PDA

View Full Version : ফান্ডামেন্টাল অ্যানালাইসিস



shawon2015
2014-12-14, 01:44 PM
সামাজিক অথবা রাজনৈতিক ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।

mdaiarman
2015-01-08, 11:13 AM
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।

এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ
দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী
দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম

Eraulhaque
2015-02-13, 06:49 AM
ফরেক্স ট্রডিংয়ে উন্নত দেশগুলোর কারেন্সি নিয়ে ট্রডিং করা হয়। আর এই কারেন্সির মূল্যমান নির্ভর করে ঐ দেশের অর্থনীতির অবস্থার ওপর। ঐ দেশের অর্থনীতি যত শক্তিশালী হবে কারেন্সির বা মুদ্রার মান তত বেড়ে যাবে।এই ভাবে কোনো দেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনা করে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে যেই দেশের কারেন্সির ট্রেডিং করব সেই দেশের অর্থনীতির অবস্থার খোজ-খবর নিতে হয়।

জাহাঙ্গীর
2015-02-16, 01:07 PM
ফরেক্স ট্রেডিং এ আমার উন্নত দেশগুলোর কারেন্সি ক্রয়-বিক্রয় করে থাকি। তাই তো ফান্ডামেন্টাল এনালাইসিস করার যোগ্যতা অর্জন করা প্রত্যেক ট্রেডারর উচিত। ফান্ডামেন্টাল এনালাইসিস করতে না পারলে ট্রেডিং লস হওয়ার সম্ভবানা বেড়ে যাবে। আমরা দেশের কারেন্সি ক্রয় করবো তার আগে দেখতে হবে দেশের বর্তমান অর্থনীতি, রাজনীতি ও প্রাকৃতিক অবস্থা কেমন? কারণ এর উপর নির্ভর করছে ঐদেশের কারেন্সি দাম বৃদ্ধি বা কমার।

Harun1650
2015-03-04, 02:26 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি লং টাইম ট্রেড করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। কারন হিসাবে বলা যায় ধরুন আপনি জেকোন লট এ বাই ট্রেড ওপেন করছেন কিন্ত যদি তখন মার্কেট আপনার উলটা দিকে চলে যায় আর ধরুন অনেক ডলার এই মুহুর্তে অনেক লস এ আছেন সেই ক্ষেত্রে আপনার লাভ এর জন্য ট্রেড টাকে ক্লোস না করে ধৈর্য ধরে থাকতে হবে আর এই সময় যদি আপনি যেই কারেন্সি বরাবর ট্রেড ওপেন করছেন সেই দেশের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি অনেক বেশি লস এ পরতে পারেন তাই আমি মনে করি যেই কারেন্সির ট্রেড ওপেন করবেন সেই দেশ এর ভবিষ্যৎ এ কোন কিছু ঘটতে পারে কি না তা ভাল ভাবে জেনে ট্রেড ওপেন করবেন।

Esan Islam
2015-03-04, 07:56 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। সাধারনভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে বোঝায় যেকোনো দেশের অর্থনৈতিক পর্যালোচনাকে।ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটু ভিন্ন কেননা ফরেক্স মার্কেটে উন্নত দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় হয়ে থাকে।মোট কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হল অর্থনৈতিক পর্যালোচনা।ফরেক্সে যে দেশের কারেন্সিতে ট্রেড করা হয় সেই দেশের অর্থনৈতিক খোজ খবর রাখতে হয়।

Esan Islam
2015-03-11, 09:15 AM
ফরেক্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা যারা ফরেক্সে ট্রেড করে থাকি আমাদের অনেক দেশের কারেন্সির খোজ খবর রাখতে হয়। কারন ফরেক্সে কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড করে থাকি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো দেশের সেই অবস্থা যা কারেন্সি পেয়ারের পরিবর্তন।মোট কথা কারেন্সি পেয়ারের পরিবর্তনই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।

Zakariea
2015-05-09, 08:30 PM
ফরেক্স এ মুদ্রার মান নিজে নিজে কোনো প্রকার কারন ছাড়া বাড়ে বা কমে না। এই খানে যেই দেশের মুদ্রা সেই দেশের রাজনৈতিক, অর্থনীতি এবং বিভিন্ন কারনে মুদ্রার মান বাড়ে বা কমে। আর এই মান বৃদ্ধি পাবে বা কমবে তা একটি নিউজ এর মাধ্যমে এনালাইস করা কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে।

Shimanto754
2015-05-12, 04:44 PM
তিনরকমের অ্যানালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটি।এটি অন্যতম গুরুত্বপূর্ন অ্যানালাইসিস। যেসব দেশের কারেন্সির ট্রেড আমরা করি সেসব দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশের পরিস্থিতি ব্যাখ্যা করে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে।ভালোভালো ফরেক্স ট্রেডাররা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকেন।

fxover
2015-09-20, 11:59 AM
ফরেক্স এ সফল হতে হলে শুধু টেকনিক্যাল এনালাইসিস করলেই হয় না । টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিসও করতে হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে কোন দেশের রাজনৈতিক অর্থনৈতিক , সামাজিক বিষয়গুলোর এনালাইসিস । আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারি বিভিন্ন নিউজ এনালাইসিস করে । যখন কোন কারেন্সির হাই ইম্প্যাক্ট নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট কয়েকশ পিপ্স পর্যন্ত মুভ করে । তাই আমাদেরকে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে যেন আমরা মার্কেট এর এমন বড় পরিবর্তন গুলো ধরতে পারি ।

onlyfx
2015-10-22, 07:14 PM
নিউজ এনালাইসিসই ফান্ডামেন্টাল এনাআলিসিস হিসেবে পরিচিত । ফান্ডামেণ্টাল এনালাইসিস এর মধ্যে যেকোন দেশের রাজনোইতিক অর্থনোইতিক সামাজিক ইত্যাদি বিষয়গুলো জড়িত । কোন ট্রেডার যদি ফান্ডামেন্টাল এনাআলিসিস করতে চান তাহলে তাকে এই সব বিষয়গুলোর উপর সবসময় খেয়াল রাখতে হবে । আর আপনি এই সব ব্যাপারগুলো বিভিন্ন নিউজ থেকে জানতে পারবেন । আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনি নিউজ ট্রেড করতে পারেন আর এজন্য একোনোমিক ক্যালেন্ডার দেখেন ।

dinner
2015-11-29, 06:52 PM
অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।

basaki
2016-03-26, 12:06 PM
এনালাইসিস ফরেক্স মার্কেটের লাভ করার জন্য আমি মনে করি একটি উৎকিস্ট পন্তা। যে কেউ ফরেক্স মার্কেটেভট্রেড করতে গেলে আগে থাকে ফরেক্স মার্কেটের এনালাইসিস ভাল করে বুঝে ফরেক্স ট্রেড অপেনবকরতে হবে আর টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে বুঝে ট্রেড করতে হবে।

Sahed
2016-07-26, 10:23 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । ফান্ডামেন্টাল এ্যনালাইসিস হচ্ছে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা।

md mehedi hasan
2016-12-02, 10:10 AM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাই সিস আছে।এর মধ্যে ফান্ডামেন্টাল এনাাইসিস অন্যতম।মূলত ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ভিত্তি করে মার্কেট প্রাইস মুভ করে।মূলত একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনাাইসিস বলে।

RUBEL MIAH
2016-12-11, 09:50 PM
আমরা যদি ফরেক্স ব্যবসা করে সফলকাম হতে চাই তাহলে অবশ্যই আমরা ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বেশী বেশী করে নেব । যে ট্রেডার বেশী বেশী ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । আমরা অন্য সকল ট্রেডারদেরও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করার পরামর্শ দেব তাহলে তারাও উপকৃত হবে ।

riponinsta
2017-01-09, 04:27 PM
ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ফরেক্স মার্কেট এ টেড করে থাকে তাই আপনি ও ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে টেড করতে পারবেন যারা ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে টেড করে তারা ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করে থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এ আপনি লং টাইম লাভ করতে পারবেন ।

Zubaerahmad
2017-01-19, 12:32 AM
মুলত ট্রেড করার ফর্মুলা তিনটাঃ
১.টেকনিক্যাল এনালাইসিস
২.ফান্ডামেন্টাল এনালাইসিস
৩.এবং ক্যান্ডেলস্টিক এনালাইসিস ।
মুলত বেশিরভাগ ট্রেড হয়ে থাকে টেকনিক্যাল এনালাইসিস স্ট্রেটিজিতে এবং এই স্ট্রেটিজিই সবচেয়ে বড় এবং সময় সাপেক্ষ। আর বিভিন্ন অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলের মাধ্যমেই আমরা ভালো প্রফিট করতে পারি।

msisohel
2017-01-19, 04:35 PM
ফরেক্স বাজারে ট্রেড করতে হলে এর মুদ্রা র অবস্থা সে মুদ্রার দেশের সামাজিক অরথনিতি ও রাজনিতিক পরিস্থিতি কেমন তার উপর মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ভর করে। মুদ্রার বাজার দর হ্রাস বৃদ্ধির উপর ফরেক্স বাজারের কেনা বেচা নির্ভর করে। আর এ সম্পর্কে এনালাইসিস করা হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস।

nbfx
2017-03-29, 10:22 PM
কোন দেশের রাজনৈতিক,অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উপর ভিত্তি করে যে নিউজ রিলিজ হয় ফরেক্স মার্কেটে তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে।আমি নিউজকে ভয় পাই, নিউজ ভাল করে বুঝি না। তাই সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলো এরিয়ে ট্রেড করে থাকি। প্রতিটি দেশের ইন্টারেস্ট রেট, জিডিপি, আমেরিকার এফওএমসি ইত্যাদি নিউজগুলো রিলিজের সময় মার্কেট খুব উঠা-নামা করে থাকে।একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে কখনো উদ্দেশ্যবিহীন ট্রেড ওপেন করে না।মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কেট নালাইসিস করতে পারলে মার্কেটের ট্রেন্ড বা গতি বুঝা যায়। মার্কেটের গতি বুঝতে পারলে ট্রেডে এন্ট্রি নেয়া সহজ হয়। তিনভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।

mahbubhb
2017-08-11, 03:06 AM
ফরেক্স মার্কেট পরিচালনায় প্রতিটি দেশের কারেন্সি নির্ভর করে তিন ধরনের এনালাইসিস করা হয়। তিনটি এনালাইসিস হল ১. টেকনিক্যাল এনালাইসিস , ২. ফান্ডামেন্টাল এনালাইসিস , ৩.সেন্টমেন্টাল এনালাইসিস। তার মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস নির্ভর করে একটি দেশের রাজনৈতিক অ সামাজিক পরিস্থিতির উপর।