PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স ইন্ডিকেটরঃ



shawon2015
2014-12-14, 01:56 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করতে পারেন।

shuvo2014
2014-12-14, 02:19 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করতে পারেন।

পিভট পয়েন্ট ইউজ করতেও হলেও প্রথম পিভট পয়েন্ট কি সেটা জানা দরকার, আমি মনে করি?

mdtuhinfx
2014-12-14, 10:49 PM
প্রথমে জানতে হবে সাপোর্ট কি?
=মার্কেট নিচের দিকে যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তাকে সাপোর্ট বলে।
তারপর জানতে হবে রেসিসটেন্স কি?
=মার্কেট উপরের দিকে যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তাকে রেসিসটেন্স বলে।

সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে জানতে হবে পিভট পয়েন্ট কি?
=পিভট হলো ঐ দিনের ব্যালেন্স পয়েন্ট।

Zakariea
2015-05-11, 04:14 PM
আমি সাপোট ও রেসিসটেন্স নিধারনের জন্য কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না। আমি সাপোট ও রেসিসটেন্স নিধারনের জন্য ট্রেন্ড লাইন ব্যাবহার করি। আমি সাপোর্ট ও রেসিসটেন্স এ ট্রেন্ড লাইন ব্যবহার করে ভালোই এনালাইস করতে পারি।

FxAhsan
2015-09-06, 11:01 PM
সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য পিভট পয়েন্ট এর চেয়ে আমার কাছে ফিবোনাচ্ছি আর মুভিং এভারেজ বেশি কার্যকরী মনে হয়।কারন এটা আকা অনেক সহজ পিভট পয়েন্ট বের করার চেয়ে।

fxover
2015-09-13, 08:04 PM
আমরা যখন ট্রেড করি তখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখেই ট্রেড করতে হয় কারন এই দুইটি পয়েন্ট সঠিকভাবে ধরতে পারলেই আমরা বেশি লাভবান হতে পারি । তাই আমাদেরকে আগে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে বের করা শিখতে হবে তানাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে কাংখিত আয় করতে পারব না । আর এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করার জন্য অনেক পদ্ধতি আছে । আপনি এর মধ্যে পছন্দনীইয় কোন একটি বেছে নিয়ে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারেন ।

Rahat015
2015-12-28, 01:04 PM
সাপোর্ট ও রেসিসটেন্স ধরার জন্য আমার মতে আপনাকে অনেক এনালাইসিস করতে হবে যদি আপনি নির্ভুল ভাবে সাপোর্ট ও রেসিসটেন্স ধরতে চান। আর ইনডিকেটর যে সব সময় নির্ভুল তথ্য দিবে তা কিন্তু না। এ ক্ষেত্রে আমি বলব ইনডিকেটর এর পাশাপাশি নিজের এনালাইসিস কাজে লাগান। এতে আপনার উপকার হবে।

Talha
2015-12-29, 12:32 AM
সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা ফরেক্স এ মেইন কারন এর উপর বেইজ করে আমরা ট্রেডে এন্ট্র নেই বাই অথবা সেল এই দুইটা কে খুব ভাল করে চিনতে হবে তা না হলে ট্রেড করাটা সম্ভব হবে না মার্কেট সাপোর্টে কি করতে হবে? রেজিস্ট্যান্স এ থাকলে কি করতে হবে আমাকে বুযতে হবে তখন আমি মার্কেটে এন্ট্রি নেওয়া আমার সম্ভব হবে।

Rahat015
2015-12-31, 09:53 AM
আমি মনে করি ইনডিকেটর আপনাকে সব সময় সঠিক নির্দেষ করবে না। তাই সাপোর্ট আর রেসিস্টেন্স এর জন্য আপনাকে অবশ্য এনালাইসিস করে ধরতে হবে। আর ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড না করাটাই ভালো।

zobairi007bd
2015-12-31, 03:55 PM
আমি মুলত কোন ইন্ডিকেটর ইউজ করি না। চার্ট এনালাইজ করি, ৫ মিনিট মার্কেট ফলো করি তার পর ট্রেড ওপেন করি।
ইন্ডিকেটর কিছুদিন ভাল কাজ দেয় তার পর ফপ করে। নিজের বুদ্ধিমত্তায় আসল।

MotinFX
2016-01-03, 03:00 PM
সাপোর্ট রেজিসটেন্স ধরার জন্য পিভ পয়েন্ট কিভাবে ধরব আর মোবাইলে ট্রেড করি মোবাইলে সাপোর্ট করবে পিভ পয়েন্ট যদি সাপোর্ট করে থাকে কিভাবে ধরব জানাবেন।

HKProduction
2016-01-04, 01:27 PM
আপনার পরামর্শ সবাইকে উপকৃত করবে। সাধারণত অভিজ্ঞ ট্রেডাররা ইন্ডিকেটর ছাড়াই মার্কেট দেখে সাপোর্ট এবং রেসিস্টেন্স চিনতে পারেন। তাই ইন্ডিকেটর ব্যবহারের সাথে সাথে আমাদের মার্কেটকে ভালভাবে এনালাইসিস করা খুবই জরুরী। এতে আমরা অনেক লাভবান হতে পারি।

Marufa
2016-01-04, 01:45 PM
পুরোপুরিভাবে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা কোন ভাবেই উচিৎনয় । মূলত ইন্ডিকেটর থেকে একটি ধারনা নিতে পারি । ইন্ডিকেটর আমাদের একটি ধারনা দেয় মাত্র । তাই সবসময় ইন্ডিকেটর ব্যবহারে সর্তক থাকতে হবে ।

HKProduction
2016-01-04, 02:18 PM
সাপোর্ট এবং রেসিস্টেন্স যারা চিনতে পারেন তারা ফরেক্স মার্কেটে নিশ্চিত সফল ট্রেডার হিসেবে পরিচিত। তাই আমরা যারা নতুন ট্রেডার তাদের সবাইকে সাপোর্ট এবং রেসিস্টেন্স থেকে ট্রেড করার কৌশল রপ্ত করতে হবে। যাতে আমরা নিশ্চিত হয়ে প্রফিট করতে পারি।

ShariyarSojib
2016-01-05, 01:42 AM
সাপোর্ট এবং রেসিস্টেন্স তো অনেক ভাবেই বের করা যায়,এক এক ট্রেডার এক এক ফর্মুলা ব্যাবহার করে।ফরেক্স ট্রেডিং এ সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করতে পারলে সঠিক সময়ে ট্রে খোলা ও বন্ধ করা যায়

Audhidul
2016-01-07, 02:30 AM
আমরা যখন ট্রেড করি তখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখেই ট্রেড করতে হয় কারন এই দুইটি পয়েন্ট ধরতে পারলেই আমরা বেশি লাভবান হতে পারি ।আগে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোমত বের করা শিখতে হবে নাহলে ফরেক্স থেকে কাংখিত আয় করতে পারব না ।আমি ভাষায় ইনডিকেটর এর পাশাপাশি নিজের এনালাইসিস কাজে লাগানো উচিত।

Furkan
2016-01-18, 01:49 AM
সাপোরট এবং রেসিসটেন্স ইন্ডিকেটর ফরেক্র মারকেটের মধ্যে একটি গুরুত্বপূরণ ভূমিকা রাখেন। যারা ফরেক্র মারকেটে প্রতিদিন ট্রেড করে থাকেন তাদের জন্য সাপোরট এবং রেসিসটেন্স ইন্ডিকেটর ফল করাটা উচিত। আর ফরেক্র মারকেটে ইকোনুমিক ফল করে ট্রেড করে থাকেন তাদের জন্য সাপোরট এবং রেসিসটেন্স ইন্ডিকেটর ফল না করলে ও চলবে।

Md Akter Hossain
2016-01-18, 01:14 PM
মাঝে মাঝে ইন্ডিকেটর এতটাই ভালো ফলাফল দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না । তবে বেশির ভাগ ক্ষেত্রেই আপনি ভুল সিগনাল পাবেন ইন্ডিকেটর থেকে । কারণ ইন্ডিকেটর তৈরি হয় মার্কেট চলে যাাওয়ার পর । তাই আমর দৃষ্টিকোণ হতে ইন্ডিকেটর ব্যবহারের উপর নির্ভরশীল না হয়ে পাইজ একশনের দিকে মনোয়োগ দেয়া দরকার ।

real80
2016-02-15, 11:33 PM
সাপোর্ট ও রেসিস্টেন্স ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ণ একটি অংশ। এই দুইটি ব্যপার মেনে ট্রেডিং করা উচিত। সাপোর্ট ও রেসিস্টেন্সের সম্পর্কে ভালভাবে ধারণা অর্জন করতে হবে। তা না হলে ট্রেডে লস করার সম্ভাবনা বেড়ে যায়। সাপোর্ট ও রেসিস্টেন্স বের করার জন্য ইন্ডিকেটর রয়েছে। জিগজাগ নামের ইনডিকেটরটি এর জন্য বেশ উপকারি।

yasir arafat
2016-04-02, 04:08 PM
আসলে এক কথায় পিভট ইন্ডিকেটর বলতে সার্পোট এবং রেসিসটেন্স ইন্ডিকেটরকে বুঝানো হয়।যা আমি নিজে ব্যবহার করে থাকি।সুতরাং আপনি যদি ট্রেন্ড লাইন বুঝতে চান,তাহলে এ ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারেন।যার ব্যবহার খুব সহজ।

sharifulbaf
2016-05-20, 09:29 AM
ফরেক্স মার্কেটে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,যখন প্রাইস রেইট সাপোর্ট লেভেল পর্যন্ত আসে সে সময় বাই ট্রেড করতে হবে,আবার যখন মার্কেট প্রাইস রেইট রেসিস্টেন্স লেভাল টার্স করবে সে সময় সেল করতে হবে পিভট পয়েন্ট পর্যন্ত টেক প্রফিট দিতে হবে তাহলে ভাল হবে।

Sahed
2016-07-25, 04:27 PM
হ্যা আমি আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে নিঃসন্ধেহে পিভট পয়েন্ট একটি ভাল ইন্ডিকেটর । মার্কেটে আপনি পিভট বের করে ট্রেড নিলে লস করার সম্ভাবনাটা একটু কম থাকে । এতে করে মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্রেন্ট সহজেই নিনর্য় করা যায় । ধন্যবাদ ।

fatema begum
2016-07-31, 08:30 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে।তার মধ্যে পিভট ইন্ডিকেটর অন্যতম।আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের একটা পিভট ইন্ডিকেটর থাকা উচিত যাতে আমরা অ্যনালাইসিস করতে পারি।মুলত পিভট ইন্ডিকেটর সার্পোট এবং রেসিসটেন্সের উপর ভিত্তি করে তৈরী।একেক জনে একেক নামে ডাকে।

dwipFX
2016-08-03, 03:35 PM
সাপোর্ট রেজিস্টেন্স ইনডিকেটর নির্ধারন করার জন্য জিগজাগ ইনডিকেটর দেকতে পারেন। ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স আমাদের কে সঠিক ট্রেড করার সিগনাল দেয়না কবে আমাদের কে দেখতে হবে কোনটা আসলে ফরেক্স মার্কেটে ভাল ট্রেড সিগনাল দেয়।

SHOYEB
2016-08-08, 10:29 AM
সাপোর্ট এবং রেসিসটেন্স বের করতে পারলে মার্কেটে ট্রেডিং করতে সুবিধা হয় সবসময় যে সাপোর্ট রেসিসটেন্স মূল্য নির্ধারন সঠিক হবে তা না নিজের আইডিয়া কাজে লাগিয়ে ট্রেড করতে পারেন।

md mehedi hasan
2016-11-30, 03:33 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে।সাধারণত ইন্ডিকেটর এর ব্যবহার না করে চার্ট দেখে সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল নির্ধারন করাই উত্তম।

abdulguffer
2016-11-30, 05:07 PM
সাপোর্ট ও রেজিস্টেন্স হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপুর্ন টুলস। অনেকেই এদেরকে ইনডিকেটর হিসেবে বিবেচনা করে । সাপোর্ট লেভেলে বাই ট্রেড ওপেন ও সেল ট্রেড ক্লোজ করতে হবে । আর রেজিস্টেন্স লেভেলে সেল ট্রেড ওপেন ও বাই ট্রেড ক্লোজ করতে হবে ।

Mamun13
2017-11-15, 10:28 PM
আপনার ট্রেডিং চার্টে যদি সঠিক ভাবে ক্লোজড কেন্ডেলস্টীকগুলোর এনালাইসিস করতে পারেন তাহলে অন্য কোনোও উপায়ে সাপোর্ট/রেসিসট্যান্স এরিয়া/লেভেল খুঁজতে হবেনা৷এসব ক্লোজড কেন্ডেলগুলোর ফর্মেশন বা প্যাটার্ণই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোকে সুস্পষ্ঠ চিহ্নিত করে দেয়৷সাধারণত ট্রেডিং চার্টে অতীতে ও বর্তমানে যেই লেভেলগুলোতে কেন্ডেলগুলো একাধিকবার টেস্ট/রিটেস্ট,ব্রেক আউট/রিভার্স করে থাকে ঐ লেভেলগুলোই হলো সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল৷

FREEDOM
2020-04-23, 07:19 PM
সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করতে পারেন।

হ্যা পিভট পয়েন্ট খুবই ভালো একটি ইন্ডিকেটর যার মাধ্যমে মার্কটের সাপোর্ট রেজিস্টান্স বের করা সম্ভব। এটা ব্যাবহার করাও খুবই সহজ মুলত বিগত দিনের হাই লো এবং ক্লোজ পজিশন ক্যালকুলেশন করেই পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেজিস্টান্স বের করা হয়। তবে শুধু পিভট পয়েন্ট এর উপর ভিত্তি করে ট্রেড করা ঠিক হবে না।

SR12
2020-04-25, 02:19 PM
পিভট পয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে সাপোর্ট রেজিস্টান্স নির্ধারন করা সম্ভব। তবে মার্কেট প্রাইস একসন দেখেও সাপোর্ট রেজিস্টান্স বোঝা সম্ভব। তসই প্রথমে নিজেকে প্রাইস একসন দেখে বুজতে হবে এবং পিভট পয়েন্টের সাহায্য নিয়ে দেখতে হবে তা কতটা যোক্তিক এভাবেই মুল সাপোর্ট রেজিস্টান্স বের করা যেতে পারে।

Rokibul7
2020-04-25, 02:35 PM
আমি আইরিস ইন্ডিকেটর ব্যাবহার করি মাকেট এর গতি নিধারন করতে।আমি আর কোন ইন্ডিকেটর ব্যাবহার করি না।আমার ক্ষেতে যা হয় সেটা হলো বেশি লট ব্যাবহার করলে লস হয় আর কম লট দিলে উইন হই

forex_fighter
2020-04-25, 07:15 PM
ফরেক্স মার্কেটে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,যখন প্রাইস রেইট সাপোর্ট লেভেল পর্যন্ত আসে সে সময় বাই ট্রেড করতে হবে,আবার যখন মার্কেট প্রাইস রেইট রেসিস্টেন্স লেভাল টার্স করবে সে সময় সেল করতে হবে পিভট পয়েন্ট পর্যন্ত টেক প্রফিট দিতে হবে তাহলে ভাল হবে।

sofiz
2020-04-25, 07:16 PM
সাপোর্ট রেজিসটেন্স ধরার জন্য পিভ পয়েন্ট কিভাবে ধরব আর মোবাইলে ট্রেড করি মোবাইলে সাপোর্ট করবে পিভ পয়েন্ট যদি সাপোর্ট করে থাকে কিভাবে ধরব জানাবেন।

Runil
2020-04-25, 07:32 PM
আমরা যখন ট্রেড করি তখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখেই ট্রেড করতে হয় কারন এই দুইটি পয়েন্ট সঠিকভাবে ধরতে পারলেই আমরা বেশি লাভবান হতে পারি । তাই আমাদেরকে আগে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে বের করা শিখতে হবে তানাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে কাংখিত আয় করতে পারব না । আর এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করার জন্য অনেক পদ্ধতি আছে । আপনি এর মধ্যে পছন্দনীইয় কোন একটি বেছে নিয়ে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারেন

Md.shohag
2020-12-03, 06:16 PM
আমি মনে করি ইনডিকেটর আপনাকে সব সময় সঠিক নির্দেষ করবে না। তাই সাপোর্ট আর রেসিস্টেন্স এর জন্য আপনাকে অবশ্য এনালাইসিস করে ধরতে হবে। আর ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড না করাটাই ভালো।

Mas26
2021-05-29, 10:32 AM
সাপোট ও রেসিসটেন্স নিধারনের জন্য কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না। আমি সাপোট ও রেসিসটেন্স নিধারনের জন্য ট্রেন্ড লাইন ব্যাবহার করি। আমি সাপোর্ট ও রেসিসটেন্স এ ট্রেন্ড লাইন ব্যবহার করে ভালোই এনালাইস করতে পারি।
আমরা যখন ট্রেড করি তখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখেই ট্রেড করতে হয় কারন এই দুইটি পয়েন্ট সঠিকভাবে ধরতে পারলেই আমরা বেশি লাভবান হতে পারি। তাই আমাদেরকে আগে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে বের করা শিখতে হবে তানাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে কাংখিত আয় করতে পারব না। আর এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করার জন্য অনেক পদ্ধতি আছে। আপনি এর মধ্যে পছন্দনীইয় কোন একটি বেছে নিয়ে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারেন।আমি বলব ইনডিকেটর এর পাশাপাশি নিজের এনালাইসিস কাজে লাগান। এতে আপনার উপকার হবে।

sss21
2021-10-17, 10:14 AM
সাপোর্ট রেজিস্টেন্স ইনডিকেটর নির্ধারন করার জন্য জিগজাগ ইনডিকেটর দেকতে পারেন। ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স আমাদের কে সঠিক ট্রেড করার সিগনাল দেয়না কবে আমাদের কে দেখতে হবে কোনটা আসলে ফরেক্স মার্কেটে ভাল ট্রেড সিগনাল দেয়।