PDA

View Full Version : কম পুঁজি বেশি লাভ নাকি বেশি পুঁজি কম লাভ?



BangaliBabu
2019-08-11, 10:22 AM
আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফরেক্স ট্রেডিংয়ের পুর্বশর্ত হল মূলধন বিনিয়োগ করা। কেউবা কম কেউবা বেশি মূলধন নিয়ে আমরা ট্রেডিং শুরু করি। আবার কেউবা মিনি লট একাউন্টে বা ষ্ট্যান্ডার্ড একাউন্টে ট্রেডিং করছি। আর ম্যাক্সিমাম নতুন ট্রেডাররা মিনি লট একাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করে। সাধারণত নতুন সবাই $১০০ থেকে $৫০০ ডলার বিনিয়োগ করে, আর এটা তো বলাই বাহুল্য নতুন ট্রেডাররা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চান। তাই তাদের ট্রেডিং লিভারেজের সাইজটাও অনেক বড় বড় মাপের হয়। এখন আমার কথা হল কম পুঁজি বিনিয়োগ করে বেশি বেশি রিস্ক নিয়ে লাভ করার মনোভাব কি আমাদেরকে সঠিক ট্রেডার হিসেবে গড়ে উঠতে সাহায্য করে? মোটেও না, একচুয়াল এসপেক্টেশন ছাড়া ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা অনেকটাই কষ্টসাধ্য। আপনাকে সবসময় আপনার ব্যালেন্স অনুযায়ী রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করতে হবে নতুবা খুব কম সময়ের মধ্যেই আপনার ব্যালেন্স শূন্যে পরিণত হবে। তাই আমাদেরকে কম পুঁজি বেশি লাভ নীতি থেকে বেরিয়ে আসতে হবে নতুবা সবসময় বড় ধরনের ঝুঁকির মধ্যে থেকেই যাবেন।

বেশি পুঁজি কম লাভ এই নীতিটা সাধারণত অনেক অভিজ্ঞ ট্রেডাররাই ফলো করে থাকেন। আর ম্যাক্সিমাম অভিজ্ঞ ট্রেডার ষ্ট্যান্ডার্ড একাউন্টে ট্রেডিং করেন সেটা সবারই জানা। এরা সবসময় রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে ট্রেড করেন। কেউ কেউ ৫% আবার কেউ কেউ ২% রিস্ক নিয়ে ট্রেড করেন। আপনার মূলধন যদি বেশি তাহলে আপনাকে অবশ্যই এই থিওরি ফলো করতে হবে। বেশি পুঁজি কম লাভ নীতিতে ট্রেডিং করলে আপনার মূলধন প্রতিনিয়ত বাড়তে থাকবে। কম পুঁজি বেশি লাভ থিওরিতে ট্রেডিং করে প্রফিট করার যত চেষ্টা করুন না কেন ওভারঅল আপনি প্রতিবারই মূলধন হারাবেন। আমিও শুরুর দিকে কম পুঁজি বেশি লাভ নীতিতে ট্রেডিং করতাম আর বারবার মূলধন হারাতাম কিন্তু এখন আমি লস করলেও আমার ব্যালেন্স একেবারে শূণ্য হয় না কারণ বেশি পুঁজি কম লাভ থিওরি আমার ট্রেডিংয়ের গতি প্রকৃতিতে মৌলিক পরিবর্তন এনেছে।
ধন্যবাদ!

mdjamal
2019-08-11, 12:35 PM
বেশি পুঁজি কম লাভ নীতিটি অবশ্যই ভালো তবে এক্ষেত্রে ট্রেডারদের আর্থিক অবস্থা একটা বড় সমস্যা । আমাদের দেশের বেশিরভাগ মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। যাদের ইনভেস্ট 1000$ বা তার বেশি তারাই মাসে ভালো একটি প্রফিট তুলতে পারে। আর আমাদের দেশে বেশিরভাগ এর ইনভেস্ট 50$-100$। এত কম ব্যালেন্সে 2% এর নিয়ম মেনে ট্রেড করা কষ্টকর।

SOMARANITHAKUR1995
2019-08-11, 12:51 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে যদি পুঁজি কম থাকে তাহলে ট্রেড করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে অবশ্যই বেশি লাভের আশা করা যাবে না। যতটা সম্ভব ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে। তাই এই ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর জন্য লট যতটা সম্ভব কম নিয়ে ট্রেড করা উচিত। যাদের পুঁজি কম তাদের ট্রেড করার পূর্বে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।
তবে পুঁজি যদি বেশি থাকে তাহলে ঝুঁকি কিছুটা কম থাকে। তবে সব সময় মনে রাখতে হবে বেশি লাভের আশা করা যাবে না। বেশি লাভের আশা করলে ঝুঁকি বেশি নিয়ে ট্রেড করতে হবে। সর্বশেষ কথা হল আপনার ব্যালেন্স কম থাকুক আর বেশি থাকুক সব সময় ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে। তাহলে আপনার একাউন্ট টা সেফ থাকবে। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। যখন তখন ট্রেড অতিরিক্ত লসে চলে যেতে পারে। যার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বেশি প্রফিটের আশা করা উচিৎ নয়। তবে মুলধন বেশি ট্রেড করার সময় ঝুঁকি কম থাকে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা উচিৎ।

AMIRSHIKDER976
2019-08-13, 11:39 AM
ফরেক্স এ ট্রেড করতে হলে যে রকম মূলধন সে অনুযায়ী হিসাব করে তবে আপনাকে ট্রেড করতে হবে যেন ট্রেড করে আপনার মূলধন শেষ না হয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কম মূলধন নিয়ে আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে সে ক্ষেত্রে অনেকটা ঝুঁকিপূর্ণ থেকে যাবে আপনার অ্যাকাউন্ট এমনকি জিরো হয়ে যেতে পারে। আর যদি আপনার মূলধন বেশি হয় এবং আপনি অল্প লাভ করতে চান সেক্ষেত্রে কোন সমস্যা থাকে না কিন্তু কম মূলধন নিয়ে বেশি লাভ করার সমস্যা।

SHARIFfx
2019-08-13, 12:36 PM
আসলে আমি এখানে বলবো কম বা বেশি পুজি না বড় বেপার হচ্ছে দক্ষতা অর্জন করা। কারন আপনি দক্ষ না হলে অনেক পুজি নিয়ে এসে ট্রেড করলেও সময়ের সাথে বেলেন্স ০ করে পেলবেন। তাই আপনার উচিত টেকনিক্যাল এ দক্ষতা অর্জন করে ট্রেড পরিচালনা করা।

samun
2019-08-13, 02:23 PM
এখানে কখন কি হবে তা কেউ বলতে পারে না। এখানে অল্প পুজিতে বেশি লাভ।কিন্তু কথাটা যতটা সহজে বলা যায় সে ভাবে পাওয়াটা মটেও সহজ নয়। ফরেক্স মার্কেটের গতি বোঝা খুব মুশকিল। যদি মার্কেট অনুকূলে থাকে তবে সামান্য পুজি ট্রেড করলে দ্বিগুন লাভ করা যায়। তার জন্য ধৈর্য ও দক্ষতা একান্ত প্রয়োজন। তাই এসব চিন্তা না করে অল্প ট্রেডে অল্প লাভ করে কিভাবে এখানে টিকে থাকতে হবে তা নিয়ে ভাবতে হবে।

Hasinapx
2019-08-13, 03:01 PM
অল্প পূজি দিয়ে বেশি লাভ অথবা বেশি পূজি দিয়ে অল্প লাভ - এ দুটি কথার মধ্যে কোনটাই যুক্তিযুক্ত নয়। কারণ অল্প পূজি দিয়ে বেশি লাভ করতে গেলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনাই বেশি আবার অল্প লাভের জন্য বেশি ইনভেস্ট করতেই হবে এমনটা নয়। ফরেক্সের উপর ব্যাপক দক্ষতাই বলে দেবে কখন বেশি আার কখন কম লাভ করতে হবে। তবে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু গড়াই ভাল।

Rokibul7
2019-08-13, 05:00 PM
আমি আপনাদের মাজে একেবারেই নতুন।আপনাদের কতায় বুঝলাম যে ফরেক্স এ টেড করতে হলে আপনাকে অনেক দিক খেয়াল রাখতে হবে।মূলধন অনুজায়ি রিক্স নিয়ে টেড করতে হবে।সুতারাং কম মূলধনে বেশি লাভের রিক্স নিয়ে যদি সেটা হাসিল না হয় তাহলে ব্যলেন্স শূন্য হতে পারে।তাই কম মূলধনে বেশি লাভের টেড করা বিপদ হতে পারে।আশা করি নিজেকে আপনাদের মতামতে সেট করতে অধির চেষ্টা করবো।আপনাদের মন্তব্যের জনঢ় সবাইকে ধন্যবাদ