PDA

View Full Version : ফরেক্স শিখতে কোথায় যাব?



shawon2015
2014-12-15, 03:06 AM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে শিখতে শুরু করুন। প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং ।

anny
2014-12-15, 04:15 PM
আমার মতে আপনি ফরেক্স মার্কেট শিখতে পারবেন যে কোন জায়গা থেকে ।
তাছাড়া আপনি বিভিন্ন কোচিং সেন্টার ও বিডি পিপিস এবং ভুগুল থেকে ফরেক্স মার্কেট শিখতে পারবেন।
তাছারা আমাদের একটা ফরেক্স এর কোচিং সেন্টার আসে।

hripon
2014-12-22, 12:58 PM
আমি ফরেক্স বিষয়ক বিভিন্ন প্রশ্ন আর তথ্য জানতে এই ফোরাম এ আচ্ছি। আর অভিজ্ঞতা বা নিয়ম কানুন জানতে ডেমো একাউন্ট করছি। এ ছাড়া গুগল বাজি করে শিখতে চেষ্টা করছি

Fasor
2014-12-27, 11:30 AM
ফরেক্স শিখতে কোথাও যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন ওয়েব সাইট এবং ব্লগ সাইট থেকে এখন ফরেক্স শিখা সম্ভব। আমি ৩ বছর আগে একটি ব্লগ সাইট থেকে ফরেক্স শিখেছি। আমি মনে করি বিনামুল্যে এভাবেই ফরেক্স শিখা উচিৎ।

bdtake
2014-12-27, 05:12 PM
আপনি ফরেক্স শেখার জন্য কুন ট্রেইনিং সেন্টার থেকে ট্রেইনিং নিতে পারেন। আর আপনার যদি ট্রেইনিং করার মত কুন পরিস্থিতি না থাকে তাহলে আপনি ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন। তবে মনে রাখবেন ফরেক্সে কিন্তু খুব জটিল। ফরেক্সে যখন আপনার মুটামুটি ধারণা হবে তখন ডেমো ট্রেডিং শুরু করেন। এভাবে কয়েকমাস ডেমো ট্রেডিং করলেই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন। ধন্যবাদ

robi_21123
2014-12-29, 11:33 AM
ঘরে বসেই বিভিন্ন ওয়েব সাইট থেকে ফরেক্স শেখা সম্ভম...।

HELPINGHAND
2015-05-15, 03:43 PM
যে ব্যাক্তির বেশভূষায় শৃঙ্খলা নেই সে মানসিক ভাবে অসুস্থ। যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে? জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিড়ি। অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে। জ্ঞানবান মানুষের মতো চিন্তা করুন কিন্তু কথা বলুন সাধারণ মানুষের মতো।

TselimRezaa
2015-05-25, 05:07 PM
ফরেক্সে যারা ট্রেড করতে আসে তাদের অধিকাংশই আসে না জেনে শুনে। না জেনে শুনে আসার ফলে তারা ধরা খায়। অভিজ্ঞতা না থাকায় ক্রমাগত লস করে। তাই ফরেক্সে আসতে হলে অবশ্যই শিখে আসতে হবে। ফরেক্স শেখার জন্য বেশ কিছু বই রয়েছে আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন এছাড়াও ফোরাম এবং গুগলের সাহায্য নিতে পারেন। পাশাপাশি ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়ান। এটাই বেশি কাজে দেবে বলে আমি মনে করি।

sumonyahoo24
2015-06-04, 12:34 PM
আপনি বিভিন্ন কোচিং সেন্টার ও ইন্টারনেট থেকে ফরেক্স মার্কেট শিখতে পারবেন।ফরেক্স শেখার জন্য বেশ কিছু বই রয়েছে আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন তাছাড়া ফোরাম এর সাহায্য নিতে পারেন। আমি মনে করি এ থেকে অনেকে কিছু শেখা সম্ভব......

Talha
2015-06-04, 10:21 PM
আমার মতে বেসিক ধারনা যদি ফরেক্স সম্বন্ধে না থাকে তাহলে নেট থেকে ফরেক্স শেখা দুরহ আমি কি শিখব এটাই যদি না যানি তাহলে এটা অসম্ভব।

RichMahfuz
2015-06-05, 12:40 AM
আমি যেমন ফরেক্স শিখছি বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এবং বই পরে। যেমন ইঊটিউব।

fxover
2015-09-21, 12:59 AM
ফরেক্স শিখার জন্য কোথাও যাবার দরকার নাই । আপনার যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে তাহলেয়া পনি ঘরে বসেই ফরেক্স শিখতে পারবেন । ফরেক্স শিখার জন্য দেশি বিদেশী বিভিন্ন ভাষায় অনেক ফোরাম এবং সাইট রয়েছে । আপনি যদি চান তাহলে এসব সাইট এবং ফোরাম থেকেই ফরেক্স শিখতে পারেন । আবার আপনি ইউটিউব থেকেও অনেক ভিডিও টিউটোরিয়াল দেখে ফরেক্স এর বিভিন্ন বিষয় আরোও ভালোভাবে লাইভ শিখতে পারবেন । কাজেই এখন আপনি ধৈর্য্য ধরে ফরেক্স শিখার কাজে লেগে যেতে পারেন ।

Jobless
2015-09-21, 09:07 AM
ফরেক্স শিখতে হলে আপনাকে এমন কাওকে খুঝতে হবে যে ফরেক্স এ বহুদিন যাবত ট্রেড করে আসছে।তার কাছে শিখতে পারেন,এছারাও ফরেক্স শিখার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার খোলা হচ্ছে বর্তমান আপনি ওখান থেকে শিখতে পারেন।তবে মনে রাখবেন এটা একটি দীঘ কোস যা সহজেই শিখতে পারবেন না এর জন্য দরকার আপনার কৌশলি,বুদ্ধিমান,ব্রিলিযান্ট, ধৈর্য ইত্যাদি গুন।

smartroni1996
2015-09-21, 09:25 AM
এখন কেউই কাউকে শিখাতে চায় না।জানিনিা কারনটা কি।কিন্তু শিখায় না

swadip chakma
2015-09-23, 04:54 PM
ফরেক্স হল এমন একটি ব্যবসা যে ব্যবসা শিখার জন্য কোন নিদিস্ট স্তান বা প্রশিক্ষন কেন্দ্র নেই।তবে এই ব্যবসা চাইলে যে কেউ সহজে শিখতে পারে তাহলে শিখার পদ্দতি কি ?শিখার পদ্দতি হচ্ছে হয়ত এলাকার আশেপাশে কেউ ফরেক্স জানে কিন্তু বলতে পারেনা,তাহলে শিখার সিস্টেম অনলাইনে শিখা যায়।খুব সহজে আয়ত্তে এনে ভাল আয় করা যায়।

shakawath
2015-09-23, 05:04 PM
পড়াশুনা শিখতে যেমন শিক্ষকের প্রয়োজন তেম্নি ফরেক্স শিখতেও কারো না কারো সাহায্য দরকার। আর এখানেই সমস্যা আর কিছু সমাধান। এই মার্কেটে ডাইরেক্ট কোন গুরু নেই। তাই বাধ্য হয়ে আপনাকে বিভিন্ন ওয়েব সাইট ও ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখতে হবে। যতদিন আপনি ফরেক্স এ দেবেন প্রতিদিনই কিছু না কিছু নতুন শিখবেন।

FxAhsan
2015-09-29, 05:05 PM
ফরেক্স শেখার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি নিজে নিজেই ফরেক্স শিখতে পারবেন।অনেক বাংলা ফোরাম আছে,এখান থেকেও হেল্প নিতে পারেন।ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে সেখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন।

Momen
2015-09-30, 07:41 PM
আপনি চাইলে বিভিন্ন অনলাইন ফরেক্স ট্রেনিং সেন্টার থেকে ফরেক্স শিখতে পারেন। তাছাড়া আপনি ডেমোতে নিজে নিজে ট্রেড করতে থাকলে আপনার ধারনা দিন দিন ডেভলপ হতে থাকবে।

AbuRaihan
2015-10-01, 09:03 PM
আপনার এই কথাটা অনেক ভালো লাগছে যে ফরেক্স হল লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ এন্ড লাইভ আর্নিং । আমিও আপনার আলোচ্য কথার সাথে একমত পোষণ করছি । ফরেক্স শিখতে হলে সর্বপ্রথম যার কাছে যাওয়া উচিত তা হল গুগল । কারণ গুগল হল শিক্ষকদের মধ্য অন্যতম শ্রেষ্ট মিক্ষক । এর দ্বারা আপনি আপনার প্রাথমিক ফরেক্স জ্ঞান অনেক উন্নত করতে পারবেন । তারপর চাইলে কোন অভিজ্ঞ ট্রেডারের সহযোগিতা গ্রহণ করতে পারেন । ধন্যবাদ ।

Kawsar700
2015-10-01, 11:04 PM
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে এবং অন্যান্য সাইট থেকে ভিডিও দেখতে দেখতে শিখতে পারেন। ভাল ভাবে ট্রেড করতে পারলে ভাল আয় করা যায়।

dinner
2015-12-04, 03:22 PM
ফরেক্স এক টি অনলাইন ব্যবসা । এই ব্যবসা শিখাণোর জন্য কোন নিদিষ্ট জাইগা নাই । তবে আপনি ফরেক্স অন লাইন থেকে (যেমন www.bdpips) থেকে শিখতে পারেন অথবা যে ফরেক্স ভালো বুঝে তার কাছে গিয়ে আপনি ফরেক্স শিখতে পারেন ।

HKProduction
2015-12-06, 06:55 PM
আসলে ফরেক্স শিখা নিয়ে নানা মুনির নানা মত। যত মত তত পথ। তাই একমাত্র সহজ পথ হচ্ছে ফোরাম, ডেমো আর কোন অজানা বিষয় সম্পর্কে অনলাইনে সার্চ করে বের করা। আমি সবচেয়ে বেশি ডেমোকে মূল্য দিয়ে থাকি। কেননা একমাত্র ডেমো থেকেই আমি মার্কেট সম্পর্কে ভাল জানতে পারি।

sharifulbaf
2015-12-09, 10:12 AM
ফরেক্স হল অনলাইন আয়ের মাধ্যম তাই ফরেক্স শিখার জন্য আপনাকে দক্ষ কোন ট্রেডারের সহ যোগিতা নিয়ে শিখতে হবে,অথবা আপনি অনলাইন থেকে ই বুক ডাউনলোড করে সেই বই পড়ে ফরেক্স সমন্ধে জানতে পারেন।সব চেয়ে ভাল হল কারর সহ যোগিতা নিয়ে ফরেক্স শিখা।

sayem11
2015-12-10, 01:36 AM
একজন নতুন ফরেক্স ট্রেডারের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বেই বেশ কিছু বিষয় স্পষ্টভাবে জানা খুব জরুরী। আর সেগুলো হচ্ছে, ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়, কখন আপনার পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং, আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত? কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনাগুলো কি কি । এইসব কিছু সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে ফরেক্সে শুরু করা উচিৎ ।

MotinFX
2016-03-06, 04:51 PM
ফরেক্স শিখার জন্য আমাদের কোথাও যাওয়া লাগেনা ঘরে বসে ফরেক্স শিখা যায় অনলাইনে বিডি পিপস নামে একটা সাইট রয়েছে যা ফরেক্স মার্কেটের প্রাথমিক দিক সম্পর্কে জানা যাবে। তারপরও আপনার কারো জানা মতে কেই থাকরে তাদের থেকে ফরেক্স শিখতে পারেন।

IFXRasel
2016-03-06, 06:48 PM
ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে ইন্সটাফরেক্সর ওয়েবসাইটের এই লিঙ্কগুলো অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/for_beginners.php
এছাড়া ইন্সটাফরেক্সের বিশেষ “ডিসটেন্স কোর্স” গ্রহন করে আপনি ফরেক্স শিখতে পারবেন-
বাংলায় ফরেক্স শেখা- https://www.instaforex.com/bd/distance_training_program.php
ধন্যবাদ

abdulguffer
2016-03-08, 11:40 AM
কোন ট্রেনিং সেন্টার থেকে ফরেক্স শিখে আপনি যদি মনে করেন ফরেক্স এ দক্ষ ট্রেডার হয়ে যাবেন এবং রিয়েল একাউন্ট এ বিনিয়োগ করে প্রচুর প্রফিট করবেন , তবে তা হবে আপনার বোকামি। এ ক্ষেত্রে লস ছারা কিছু পাবেন না । ট্রেনিং সেন্টার থেকে আপনি ফরেক্স এর প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারেন।

basaki
2016-03-08, 12:39 PM
ফরেক্স শিখতে আমি মনে করি না যে কোথাও যেতে হবে। ইচ্ছে করলে আপনি নিজে নিজেই ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক সফল হতে পারবেন। তার জন্য আপনাকে অনক সাহস করে অনেক ধর্য্য করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে বলে মনে করি।

fatemaakhter
2016-03-10, 07:53 PM
আমি আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি ও তার কাছ থেকেই হাতেখড়ি শিক্ষা নিয়েছি। পরাবর্তিতে বিভিন্ন ফোরাম থেকে ওফরেক্স সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করি। এছাড়াও বিভি্ন্ন ভিডিও টিওটিরিয়াল দেখে আমি ফরেক্সে ভাল জ্ঞান লাভ করতে পারি ।

Md Akter Hossain
2016-03-10, 09:40 PM
যেহেতু বাংলাদেশে কোনো ফরেক্স শিখানোর প্রতিষ্ঠান নেই সেহেতু আপনাকে আমার মতে গুগলের সহায়তা নিতে হবে । আপনার যখন কোনো ধরনের ইনফরমেশনের দরকার পরে তখনই গুগলে সাচর্ করবেন । সবকিছু পেয়ে যাবেন। কেননা ফরেক্স মার্কেটে কেউ কাউকে সহজে হের্প করতে চাই না ।

ASADUR RAHMAN
2016-03-14, 03:16 PM
আমার জানা মতে ফরেক্স শিক্ষতে হলে আপনার প্রথম যে কাজটি করবেন সেটা হল । আপনার জানা শুনা পরিচিত একজন ভাল লোকের কাছে যেতে হবে । কারন এখন কর সময় অনেক মানুষ কোন কিছু শিক্ষানোর নাম করে প্রতারোনা করে।আবার আপনি ফরেক্স শেখার জন্য ট্রেইনিং সেন্টার থেকে ট্রেইনিং নিতে পারেন।আবার ফরেক্স শেখার জন্য বেশ কিছু বই রয়েছে আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন

dwipFX
2016-05-13, 09:38 AM
আমি মনে করি ফরেক্স সম্পর্কে আপনাকে বেসিক ধারনা নিতে হবে অনলাইন থেকে তাহলে ফরেক্স সম্পর্কে কারো কাছে শিখতে আপনার সহজ হবে না হয় আপনার সময় লস হবে তাই আপনাকে ফরেক্স শিখতে কারো কাছে যাওয়া লাগেনা কারন সেটা নিজে নিজে শিখা যায় তবে আপনাকে অনেক সময় দিতে।। আমাদের দেশে কোন ট্রেডিং সেন্টার নেই আমার জানা মতে।

Sahed
2016-07-26, 10:01 PM
বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ । কিন্ত দুঃখের বিষয় হল যে বাংলাদেশে ফরেক্স মার্কেট সম্পর্কিত এখনো কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান নেই । তবে আপনি ইচ্ছে করলে অনলাইনে ফরেক্স সম্পর্কিত নানা তথ্য পেতে পারেন । তাছাড়া আপনার পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে আপনি ফরেক্স শিখতে পারেন । ধন্যবাদ ।

RUBEL MIAH
2017-03-10, 09:54 PM
আমরা ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে বেশ কিছু বই রয়েছে আমরা সেগুলোর সাহায্য নিতে পারি । এছাড়াও ফোরাম এবং গুগলের সাহায্য নিতে পারি । ফরেক্সে যখন আপনার মোটামুটি ধারণা হবে তখন ডেমো ট্রেডিং শুরু করব । । এভাবে কয়েক মাস ডেমো ট্রেডিং করলেই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন ।

riponinsta
2017-03-11, 12:30 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড শিখার জন্য আপনাকে কথাও জাওয়া লাগবে না আপনি যদি এই ফোরাম টা ভাল করে পরেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন আবার আপনি ইন্সতাফরেক্স এর ওয়েব সাইট এ গিয়ে নতুন দের জন্য কি করে ট্রেড করবে তা খুব ভাল করে লিখা আছে আপনি ওই গুল পরলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল করে শিখতে পারবেন ইন্সতাফরেক্স থেকে

shohanjacksion
2017-03-12, 11:44 AM
ফরেক্স শিখার একটি উপযুক্ত স্থান হলো বেবিপিপস ডট কম। একমাত্র এই সাইটেই ফরেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।ফরেক্স শিখার জন্য এর চেয়ে ভাল কোন ওয়েবসাইট বা সম-মানের কোন ওয়েব সাইট আছে বলে আমি মনে করিনা।তাই আপনার সফলতার জন্য বেবিপিপস এবং বিডিপিপস সহ গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পারবেন।

monorom
2017-03-18, 03:39 PM
আমাদের বাংলাদেশে ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং সেন্টার কথাই কথাই আছে তা আমার জানা নাই । তবে আমাদের বাংলাদেশে যদি ফরেক্স ট্রেডিং এর ভালো ট্রেনিং সেন্টার থাকে তাহলে আমাদের জন্য ফরেক্স ট্রেডিং শেখাটা অনেক সহজ হবে । আপনি যদি ফরেক্স শেখার কোন ভালো জায়গা না পান তাহলে আপনি ইন্টারনেট থেকে ফরেক্স ট্রেডিং এর বই ডাউনলোড করে সঠিক ভাবে নিয়মিত অনুশীলন করুন তাহলে আপনি ফরেক্স ভালো ভাবে শিখতে পারবেন । আপনি যত বেশি অনুশীলন করবেন আপনার তত বেশি দক্ষতা বাড়বে ।

shohanjacksion
2017-03-18, 06:41 PM
খুব ভাল পরামর্শ দিয়েছেন। আমি আপনার সাথে একমত। এছাড়াও আমি মনে করি ফরেক্স শিখতে হলে গুগল মামাকে সাথে নিয়ে রাঙ্গামাটি বা বান্দরবনের মত নিরাপদ অথবা কক্সবাজারের মত একটি জায়গা নিরিবিলি পরিবেশে যাওয়া উচিত হতে পারে। ফরেক্স শিখতে হলে ওস্তাদের কথা মানতে হবে। মাথা ঠান্ডা রেখে নিয়ম-কানুন মেনে চলতে হবে।

Mamun13
2017-03-23, 09:53 PM
ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷

Grimm
2018-01-29, 04:03 PM
আমার জানামতে বর্তমানে এমন কোন প্রতিষ্ঠান নেই যে আপনাকে এই ব্যবসা শিখার জন্য সাহায্য করতে পারে। তাই আমার মতে ইন্টারনেট হলো একটি ভাল মাধ্যম যেখান থেকে আপনি এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। আমি বর্তমানে ইন্টারনেটে সময় বেশি দিচ্ছি, কারণ আমাকে অনেক শিখতে হবে। আর অাপনিও যদি শিখতে চান তাহলে আপনি ইন্টারনে অনুসন্ধান করুন। আশা করি সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

alamsat
2018-02-06, 10:02 PM
আমি ইউটুবে অনেক ভিডিও টিউটোরিয়েল দেখছি। আর সে মতে কিছু ডেমো ট্রেড করে অনেক কিছু শিখসি।

Grimm
2018-02-07, 10:53 PM
বর্তমানে ফরেক্স শিখার জন্য কোথাও যেতে হয় না। আমার দেখা মতে বর্তমানে অনেক ট্রেডার এই বাজার বিষয়ে শিক্ষা গ্রহণ করতে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে থাকেন, কারণ বর্তমানে আপনি ইন্টারনেট থেকে অনেক জ্ঞান আহরোন করতে পারবেন। আমিও বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট এর উপর নির্ভরশীল আর এতে আমি অনেক খুশি। কারণ ইন্টারনেট হতে শিক্ষা গ্রহণ করতে কোন প্রকার টাকা ব্যয় করতে হয় না আর তাছাড়া ইন্টারনেট থেকে আনলিমিটে তথ্য পাওয়া যায়।

amreta
2020-01-25, 07:06 PM
প্রিয় বন্ধু আপনি কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং লাভের সাথে ব্যবসায় উপভোগ করুন আজ এই ট্রেডিং সপ্তাহের দ্বিতীয় শেষ দিন আগামীকাল একটি বোনাস দিন হবে আশা করি আমরা সবাই ভাল বোনাস পেয়েছি প্রিয় বন্ধু আমি আমার অপরিশোধিত তেল ভাগ করে নিতে চাই ছেলেরা যদি আপনার সাথে দৈনিক সময় ফ্রেমের চার্ট অপরিশোধিত তেল বিক্রির প্রবণতা দেখতে পায় তবে বিশ্লেষণ করি আশা করি এটি আজও বিক্রি হয়ে যাবে এবং আজ ৫. স্পর্শ করবে। আগামী দিনের মধ্যে অপরিশোধিত তেল সম্পর্কে আপনার মতামত কী?

Fxxx
2020-01-27, 02:11 PM
বর্তমান যুগ প্রযুক্তির যুগ আপনি চাইলেই গুগল,ইউটিউব থেকে ফরেক্স বিসয়ক কোর্স শিখে নিতে পারেন নিজ চেষ্টায়। এর চাইতে আর সহজ কোনো উপায় আর আছে বলে আমি মনে করিনা তবে যদি পরিচিত কোনো ভালো ট্রেডারের কাছে শিখতে পারেন সেটা আরো বেশি ভালো ফল নিয়ে আসবে।

Fxhuman
2020-01-28, 11:52 PM
আপনি বিভিন্ন কোচিং সেন্টার ও ইন্টারনেট থেকে ফরেক্স মার্কেট শিখতে পারবেন।ফরেক্স শেখার জন্য বেশ কিছু বই রয়েছে আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন তাছাড়া ফোরাম এর সাহায্য নিতে পারেন। আমি মনে করি এ থেকে অনেকে কিছু শেখা সম্ভব.

Sarder
2020-03-30, 05:25 AM
এটা নির্ভর করে. আপনি বোকা নগদ টুকরা হতে প্রয়োজন ইভেন্টে। এই মুহুর্তে আপনি গুগল, ইউটিউব এবং আলোচনায় যেতে পারেন ব্যাংক এবং ডিলার পরের জ্যাম্পে শ্যাম্পেন ফ্লিপ করবে।

আমি এটি দিয়ে শুরু করি যাতে আপনি বুঝতে পারবেন যে 99% সমস্ত বিষয় বিবেচিত

আপনি বৈদেশিক মুদ্রার তৈরি কোনও বিন্দুতে কোনও সুবিধা ছাড়াই অপেশাদারদের কাছ থেকে উত্স পাবেন।

অনুরূপ ব্যক্তিরা একইভাবে আপনার সমাবেশে দিকনির্দেশনা দেবে।

আমার সেরা পরামর্শটি হ'ল মাসিক থেকে সপ্তাহে, প্রতি সপ্তাহে এবং প্রতিদিনের ডায়াগ্রাম থেকে ফরেক্সে নেওয়া।

যে কেউ নিম্নে বাণিজ্য করে তার সহ্য করার কোনও উপায় নেই। এটাই তো!

একজন নবজাতক হিসাবে, আপনাকে তার সাথে পরিচিত হতে হবে:

ট্রেডিং পর্যায়ে ব্যবহার: কয়েকটি বিবিধ ব্যবসায়িক পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে সর্বাধিক বিখ্যাত হলেন মেট্রাটাডার। একটি শালীন এবং শক্ত বণিকের সাথে একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন এবং মেট্রাটাডার 4 বা 5 ডাউনলোড করুন কীভাবে শোকেস ব্যয়ে ক্রয় / বিক্রয় করবেন, দুর্ভাগ্য ও বেনিফিট সীমা বন্ধ করতে, ক্রয় / বিক্রয় সীমাবদ্ধতার অনুরোধ রাখতে, কেনা / রাখতে হবে বিক্রয় বন্ধ অনুরোধ।

রূপরেখাটি কীভাবে ব্যবহার করতে হবে তা চিত্রিত করুন: বারটি ব্যবহার করতে শিখুন।

কয়েকটি স্পট রয়েছে যেখানে আপনি ফরেক্স শিখতে পারেন:

ওয়েব - গুগল

ইউটিউব

অনলাইন কোর্স

কাছাকাছি শহর কোর্স

আপনি যদি শিখতে উদাসীন হন এবং আপনাকে কেউ আপনাকে দেখাতে হবে - এমন ইভেন্টে আমি আপনাকে নিকটবর্তী শহরে ফরেক্স সম্পর্কিত ঠিকানাগুলি দেখার জন্য পরামর্শ দিচ্ছি। আমি মনে করি এই কোর্সগুলি সম্পর্কে প্রশিক্ষকগণ আপনাকে ফরেক্স সম্পর্কে মৌলিক তথ্য দেবেন - অবশ্যই ফরেক্সের সূচনা করার জন্য এটি আপনার প্রয়োজন। যদি তারা আপনাকে আরও ডেটা দিতে পারে তবে আপনি এটিকে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি পরীক্ষাও করতে পারেন।

অফার সুযোগে আপনি নিজের বাড়ি ছাড়বেন না, এবং ফরেক্স, অভিজ্ঞতা, ব্যবসায়ের দক্ষতা সম্পর্কে কারওর কথা শুনতে হবে - সবচেয়ে আদর্শ রুট হ'ল ইন্টারনেট বা ইউটিউবে অনলাইন কোর্স আবিষ্কার করা এবং সেগুলি দেখার জন্য। আপনি যে কোর্সটি দেখেছেন তা যদি আপনার মনে হয় তবে আপনি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত, সুতরাং এটি নিয়ম মেনে চলেন এবং ট্রেডিং করুন।

অফার সুযোগে আপনি গ্রহণ করবেন না যে কেউ ফরেক্স শিখতে সহায়তা করতে পারে - গুগল ব্যবহার করুন, ফরেক্স বই সন্ধান করুন, সেগুলি পড়ুন, ফরেক্স টার্মিনাল ডাউনলোড করুন এবং বাণিজ্য শুরু করুন।

আপনি স্ব-শিক্ষার ক্ষেত্রে যে ইভেন্টটি বেছে নিয়েছেন সে ক্ষেত্রে, আমি আপনাকে ফরেক্স সম্পর্কে মৌলিক ডেটা শিখতে, এবং দ্রুত ট্রেডিংয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। বই বোঝার গভীরে ডুব না দেওয়ার চেষ্টা করুন, যেহেতু 95% ডেটা আপনি কোনও ক্ষেত্রেই ব্যবহার করবেন না… লেনদেন করা এবং বাজার অনুসরণ করা শেখার জন্য সবচেয়ে আদর্শ পদ্ধতি।

HASIBURRAHMAN
2020-04-11, 09:00 AM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে শিখতে শুরু করুন। প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা � লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং �।

যে যেখান থেকেই ফরেক্স শিখুন সত্তিকারের শেখা নিজের বাস্তব কাজের মাধ্যমে। যে কাজ করে তারই ভুল হয়। ভুল থেকেই শিখতে হয়। ভুলের কারণ উদঘাটনের চেষ্টা করতে হয়। নিজের কাজের মাধ্যমে প্রতিনিয়ত আমরা যদি শিখতে পারি সেটাই প্রকৃত শিক্ষা।

Hridoy6763
2020-04-11, 09:15 AM
ফরেক্স শিখতে আপনার কোথাও যাওয়া লাগবেনা,আপনি চাইলে নিজেই ঘরে বসে এই বিজিনেস শিখতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে,ফরেক্স রিলেটেড অনেক ভিডিও ইউটিউব চ্যানেল এ সার্চ দিলে পাওয়া যাই অনেক ভালো ভালো ওই গুলো আপনি ডাউনলোড দিয়ে দেখে ফরেক্স এখন শিখতে পারবেন।

FREEDOM
2020-04-14, 12:41 AM
কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে শিখতে শুরু করুন। প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা � লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং �।

ফরেক্স শিখার সবথেকে ভালো মাধ্যম হতে পারে কোনো পরিচিত ট্রেডারের কাছ থেকে শিখে নেওয়া যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। আর তাছারা আমাদের দেশে খুব বেশি কোচিং সেন্টারও তৈরি হয়নি যে সেখান থেকে ফরেক্স শেখা যাবে। এজন্য নিজ চেষ্টায় ফরেক্স শেখাটা ভালো হবে। আপনি বিভিন্ন সোর্স থেকে যেমন ইউটিউব, অনলাইন বিভিন্ন ফরেক্স সাইট, ফরেক্স সম্পর্কিত বই ইত্যাদি পড়ে শেখার চেষ্টা করতে পারেন।

Rokibul7
2020-05-03, 07:22 PM
ফরেক্স ট্রেডিং শিখতে আমাদের দেশে কোন কোচিং বা প্রতিষ্ঠান নেই।তাই আপনাকে নিজের আগ্রতায় ব্লগ টিউটোরিয়াল দেখে শিখতে হবে।তাছারা কোন টেডার এর কাছে শিখতে পারেন। ব্লগ টিউটোরিয়াল দেখে শিখতে বেশ সময় লাগবে,কিন্তু টোন টেডার এর হতে কলমে শিখলে সময় কম লাগবে

FX7
2020-05-03, 10:55 PM
আমি মনে করি ফোরামই ফরেক্স শিক্ষার সব চাইতে বেষ্ট জায়গা।গুগল বা পিডিএফ পরে যতটুকু শেকা যায় তার চেয়ে ফোরামই ভাল।ফোরামে দক্ষ টেডারদের মতামত ও কৌশল এর মাধমে শুধু আগ্রহ থাকলে ফরেক্স শিক্ষা বেশ ভালই শেখা যায়।এখানে শেকার বিনিময়ে বোনাসও পাওয়া যায়।

KF84
2020-05-05, 10:31 PM
আমাদের বাংলাদেশে যদি ফরেক্স ট্রেডিং এর ভালো ট্রেনিং সেন্টার থাকে তাহলে আমাদের জন্য ফরেক্স ট্রেডিং শেখাটা অনেক সহজ হবে । আপনি যদি ফরেক্স শেখার কোন ভালো জায়গা না পান তাহলে আপনি ইন্টারনেট থেকে ফরেক্স ট্রেডিং এর বই ডাউনলোড করে সঠিক ভাবে নিয়মিত অনুশীলন করুন তাহলে আপনি ফরেক্স ভালো ভাবে শিখতে পারবেন । আপনি যত বেশি অনুশীলন করবেন আপনার তত বেশি দক্ষতা বাড়বে ।

Dibakar Biswas
2020-05-05, 11:56 PM
ফরেক্স শিখতে আপনাকে কোথাও যাবার দরকার নেই। আপনি ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন । আজকাল অনলাইনে অনেক সাইট পাওয়া যায় যেখানে আপনি বিনা পয়সায় ফরেক্স শিখতে পারবেন।
এমন একটা সাইট হলো: http://forexbanglait.blogspot.com/

তাই ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে CLICK (http://forexbanglait.blogspot.com/)করুন।

Md.shohag
2020-11-30, 01:58 PM
আপনি ফরেক্স শেখার জন্য কুন ট্রেইনিং সেন্টার থেকে ট্রেইনিং নিতে পারেন। আর আপনার যদি ট্রেইনিং করার মত কুন পরিস্থিতি না থাকে তাহলে আপনি ইন্টারনেটে ফরেক্স সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে পারেন। তবে মনে রাখবেন ফরেক্সে কিন্তু খুব জটিল। ফরেক্সে যখন আপনার মুটামুটি ধারণা হবে তখন ডেমো ট্রেডিং শুরু করেন। এভাবে কয়েকমাস ডেমো ট্রেডিং করলেই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন। ধন্যবাদ

AbdulRazzak
2021-01-25, 07:34 PM
ফরেক্স শিখতে আপনি কুন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে পারেন। এবং যদি আপনার শেখার দক্ষতা না থাকে তবে আপনি ফরেক্সের জন্য অনুভূতি পেতে ওয়েবে বিভিন্ন ফরেক্স বিষয়গুলি পড়তে পারেন। তবে মনে রাখবেন যে ফরেক্স খুব কঠিন। আপনার যদি ফরেক্সের প্রাথমিক ধারণা থাকে তবে ডেমো ট্রেডিং শুরু করুন। সুতরাং, ডেমো ট্রেডিংয়ের কয়েক মাস পরে, আপনি ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করবেন। ধন্যবাদ

Mas26
2021-03-05, 09:53 PM
ওয়েব সাইট এবং ব্লগ সাইট থেকে এখন ফরেক্স শিখা সম্ভব। আমি মনে করি বিনামুল্যে এভাবেই ফরেক্স শিখা উচিৎ। ফরেক্স শিখতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ।ফরেক্স শেখার জন্য আপনি ফরেক্স ফোরাম এই অনেক জায়গা আছে এসব জায়গায় আপনি ফলো করলে আপনি ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন । ফরেক্স বিশ্ববিদ্যালয় আছে আর বিভিন্ন জায়গা আছে যেগুলোর মাধ্যমে আপনি পরের সম্পর্কে ধারনা পাবেন। এবং ফরেক্স এ যে পোস্টগুলো করা হয় সেগুলো পড়লেও আপনি ফরেক্স সম্পর্কে অনেক ধারণা পাবেন ধন্যবাদ।