PDA

View Full Version : ফরেক্স ফাংশন



DhakaFX
2019-08-18, 05:34 PM
ফরেক্স ফাংশন ​অনেক বিশাল, কেননা এই মার্কেটে ছুটির দিন বাদে ২৪ ঘন্টায় দৈনিকপ্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমানের বড় বড় কোম্পনীর শেয়ার, অপরিশোধিত তেল এবং মুল্যবান ধাতু সোনা/রুপার ক্রয় বিক্রয় করা হয় লেনদেনের করা হয়। তাই কোন এলাকার মুল ফরেক্স মার্কেট বন্ধ হলে তখন আবার অন্য দিকে আরো একটি এলাকার মুল ফরেক্স মার্কেট ওপেন হয়।
এইভাবে ২৪ঘন্টা মার্কেটে ট্রেডিং বিশ্বব্যাপী চলতে থাকে। যেমন নিউ ইয়র্ক মার্কেট ০১:০০টা থেকে ১০:০০ জিএমটি পর্যন্ত; তারপর ১০:০০ জিএমটি থেকে সিডনি মার্কেটে শুরু হয়, তারপর টোকিও ০০:০০ টায় খোলে এবং ৯:০০ এ জিএমটি বন্ধ হয়; এবং লুপ সম্পন্ন করতে লন্ডন ৮:০০ টায় খোলে এবং ০৫:০০ জিএমটি অপরাহ্নে বন্ধ হয়। এর ফলে একসঙ্গে সব মহাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের, ট্রেডার ও ব্রোকার ২৪ ঘণ্টা তাদের বিশ্বব্যাপী অনলাইন ট্রেড করতে পারে।