রিয়েল এর আগে করবেন না পরে করবেন সেটা আপনার ব্যাপার। তবে আপনি যদি ফরপক্স এ ধয নিয়ে টিকে যান তাহলে ডেমো তে আপনাকে আসতেই হবে।২/৩মাস ডেমো করলে আপনি টেড ওপেন টিপি এসব শিখে যাবেন কিন্তু,মাকেট এর ধরন, গতি ট্রেন্ড এ সব বুঝতে আপনার বছর খানেক লেগে যাবে,যদি মনোযগ দিয়ে ডেমো করেন

sss21
2020-08-30, 05:30 PM
কত দিন ডেমো ট্রেডিং করবেন তা নির্ভর করছে আপনার উপর। আপনি যত তাড়াতাড়ি ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস বুঝতে পারতে তত তাড়াতাড়ি রিয়েল একাউন্টে ট্রেড শুরু করতে পারবেন। ডেমো ট্রেডিং এ যখন দেখবেন আপনার ৯০ ভাগ ট্রেড সফল হচ্ছে তখন বুঝতে পারবেন আপনার রিয়েল একাউন্টে ট্রেড করার মত যোগ্যতা অর্জিত হয়েছে। কমপক্ষে ৫-৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত। এরপরও রিয়েল ট্রেড এর পাশাপাশি দক্ষতা বৃদ্ধির স্বার্থে ডেমো অনুশীলন চালিয়ে যাওয়া উচিত।

sagar0835
2020-08-30, 07:11 PM
ডেমো অ্যাকাউন্ট এ ৪ মাস ট্রেড করা উচিত। কিন্তু কোন নির্দিষ্ট সময় নেই । আপনি বলতে পারেন ভাই নির্দিষ্ট সময় তো থাকবে এত দিন ট্রেড করলে । তারপর কত দিন পর রিয়েল ট্রেড করতে পারবো? , কতদিন ট্রেড করলে ভাল বুঝতে পারবো ? এই রকম প্রশ্ন আপনার মনে আসতেই পারে, কিন্তু আগেই বলে নেই ফরেক্স এ ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে আপনি কত দিন এ ট্রেড করতে পারবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে । তাই আপনি কতদিন ডেমো ট্রেড করে শিখে নিজের দক্ষতা করতে পারবেন তা আপনার উপর নির্ভর করে। যেমন অনেকেই ৩ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড করতে পারে , আবার অনেকের ৬ মাস ও সময় লাগে ,আবার অনেকের আরো বেশি সময় লাগে শিখতে ।

Sid
2020-08-31, 04:29 PM
এটা বলা কঠিন যে,কত দিন ডেমো ট্রেডিং করা উচিত।কারন এটা নির্ভর করে নিজের উপর।কারোও ৩মাস আবার কারোও ৬মাস লাগতে পারে।তবে আমি মনে করি,যত দিন না পর্যন্ত একটি নির্দিষ্ট পরিকল্পনা,স্ট্রাট জি আর নিয়ম মেনে ট্রেড করে লাভ করতে পারছেন,তত দিন পর্যন্ত ডেমোতে অনুশীলন করুন।

Rajib_Biswas
2020-09-01, 10:20 PM
একজন ট্রেডার কে ধৈর্য ধরে কমপক্ষে ছয় মাস দিন ট্রেডিং করা উচিত এবং এই ছয় মাস নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ডেমো ট্রেডিং করতে হবে। ছয় মাস ডেমো ট্রেডিং করলে একজন ট্রেডার ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবে। একজন ট্রেডার যখন ডেমো ট্রেডিং এ সাফল্য অর্জন করবে তখন তার ফরেক্স ট্রেডিং সম্পর্কে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরবর্তীতে সে চাইলে রিয়েল ট্রেডিং করতে পারবে, তবে রিয়েল ট্রেডিং করার আগে অবশ্যই ডেমো ট্রেডিংয়ে ভালো একটি স্ট্রাটেজি তৈরি করে নিতে হবে যে স্ট্রাটেজিতে লাভের পরিমাণ তুলনায় বেশি হবে।

Md.shohag
2020-09-15, 07:05 AM
কতদিন ডেমো ট্রেড করবেন তা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। যখন আপনার মধ্যে এই ধারণা হবে যে আপনি ফরেক্সে দক্ষ হয়েছেন। তখন আপনি ডেমো ট্রেড বাদ দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন। তবে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করলেই চলে।

FREEDOM
2020-09-30, 12:29 PM
ফরেক্স মার্কেট থেকে আমরা যদি ভালো কোন ফল পেতে চাই তবে তার জন্য আমাদের একটু সময় ধৈর্য ধরতে হবে সেটা বটে। আমরা যদি ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড শুরু করার আগে ডেমো না করি তবে আমরা কোন ক্রমেই ফরেক্স মার্কেটে নিজকে অভিজ্ঞ একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। ডেমো হচ্ছে আমাদের মূল হাতিয়ার যা দিয়ে আমরা ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ, অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। আমি মনে করি ডেমো করার জন্য আমাদের কমপক্ষে ৪-৫ মাস সময় দেয়া উচিত।

Reaz7329
2020-10-15, 07:06 AM
ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করা যায়?

Fahim420
2020-10-16, 10:11 PM
ডেমো ট্রেডিং এ নিদিষ্ট কোন সময় নির্ধারিত নেই। কারন ডেমো ট্রেডটা হলো নিজ নিজ প্র্যাকটিস করে ট্রেডিং আয়ত্বে আনার কৌশল। ডেমো ট্রেডিং এ যত প্র্যাকটিস করবেন তত ট্রেডিং এ নিজের প্রতি মনোবল চলে আসবে। আর ডেমো ট্রেডিং এ ট্রেড করলে অনেক ধারনা পাওয়া যায়। তাই ডেমো থেকে দক্ষ না হয়ে রিয়েল ট্রেডিং এ না ট্রেড করাই উওম।

Pavel66
2020-10-27, 08:23 AM
ডেমো ট্রেড কে কতদিন করবে তা প্রত্যেক ব্যাক্তির জন্য আলাদা । তবে ডেমো ত্রেওদ করার সময় আআমদের সিরিয়াসলি ডেমো ট্রেড করতে হবে । আপনি যদি সিরিয়াসলি ডেমো ট্রেড না করতে পারেন তাহলে আপনি কিন্তু ডেমো ট্রেড করে কোন লাভ পাবেন না বং আপনার শুধু শুধু সময় অপচয় করা হবে এবং আপনি দিনের পর দিন ভুল প্রাকটিস করতে থাকবেন । তাই ডেমো ট্রেড করতে চাইলে ফরেক্স ট্রেড করার যথাযথ নিয়ম কানুন মেনেই ডেমো ট্রেড করতে থাকেন আশা করা যায় সুফল পাবেন ।

JoyantyThakur71
2020-10-27, 12:19 PM
ট্রেডিং শেখার প্রাথমিক স্টেপ হল ডেমো ট্রেডিং। নতুন মেম্বারদের লাইভ ট্রেডিং শুরু করার পূর্বে ডেমোতে ট্রেড করা উচিত। ডেমো অ্যাকাউন্ট এর সবকিছুই লাইভ একাউন্টের মতো কিন্তু এখানকার ব্যালেন্সে ভার্চুয়াল অ্যামাউন্ট থাকে। যার কারণে এখানে ট্রেড করে লস করলেও আসল ডলার হারানোর সম্ভাবনা নেই। তাই অনভিজ্ঞ ট্রেডাররা ট্রেড আয়ত্ত করার জন্য ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড প্র্যাকটিস করে। অনভিজ্ঞ ট্রেডার থেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই। তাই আমি মনে করি একজন নতুন মেম্বারকে ট্রেড শেখার জন্য মিনিমাম তিন থেকে চার মাস ডেমো ট্রেডিং করা উচিত।

EmonFX
2020-10-27, 03:28 PM
ডেমো ট্রেডিং বা ডেমো প্র্যাকটিস ছাড়া ফরেক্স ট্রেডিং এর কথা কল্পনাই করা যায় না। ট্রেডিং ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন। আসলে কতো দিন ডেমো ট্রেড করা উচিত এর এক্সাট কোন উত্তর নেই। কেই দুই মাস বা এক মাস ডেমা ট্রেডিং করেও রিয়েল ট্রেডিং এ দক্ষ ট্রেডার হয়ে ওঠেন আবার কেউ ১ বছর ডেমো ট্রেডিং করেও কাঙ্খিত দক্ষতা অর্জন করতে পারেনা। এসবের অনেকটাই নির্ভর করে ব্যক্তির বেসিক নলেজের উপর। যার বেসিক যতো স্ট্রং সে ততো তারাতারি দক্ষ ট্রেডার হয়ে উঠবে। আমরা অনেকেই চেস্টা করি সঠিক পথে হাটতে, চেস্ট করি সঠিক ট্রেডটি নিতে বাট কতো জনে তা পারি। ডেমো ট্রেডিং এ বেশিরভাগ ট্রেডারই নির্দিষ্ট লক্ষে পৌছাতে পারিনা। ফলে রিয়েল ট্রেডিং এ বার বার লক্ষ্য পরিবর্তন করি। এগুলো ডেমো প্রাকটিসের অপুর্নতা ও সঠিক ওয়েতে না করতে পারা। আমি মনে করি একজন ট্রেডারকে ৬ মাস ডেমো প্রাকটিস করলেই যথেষ্ঠ যদি রাইট ওয়েতে করতে পারে। তাছাড়া রিয়েল ট্রেডিং এ যাওয়ার পরেও পাশাপাশি ডেমো ট্রেডিং কন্টিনিউ করা উচিৎ বলে আমি মনে করি। ধন্যবাদ।