PDA

View Full Version : ইন্টারনেট সমস্যা



hripon
2014-12-18, 02:18 PM
১জ.বি. ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়া ফরেক্স করতে কি যে বিপদ। কম্পিউটার আপডেট নিয়া প্রায় সব নেট যাই চলে।বাকি যা থাকে তা দিয়া বেশিদিন হয়না। আপডেট অফ করার উপাই কি?

mybff
2015-02-17, 10:57 AM
আপনাকে উইন্ডোজ আপডেট বন্ধ করতে হলে প্রথমে কন্ট্রল প্যানেল এ যেতেহবে , সেখান থেকে প্রথমে আপনাকে আপডেট windows এ ক্লিক করতে হবে। তারপর নতুন একটি উইন্ডো আসবে সেখানে অপ্রে ডান পাসে চেঞ্জ সেটিং এ জান তারপরে সিলেক্ট করেন never check for updates(not recomandet) then ok ক্লিক করেন ।। আপনার উইন্ডো আপডেট বন্ধ হয়ে যাবে।।

Tuhin
2015-04-20, 06:58 PM
আসলে আমরা সবাই জানি ফরেক্স একটা অনলাইন বিজনেস। আর অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতাভুক্ত থাকেন তাহলে কম খরছে নেট নিতে পারেন এতে খুব ভাল সুবিধা পাবেন ফরেক ট্রেড করে। আর উইন্ডোজ আপডেট বন্ধ করতে কন্ট্রোল পানেল থেকে অটো আপডেট অফ করলেই হবে।

hasanmasud1985
2015-04-21, 08:38 PM
অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। পনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতাভুক্ত থাকেন তাহলে কম খরছে নেট নিতে পারেন এতে খুব ভাল সুবিধা পাবেন ফরেক ট্রেড করে। আর উইন্ডোজ আপডেট বন্ধ করতে কন্ট্রোল পানেল থেকে অটো আপডেট অফ করলেই হবে।

mithun
2015-04-23, 01:37 AM
আমি নেটের জন্য টেলিটক ব্যবহার করি কিন্তু প্রায় সময়ই লাইন থাকে না। আবার ১ এমবিপিস লাইনে ডাউনলোড স্পীড থাকে মাত্র ৮০ কেবিপিস। কানেকশন চেঞ্জ করব কিনা বুঝতেছি না ।

alamin2016
2015-06-02, 12:08 PM
ইন্টারনেট সমস্যয়
আপনার ইন্টারনেট সমস্যা হলে আবার মেগা কিনুন নয়তোবা আপনি চাইলে টেলিটক বর্ণমালা সিম রেজি: করুন কম খবচে আপনি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । একখ রবিতেও কম খরচে ইন্টারনেট ব্যাবহার করা যায়। ৫০০মেগা ইন্টার দিয়ে আপনি ফরেক্স করতে পারবেন দিনে মিনিমাম ১০টি পোষ্ট দিন।