PDA

View Full Version : ফরেক্সে লসের কারন



shawon2015
2014-12-14, 01:40 PM
শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না।

bdtake
2014-12-29, 05:13 PM
ফরেক্সে লসের প্রধান কারণ অদক্ষতা। ফরেক্সে অনেকেই ফরেক্স সম্পর্কে হালকা ধারনা নিয়েই নেমে পড়ে রিয়েল ট্রেডিং করতে। এবং তারা লস খায়। একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ। তাই ফরেক্সে উন্নতি করতে হলে অনেক দক্ষ হতে হবে। ধন্যবাদ

fh.ratul
2014-12-29, 08:49 PM
ফরেক্স এ সবাই লস করে নয়া। এই ৫% লোক ফরেক্স সিখে আসে আর ৯৫% লোক সিখে আসে না ।
আর পুজি হারায়ে হাঁয় হুতাশ করে । অন্যকে করে নিরুৎসাহিত ।
তাই ভাই যাই করেন আগে ফরেক্স সিখেন পরে ট্রেড কোরতে যান। নাইলে অনেক বড় ঝামেলায় পরবেন।

ahmed
2015-01-11, 01:56 PM
ফরেক্স এ লসের অনেকগুলি কারন আছে,তার মধ্যে অন্যতম হল-
১.সঠিক জ্ঞান না থাকা,
২.সঠিক প্লান না থাকা
৩.অতিরিক্ত লোভ থাকা
৪.মানি ম্যানেজমেন্ট না মানা
৫.অল্পতে ধৈর্য হারা হওয়া
৬.সর্বোপরি ভুল লোকের কাছে ভুল শিক্ষা পাওয়া

khairul
2015-01-29, 08:02 AM
না বুজে ট্রে করলেতো লস হবেই।তাই বউউজে শুনে ট্রেড করার চেষ্টা করুন।

fxtdr
2015-01-29, 03:23 PM
ফরেক্স এ লস করার প্রধান কারণ হচ্ছে খুব অল্প সময়ে কোটিপতি হবার স্বপ্ন । কিন্তু ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই তা আগে ভালভাবে অ্যানালাইসিস করতে হবে এবং লোভ থেকে দূরে থাকতে হবে। ওভার ট্রেড করা যাবে না। স্টপ লস ফিক্সড করতে হবে। তাহলে দেখবেন আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আর লস হবে না।

shuvo2014
2015-02-08, 01:18 PM
একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ।

জাহাঙ্গীর
2015-02-13, 09:04 AM
ফরেক্স লস করার প্রধান কারণ হচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ছাড়াই ট্রেড করা। এছাড়াও আরো কারণগুলো মধ্যে অতিরিক্ত লোভ করা, মানি ম্যানেজমেন্ট না মানা, ইমোশনাল হওয়া, টেকনিক্যাল ও ফান্ডম্যান্টাল এনালাইসিস না বুঝা। সর্বপরি কোন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ না গ্রহণ করেই ট্রেড শুরু করাও লসের কারণ বলে আমি মনে করি।

tradeking
2015-02-21, 02:28 AM
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মার্কেট এ যখন কোন কারেন্সি বেশি উঠা নামা করে আমাদের মন ও চঞ্চল হয়ে উঠে। মনের ভিতর কাজ করে এই বুঝি লস হয়ে গেল এই এখন বাই দিলাম না কেন, এই এখন সেল দিলাম না কেন। এবস কনপিউশন কারনে আমরা উল্টা পাল্টা ট্রেড করে লসে চলে যাই। আমাদের কে স্থির হয়ে বিচক্ষণতার সহিত ট্রেড করতে হবে তা না হলে সফল হওয়া সম্ভব নয়।

robi_21123
2015-02-21, 11:37 AM
ফরেক্সে লসের প্রধান কারণ অদক্ষতা। ফরেক্সে অনেকেই ফরেক্স সম্পর্কে হালকা ধারনা নিয়েই নেমে পড়ে রিয়েল ট্রেডিং করতে। এবং তারা লস খায়। একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ। তাই ফরেক্সে উন্নতি করতে হলে অনেক দক্ষ হতে হবে। সর্বপরি কোন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ না গ্রহণ করেই ট্রেড শুরু করাও লসের কারণ বলে আমি মনে করি।

tradeking
2015-02-24, 07:25 AM
ফরেক্স লস এর কারণ এ কথা টার সাথে আমি একমত হতে পারলাম না। আমি মনে করি অজ্ঞতা ই ফরেক্স এ লস এর কারণ। আর অজ্ঞতার কারণে যে লস হচ্ছে তার জন্য আপনি দায়ী কারণ আপনি না যেনে বুঝেতো কিছু করতে পারে না। কোন জিনিস শিখে তা করা ই সবার জন্য মঙ্গল জনক আর না শিখে করলে হিতে বিপরীত হওয়াটাই স্বাভাবিক।

fh.ratul
2015-02-28, 08:53 PM
শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না।

ঠিক বলেছেন । এর অনেক কারন অ রয়েছে । আমরা না সিখেই কোন রকমেন্র ডেমো না করেই চলে আশি ফরেক্স এ । যা আমাদের কোন প্রফিট তো উপহার দিতে পারেই না উলটো লস আর লস করায়। যাতে আমারা হুই নিরুৎসাহিত।
নিজে লস করে অন্য কে বলি ভাই এইটা লস অনেক।
তাই ভাই ভাল করে সিখে পড়ে ফরেক্সে ইনভেস্ট করাই অনেক ভাল।

Eraulhaque
2015-03-08, 09:41 AM
ফরেক্সে লাভ-লসেরই কারবার।কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় এখানে অধিকাংশ ট্রেডারই লস করে। এই লস করার কিছু কারন তো থেকে যায়।কারনগুলো হল-অদক্ষতা,অনভিজ্ঞতা,ফরেক্সকে ভাগ্যের পরিহাস বলে মেনে নেওয়া,সঠিক অ্যানালাইসিসের ব্যর্থতা, ইত্যাদি।তবে আমার মনে হয় অনেক ট্রেডারই মনে করে ফরেক্স শিখার কাছু নয় সবকিছুই ভাগ্যের।

nazmul_a
2015-03-08, 09:53 AM
ফরেক্স লসের কারন সমুহ(নতুনদের জন্য):
ক) নাবুঝে ট্রেড করা।
খ) অতিরিক্ত লোভ করা।
গ) নিউজ টাইম ট্রেড করা।
ঘ) বিভিন্ন ধরনের ইন্ডিগেটরের উপর নির্ভরশিল হয়ে পরা।
ঙ) অতিরিক্ত আত্ববিশ্বাস।
চ) ভড় ভলিউম ইউজ করা।
ছ) দিনে একাধিক টেড করা এবং
জ) ট্রেড এ এসএল টিপি ইউজ না করা।

Esan Islam
2015-03-09, 07:40 AM
ফরেক্সে লসের বিভিন্ন কারন রয়েছে যেমন অদক্ষতা,অল্প পুজিতে বেশি লট নেওয়া,ধৈর্য্য না ধরা,মার্কেটের মুভমেন্ট না বুঝে আনুমানিকভাবে ট্রেড ধরা,পিপসের হিসাব করতে না পারা ইত্যাদি।মোট কথা ফরেক্সে লাভ করতে হলে অনেক দক্ষ হতে হবে। অল্প পুজিতে লট কম নিতে হবে।মার্কেটের মুভমেন্ট বুঝে তারপর ট্রেড নিতে হবে।পিপসের হিসাব জানতে হবে সর্বোপরি কঠোর পরিশ্রম করতে হবে নইলে ফরেক্সে লস হবে।

Harun1650
2015-03-11, 02:38 AM
ফরেক্স লস করার কারন হচ্ছে আপনি ভালভাবে ইন্ডিকেটর সম্পর্কে না জেনে ট্রেড ওপেন করে বসা কারন আপনাকে অবশ্যই ইন্ডিকেটরগুলো কি নির্দেশ করছে এখন কি বাই দিতে হবে নাকি সেল দিতে হবে আপনি অবিজ্ঞ না হয়ে ইন্ডিকেটর এর ব্যাবহার না বুজে আপনি কখনোই এখান থেকে লস ছাড়া লাভ এর চিন্তা করতে পারেন না। আর তাই এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে অবিজ্ঞ হয়ে করলে আশা করা যায় আপনি লস কম করার সভবনা থাকে।

Esan Islam
2015-03-11, 09:00 AM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লাভের পাশাপাশি লসও রয়েছে। লসের বিভন্ন কারন রয়েছে যেমন অধিকাংশ ট্রেডার অদক্ষতার সহিত ট্রেড করে যা ট্রেডে লসের অন্যতম কারন।তাছাড়াও ধৈর্য্য না ধরা,মার্কেট অ্যানালাইসিস না করতে পারা,ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করতে পারা ইত্যাদি লসের কারন।মোট কথা ট্রেডে লস থেকে বাচতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি অনেক ধৈর্য্যশীল হতে হবে।

A Momin Chowdhury262
2015-03-11, 12:04 PM
আমরা জানি যে ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । সাথে সাথে নতুন নতুন ট্রেডার আস্তেছে এই মার্কেটে , কিন্ত দেখা যায় যে ৯৫% নতুন ট্রেডার লস করতেছে তাদের ট্রেড । এর কারণ হচ্ছে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞানার্জন না করা । সঠিক পদ্ধতি অবলম্বন না করা । যদি কেউ ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জেনে এই মার্কেটে আসে তাহলে আসা করা যায় সে খুব কমই লস করবে । লাভ করবে বেশি ।

Shimanto754
2015-05-14, 07:59 PM
স্বল্প ধারনা নিয়ে ট্রেড করতে যেয়ে ফরেক্সে অনেকেই লস করে।সাধারনভাবে অনেকেই খুব স্বল্প ধারনা ট্রেডের জন্য মরিয়া হয়ে যায়।ভেবে নেয় ফরেক্স খুবই সহজ।কি এতো মানি ম্যানেজমেন্ট,কি এতো অ্যানালাইসিস কিছুই তো জরুরি নয়।ফরেক্স তো ভাগ্যের চাকা।ভাগ্য ভালো হলে অবশ্যই লাভ হবে।এতো নিয়মের কিছু নাই।এমন কিছু মানসিকতার জন্য ফরেক্সে অনেকেই লস করে বলে আমি মনে করি।

HELPINGHAND
2015-05-15, 12:31 PM
যাহারা সৎ পথ অবলম্বন করিয়া জীবিকা নির্বাহ করেন, তাহারা আল্লাহ'র প্রিয় বন্ধু।পরশ্রীকাতর ও লোভী ব্যাক্তি কখনো শান্তি পাবে না।নিজেকে কখনো অপরের চেয়ে ছোট মনে করো না।সে ব্যক্তিকেই একজন প্রতিনিধি রুপে নির্বাচিত করা যেতে পারে, যিনি জাতীয় স্বার্থের মোকাবেলায় নিজের ব্যক্তিগত সকল স্বার্থ উৎসর্গ করে দেয়ার মত মানসিক উদারতার অধিকারী।

Raselbd
2015-05-18, 01:10 PM
আপনি হয়তো দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু লক্ষ্যে পৌছাতে পারছেন না। এ অবস্থায় নিজেকে বলুন- আমি হয়তো আজও দিন শেষে লক্ষ্যে পৌছাতে পারবো না, কিন্তু প্রথম দিনের পরিশ্রম শেষে আমি লক্ষ্য থেকে যত দূরে ছিলাম, আজ দিন শেষে তার থেকে অনেক বেশি কাছে চলে যাবো।

Raselbd
2015-05-21, 08:59 PM
সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখা যায় যে একজন ট্রেডার ১০ টি ট্রেডে সফল হয়েছে, এবং ৫টি ট্রেডে বিফল হয়েছে। কিন্তু তারপরও সে লস খেয়েছে! অর্থাৎ লাভের টাকার অংক থেকে ক্ষতির অংক বেশি। এর কারন কি? এর কারন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট না করা।

Dipok121
2015-05-21, 09:41 PM
ফরেক্স একটি বিজনেস মার্কেট পেলেস । এখানে কাজ করতে হলে ফরেক্স সম্পকে ভালো করে জানতে হয়। কি ভাবে ট্রেড করতে হয় এ বিষয় গুলো মাথায় রাখতে হয়। যখন কোন নতুন ট্র্রেড ফরেক্স এ কাজ করে তখন সে হয়তো অনেক কিছু ভেবে অনেক করার চেষ্টা করে। আসলে না বুঝে অনেক কিছু করে ফলে লস হয়। তাই ফরেক্স এ কিছু করতে হলে সর্ব প্রথম ফরেক্স সম্পকে জানতে হয়। তাহলে লস হবে না।

TselimRezaa
2015-05-25, 03:55 PM
আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমে যে এত ভালো প্লেয়ার তারা কিন্তু একদিনে ভালো ক্রিকেটার হয়নি। তারা প্রত্যেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে এই পর্যায়ে এসেছে। তারা যদি প্র্যাক্টিস না করতো তবে কোনোদিনও ওই পর্যায়ে যেতে পারতো না। ফরেক্সে বিগেনার ট্রেডাররা লস করে কারন তাদের মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা থাকে কম, তাদের অনুশীলন থাকেনা। ট্রেডিং প্ল্যান থাকেনা। একারনেই তারা লস খায়। ফরেক্সে ভুল সিদ্ধান্ত নিলে লস খেতেই হবে। অধিকাংশই লস খায় তাদের অদক্ষতা ও ভুল সিদ্ধান্তের জন্য।

shihab
2015-06-20, 06:26 PM
অতিরিক্ত আত্ত- বিশ্বাস কারনেও আমরা ফরেক্স এ লস করে থাকি এবং শফল না হতে পারার অন্নতম একটি বড় কারন হল ঘন ঘন নিজের ট্রেডিং সিস্টেম এ পরিবতন আনা। অনেক নতুন ত্রেদার কেই দেখা জায় যখনি তারা ৪/৫ টা লস একসাথে খায় তারা ভেবে বসে যে তাদের ট্রেডিং সিস্টেম ভাল নয় এবং তারা নতুন ট্রেডিং সিস্টেমে এর পিছনে দউরাদউরি শুরু করে দেয় আর এভাবেই তারা আস্তে আস্তে ফরেক্স থেকে দূরে শরা জায়।

maziz6989
2015-06-23, 03:56 PM
ফরেক্স এ লস অনেক কারণে হতে পারে। সব চেয়ে বড় কারণ আমি মনে করি রিভেন্জ ট্রেডিং। একটা ট্রেডে লস হওয়া মাত্র আমাদের মাথা নষ্ট হয়ে যায়। উপুর্যপুরি দুই তিনটা ট্রেড নিয়ে ফেলি লস রিকভার করার জন্য। ফলাফল লাভ তো হয়ই না উল্টো আরো লসের মুখোমুুখি হতে হয়। তাই সবার উচিত বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে ট্রেড এ এন্ট্রি নেওয়া

bonushunter
2015-06-23, 03:57 PM
ফরেক্স এ লস করার প্রধান করন লোভ করা আর না এনালাইসিস করে এলো মেলো ট্রেড করা। ফরেক্স যেহেতু খুব রিস্কি ব্যবসা তাই ফরেক্স এ লোভ করা একদম ঠিক না। আর যদি আপনি ফরেক্স মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে লস অবশ্যই করবেন।

fxover
2015-09-21, 01:03 AM
ফরেক্স লসের অনেক অনেক কারন রয়েছে । বেশির ভাগ নতুন ট্রেডাররা ফরেক্সে অনেক লস করে , তারপর তারা ভাবে যে ফরেক্স থেকে লাভ করা যায় না , ফরেক্স ভূয়া । কিন্তু তাদের ধারনা ভূল , আর এর প্রধান কারন হচ্ছে যে ফরেক্স তারা না শিখেই আন্দাজে ট্রেড করতে থাকে । তাহলে লস তো হবেই । ফরেক্স এ সফল হতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে , আর অন্যের কথায় ট্রেড না করে নিজে ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করে ট্রেড করতে হবে ।

Jobless
2015-09-21, 09:01 AM
ফরেক্স লস করার বিভিন্ন কারন আছে তার মধ্য একটা হল ট্রেড সম্পকে ভাল ধারনা না থাকা।ডেমো তে কমপক্ষে ৬ মাস প্রাটিস না করে রিয়েল এ বেশি ডিপোজিট দিয়ে ট্রেড করা।মার্কেট ভাল করে এনালাইসিস না করা।রুল ফলো না করে ট্রেড করা।ট্রেড এর সময় ইমোশনাল হয়ে পড়া,বেশি প্রফিট এর আশাই লোভ করে বসা ইত্যাদি কারনে আমি মনে করি যে ট্রেডার রা লস করে থাকে।

shakawath
2015-09-23, 04:19 PM
ফরেক্সে লসের অনেক কারন থাক্তে পারে। যেমন,
১. ট্রেডিং এর সঠিক জ্ঞান না থাকা,
২. মানি ম্যানেজমেন্ট / রিস্ক ম্যানেজমেন্ট না মানা,
৩. লোভ করা, ধৈর্য হারানো, অধ্যবসায় না থাকা,
৪. এনালাসিস এ ত্রুটি থাকা, ট্রেন্ড নির্ধারনে ভুল করা ইত্যাদি।

AbuRaihan
2015-10-07, 12:59 AM
আসলে সবাই ট্রেড করে লাভ করার জন্য । কেউ কি চায় এখানে লস করতে ? লস হয় আমাদের ভুলের কারণে কিংবা মার্কেট অবস্থা আমদের প্রতিকূলে থাকে বলে । যাহোক ফরেক্স লাভ লস থাকবে এবং লাভ করা কিংবা লস করা একটা সাধারণ ব্যাপার । এখানে একজন নতুন ট্রেডার অবশ্যই লস করে এবং প্রত্যকটা লস তাদের জন্য নতুন নতুন শিক্ষা । তাই ৯৫% বিগিনার এখানে লস করে এটাই স্বাবাভিক । কিন্ত আস্তে আস্তে এখানে তারা দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে লাভবান হয় ।

RUBEL MIAH
2015-10-07, 12:08 PM
লোভে পাপ পাপে মৃত্যু । সুতরাং ফরেক্স এর যে কয়টি লসের কারণ রয়েছে তার মধ্যে লোভ হল অন্যতম । লোভ দ্বারাই মানুষ আজ এত পিছনে । তাই ফরেক্সে যে লোভ বেশি করবে তার লসের কারণও বেশী হবে । এছাড়াও অদক্ষতা , প্রশিক্ষনবিহীন ট্রেড এবং অন্যমনস্ক ইত্যাদির কারণেও এই লস হয় । তাই আমরা যখন ট্রেড করব তখন বুঝে শুনে এবং ভেবে চিন্তে ট্রেড করব ।

shohag101
2015-10-07, 01:09 PM
ফরেক্স এ লসের যত গুলা কারন আছে, তার মধ্যে অন্যতম কারন হল বেশি লটে ট্রেড করা,
জার ফলে মানুষিক চাপ বারে ফলে সব উল্টা পাল্টা হয়ে যায়।

Md. Ridoy parvej
2015-10-07, 03:32 PM
ফরেক্সে লসের কারন হল আমরা অনেক নতুন ট্রেডার আছে যারা নতুন তারা অনেকে ফরেক্স ভাল জানে না । তারা ফরেক্স করতে গেলে প্রায় ভুল করে । আর প্রচুর ভাবে লস করে । আর লস করে তারা হতাস হয় অ

samrat
2015-10-07, 08:09 PM
ফরেক্সে লসের কারন
শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়।
পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে
৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস
করে। কিন্তু কেন? আপনারা কি মনে করেন।

Furkan
2015-11-05, 09:41 AM
ফরেক্র মারকেটে লস করার মেইন কারণ হচ্ছে । যারা ফরেক্র মারকেট সম্পরকে না যেনে শুনে ট্রেড করে থাকেন। আর যারা ফরেক্র মারকেট সম্পরকে যানেন তাদের মধ্যে অনেকে বেসিক জ্ঞান গুলি কাজে না লাগানোর কারণে ফরেক্র মারকেটে লস করেন। আর আমাদের অনেক ক্ষেএে লুভের কারণে ও ফরেক্র মারকেটে লস করে থাকি। বলতে গেলে অনেক গুলো কারণে ফরেক্র মারকেটে লস করে থাকি।

MotinFX
2015-11-09, 11:27 AM
ফরেক্স মার্কেটে লসের প্রধান কারণ হল কম ধারনা নিয়ে ট্রেড করা। কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। তাই ফরেক্স মার্কেটে এসে মনে কম সময় বেশি লাব করতে চাই। তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে ট্রেড করতে হবে। লসের চেয়ে প্রপিট বেশি হবে।

Md Opu
2015-11-11, 05:35 PM
ফরেক্সে লসের কারন সম্পর্কে বলতে হলে প্রথমে বলতে হবে যে যারা ট্রেড করে তাদের মধ্যে অনেকই ট্রেডনা করা শিখে লোভের পাছে দৌড়ায় যার কারনে ৯৫% ট্রেডাররা লস করে থাকে, আমাদের আগে বুঝা উচিত ট্রেড কিভাবে করতে হয় এর কোন সময় ট্রেড করলে লসে হবেনা এবং এর পাশাপশি আনেক ধৈয্য থাকতে হবে ।

syed22333
2015-11-12, 12:05 PM
ফরেক্স লসের প্রধান কারণ অদক্ষতা। ফরেক্স অনেকেই ফরেক্স সম্পর্কে হালকা ধারনা নিয়েই নেমে পড়ে রিয়েল ট্রেডিং করত এবং তারা লস খায়। একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ।
।।

hasan019
2015-11-14, 11:08 AM
এটা ঠিক যে ফরেক্সে অনেকই লস খায় কিন্তু তারাই পরে আবার লাভ করে। এটা একটা সাধারন নিয়ম ফরেক্স এ। তবে আমরা জদি ভালভাবে পড়াশুনা করে ট্রেড করি তাহলে আমরা লস কম করব আর আমাদের তখন লাভ হবে। ট্রেড এর আগে আমাদের ভালভাবে অ্যানালাইসিস করতে হবে।

Fxaziz
2015-11-16, 08:06 PM
ফরেক্স লস হওয়ার প্রধান কারন হল হেয়ালিপনা এবং অদক্ষতা । আমরা অনেকে মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক সহজ । সত্যি বলতে আসলে তা নয় । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে এবং ফরেক্সে ট্রেড করার নিয়ম ও রীতিনীতি জানতে হবে । অনেকে ডেমু একাউন্টে ভাল ভাবে ট্রেডিং না করে রিয়াল একাউন্টে ট্রেড করে তাই হয়তো লস করে থাকে । তাই ফরেক্স এ ট্রেড করে লস না হওয়ার জন্যে ডেমু একাউন্টে প্রেক্টিচ করা জরুরি ।

Fxaziz
2015-11-17, 12:37 AM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে আপনি সম্পূর্ণ বিনা পুঁজিতে ইন্টারনেটে ট্রেড করে নিজেদের জীবনে আয় করে সচ্ছল হতে পারি । সবাই চায় ট্রেড করে লাভবান হতে , কিন্তু অনেকে ডেমু ট্রেড এ ভাল প্রেক্টিস না করে রিয়াল ট্রেড একাউন্ট খুলে ট্রেড করি । হয়তো আমাদের কয়েকটা ট্রেডে লাভ হয় , কিন্তু পরবর্তীতে আমরা লোভে পরে অনেক টাকা হারিয়ে হতাশ হয়ে পরি । তাই অতি লোভ না করে ঠাণ্ডা মাথায় এবন আত্মবিশ্বাসী হয়ে কম কম ট্রেড করা উত্তম ।

amdad123
2015-11-18, 12:34 AM
আমরা সবাই ফরেক্স সম্পর্কে জানার পর পরেই ব্যস্ত হয়ে যায় কিভাবে তাড়াতাড়ি এখান থেকে ইনকাম করব। কিন্তু ভাবিনা আমি কি ইনকামের উপযোগী হয়েছি কিনা। লস করার বড় কারন হচ্ছে এখানে ট্রেড করা শুরু করলে ভাবি তাড়াতাড়ি ব্যালেন্স ২গুন করতে হবে, ার এই ভেবে ওভার ট্রেডিং শুরু জরে দিয়ে থাকি। কিন্তু মার্কেট যখন বিপরীত দিকে যায়, তখন আর ব্যাকআপ থাকেনা, ফলাফল একাউন্ত জিরো হয়ে গেল।

sayem11
2015-11-24, 08:09 AM
আমাদের সকলের উচিৎ ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স ভালো করে প্র্যাকটিস করা । ফরেক্সের ট্রেড দেওয়ার আগে ট্রেডের উপযোগী কোন ইকনমিক্যাল নিউজ আছে কিনা দেখে নেয়া, মানি ম্যানেজমেন্ট করা, পিভট পয়েন্টের হিসেব করা, সাথে মার্কেটের সাপোর্ট রেসিস্ত্যান্স দেখে তারপর ট্রেডের এন্ট্রি দেওয়া যায় কিনা চিন্তা করে ট্রেড করা । কিন্তু আমরা তা না করে বাই সেল দেখে শুধু ট্রেড কতে থাকি, তাই মার্কেট বিপক্ষে গেলেই একাউন্ত জিরো । তাই লসের কারন গুলো খুজে বের করে বিশ্লেষণ করা প্রত্যেক ভালো ট্রেডার প্রত্যাশির উচিৎ ।

mzkhanom
2015-11-26, 06:21 PM
ফোরেক্স সম্পর্কে না বুঝে না জেনে কাজ করলে লস তো হতেই পারে । ট্রেড করার সময় মনকে স্থির রাখতে হবে । বেশি লাভের আশা করা যাবেনা । আগে রিয়াল ট্রেড করা যাবে না । ডেমো ট্রেড করতে হবে । যাদের ফোরেক্স সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে শিখতে হবে জানতে হবে । আর না জেনে কাজ করাই লসের কারন ।

dinner
2015-11-29, 07:23 PM
ফরেক্স মাকেটে নতুনরা লস করে বেশী করে থাকে । এই লস করার কারন নিম্নে দেওয়া হলো :
* সঠিক জ্ঞান অজন না করে ফরেক্স মাকেটে ট্রেড করে ।
* লোভে পড়ে ট্রেড করে ।
* ধৈয্য ধারন ক্ষমতা কম থাকার কারন ।
* .মানি ম্যানেজমেন্ট না মেনে কাজ করে ।

Marufa
2015-11-29, 07:25 PM
ফরেক্স ট্রেডিং এ লসের সবচেয়ে বড় কারন হচ্ছে না বুঝে আবেগের বশে ট্রেড নেয়া । বেশি ট্রেড করলে যেমন বেশি লাভ করার সম্ভাবনা থাকে তেমনি বেশি ঝুকিও থাকে । তাই বুঝে শুনে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ ।

bonushunter
2015-11-30, 12:02 AM
ফরেক্স এ লসের অনেক কারন আছে। যেমন এনালাইসিস না করে ফরেক্স ট্রেড অপেন করা। অনেকেই শুধু টেকনিকাল এনালাইসিস করেই ট্রেড অপেন করে ফলে সে লস করে আমারদের উচিত টেকনিকাল এনালাইসিস এর পাশাপাশি ফানডামেন্টাল এনালাইসিস করে ট্রেড অপেন করা তাহলে লস হবে না। আবার অনেক ট্রেডার লোভের কারনে ঘন ঘন ট্রেড করে ফলে সে ইচ্ছা করে ফরেক্স এ লস করে।

basaki
2016-03-25, 11:27 AM
ফরেক্স মার্কেটে অনেক প্রকার লসের কারন থাকতে পারে। আমাদের লসের প্রধান কারন আমি মনে করি অতিরিক্ত লোভ আমাদের লোভের কারনে ফরেক্স মার্কেটে আমাদের একাউন্ট জিরু হয়ে যায়। আর একটা কারন হচ্ছে আমাদের মানি মেনেজমেন্ট না জেনেই ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি।

dwipFX
2016-05-13, 12:26 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন থাকতে পারে তার মধ্যে প্রধান কারন হল লোভ করে বেশি ভলিউমে ট্রেড করা, মানি মেনেজমেন্ট না মেনে ট্রেড করা, অতিরিক্ত ট্রেড করা,এবং ডেমো প্রেকটিস না করে তারা রিয়াল ট্রেডে চলো আস।

sharifulbaf
2016-05-13, 05:42 PM
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকি সঠিন ট্রেডিং সিস্টেম না জানার জন্য,তাই আমাদের ভাল করে ট্রেডিং সিস্টেম জানতে হবে,আমরা অনেক ট্রেডার আছি যারা না বুঝে মার্কেটের বিপরীত ট্রেড করি,আবার,আমরা লোভে পড়ে ট্রেড করার জন্য অনেক সময় লসের কারন হয়ে দারায়,নিউজ না দেখে ট্রেডিং করে থাকি।

HKProduction
2016-07-02, 06:24 AM
অনেক পুরানো কাহিনি পড়লাম। খুব একটা ভাল লাগল না। কেননা ট্রেডারদের লস আর লস এসব শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায়। কেন, যারা কোটি কোটি ডলার কামাচ্ছে তাদের কথাতো কেউ বলেনা। আসল কথা হচ্ছে একটু আয় করা শিখলেই সবাই লোক চক্ষুর আড়ালে চরে যায় । পাছে লোকে , ডলার খোজে। এখন সব নতুন ট্রেডাররাই সচেতন হয়ে ট্রেড করে। কেউ আর আগের মত নেই। যুগ অনেক বদলে গেছে।

forexboy
2016-07-04, 08:40 AM
ফরেক্সে লসের কারন: ফরেক্স লস করার প্রধান কারণ হচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ছাড়াই ট্রেড করা। অতিরিক্ত লোভ করা। আর ধৈর্য্য না থাকা । না বুজে ট্রেড করা।

abdulguffer
2016-07-06, 11:20 PM
ফরেক্স এ লস এর প্রধান কারণ হলো অতি উত্তেজনা ও সঠিক মানি ম্যানেজম্যান্ট না থাকা । আপনি 5 টি ট্রেড করে লাভ করলেন 30 টাকা , আর 1 টি বর লট এ ট্রেড করে লস করলেন 80 টাকা , অনেক সময় ব্যালান্স শেষ হয়ে ফকির হওয়া।

Md. Tariqul Islam
2016-07-18, 09:21 AM
ফরেক্সে অনেকেই ফরেক্স সম্পর্কে হালকা ধারনা নিয়েই নেমে পড়ে রিয়েল ট্রেডিং করতে। এবং তারা লস খায়। একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ। তাই ফরেক্সে উন্নতি করতে হলে অনেক দক্ষ হতে হবে। সর্বপরি কোন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ না গ্রহণ করেই ট্রেড শুরু করাও লসের কারণ বলে আমি মনে করি।

Md. Tariqul Islam
2016-07-18, 09:37 AM
লস করার প্রধান কারণ হচ্ছে খুব অল্প সময়ে কোটিপতি হবার স্বপ্ন । কিন্তু ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই তা আগে ভালভাবে অ্যানালাইসিস করতে হবে এবং লোভ থেকে দূরে থাকতে হবে। ওভার ট্রেড করা যাবে না। স্টপ লস ফিক্সড করতে হবে। তাহলে দেখবেন আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আর লস হবে না।

Md. Tariqul Islam
2016-07-20, 01:09 PM
কারণ হচ্ছে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ছাড়াই ট্রেড করা। এছাড়াও আরো কারণগুলো মধ্যে অতিরিক্ত লোভ করা, মানি ম্যানেজমেন্ট না মানা, ইমোশনাল হওয়া, টেকনিক্যাল ও ফান্ডম্যান্টাল এনালাইসিস না বুঝা। সর্বপরি কোন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ না গ্রহণ করেই ট্রেড শুরু করাও লসের কারণ বলে আমি মনে করি। একটা কথা মাথায় রাখতে হবে ফরেক্স খুব জটি ব্যাবসা। এখানে লাভ করা যেমন সহজ ঠিক তেমনই লস করাও একেবারে সহজ। তাই ফরেক্সে উন্নতি করতে হলে অনেক দক্ষ হতে হবে। সর্বপরি কোন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ না গ্রহণ করেই ট্রেড শুরু করাও লসের কারণ

Sahed
2016-07-28, 06:18 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।

fxinfo
2016-07-28, 06:22 PM
ফরেক্স মাকেট এ লসের বিভিন্ন রকম কারন রয়েছে । এর মধ্যে অন্যতম প্রধান কারন হচ্ছে না বুঝে বড় বড় লটে ট্রেড করা । যারা না বুঝে বড় বড় লটে ট্রেড করা তারা কখনওই সফল হতে পারে না । ফরেক্স মাকেট এ অবশ্যই নিজের লোভকে পরিহার করা উচিত বলে আমি মনে করি । এভাবেই আমরা সফলতা পেতে পারি ।

fatema begum
2016-07-31, 06:57 PM
লসের কারণ নিয়ে আমরা এর আগেও অনেক কিছু আলোচনা করেছি।লসটা হয় সাধারণত লোব এবং সঠিক ট্রেডিং অ্যানালাইসিসের অভাবে।সুতরাং আমরা যদি ভাল কিছু করতে চায় তাহলে আগে আমাদেরকে একটা স্ট্রাটেজি বিল্ড করতে হবে ।যেখানে আমরা প্রফিট করতে পারব।তাহলে আমরা নিজেদের ক্ষতিটা অনেক কমিয়ে আনতে সক্ষম হবো।

nisho5533
2016-10-04, 09:54 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে আমাদের কিছু সাধারণ ভুল রয়েছে।আমরা যদি আমাদের ভুল গুলো সুদ্রে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করি না।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অন্নের এনালাইসিস কে অনুস্মরণ করি।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় বেসি লোভ করি।তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।

MoinFX
2016-10-05, 11:12 AM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ৯০% লোক লস খায় এটা মিথ্য হতে পারেনা কারন যারা নতুন আসে তারা ফরেক্স মার্কেটে টিকে থাকার চেয়ে বেশি করে টাকা লাভ করার স্বপ্নে বিভুর তাই তারা বেশি করে লস করে এবং এক সময় তারা ফরেক্স ছেরে অন্য কাজ করা শুরু করে। তারা বলে ফরেক্স ব্যাবসা হল লস ব্যাবসা।

nisho5533
2016-10-05, 12:51 PM
আমরা জানি ব্যবসা করতে মূলধন বিনিয়োগ করতে হয়। আর এ ব্যবসা পণ্য নিয়ে শুরু করতে হয়। ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে। আমি মনে করি লোভই ফরেক্স এ লসসের অন্যতম কারন।

Mamun13
2017-09-30, 11:31 PM
নতুন ট্রেডারগণ মার্কেটের কলাকৌশল কিছুই জানে না,বুঝে না,সঠিকভাবে স্টাডিও করতে পারেনা৷তারা মনে করে ফরেক্স মার্কেট টাকার বিশাল ভান্ডার,রাতারাতি বড়লোক হওয়ার আলাদিনের চেরাগ৷তাই 95% নতুন বিগেনার ট্রেডার কষ্ট করে,লেখাপড়া করে,দীর্ঘ সময় দিয়ে,ধৈর্য্য ধরে প্র্যাকটিস করতে পারেনা৷তারা লোভের বসে অস্হির হয়ে উল্টা পাল্টা ভূল ট্রেড করে করে কয়েকবার ব্যালেন্স শুন্য করে মার্কেট থেকেই পালিয়ে যায়৷

Grimm
2018-02-09, 11:37 PM
আমার মতে ফরেক্স লসের কারণের কোন শেষ নেই, তবে এর মধ্যে কিছু সর্বজনিন কারণ রয়েছে যেগুলো সচারচর সবাই করে থাকে। আর এই কারণগুলো আপনি যদি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করে ট্রেড করতে হবে, আর বেশি করে ডেমোতে আপনাকে সময় দিতে হবে।

Amiforex
2018-02-09, 11:51 PM
প্রথমত ফরেক্সকে খুবই হালকা ভাবে নেওয়া টাই হচ্ছে বড় লসের প্রধান কারণ। নতুন অবস্থায় দেখা যায় যে ফরেক্স একটি খুবই সহজ ব্যবসা আর একটি বিষয় আছে অনেক ট্রেডার ফরেক্সকে একটি গেম মনে করে পরিচালনা তারা যখন ফরেক্সকে গেম হিসাবে নেয় তখন তার এখানে সব সময় উল্টাপাল্টা এবং প্রচুর ভুল ট্রেড করে যেমন মার্কেট নিচের দিকে গেলে তারা বাই ট্রেড করে আবার উপরে গেলে সেল ট্রেড করে তারা কখনই জানতে চায়না কেন মার্কেট উপরে গেল আবার কেনইবা মার্কেট নিচের দিকে গেল শুধু ট্রেড করা দরকার তাই ট্রেড করে এবং গেম খেলে যা ফরেক্স মার্কেটে খুবই বড় ভুল এবং এইসব কারনে লস করে।

maziz6989
2018-02-10, 12:38 AM
আমি নিজেও খুজছি কারণগুলো। আপনি যেটা বলেছেন তা সত্য। কিন্তু ভেতরে আরও অনেক কিছু আছে- আস্তে আস্তে খোলাশা করব।
সাথে থাকবেন। ধন্যবাদ

Grimm
2018-02-10, 11:44 PM
প্রথমত ফরেক্সকে খুবই হালকা ভাবে নেওয়া টাই হচ্ছে বড় লসের প্রধান কারণ। নতুন অবস্থায় দেখা যায় যে ফরেক্স একটি খুবই সহজ ব্যবসা আর একটি বিষয় আছে অনেক ট্রেডার ফরেক্সকে একটি গেম মনে করে পরিচালনা তারা যখন ফরেক্সকে গেম হিসাবে নেয় তখন তার এখানে সব সময় উল্টাপাল্টা এবং প্রচুর ভুল ট্রেড করে যেমন মার্কেট নিচের দিকে গেলে তারা বাই ট্রেড করে আবার উপরে গেলে সেল ট্রেড করে তারা কখনই জানতে চায়না কেন মার্কেট উপরে গেল আবার কেনইবা মার্কেট নিচের দিকে গেল শুধু ট্রেড করা দরকার তাই ট্রেড করে এবং গেম খেলে যা ফরেক্স মার্কেটে খুবই বড় ভুল এবং এইসব কারনে লস করে।

নতুনরা সবসময় চিন্তা করেন এটা খুব সহজ একটা ব্যবসা কারণ এখানে শুধুমাত্র ক্রয় আর বিক্রয়ের মাধ্যমেই মুনাফা উপার্জন করা যায়। ফলে তারা খুব হালকাভাবে এই ব্যবসা নিয়ে থাকে, কিন্তু এখানে হালকাভাবে নেওয়া মানে নিজের পায়ের উপর নিজেই কুড়াল মারা। কারণ এটি একটি উচ্চ ঝুকিপূর্ণ ব্যবসা আর এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে হলে অবশ্যই এখানে কঠোর পরিশ্রম করতে হবে। যদি কেউ পরিশ্রম না করে মুনাফা উপার্জন করতে চায় তাহলে সে কখনই এই বাজারে দীর্ঘসময় টিকতে পারবে না।

amreta
2020-01-25, 03:23 PM
আমি জাপানি ইয়েনে কিছুটা বেয়ারিশ মুভমেন্টের প্রত্যাশা করছি এবং এটি 109.70 সমর্থনটি পরীক্ষা করবে এবং এই সমর্থনটি সিদ্ধান্ত নিয়েছে যে আবহাওয়া বুলিশ বিক্ষোভ অব্যাহত রাখবে বা এটি বিক্রি হবে, যদি এটির চেয়ে পরীক্ষার পরে তা দৃ strongly়ভাবে প্রত্যাখ্যান করা হয় বুলিশকে জনসমাগম করে রাখবে এবং আমার মতামতও ষাঁড়ের সাথে রয়েছে কারণ সাপ্তাহিক চার্টে এটি গত সপ্তাহে বুলিশকে মোড়ানো মোমবাতি গঠন করেছিল।

Rokibul7
2020-05-07, 09:22 PM
এককথায় বলতে গেলে অভিজ্ঞতা না থাকার কারনে লস হয়।আর আমি সিয়র বলতে পারি,যারাই ফরেক্স এ টিকে আছে তারাই লসের সমুদ্র পাড়ি দিয়ে টিকে আছে।তাই টিকে থাকতে প্রয়জন ধয।তাই শুধু একটা গন্তব্য রাকতে হবে আর সেটা হল, না জেনে টেড এ অংশগ্রহন করা যাবে না।আর জানতে হলে প্রচুর সময় দিতে হবে।

Sakib42
2020-06-27, 11:49 PM
প্রিয়,
এটি অভিজ্ঞতার অভাব, খারাপ অর্থ পরিচালন এবং ব্যবসায়ের সংকেতগুলির অপব্যবহার। দুর্ভাগ্যক্রমে, অনেক বিদেশী ব্যবসায়ী বিশ্বাস করেন যে সমস্ত কিছুই ব্যবহৃত সিগন্যাল এবং গ্রাফ সম্পর্কে। 90-95% ব্যবসায়ী প্রকৃত অর্থে দুর্বল কার্যকর হওয়ার কারণে অর্থ হারান। আপনি জানেন যে ক্ষতির অনেক কারণ রয়েছে। বৈদেশিক মুদ্রার বাজারে ক্ষতির গুরুত্বপূর্ণ বিষয় হ'ল ঝুঁকি ব্যবস্থাপনায় জ্ঞানের অভাব। অনেক ব্যবসায়ীদের বৈদেশিক মুদ্রার ব্যবসা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকে তবে অনেকে কীভাবে বাণিজ্য করতে হয় তা জানেন না। সিনিয়র ব্যবসায়ীদের উচ্চ ঝুঁকি নিতে ঝোঁক। লাভজনক ব্যবসায়ের জন্য আপনার ন্যূনতম ঝুঁকি থাকা দরকার। সুতরাং আপনার ক্ষতির কারণ কম হওয়া উচিত এবং ফরেক্সে ভাল লাভ পাওয়া উচিত|

FREEDOM
2020-07-25, 03:47 PM
ফরেক্সে লাভ-লসেরই কারবার।কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় এখানে অধিকাংশ ট্রেডারই লস করে। এই লস করার কিছু কারন তো থেকে যায়।কারনগুলো হল-অদক্ষতা,অনভিজ্ঞতা, ফরেক্সকে ভাগ্যের পরিহাস বলে মেনে নেওয়া,সঠিক অ্যানালাইসিসের ব্যর্থতা, ইত্যাদি।তবে আমার মনে হয় অনেক ট্রেডারই মনে করে ফরেক্স শিখার কাছু নয় সবকিছুই ভাগ্যের।

FREEDOM
2020-07-25, 04:14 PM
আসলে দীর্ঘদিন মার্কেটে থাকার পরেও আমরা অনেকেই এখনো লস করে থাকি এর কারন আমরা সঠিক নিয়মে কখনোই ট্রেড করি না সবসময়ই শুধু লাভের চিন্তা করি লসকে কখনোই মেনে নিতে পারি না যার কারনে ইমোশনাল হয়ে আরো বেশি লস করে ফেলি।

Md.shohag
2020-07-26, 12:50 PM
ফরেক্স এ লস করার প্রধান কারণ হচ্ছে খুব অল্প সময়ে কোটিপতি হবার স্বপ্ন । কিন্তু ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই তা আগে ভালভাবে অ্যানালাইসিস করতে হবে এবং লোভ থেকে দূরে থাকতে হবে। ওভার ট্রেড করা যাবে না। স্টপ লস ফিক্সড করতে হবে। তাহলে দেখবেন আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আর লস হবে না