PDA

View Full Version : মানি ম্যনেজমেন্ট কি???



Rokibul7
2019-08-16, 01:20 AM
ভাই আমি ফরেক্সএ একেবারে নতুন ফরেক্স একা একা শিখতে আমাকে অনেক প্রশ্নের মধ্য পড়তে হয়। কেও কি আমাকে সহজ ভাবে, মানিম্যানেজমেন্ট এর বিসতারিত সংক্ষেপে বলতে পারেন,তাহলে অনেক সুবিধা হতো আমার।আপনাদের মতামত আমাকে দারুন গাইড দেয়।

Hafizfx
2019-08-16, 07:50 PM
একটি ট্রেড নেওয়ার জন্য আপনি কত পরিমান রিস্ক নিতে পারবেন তাকে ই মানিম্যানেজমেন্ট বলে থাকে আপনার একাউন্টে যদি ১০০ ডলার থাকে এবং আপনি যদি ১ ডলার লটে ট্রেড করেন তাহলে ১০০ পিপন্স এ আপনার একাউন্ট শুন্য হয়ে যাবে তাই আপনি কি করবেন এমন লটে ট্রেড করবেন তাতে যেন একটি ট্রেড ৫০০ পিপন্স আপনার বিপরীতে গেলেও একাউন্ট সুরক্ষিত থাকে আর এর জন্য আপনাকে সর্বোচ্চ ০.০১ লটে ট্রেড করতে হবে তাহলে আপনার একাউন্ট কখনও শুন্য হবে না ট্রেডটি আপনার বিপরীতে গেলেও সেটা কম লস নিয়ে কেটে দিয়ে আবার নতুন ট্রেড করতে পারবেন। এটাকে মানি ম্যানেজমেন্ট বলে।

BENGALPIASH0007
2019-08-16, 11:27 PM
ফরেক্স মার্কেটের একটি অন্যতম পাট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। একজন সফল ফরেক্স আর কখনো মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড ওপেন করে না।কারণ আপনার ট্রেড ওপেন করার ফলে কি পরিমানে লাভ বা লস হবে সেটা ডিপেন্ড করে মানি ম্যানেজমেন্ট এর উপরে।আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানি ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যদি আপনার অ্যাকাউন্টে 200 ডলার থাকে আর সে ক্ষেত্রে আপনি যদি 1 ডলার লটে ট্রেড ধরেন তাহলে । তাহলে যদি মার্কেট 200 পিপস আপনার বিপরীতে চলে যায় তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। আপনাকে আর কম লটে ট্রেন ধরতে হবে
তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আপনার অ্যাকাউন্ট কে কিভাবে সুরক্ষিত রাখা যাবে মানি ম্যানেজমেন্ট সেটাই নির্দেশ করে থাকে ।

DEARMUM100
2020-06-25, 07:26 PM
ফরেক্স মাকের্টে ট্রেডিং করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাব মানি ম্যানেজমেন্ট করা।মানি ম্যানেজমেন্ট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডারের তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে। একটি ভালো মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্ট কে সবর্দা লস থেকে রক্ষা করতে সাহায্য করে।একটি ভালো মানি ম্যানেজমেন্ট ফলো করলো আপনার ক্যাপিটাল হারানোর সম্ভবনা খুব কম

FREEDOM
2020-06-25, 09:54 PM
মানি ম্যানেজমেন্টকে আপনি ফরেক্সে টিকে থাকার হাতিয়ার মনে করতে পারেন। যে সকল ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট না করেই ট্রেড করে থাকে তারা অল্পতেই ঝরে পড়ে তাদের পক্ষে এখানে বেশিদিন টিকে থাকা সম্ভব হয় না।
মানি ম্যানেজমেন্ট বলতে মুলত আপনাকে রিস্ক রেশিও মেইনটেইন করে ট্রেড করতে হবে যেমন নির্দিষ্ট লটে ট্রেড করতে হবে, প্রতিটি ট্রেডে নির্দিষ্ট অনুপাতে টেক প্রফিট স্টপলস সেট করে দিতে হবে, তাছারা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে ২% থেকে ৩% এর বেশি রিস্ক নেওয়া যাবে না।

Sakib42
2020-06-25, 09:58 PM
ভাই আমি ফরেক্সএ একেবারে নতুন ফরেক্স একা একা শিখতে আমাকে অনেক প্রশ্নের মধ্য পড়তে হয়। কেও কি আমাকে সহজ ভাবে, মানিম্যানেজমেন্ট এর বিসতারিত সংক্ষেপে বলতে পারেন,তাহলে অনেক সুবিধা হতো আমার।আপনাদের মতামত আমাকে দারুন গাইড দেয়।


বৈদেশিক মুদ্রার মধ্যে অর্থ পরিচালনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের খুব বেশি ক্ষতি করে না, আমাদের কেবল অর্থ পরিচালন অনুসরণ করে ফরেক্সে বাণিজ্য করা উচিত trade কেননা আমাদের জন্য মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা মানি ম্যানেজমেন্টের সাথে বাণিজ্য করি তবে আমাদের অ্যাকাউন্টটি কখনই ধুয়ে যাবে না, তাই ফরেক্সে ট্রেড করার সময় অর্থ পরিচালন অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ।

SHARIFfx
2020-06-25, 10:54 PM
আমার মতে মানিমেনেজমান্ট হচ্ছে মুদ্রার দাম নিয়ন্ত্রণ। আপনার মুদ্রা দর উঠা নামার উপরে নির্ভর করে মানিমেনেজমান্ট। দরুন ডলার ৮০ টাকা, এর দর কমে ৫০ টাকা আসলো। আর আপনি ডলার কমে ২০ টাকায় আসলেও আপনার পুজি বেক আপ থাকবে ট্রেড করার জন্য সেটাই হলো স্ট্রং মানিমেনেজমান্ট।