PDA

View Full Version : অর্ডার সময়সীমা



hripon
2014-12-18, 06:37 PM
আমি ডেমো করছি।আমি যখন বাই বা সেল করি তখন সেই অর্ডার একদিন পর নিজ থেকেই বন্ধ হয়ে যাই।আমি চাই ১ সপ্তাহ থাকুক বা ১ মাস।এই সেটিং তা কিভাবে করব বুঝতে পারছিনা,কেউ বলবেন অনুগ্রহ করে?

anny
2014-12-18, 07:00 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট কোন অর্ডার সময়সীমা নাই।
কিন্তু আপনার যখন টেড্র বন্ধ হয়ে যায় তখন আপনি স্টপ লস বা টেক প্রফিট দিয়ে রাখবেন।
তাহলে আপনার আর কোন ফরেক্স মার্কেট সমস্যা হবে না।

hripon
2014-12-21, 08:51 AM
ধন্যবাদ anny ভাই/ম্যাডাম।

anny
2014-12-21, 04:42 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট কোন অর্ডার সময়সীমা নাই।
আপনি ফরেক্স মার্কেট যে কোন টাইমে Trade করতে পারবেন।

fh.ratul
2014-12-26, 01:57 PM
আপনার ইচ্ছা যত সময় খুশই ।

Zakariea
2015-05-11, 03:53 PM
আমার মনে হয়,
আপনি যা দিয়ে ডেমো ট্রেড করছেন তার সেটিং এ হয়তো সমস্যা রয়েছে। অথবা আপনার এসএল বা টিপি কে আপনার ট্রেড টাচ করছে।

Shimanto754
2015-05-13, 02:28 PM
ফরেক্স এ অর্ডার ক্লোজ বা ওপেন করার নির্দিষ্ট সময় বা নিয়ম নেই।আপনি নিজে যখন অর্ডার ক্লোজ করবেন তখনই ক্লোজ হবে।তবে হ্যা, ডেমো ট্রেডিংয়ে মাঝে মাঝে ট্রেড দুএকদিন পর একাই ক্লোজ হয়ে যায়।আবার অনেক সময় মার্জিনকলের কারনে ক্লোজ হয়ে যায়।তবে অর্ডার এমন অটোমেটিক দুএকদিন পর ক্লোজ হওয়া থামানোর কোনো সেটিং আছে বলে আমার মনে হয় না।বরং আপনি স্টপলস ও টেকপ্রফিটে ট্রেড ক্লোজ হচ্ছে নাকি খেয়াল করুন।

fxover
2015-09-20, 09:41 PM
আমি ডেমো করছি।আমি যখন বাই বা সেল করি তখন সেই অর্ডার একদিন পর নিজ থেকেই বন্ধ হয়ে যাই।আমি চাই ১ সপ্তাহ থাকুক বা ১ মাস।এই সেটিং তা কিভাবে করব বুঝতে পারছিনা,কেউ বলবেন অনুগ্রহ করে?

ভাই আপনার সমস্যা টা ঠিক বুঝতে পারছি না । এমন কোন সমস্যা আমার কখনো হয় নি। আমি গুগল সার্চ করে আপনার সমস্যার সমাধান খুজার চেষ্টা করলাম কিন্তু এমন কিছু পেলাম না । ভাই আপনার অটো ট্রেডিং অন হয়ে আছে কিনা তা একটু ভালো ভাবে চেক করে নিন । অনেক সময় অটো ট্রেডিং অন হয়ে থাকলে এমন সমস্যা হতে পারে।

MotinFX
2016-02-07, 03:19 PM
আমি আপনার সমস্যাটা ভাল করে বুঝতে পারছি না কারন আমি ট্রেড করছি এরকম কোন সমস্যা হয়নাই। আপনার হয়ত অটো ট্রেড থাকতে পারে তাই এই ট্রেড গুলো বন্ধ হয়ে আপনাকে অাটো ট্রেড বন্ধ করে দিতে হবে। পেন্ডিং অর্ডার দেওয়ার সময় আপনাকে ট্রেডের নির্দিস্ট করে দিতে পারেন এর ট্রেড অপেন হলে হল না হয় নিজ বন্ধ হয়ে যাবে।

basaki
2016-02-07, 03:53 PM
আপনি যখন ট্রেড ওপেন করেন তখন আপনার অপশন গুলু ভাল করে পড়ে তারপর ট্রেডটি ওপেন করলে আমার মনে হয় যে সমস্যাটা আপনার হচ্ছে আর মনে হয় সেটা আর মনে হয় হবে না। আপনার ট্রেড ওপেন করার সময়ের উল্লেখ থাকলে আপনি নিজের মত করে সময় সেট করে নেন।

Marufa
2016-02-07, 06:40 PM
অর্ডার এর নির্দিষ্ট কোন সময় সীমা নেই । আপনি একটি অর্ডার ওপেন করে যতদিন খুশি অর্ডার রেখে দিতে পারেন । এটি নির্ভর করবে আপনার ওপর । আপনি যদি চান একটি অর্ডার ওপেন করে কয়েকমাস পযর্ন্ত ধরে রাখতে পারেন । অর্ডার এর জন্য আপনার ইচ্ছার ওপার নির্ভর করবে । আপনি প্রফিট হলে এক্সিট করবেন ।

yasir arafat
2016-04-07, 01:33 AM
আমি ডেমো করছি।আমি যখন বাই বা সেল করি তখন সেই অর্ডার একদিন পর নিজ থেকেই বন্ধ হয়ে যাই।আমি চাই ১ সপ্তাহ থাকুক বা ১ মাস।এই সেটিং তা কিভাবে করব বুঝতে পারছিনা,কেউ বলবেন অনুগ্রহ করে?

আমার মনে হয় আপনি আপনার ট্রেডে স্টপ লস অথবা টেক প্রফিট দিয়ে রেখেছেন অথবা ট্রেড ক্লোজ করার কোন স্ক্রিপ্ট আপনার মেটা ট্রেডারে চালু রয়েছে।আর ট্রেড ওপেন রাখার জন্য নির্দিষ্ট সময় বাধা নেই।আপনি চাইলে তা যেকোন সময় ওপেন বা ক্লোজ করতে পারেন। :rules:

dwipFX
2016-05-10, 09:37 PM
ফরেক্স মার্কেটে আমি ডেমো ট্রেড করলে এরকম কোন সমস্যা আমার হয়নি। আমার মনে হয় আপনার অটো ট্রেড অপেন করা আছে আপনাকে সেটা দেখতে হবে। ডেমো করার সময় আপনার সুন্দর একটি সমস্যা সমাধান করতে পারছেন। আপনার মাধ্যমে অামরা সচেতন হতেপারলাম। তাই আমাদের কে ট্রেড করার আগে সেগুলো দেখতে হবে।

sharifulbaf
2016-05-18, 04:35 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের মানিম্যানেজমেন্ট অনুসরণ করে টট্রেড করতে হবে,তাই বেশি ট্রেড অর্ডার অপেনিং করা হতে বিরত থাকতে হবে,ফরেক্স মার্কেটে বেশি অর্ডার অপেনিং করে আমরা আমাদের একাউন্ট জিরো করে ফেলেছি,তাই বেশি অর্ডার না করে কম করে প্রফিট করা অনেক ভাল।

md mehedi hasan
2016-12-04, 08:05 AM
ভাই আপনি হয়তো ফরেক্স মার্কেটে শর্ট ট্রেড করেন।যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন এবং উক্ত ট্রেড আপনার পক্ষে থাকে তাহলে ট্রেডটি লাভ সহ ক্লোজ হলে আপার কোন অসুবিধা হওয়ার কথা নাতো।আর আপনি যদি একটি ট্রেড কয়েক দিন ধরে চাাতে চান তাহলে লং ট্রেড করুন।

RUBEL MIAH
2016-12-07, 07:35 AM
অর্ডারের সময় সীমা হিসেবে আমরা মনে করতে পারি যে আমরা যদি মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করি তাহলেই আর সমস্যা হয় না । তারপর ও অর্ডারের সময় সীমা অামরা খেয়াল করব যাতে কোন প্রকার সমস্যায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । আমরা সব সময় ধৈর্য্য ধারন করে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।