PDA

View Full Version : লিভারেজ কি?



robi_21123
2014-12-16, 10:03 AM
সহজ ভাবে বললে, লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

এখন ধরুন,আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন।

Fasor
2014-12-27, 11:40 AM
আমি যেটা জানি লিভারেজ হল লোন। বিভিন্ন অনুপাতে ব্রোকারগুলো লোন দিয়ে থাকে। আপনার ব্যালেন্স যদি কম থাকে আপনি লিভারেজ বেশি নিয়ে বড় লট এ ট্রেড করতে পারবেন। লিভারেজ বেশি নেওয়া ঠিক না। এটির জন্য অনেক মাঝে মাঝে আমরা অনেক রিক্স নিয়ে ট্রেড করি।

fxover
2015-09-19, 10:25 AM
আমি যেটা জানি লিভারেজ হল লোন। বিভিন্ন অনুপাতে ব্রোকারগুলো লোন দিয়ে থাকে। আপনার ব্যালেন্স যদি কম থাকে আপনি লিভারেজ বেশি নিয়ে বড় লট এ ট্রেড করতে পারবেন। লিভারেজ বেশি নেওয়া ঠিক না। এটির জন্য অনেক মাঝে মাঝে আমরা অনেক রিক্স নিয়ে ট্রেড করি।

ভাই ভাই আপনি লিভারেজ সম্পর্কে যা জানেন তা ঠিকই জানেন । লিভারেজ হচ্ছে লোন যা ব্রোকার আমাদেরকে আমাদের প্রধান একাউন্ট ব্যালেন্স এর উপর বিভিন্ন অনুপাতে দিয়ে থাকে । ব্রোকার আমাদেরকে লিভারেজ দেয় বলেই কিন্তু আমরা এত অল্প পুঁজি দিয়ে বড় বড় ট্রেড করতে পারি ও লাভ করতে পারি । আমরা যত বেশি লিভারেজ পাব তত বেশি বড় লট সাইজের ট্রেড করতে পারব ও বেশি লাভ করতে পারব । একটা কথা মাথায় রাখতে হবে লট সাইজ খুব বড় করে ট্রেড না করাই ভালো এতে লাভ যেমন বেশি হতে পারে তেমনি লসও বেশি হতে পারে ।

dinner
2015-11-29, 08:13 PM
মনে করুন যে আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন। অথ্যাৎ লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

basaki
2016-03-25, 02:46 PM
লিভারেজ হচ্ছে আপনার একাউন্টে থাকা আপনার ব্যলেন্সের পরিবর্তে কি পরিমান লোন আপনি নিতে চান তার পরিমান। আপনি যদি লিভারেজ কম নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আমি মনেবকরি সেটা খুব ভাল হবে না আর যদি আপনি কম লিভারেজ নিয়ে ট্রেড করেন তবে অনেক ভাল হবে।

abdulguffer
2016-03-25, 10:34 PM
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন। ট্রেডার তার ডিপোজিট এর উপর ব্রোকার এর নিকট থেকে সর্বোচ্চ যত গুন লোন নিতে পারবে ট্রেডিং এর সময় ঐ লোন টাই হলো লিভারেজ। লিভারেজ যদি 1:100 হয় তাহলে আপনি ট্রেড এর সময় আপনার ডিপোজিট এর উপর সর্বোচ্চ 100 গুন লোন নিয়ে ট্রেড করতে পারবেন।

abdulguffer
2016-03-25, 10:38 PM
আপনার ডিপোজিট দিয়ে আপনি যে পরিমাণ লট ট্রেড করতে পারেন , লিভারেজ এর কারনে আপনি তার থেকে অনেক গুন বেশি লট ট্রেড করতে পারেন।আপনার ডিপোজিট 50$ এবং লিভারেজ 1:100 , আপনি ট্রেড এর সময় 50100= 5000$ এর ট্রেড করতে পারবেন। লিভারেজ সুবিধা না থাকলে আপনি এই বিশাল অংকের ট্রেড করতে পারতেন না।

dwipFX
2016-05-15, 03:29 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে কম বেশি লিভারেজ নিতে হয়। লিভারেজ হল আমার কেপিটালের বিপরীতে সক্ষমতা বাড়ানো। যেমন আমার একাউন্টে ১০০ ডলার থাকলে আমি ০.০১ ট্রেড দিতে পারব কিন্তু আমি যখন লিভারেজ ১ঃ১০০ নিব তখন আমি ০.১০ ভলিউমে ট্রেড দিতে পারব।আর এটাকে বলে লিভারেজ।

sharifulbaf
2016-05-16, 04:55 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ বলতে আমরা ডিপোজিটের উপরে লোনকে বুঝে থাকি,আমরা যা ডিপোজিট করে ট্রেডিং করে থাকি,কিন্তু আমরা যা ডিপোজিট করে থাকি তা দিয়ে ট্রেডং করা যাবেনা বিধায় আমরা লিভারেজ নিয়ে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা প্রফিট করার জন্য ডিপোজিট করে থাকি।

Sahed
2016-07-26, 08:23 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

md mehedi hasan
2016-12-02, 04:58 PM
ফরেক্স মার্কেটে লেভােজ হচ্ছে মূলত লোন।অর্থাৎ যে পরিমান ডলার আপনার কাছে আছে তার চাইত দ্বগুণ ট্রেড করার সুযোগ প্রদান করবে।আপনার মূল ডিপোজিটের চাইতে বেশি বিনিয়োগ করার সুযোগ সুবিধাকে লিভারেজ বলে।

kumarkhali
2016-12-02, 06:18 PM
আপনে লিভারেজ সম্পর্কে জানতে চান, প্রথম কথা হচ্ছে আপনে যখন প্রথম ফরেক্স মার্কেট এ একটা একাউন্ট খুলতে জাবেন তখন আপনার একাউন্টের জন্য লিভারেজ সিলেক্ট করতে হবে, আর লিভারেজ হচ্ছে এক ধরণের লোণ, আপনে যখন ট্রেড করবেন একটা নির্ধারিত লট সাইজ রেখে, আর এই লট সাইজ টা আপনে কিভাবে বা কতো টুকো নিবেন সেই টার জন্য লোণ নেয়া হচ্ছে লিভারেজ।

RUBEL MIAH
2017-03-10, 05:41 PM
ফরেক্স মার্কেটের লিভারেজ যদি 1:100 নেই তাহলে আমি ট্রেড এর সময় আমার ডিপোজিট এর উপর সর্বোচ্চ 100 গুন লোন নিয়ে ট্রেড করতে পারব । লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব ।

riponinsta
2017-03-11, 12:23 PM
ফরেক্স মার্কেট এ লিভারেজ মানে হল ধার নেওয়া আপনি যদি ১ঃ১০০ নেন তার মানে আপনি আপনার ১ ডলার এর বিপরীত এ আপনি ১০০ ডলার লোণ নিলেন যারা ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডার তাদের বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না আপনি যত বেশি লিভারেজ নিবেন আপনি তত বেশি লট এ ট্রেড করতে পারবেন বেশি লট মানে বেশি রিস্ক আপনি নতুন ট্রেডার হলে আপনি ১ঃ৫০ দিয়ে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে

nbfx
2017-03-23, 06:34 AM
লিভারেজ হলো ব্রোকার হাউজ কতৃত প্রদত্ত ঋণ সুবিধা। যাকে মার্জিন ঋণ ও বলে। এই লিভারেজ নিয়ে আপনি বড় বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন আর একাউন্ট জিরো করতে পারবেন। বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে ট্রেডার ক্ষতিগ্রস্থ হয় বেশি।
ফরেক্স মার্কেট নিয়ন্ত্রন করা যায় না আমরা সকলেই জানি। নিয়ন্ত্রন করতে হবে নিজেকে। নিজেকে নিয়ন্ত্রন করতে পারলে লোভ সংবরন করতে পারলে ট্রেডিং একাউন্ট জিরো হবে না। তারপরও ডেমোতে একটি পদ্ধতি আমি আবিস্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। মানিমেনেজম্যান্ট কিছু মানতে হবে না। শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো লিভারেজ। লিভারেজ কমিয়ে ১:১০ সেট করুন। আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না। ফলে আপনার একাউন্ট জিরো হবে না। একবার চেষ্টা করেই দেখুন না। আপনার মূলধন সুরক্ষিত থাকবে।

Mamun13
2017-03-23, 09:08 PM
আশাকরি উপরের বিষদ আলোচনায় জানতে পারলাম লিভারেজ বলতে কী বোঝায়৷এখন বলবো নতুন ট্রেডারগণ সাবধান!এখনই আপনাদের রিয়েল ট্রেডিং একাউন্টের লিভারেজ কমিয়ে সেট করুন৷যেমন-1:50,1:40,1:30 বা 1:20 তে নামিয়ে আনুন৷এতে আপনার পুজিঁ অতি সহজেই শুন্য হবে না৷আপনার লোভের পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণে রেখে অনেক দিন যাবৎ ট্রেড করতে পারবেন৷