PDA

View Full Version : কোন নিউজ কোন কারেন্সিকে প্রভাবিত করে?



shawon2015
2014-12-14, 01:50 PM
প্রতিটি নিউজের সামনে লেখা থাকে নিউজটি কোন কারেন্সির জন্য।

anny
2014-12-15, 04:25 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট যখন কোন নিউজ রিলিজ হয় তখন একটি কারেন্সি উপর নিউজ রিলিজ হয়।
তাছাড়া ঐ সময় ঐ কারেন্সিকে প্রভাবিত করে eur/usd কে।

Fasor
2014-12-27, 12:41 PM
কোন কারেন্সি পেয়ার এর যদি যেকোনো একটির নিউজ আসে তাহলে ওই কারেন্সি পেয়ার টিকে প্রভাবিত করবে। যেমন eurusd তে যদি ইউরো অথবা ইউএসডি এর নিউজ আসে তাহলে এই পেয়ারটিকে প্রভাবিত করবে। অন্য নিউজ আসলে কোনকিছুই হবে না।

tradeking
2015-02-24, 03:45 AM
একই জায়গা থেকে কখনো ২ টা কারেন্সির জন্য নিউজ আসেনা, নিউজ আসে একটা কারেন্সির জন্য কিন্তু যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে। যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। যদি সব কারেন্সির দাম ই বাড়ে তবে যে কারেন্সির ভ্যালু সব চেয়েবেশি বা কম সেটার বিপরীত এ অন্য কারেন্সি গুলোর দাম বেশি বা কম হবে।

Harun1650
2015-03-12, 04:20 PM
নিউজ ওলয়েজ অর্থাৎ কোন দেশের রাজনৈতিক প্রভাব, অভ্যন্তরিন সমস্যা সব ধরনের নিউজ অই দেশের কারেন্সিতে প্রভাব ফেলে। ধরুন ইউরো/ইউএসডি কারেন্সি এর মধ্যে ইউরো এর দাম ভাল আছে ইউএসডি এর বিপরীতে কিন্তু যখন ইউরোপের মন্ত্রনালয়ের কারেন্সিকে প্রভাবিত করে এমন নিউজ এর কারনে ইউএসডি এর দাম রাইস করতে পারে ইউরো এর এগিনেস্টে । তাই কোন দেশের ট্রেড খোলার আগে ওই দেশের নিউজ তার কারেন্সিকে প্রভাবিত করতে পারে এসব কিছু জেনে তারপর ট্রেড ওপেন করুন।

fxover
2015-09-19, 11:52 AM
প্রতিটি নিউজের সামনে লেখা থাকে নিউজটি কোন কারেন্সির জন্য।

ফরেক্স মার্কেটে পুরোপুরি সফল হতে হলে আমাদেরকে বিভিন্ন নিউজ এনালাইসিস করতে হবে এবং কোন নিউজ এর কি প্রভাব তা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে । নিউজ এর কারনে মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করে থাকে । যখন কোন হাই ইম্প্যাক্ট এর নিউজ পাবলীশ হয় তখন মার্কেটে অনেক বড় ধরনের পরিবর্তন হয় । প্রতিটা কারেন্সি পেয়ার একটি অপরটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত । তাই আমাদেরকে বুঝতে হবে কোন একটি নিউজ কোন কোন কারেন্সি পেয়ার এর উপর প্রভাব পড়তে পারে।

onlyfx
2015-10-22, 06:14 PM
প্রতিটি নিউজের সামনে লেখা থাকে নিউজটি কোন কারেন্সির জন্য।

হ্যাঁ নিউজ গুলো কোন একটি দেশ এর জন্য হয়ে থাকে । কিন্তু ফরেক্স মার্কেটে প্রতিটি কারেন্সির একটির সাথে আরেকটির প্রত্যাক্ষ বা পরোক্ষ্য ভাবে কোন না কোন সম্পর্ক রয়েছে । তাই দেখা যায় ;কোণ একটি নির্দিষট কারেন্সির নিউজ প্রকাশিত হবার পর অন্য কারেন্সি গুলোতেও এর প্রভাব পড়ে । তাই নিউজ এনালাইসিস করার সময় আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এই নিউজ প্রকাশিত হবার পর তা আর কোন কোন কারিন্সির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে ।

dinner
2015-11-29, 09:02 PM
আপনি ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।

Ekram
2015-11-30, 12:03 AM
একই জায়গা থেকে কখনো ২ টা কারেন্সির জন্য নিউজ আসেনা, নিউজ আসে একটা কারেন্সির জন্য কিন্তু যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে। যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। যদি সব কারেন্সির দাম ই বাড়ে তবে যে কারেন্সির ভ্যালু সব চেয়েবেশি বা কম সেটার বিপরীত এ অন্য কারেন্সি গুলোর দাম বেশি বা কম হবে।

এক ই জায়গা থেকে কখনো ২ টা কারেন্সির জন্য নিউজ আসেনা। অবশ্যই যেকোনো একটা কারেন্সি তে প্রভাব পরবে। আর একটার নিউজ যদি পজিটিভ হয় তাহলে আরেক টা নেগেটিভ হবে । ইউ এস ডি র সাথে যদি ইউরো পেয়ার থাকে তাহলে ইউ এস ডি র প্রাইস যদি বাড়ে তাহলে স্বয়ংক্রিয় ভাবে ই অন্যটার প্রাইস পড়ে যাবে।

Marufa
2015-12-01, 09:24 PM
নিউজ এর ক্ষেত্রে একটি বিষয় খেয়ার রাখতে হবে যে, নিউজ বেস কারেন্সিতে কিভাবে প্রভাব ফেলে । যদি নিউজ পজেটিভ আসে বেস কারেন্সি স্ট্রং হবে । আর যদি নিউজ নেগেটিভ আসে বেস কারেন্সি দুর্বল হবে ।

rubby12767
2015-12-02, 01:19 PM
ট্রেডিং মুদ্রা মহান সুবিধার এক ফরেক্স মার্কেটে শুধুমাত্র অবস্থান অর্থনৈতিক সংবাদ সাড়া যা মুদ্রা বাজার, সত্য হল যে, কিন্তু বিভিন্ন এফএক্স দালালের একটি সংখ্যা বহিরাগত অপশন বিভিন্ন অফার

basaki
2016-01-11, 03:55 PM
আমার মনে হয় যে ফরেক্স মার্কেটের যে কোন পিয়ারের নিউজ থাকলে সে পিয়ারের মুবমেন্ট অনেক বেড়ে যায়। যারা ফরেক্স মার্কেটের অনেক অবিজ্ঞগতা অর্জন করেছে তারা হয়তো সেই সময়ে এই পিয়ারে ট্রেড থেকে নিজেকে বিরত রাকার জন্য চেস্টা করে। এই সময় তারা একধম ট্রেড করে না।

MotinFX
2016-01-13, 01:28 PM
ফরেক্স মার্কেটকে প্রভাবিত করে নিউজ গুলো নিউজ রিলিজ হওয়ার পর মার্কেটে আপডাউন বেরে যায়। নিউজে লিখা থাকে কোনটা কোন কারেন্সির জন্য gbp নিউজ রিলিজ হলে সেখানে gbp লেখা থাকে। এই ভাবে সকল নিউজে লখা থাকে। তবে সবচেয়ে গুরুত্বপুর্ন হল usd নিউজ সেই নিউজের সময় প্রায় সকল কারেন্সি কে প্রভাবিত করে।

maziz6989
2016-01-15, 05:05 PM
যে কারেন্সির জন্য যে নিউজ মুলত সেই নিউজের কারণে সেই কারেন্সি পেয়ার মুভ করে। তবে এখানে নিউজের ইমপ্যাক্ট এর নির্ভর করে মার্কেট এর মূভমেন্ট প্রভাবিত হয়। তবে সাধারণত এনএফপির দিন সব কারেন্সির কম বেশি বেশ বড় মুভমেন্ট পরিলক্ষিত হয়। তবে আমার প্রিয় নিউজ হল মিডিয়াম ইমপেক্ট নিউজ কেননা তা মার্কেট ম্যানিপুলেট করে না।

Rahat015
2016-06-09, 10:36 AM
নিউজ মূলত তিন থেকে চার ধাপে পাবলিশ হয়।। হাই ইম্পেক্ট, মিডিয়াম ইম্পেক্ট, লো ইম্পেক্ট।। এর মধ্যে হাই ইম্পেক্ট মার্কেট কে খুব প্রভাবিত করে।। নিউজ গুলা আসে বিভিন্ন দেশের পক্ষ থেকে এবং যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে।

dwipFX
2016-06-09, 11:50 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করার দেকতে কোন নিউজ আছে কিনা কারন ফরেক্স মার্কেটে মুব করে নিউজের উপর নির্ভর করে। তাই আমাদের কে হাই ইমপেক নিউজ দেখে ট্রেড করতে হবে। কোন নিউজ কোন কারেন্সিতে প্রভাবিত করবে সেটা সেই নিউজে লেখা থাকে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমেরিকার নিউজে।

Rahat015
2016-06-15, 11:27 PM
যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে। যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। মূলত নিউজ রিলেটেড কারেন্সী গুলার নিউজ দ্বারা কারেন্সি প্রভাবিত হয়।

Realifat
2016-06-16, 09:08 AM
হ্যা আপনি ঠিকই বলেছেন যেকোন নিউজ কোন কারেন্সি কে প্রভাবিত করে তা ফরেক্স নুউজ ক্যালেন্ডারে সুন্দরভাবে লেখা থাকে।এছাড়াও ফরেক্স ক্যালেন্ডারে আরও অনেক তথ্যই থাকে।যেমন প্রিভিয়াস কত রেট ছিল ফোরকাস্টও কত তাও সুন্দরভাবে লেখা থাকে।আবার নিউজের সময় বর্তমানে রেট কত সেটাও প্রদর্শন করে। এজন্য আপনি ফরেক্স ফ্যাক্টরির নিউজ অ্যাপ ব্যবহার করতে পারেন।

Md. Tariqul Islam
2016-06-20, 11:47 AM
একই জায়গা থেকে কখনো ২ টা কারেন্সির জন্য নিউজ আসেনা, নিউজ আসে একটা কারেন্সির জন্য কিন্তু যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে। যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। অভ্যন্তরিন সমস্যা সব ধরনের নিউজ অই দেশের কারেন্সিতে প্রভাব ফেলে। ধরুন ইউরো/ইউএসডি কারেন্সি এর মধ্যে ইউরো এর দাম ভাল আছে ইউএসডি এর বিপরীতে কিন্তু যখন ইউরোপের মন্ত্রনালয়ের কারেন্সিকে প্রভাবিত করে এমন নিউজ এর কারনে ইউএসডি এর দাম রাইস করতে পারে ইউরো এর এগিনেস্টে । তাই কোন দেশের ট্রেড খোলার আগে ওই দেশের নিউজ তার কারেন্সিকে প্রভাবিত করতে পারে এসব কিছু জেনে তারপর ট্রেড ওপেন করুন।

Md. Tariqul Islam
2016-06-20, 06:01 PM
আমাদেরকে বিভিন্ন নিউজ এনালাইসিস করতে হবে এবং কোন নিউজ এর কি প্রভাব তা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে । নিউজ এর কারনে মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করে থাকে । যখন কোন হাই ইম্প্যাক্ট এর নিউজ পাবলীশ হয় তখন মার্কেটে অনেক বড় ধরনের পরিবর্তন হয় ।

Md. Tariqul Islam
2016-06-20, 06:02 PM
নিউজ আসে একটা কারেন্সির জন্য কিন্তু যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে।যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। যদি সব কারেন্সির দাম ই বাড়ে তবে যে কারেন্সির ভ্যালু সব চেয়েবেশি বা কম সেটার বিপরীত এ অন্য কারেন্সি গুলোর দাম বেশি বা কম হবে।

Rahat015
2016-06-21, 09:08 AM
ফরেক্স মার্কেট এ নিউজ ও খুবই গুরুত্বপূর্ন। নিউজ এর মধ্যে কিছু নিউজ হাই ইম্প্যেক্ট আর কিছু মিডিয়াম ইম্প্যেক্ট। মনে রাখতে হবে সব নিউজ মার্কেট কে প্রভাবিত করা না। শুধুমাত্র হাই এবং মিডিয়াম নিউজ ছাড়া। মূলত যে দেশে রিলেটেড নিউজ পাবলিশ হয় ওই দেশের কারেন্সি কে প্রভাবিত করে। এবং ওই দেশ রিলেটেড কারেন্সী পেয়ার গুলা উঠানামা করে ।

Md. Tariqul Islam
2016-06-21, 04:55 PM
নিউজ আসে একটা কারেন্সির জন্য কিন্তু যে কারেন্সির জন্য নিউজ এসেছে সেই কারেন্সি তার জোড়ে থাকা বিপরীত কারেন্সিকে প্রভাবিত করে। যেমনঃ এখন ইউ এস ডলার এর দাম বেড়ে গেল তাহলে ইউএসডি জোড়ে থাকা বাকি ডলার গুলো ইউএসডি এর বিপরীত এ কমে যাবে। যদি সব কারেন্সির দাম ই বাড়ে তবে যে কারেন্সির ভ্যালু সব চেয়েবেশি বা কম সেটার বিপরীত এ অন্য কারেন্সি গুলোর দাম বেশি বা কম হবে। অভ্যন্তরিন সমস্যা সব ধরনের নিউজ অই দেশের কারেন্সিতে প্রভাব ফেলে। ধরুন ইউরো/ইউএসডি কারেন্সি এর মধ্যে ইউরো এর দাম ভাল আছে ইউএসডি এর বিপরীতে কিন্তু যখন ইউরোপের মন্ত্রনালয়ের কারেন্সিকে প্রভাবিত করে এমন নিউজ এর কারনে ইউএসডি এর দাম রাইস করতে পারে ইউরো এর এগিনেস্টে

Sahed
2016-07-28, 07:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য নিউজ আপনাকে ভালভাবে বুঝতে হবে । কোন নিউজ মার্কেটে কিপরিমান প্রভাব ফেলতে পারে তা ধারনা রাখতে হবে । সাধারনত মার্কেটে যে কারেন্সির উপর নিউজটি রিলিজ হয়ে তাকে সেই কারেন্সির উপর বেশি প্রভাব ফেলে । নিইজ ভাল আসলে বেস কারেন্সি স্ট্রং হয় এবং খারাপ আসলে কারেন্সি দুর্ভল হয় ।

fatema begum
2016-07-31, 05:24 PM
যদি ইউরো ইউ এসডির নিউজ গুলো আমরা দেখি তাহলে যদি হাই ইম্পেক্ট থাকে তাহলে সে কারন্সি পেয়ারগুলো বেশি মুভ করে।আর যদি তার অপজিটে হয় তাহলে অন্যদিকে মুভ করবে।সুতরাং আমরা যদি কিছু ভাল নিউজ অ্যনালাইসিস করি তাহলে অবশ্যই বিভিন্ন কারেন্সি পেয়ারের মুভমেন্টগুলো ফলো করতে পারব এবং ইম্পেক্ট গুলো সর্ম্পকে ভালভাবে জানতে পারব।

md mehedi hasan
2016-11-30, 10:46 AM
আমি ফরেক্স মার্কেট নিউজ ট্রেড করিনা।কারন আমি ইংরেজি তেমন জানিনা।আর নিউজ ট্রেড করতে হলে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে।আর তাই আমি ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকি।

FREEDOM
2020-06-21, 11:28 PM
প্রতিটি নিউজের সামনে লেখা থাকে নিউজটি কোন কারেন্সির জন্য।

হ্যা আপনি ঠিকই বলেছেন আমরা নিউজ ক্যালেন্ডারগুলো একটু খেয়াল করলেই দেখতে পাই নিউজটি কোন কারেন্সীর। যে কারেন্সীর নাম লেখা থাকে নিউজটি ঐ কারেন্সীর সাথে যুক্ত পেয়ারগুলোতে ইমপ্যাক্ট ফেলে। যেমন যদি জিবিপি কারেন্সীর কোন নিউজ থাকে তবে তা অবশ্যই জিবিপির সাথে সংযুক্ত পেয়ারগুলোর উপর ইমপ্যাক্ট ফেলে।