PDA

View Full Version : মুদ্রাস্ফিতি



qpionee
2014-12-20, 02:12 AM
অর্থনিতীর কৌন অবস্থা মুদ্রাস্ফিতির জন্য বিশেষ ভাবে দায়ী? আর তা কেমন প্রভাব ফেলে ফরেক্স ট্রেডিং এ?

fh.ratul
2015-02-28, 09:50 PM
এতো কিছু বুঝে ফরেক্স করতে আপনার ফরেক্স করতে অনেক সময় লাগবে। আপনি দেখবেন কিছু দিন পড়ে পড়ে একটি দেশের মুদ্রা স্ফিতি এর রিপোর্ট দেয়। বেশি হলে বুঝতে হবে দেশের অরথনিতীর অবস্থা খারাপ । কম হলে ভাল। এই ভাবেই সব দেশের মুদ্রার মান উঠা নামা করে ।

Esan Islam
2015-03-19, 09:28 PM
মুদ্রাস্ফীতি যেকোন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে।আর উন্নত দেশের অর্থনীতি ফরেক্স মার্কেটে প্রভাব বিস্তার করে। মুদ্রাস্ফীতি হলো কোন দেশের অর্থনীতির দুর্বল অবস্থা। তাই বলা যায় যে অর্থনীতি যেহেতু ফরেক্স প্রভাব বিস্তার করে আর মুদ্রাস্ফীতি হল দুর্বল অর্থনৈতিক অবস্থা সুতরাং মুদ্রাস্ফীতিও ফরেক্সে মার্কেটে প্রভাব বিস্তার করে।

sharifulbaf
2015-12-19, 07:37 PM
ফরেক্স মার্কেট এ মুদ্রাস্ফীতি বলতে আমরা মনেক রি কোন দেশের মুদ্রা যখন যোগানের তুলনাই অনেক বেশি হয়ে যায় ফরেক্স মার্কেট ঐ দেশের করেন্সির দাম কমতে থাকে। তাই ফরেক্স ট্রডিং করতে চাইলে অর্থনৈতিক সংবাদ দেখা চাই তা না হলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট না করে লস করতে হবে।

yasir arafat
2016-04-06, 12:50 PM
এগুলো জানার জন্য আপনাকে ভাল করে নিউজ অ্যানালাইসিস করতে হবে।এছাড়া ফরেক্সের জন্য বিভিন্ন সাইট রয়েছে ।যারা বিভিন্ন দেশের মুদ্রাস্ফিতি সর্ম্পকে রিপোট রিলিজ করে থাকে।আপনি যদি কিছু দিন এগুলো নিয়ে রিচার্জ করেন,তাহলে সহজেই বুঝতে পারবেন।জিনিসটা এতটা কঠিন না।

dwipFX
2016-05-17, 02:56 PM
মুদ্রা স্প্রতি সম্পর্কে আমার কোন ধারনা নেই তবে অামি যত টুকু জানি ফরেক্স মার্কেট হল মুদ্রা বাজার মুদ্রা স্প্রতি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আপনাদের কাছে জানতে চাই মুদ্রা বাড়লে ফরেক্স মার্কেটে কেমন প্রভাব পড়ে আবার কমলে কেমন প্রভাবে পড়।

Realifat
2016-06-21, 08:23 AM
অর্থনীতির দুর্বল অবস্থা মুদ্রাস্ফিতীর জন্য দায়ী। যখন কোনো দেশের অর্থনীতির অবস্থা দুর্বল থাকে তখন সে দেশে মুদ্রাস্ফীতি ঘটে। আর ফরেক্স মার্কেটে মুদ্রাগুলোর ট্রেড করা হয়। এজন্য যেসব দেশের মুদ্রার ট্রেড ফরেক্স মার্কেটে হয় সেসব দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে তা ফরেক্স মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

Md Masud
2017-05-25, 06:46 PM
একটি দেশের মুদ্রা স্ফিতি এর রিপোর্ট দেয়। বেশি হলে বুঝতে হবে দেশের অরথনিতীর অবস্থা খারাপ । কম হলে ভাল। এই ভাবেই সব দেশের মুদ্রার মান উঠা নামা করে । ফরেক্স মার্কেটে মুদ্রাগুলোর ট্রেড করা হয়। এজন্য যেসব দেশের মুদ্রার ট্রেড ফরেক্স মার্কেটে হয় সেসব দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে তা ফরেক্স মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে ।