PDA

View Full Version : আপনার প্রথম ট্রেড?



Rokibul7
2019-08-16, 01:57 AM
পুরোনো টেডার ভাইদের কাছে একটা প্রশ্ন,কেমন ছিল আপনার প্রথম টেড?সফল নাকি বিফল। আর কেমন অনুভুতি হয়েছিল তখন?

Hafizfx
2019-08-16, 07:46 PM
প্রথম ট্রেড করে ভালই প্রফিট করতে পেরেছিলাম কারন তখন বুঝতাম না লট কি কিভাবে প্রফিট কিভাবে লস হয় আর যে একাউন্ট ছিল সেটা ছিল নো ডিপোজিট বোনাস ৫০০ ডলার তাই লসের কোন ভয় ছিল না। তাই ১ ডলার লটে ট্রেড করে ৫০পিপন্স প্রফিট করতে পারি তাই মনে ভালই উৎসাহ হয় তারপর থেকে ট্রেড শেখার জন্য সময় ব্যায় করতে থাকি আর যতই শিখতে থাকি ততই লস করতে থাকি কারন যত শিখছিলাম ততই বেশি এ্যানালিসিস করতে যেতাম ততই লস হত কিন্তু বর্তমানে যে পর্যায়ে এসেছি তাতে মোটামুটি ১০ টি ট্রেড করলে ৬টি তে প্রফিট করতে পারি।

souravkumarhazra6763
2019-08-17, 05:41 PM
আমার জীবনে ফরেক্স মার্কেট এর প্রথম ট্রেড ছিলো খুব প্রফিট এবল,আমার পেয়ার টি নেম খেয়াল নেই।কিন্তু আমি আমার প্রথম এন্ট্রি থেকে ৩০০ পিপস ১৫ ডলার লাভ করেছিলাম,খুব হ্যাপি ছিলাম প্রথম এন্ট্রি তে সফলতা পেয়ে,এর পর অনেক এন্ট্রি তে লাভ করেছি কিন্তু প্রথম ট্রেড টা সব সময় মনে থাকবে।

TanjirKhandokar1994
2019-08-17, 06:13 PM
আমি ফরেক্স ট্রেডিং এ রিয়েল ট্রেডিং শুরু করি যখন তখন খুবই ভালো প্রফিট করেছিলাম। প্রথম অবস্থায় আমি প্রথম ট্রেডেই ৪৯$ প্রফিট করি এবং সেটাই আমার সবসময়ই মনে পরে। এর পরে যদিও আরও অনেক বেশিও প্রফিট করেছি তবুও প্রথম অবস্থায় পাওয়া বোনাসের বিষয়টা একটু আলাদাই। শুধু যে আমি এখানে লাভ লরেছি এমন নয় এখানে আমি লসও লরেছি অনেক। আর আমি বিশ্বাস করি যে প্রতিটা ব্যবসাতেই লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক। আর আমি তাই মেনেই ট্রেড করি। তবে এখানে আমি চেষ্টা করি লস এড়ানোর যদিও বা লস করি তবে কমপরিমানেই আর আমি সকলকে বলবো আপনারাও ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন তাহলে লসের সম্মুখীন হতে হবে না। ধন্যবাদ

Hridoy6763
2019-08-17, 08:26 PM
আমার প্রথম ট্রেড টাই আমি ১০০ পিপস লস করে থাকি,খুব খারাপ লাগছিলো যখন আমি লস টা করি,কিন্তু আমি তারপর থেকে অনেক অনুশীলন করি এবং এন্যালাইসিস করে মার্কেট ট্রেন্ড এর পক্ষে ট্রেড করি,তারপর থেকে অনেক এন্ট্রি থেকে লাভ করি এবং খুব আন্দিত হয়।

Hafizfx
2019-08-18, 07:38 PM
আমার প্রথম ট্রেড টাই আমি ১০০ পিপস লস করে থাকি,খুব খারাপ লাগছিলো যখন আমি লস টা করি,কিন্তু আমি তারপর থেকে অনেক অনুশীলন করি এবং এন্যালাইসিস করে মার্কেট ট্রেন্ড এর পক্ষে ট্রেড করি,তারপর থেকে অনেক এন্ট্রি থেকে লাভ করি এবং খুব আন্দিত হয়।

ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যয় লস হবে আর সেটা মেনেনিয়ে যদি নিয়মিত চেষ্ট করে যেতে পারেন তাহলে ই আপনি একদিন না একদিন প্রফিট করতে পারবেন। কারন কোন কাজই একবারে শেখা যাই না। তাই প্রথম দিকে সব কাজেই যেমন ভুল হয় তেমনী আপনারও হবে তাই মন খারাপ করার কিছু নেই চেষ্টা চালিয়ে যেতে হবে আর মাথায় একটিমাত্র কথা স্মরন রাখতে হবে যে লট হবে ০.০১ তাহলে যতই লস হোক না কেন একাউন্ট সুরক্ষিত থাকবে। আর একাউন্ট সুরক্ষিত থাকলে আপনিও নিয়মিত ট্রেড করতে পারবেন।

SOMARANITHAKUR1995
2019-08-18, 08:37 PM
আমার প্রথম ডিপোজিট ছিল 75 ডলার। ব্যালেন্সটা যেহেতু কম ছিল তাই বেশি লট নিয়ে ট্রেড করাটা অনেক ঝুঁকিপূণ্য ছিল। প্রথমে ট্রেড করার সময় আমি 0.01 এ মোট 10 লট নিয়ে ট্রেড করি। যখন ট্রেড ক্লোজ করি তখন প্রতিটি লটে আমার এক ডলার করে লাভ ছিল। মূলধন যেহেতু কম ছিল এইজন্য আমাকে অনেক সর্তকতা অবলম্বন করতে হয়েছিল।