PDA

View Full Version : কিভাবে ফরেক্সে লাভ/লস হয়?



shawon2015
2014-12-14, 11:52 PM
একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন।
মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে eur/usd - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর eur/usd এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।

anny
2014-12-15, 04:19 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট লাভ বা লস করা খুব সহজ ।
আপনি যদি সেল দেন তখন যদি মার্কেট অপরে ওঠে তখন আপনার লস হবে এবং তখন যদি মার্কেট নামে তখন আপনার লাভ হবে।
এই ভাবে আমারা ফরেক্স মার্কেট থেকে লাভ/লস হ।

bdtake
2014-12-27, 04:59 PM
আপনাকে ফরেক্সে ট্রেড করতে হলে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা কিনবেন সেই দেশের সে সময় অর্থনৈতিক অবস্থা কেমন। যদি সেই দেশে তখন বড় ধরণের দুর্যোগ দেখা দেই তাহলে সেই দেশের মুদ্রা দুর্বল হবে। তাহলে আপনি লস খাবেন। ধন্যবাদ

Zakariea
2015-05-10, 05:52 PM
ফরেক্স লাভ লস এর লজিকটা খুবই সিম্পল। আপনি যেই দামে একটি মুদ্র ক্রয় করলন সেই দামের যতে উপরে যাবে আপনার তত লাভ আর সেই দামের যত নিচে নামবে আপনার তত লস। আপনি যখন মুদ্রা সেল করবেন তখনও একেই লজিক কাজ করবে।

fxover
2015-09-20, 02:29 AM
অন্য যেকোন ব্যাবসার মত ফরেক্সেও লাভ লস হয়ে থাকে । ফরেক্স এ লাভ বা লস যাই হোক না কেন তা মুলত আমাদের ভূল এর কারনেই হয়ে থাকে । অনেক সময় দেখা যায় যে আমরা ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস না করেই ট্রেড ওপেন করে থাকি ফলে দেখা যায় যে অনেক ট্রেড আমাদের বিপরীতে যায় এবং আমরা লস করে থাকি । আবার আমরা নতুন অবস্থায় যারা ফরেক্স এ ট্রেড করতে আসি তাদের একটা উদ্দেশ্য থাকে যে তারা ফরেক্স এ বেশি বেশি ট্রেড করে খুব তাড়াতাড়ি বড় লোক হবে । ফলে দেখা যায় যে তারা মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে এবং লস করে ।

swadip chakma
2015-09-23, 05:33 PM
ফরেক্স এর মধ্যে লাভ লস হওয়ার অনেক কারন আছে যেমন একজন ট্রেডার যদি নাবুজে বাই ট্রেড করে তাহলে মার্কেট নিম্নগামী হয় তাহলে অনেক লস হওয়ার চান্স থাকবে আর যদি সেল দেওয়া হয় তাহলে মার্কেট উদ্দগামী হয় সেক্ষেত্রেও লস হওয়ার চান্স থাকে,সুতরাং বুজে বুজে ট্রেড করতে হবে।

AbuRaihan
2015-10-10, 10:20 PM
আপনার উদাহরণটা একটু বেশি জটিল হয়ে গেল । ফরেক্স মার্কেটে লাভ লস করা মুহুর্তের ব্যাপার মাত্র । ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়কারী ব্যবসা । এখানে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় । ফরেক্স এর লাভ লসের সংজ্ঞা খুব সিম্পল । আপনি কোন মুদ্রা যখন ক্রয় করবেন তখন যে দামে ক্রয় করলেন তার থেকে দাম যত উপরে উটবে তত বেশি লাভ এবং দাম যত নিচে নামবে তত লস ।

Fxaziz
2015-10-11, 02:02 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুব সহজ। তবে অন্য মার্কেট এর মত এই মার্কেট ও লাভ লস আছে ।আপনি ফরেক্স মার্কেট এ লেনদেন করার সময় আপনাকে লস এর কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আপনি যে দেশের মুদ্রা দিয়ে লেনদেন করবেন আপনাকে দেশের মুদ্রা সম্পর্কে আগে ধারনে অর্জন করতে হবে । সে দেশের অর্থনীতিক সম্পর্কে অবশ্যই খুজ খবর নিয়ে লেনদেন করতে হবে । আরেক টা কথা হচ্ছে আপনি যখন সেল দিবেন তখন যদি দাম উপরের দিকে যাই তাহলে আপনার লস হবে।

ShariyarSojib
2016-01-05, 11:43 PM
ফরেক্স মার্কেটে যে শুধু লাভই হয় তা নয় সাথে সাথে লস হয়।ফরেক্স করতে হলে আগে ফরেক্স এর বেপারে জানুন এবং আপনি ফরেক্স এর জন্য যোগ্য কিনা তা দেখে নিন।ট্রেড করতে হলে অনেক ধোর্য এবং ঝুকি নেয়ার মানসিকতা দরকার

Marufa
2016-01-06, 12:02 AM
বাই করলে মার্কেট উপরের দিকে উঠলে লাভ আর নিচের দিকে নামলে লস । আর সেল করলে মার্কেট নিচের দিকে নামলে লাভ আর উপরের দিকে উঠলে লস । এটাই ফরেক্স ট্রেডিং এর সাধারন নিয়ম । তবে এর মধ্যে অনেক বিষয় রয়েছে ।

Audhidul
2016-01-06, 09:37 PM
ফরেক্স এ লাভ বা লস যাই হোক তা আমাদের ভূল এর কারনেই হয়ে থাকে ।একজন ট্রেডার যদি না বুজে বাই ট্রেড করে যদি মার্কেট নিম্নগামী হয় তাহলে অনেক লস হওয়ার চান্স থাকবে আর যদি সেল দেওয়া হয় তাহলে মার্কেট উদ্দগামী হয় সেক্ষেত্রেও লস এর চান্স থাকে।

MotinFX
2016-02-07, 12:52 PM
ফরেক্স মার্কেটে লস করা খুবই সহজ আমি যখন একটা ট্রেড অপেন করি eur/usd তে ১.১১৫০ ডলারে বাই করি সেই ট্রেড কে ১.১৫০০ ডলারে ক্লোজ করি তখন আমার প্রপিট হয় ৩৫০ ডলার এই ভাবে আমাদের লাভ বা লস হয়।

Hafizur Rahman
2016-02-07, 02:44 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ লাভ করার চেয়ে লস করা অনেক সহজ । কারন ফরেক্স একটা নির্দিষ্ট জায়গা থেকে মুভ করে । সেই জায়গায় জারা এন্ট্রি করতে পারেন তারা লাভ করতে পারে আবার জারা সেই জায়গায় এন্ট্রি করতে পারেন না তারা লস করেন । ও হাঁ সেই জায়গাটা ধরার জন্য প্রয়োজন হয় অনেক শিক্ষার ।

basaki
2016-02-07, 04:22 PM
আপনি যখন ফরেক্স মার্কেটে একটি ট্রেড নিবেন আর যখন তা যদি বাই দেওয়া থাকবে আর যদি তা আপনার কিনা দামের চেয়ে বেশি হয় তবে আপনার লাভ হবে আর কমলে লস হবে। তাই আপনি ট্রেড নেওয়ার আগে বার বার বেভে শুনে ট্রেড ওপেন করতে পারলে আপনার লস হবে না।

real80
2016-02-07, 04:56 PM
ফরেক্স বিজনেস হচ্ছে এমন একটি বিজনেস যেখান আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। এই মুদ্রা কেনা বেচার মাধ্যমেই লাভ লস হয়ে থাকে। ধরুন আপনি ১.১০ রেটে আপনি eur/usd তে ১০০ ইউরো কিনলেন ১১০ ডলারের বিনিময়ে। এখন, পরে যদি মূল্য পরিবরতন হয়ে ১.১৫ হয় তাহলে আপনি ঐ ১০০ ইউরো বিক্রি করে ১১৫ ডলার পাবেন। এই ৫ ডলার ই হল আপনার লাভ। যদি দাম পরিবর্তন হয়ে ১.০৫ হত তাহলে আপনি পেতেন ১০৫ ডলার।অর্থাৎ আপনার ৫ ডলার লস হয়েছে।

yasir arafat
2016-04-01, 12:48 PM
একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন।
মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে eur/usd - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর eur/usd এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।

ফরেক্সে সাধারণত আপনার ট্রেড করার মাধ্যমে কিছু পেয়ার তাদের কারেন্সি বিনিময় করে ।এতে কারেন্সিগুলোর কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।যার ফলাফলে আমরা আমাদের ট্রেডগুলো অনুযায়ী লাভ বা লস করে থাকি।এভাবে আমরা প্রায় লাভ অথবা লস করি।যা ফরেক্সে প্রায় সময় হয়ে থাকে।

ASADUR RAHMAN
2016-04-07, 09:20 PM
একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন।মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে eur/usd - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর eur/usd এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার

dwipFX
2016-05-04, 04:39 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি আমি যখন বাই করি মার্কেট বারলে আমার লাভ হয় আবার কমলে লস হয় আমি সিনিয়র ট্রেডারদের কাছে জানতে চাই কিভাবে মার্কেট বারে আবার কিভাবে কমে।

sharifulbaf
2016-05-19, 12:28 PM
আমরা ফরেক্স মার্কেটে দুই ভাবে লাভ বা লস করতে পারি,ফরেক্স মার্কেটে যদি কোন কারেন্সির মুভমেন্ট যদি উপরের দিকে তথাকে তাহলে আমরা বাই ট্রেড করি যদি দাম আরো বারে তাহলে আমাদের লাভ হবে আবার দাম যদি কমে তাহলে লস হবে,অপরদিকে সেল করে আমরা প্রফিট করতে পারি,যদি কমে তাহলে প্রফিট আর বাড়লে লস হবে।

RUBEL MIAH
2016-06-16, 12:11 AM
দক্ষতা অর্জন করলেই ফরেক্সে লাভ হয়ে থাকে আর যখনই অদক্ষ হিসেবে ফরেক্সে ট্রেড করা হয় তখনই ফরেক্সে লস হয়ে যায় । সুতরাং আমরা কখনোই দক্ষতা ছাড়া ফরেক্স ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব ।

Realifat
2016-06-16, 08:25 AM
ফরেক্সে লাভ লসের ব্যাপারে আপনি যে পোস্টটি করেছেন সেটা অনেক ভালো বলে আমি মনে করি। মূলত ফরেক্সে কারেন্সির ট্রেড করা হয়।যখন আমরা যেই কারেন্সির অনুকুলে থাকি তখন সেই কারেন্সির শক্তি শালী অবস্থান থাকলে লাভ করতে পারি আর শক্তিশালী অবস্থান না থাকলে লস হতে পারে।

Md. Tariqul Islam
2016-06-21, 05:39 PM
আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা কিনবেন সেই দেশের সে সময় অর্থনৈতিক অবস্থা কেমন। যদি সেই দেশে তখন বড় ধরণের দুর্যোগ দেখা দেই তাহলে সেই দেশের মুদ্রা দুর্বল হবে। তাহলে আপনি লস খাবেন। আবার আমরা নতুন অবস্থায় যারা ফরেক্স এ ট্রেড করতে আসি তাদের একটা উদ্দেশ্য থাকে যে তারা ফরেক্স এ বেশি বেশি ট্রেড করে খুব তাড়াতাড়ি বড় লোক হবে ।

Sahed
2016-07-25, 03:16 PM
ফরেক্স মার্কেটে আমর*া সাধারনত একটি দেশের মুদ্রার বিনিময়ে আরেকটি দেশের মুদ্রা কেনা বেচা করে থাকি । মার্কেটে আপনার ক্রয়কৃত মুদ্রার মান যদি পরবর্তীতে বৃদ্ধি পায় তাহলে মার্কেটে আপনার লাভ হয়ে থাকে । আর যদি মুদ্রার দাম কমে যায় তাহলে আপনার লস হবে । ধন্যবাদ ।

md mehedi hasan
2016-12-02, 04:59 PM
ফরেক্স মার্কেটে একটি মুদ্রার বিপরীতে আর একটি মুদ্রা ক্রয় বা বিক্রয় করা হয়।আর এই কাজটি সম্পন্ন হয় ট্রেডের মাধ্যমে।আমরা ফরেক্স মার্কেটে দুই ধরনের ট্রেড করে থাকি।একটি বাই আর একটি সেল ট্রেড।এভাবে আমরা যখন ট্রেড করি যদি টেডটি আমাদের পক্ষে যায় তাহলে লাভ করি আর যদি বিপক্ষে যায় তাহলে লস করি।

Mamun13
2017-11-22, 08:39 PM
ফরেক্স মার্কেটে লাভ ও লস নির্ভর করবে নিজ নিজ অভিজ্ঞতা,দক্ষতা ও এনালাইসিসের উপর৷আপনার এনলাইসিস যত সঠিক হবে আপনার তত লস কম হবে এবং লাভ বেশি হবে৷এখানে মূলত শিখতে হবে কোথায় ও কীভাবে ক্রয়/বিক্রয় করলে লস না হয়ে বরং লাভ হবে৷দীর্ঘদিন ব্যাপী স্টাডি করে করে এটাই শিখতে হবে৷

BonnaFx
2017-11-28, 06:06 PM
কারেন্সি পেয়ারের উঠানামা এর উপর নিভর করে ফরেক্সে লাভ/লস হয়। ধরুন আপনার বর্তমান ডিপোজিট আছে ৫০০ ডলার। আপনি EUR/USD পেয়ারে বাই দিলেন বর্তমান এক্সচেঞ্জে রেট ১.১৮০০ -তে এবং লট সাইজ সেট করলেন ১ লট তারপর ট্রেডের একপর্যায়ে দাম কমে দাড়ায় ১.১৭০০ তে। তার মানে (১.১৮০০-১.৭০০০)= ১০০ পিপ লস হয়েছে। আপনার লস ১০০পিপx$১=$১০০ ডলার আর আপনার ব্যলেন্স হবে ৫০০-১০০=৪০০। একই হিসাবে সেল অর্ডার দিলে তাহলে ১০০ ডলার লাভ হতো। আর আপনার ব্যলান্স হত $৫০০+$১০০= $৬০০ ।