PDA

View Full Version : অটোমেটেড ফরেক্স রোবট



DhakaFX
2019-08-18, 05:25 PM
ফরেক্স ট্রেডিং এ কষ্ট করে এনালাইসিস করার পর নিশ্চিত প্রফিট করার জন্য অটোমেটেড ফরেক্স রোবট এর তুলনা কারো সাথে দেওয়া যাবে না। মুলত ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে রোবট হল বিশেষ অটোমেটেড ট্রেডিং সফটওয়ার যা কয়েকটি নির্ধারিত ট্রেডিং সিগন্যাল দিয়ে তৈরি করতে হয় আর এটা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটেড আমার সকল ট্রেডিং অর্ডারগুলো এন্ট্রি ও ক্লোজ করতে পারে। ফলে অটোমেটেড ফরেক্স রোবট এর কারনে সকল ফরেক্স ট্রেডারের ট্রেডিংয়ে এখন সরাসরি না থাকলেও চলে, স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন বা ক্লোজ হয়ে আপনার অ্যকাউন্টে প্রফিট বা লস চলে আসবে। অবশ্য এটার যেমন সুবিধা আছে আবার তেমনি অসুবিধাও আছে।

SHARIFfx
2019-09-07, 03:54 PM
আমার মতে আপনি ফরেক্সে রোবট এর চিন্তা বাদ দিন। এই রোবটের ফাদে বহু ট্রেডার পুজি হারিয়ে পথের বিখারী। আসলে রোবট ট্রেডে তেমন সুফল আসে না, আর আপনি রোবট পরিচালনা করতে গেলে আপনার পুজি লাগবে বেশি আর প্রফিট হবে কম আর ঝুঁকি থাকবে বেশি। তাই ভালো বাবে এনালাইসিস শিখে মেনুয়ালি ট্রেড করে ভালো সুফল পাবেন ইনশাআল্লাহ।

Montu Zaman
2019-09-16, 05:26 PM
8864
কখনো ফরেক্স রোবট কিনবেন না। কেউ রোবট দিয়ে হাজার ডলার ইনকাম করতে পারে তাহলে, মানুষকে রোবটটি বিক্রি করে টাকা ইনকাম করতে হয় কেন? আবার সবসময় সেন্ট একাউন্ট দেখায়, ডেইলি অথবা উইকলি হাজার ডলার ইনকাম করলে সেই রোবট আপনার হলে আপনি নিজে বিক্রি করতে কখনোই চাইবেন না। মুলত যত ভাল রোবটই হোক না কেন একসময় গিয়ে এটা আপনার ব্যালেন্স শূন্য করে দিবে। জেনে রাখুন কিছু ভালো ট্রেডার্সদের নিজস্ব স্ট্রেটেজি এর উপড় রোবট আছে ইউরোপে। কিন্তু উনারা কোনো টাকার বিনিময়ে সেল করেনা এবং লাইসেন্স তো দুরের কথা। এখন আপনার টাকা আপনার সিদ্ধান্ত সবই আপনার।

Tofazzal Mia
2021-07-11, 04:30 PM
আজ মুলত ফরেক্স সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে যে জন্য তা হল আপনার একটা কম্পিউটার এবং ইনটারনেট অ্যাকসেস থাকলেই আপনি লেনদেন করতে পারবেন,এই বাজারে বিনিয়োগ করতে আপনার বিশাল আমানতের প্রয়োজন নাই, এবং ট্রেডার পরামর্শদাতা নিয়োগ করতে পারেন স্বয়ংক্রিয় ট্রেডিং এর জন্য। জনসাধারণ ,যারা ফরেক্স এর সাথে এই মাত্র কাজ শুরু করেছে,বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং তাদের নিজেদের লেনদেন করার জ্ঞান নাই। এই কারনে ৭০% ট্রেডার স্বয়ংক্রিয় ট্রেডিং ব্যাবহার করে-পরামর্শদাতা।স্বয় ক্রিয় ট্রেডিং সিস্টেম এর ব্যাবহার ট্রেডিং প্রক্রিয়ায় মানুষের আবেগ ,আতঙ্ক,উত্তেজনা ইত্যাদির প্রভাব থেকে দূরে থাকতে সাহায্য করে। পরামর্শদাতারা বিকশিত হয়েছে সফল ব্যবসায়ীদের দীর্ঘ অভিজ্ঞতা এবং পেশাগত বিশ্লেষক এর ওপর ভিত্তি করে।তথাপি, যদিও স্বয়ংক্রিয় ট্রেডিং প্রোগ্রাম গুলো ১০০% মুনাফা এর নিশ্চয়তা প্রদান করে না;তবুও, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাজারে লেনদেন করতে পারেন,এই ক্ষেত্রের সর্বনিম্ন জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে। স্বয়ংক্রিয় ট্রেডিং কি, বিশেষজ্ঞ পরামর্শদাতার সাহায্যে ট্রেডিং নামে পরিচিত? পরামর্শদাতাগুলো হল বিশেষ প্রোগ্রাম,বিভিন্ন মডিউলের অন্তর্ভুক্ত ,যা ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের কাজে যখন চার্ট, ইনডেক্স, প্রতিনিধি থেকে ট্রেডার এর কাছে যায়। স্বয়ংক্রিয় ট্রেডিং প্রোগ্রামগুলো উন্নত করা হয়েছিলো এবং ব্যাবহার করা হয়েছিলো সেইসব ট্রেডারদের জন্য যারা দীর্ঘ সময় ধরে ট্রেড করে,এবং প্রতি বছর বেশ কিছু সংখ্যক এমন প্রোগ্রাম তৈরি হয়, তাদের বেশ কিছু সংখ্যক আধুনিক এবং আরও বেশি নিখুঁত ভাবে কাজ করে।আধুনিক অভিজ্ঞ পরামর্শদাতার সাথে ট্রেডিং করে বেশি মুনাফা গ্রহন করুন সেইসাথে ফরেক্স মার্কেট এর সাথে পরিচিত হন এবং অর্জন করুন দক্ষতা এবং জ্ঞান,যা সফলভাবে ট্রেড করার জন্য প্রয়োজন। পরামর্শদাতাগুলোর গুরুত্বপূর্ণ অংশ,যোগান দেয় বিভিন্ন কম্পানি স্বয়ংক্রিয় ট্রেডিং এর জন্য, একটা নিয়ম হিসেবে ,তাদের সাথে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন নাই।আপনার শুধু প্রয়োজন তাদের ডাউনলোড এবং ইন্সটল করা,এটুকুই,আপনি ট্রেডিং শুরু করতে পারেন, যা আপনাকে খুব দ্রুত ফল দিবে। প্রায়ই স্বয়ংক্রিয় ট্রেডিং বাবস্থা বিনামূল্যে প্রদান করা হয়,সাথে প্রোগ্রামের কাজের বিস্তারিত বর্ণনা,কিন্তু মাঝে মাঝে এই বর্ণনা এর সম্ভাব্যতার সাথে মিলে না।,এই কারনে পরামর্শ দাতার সকল উপকারিতা সত্ত্বেও ,আপনি তাদের উপর সম্পূর্ণ ভরসা করতে পারবেন না। ট্রেডারা, যারা অনেক অভিজ্ঞ এবং অনেক ট্রেডিং কৌশল সম্পর্কে জানেন।স্বাধীনভাব ট্রেডিং শুরু করুন
14865