PDA

View Full Version : ফোরাম আমাদের সেতু



Hasinapx
2019-08-19, 10:33 AM
যে কোন প্রকারের প্রতিবন্ধক অতিক্রম করার সংযোগই হলো সেতু । যে কেউ ফরেক্স সম্পর্কে জানার পর দারুনভাবে আগ্রহী হয়ে ওঠে এভাবে ইনকামের জন্য। কিন্তু তাদের সামনে অনেকগুলো প্রতিন্ধকতা দেখা দেয়। যেমন-ফরেক্স কি,কিভাবে ট্রেড করতে হয়,কিভাবে এ্যাকাউন্ট খুলতে হয়,কিভাবে ডিপোজিট করতে হয়,কিভাবে প্রফিট করতে হয়- এ ধরণের হাজার সমস্যাসহ প্রথম প্রথম বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন- ইনভেস্ট করব কিনা ইত্যাদি। বোনাসের মাধ্যমে ইনভেস্টসহ ফরেক্স সংক্রান্ত সকল সমস্যার সমাধান-প্রশ্নের উত্তরসহ যে কোন ধরণের প্রতিবন্ধতা দূরীকরণের যাবতীয় সহযোগীতার মাধ্যমে সেতুবন্ধনের কাজ করছে বাংলাদেশ ফরেক্স ফোরাম। তাই তো ফোরাম আমাদের সেতু ।

Mahmud1984fx
2019-08-19, 02:47 PM
প্রত্যেকটা মানুষের জীবনেই হাজারো প্রতিবন্ধকতা বা বাধা আসে সুন্দর ক্যারিয়ার গঠনে অথবা কোন ব্যবসা করতে গেলে সেই সব প্রতিবন্ধকতা যারা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারেন কেবল তারাই সফল হয় আর যারা বাধা অতিক্রম করতে পারেন না তারাই ঝরে পড়ে।তবে এক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা অতিক্রম করতে কিছু সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফরেক্সে সফলতা পেতে গেলেও অনেক সমস্যা আসে সে সব বাধা অতিক্রম করতে ফরেক্স ফোরাম সেতু হিসাবে কাজ করে।

mondalpijush1985
2019-08-20, 10:29 AM
ভাই আমি এই জগতে একেবারেই নতুন। ফোরামের অনেক কিছু বা ফরেক্সের কিছুই এখনো বুঝিনা । এখানে কি স্বপ্ন পূরণ হবে ?

KANIZFATEMA1997
2019-08-20, 11:08 PM
নদী পার হওয়ার জন্য নৌকার দরকার হয় আবার নদী থেকে গাড়ী ও অন্য কিছু পার করার জন্য সেতুর দরকার হয়।আর এই সেতুই তথ্যওযোগাযোগ ব্যবস্থা কে আরও দূরতর করছে।খুব কম সময়ে সেতু*ব্যবহার করে যাওয়া যায়।আর ফোরামও একটি সেতু। যার দ্বারা আমরা অনেক কিছু জানতে পারে।আর ফরেক্সের সাথে যুক্ত করতে ফোরাম সেতুরর কাজ করে।
যে কোন প্রকারের প্রতিবন্ধক অতিক্রম করার সংযোগই হলো সেতু । যে কেউ ফরেক্স সম্পর্কে জানার পর দারুনভাবে আগ্রহী হয়ে ওঠে এভাবে ইনকামের জন্য। কিন্তু তাদের সামনে অনেকগুলো প্রতিন্ধকতা দেখা দেয়। যেমন-ফরেক্স কি,কিভাবে ট্রেড করতে হয়,কিভাবে এ্যাকাউন্ট খুলতে হয়,কিভাবে ডিপোজিট করতে হয়,কিভাবে প্রফিট করতে হয়- এ ধরণের হাজার সমস্যাসহ প্রথম প্রথম বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন- ইনভেস্ট করব কিনা ইত্যাদি। বোনাসের মাধ্যমে ইনভেস্টসহ ফরেক্স সংক্রান্ত সকল সমস্যার সমাধান-প্রশ্নের উত্তরসহ যে কোন ধরণের প্রতিবন্ধতা দূরীকরণের যাবতীয় সহযোগীতার মাধ্যমে সেতুবন্ধনের কাজ করছে বাংলাদেশ ফরেক্স ফোরাম। তাই তো ফোরাম আমাদের সেতু ।সেতু যদি নষ্ট হয়ে যায় তাহলে ফরেক্স ঠিকে থাকা কষ্টকর

masum0086
2019-08-21, 03:40 PM
ফরেক্সে আমি নতুন সুতরাং ফোরামের নতুন সদস্য । যতটুকু মনে হচ্ছে ফরেক্স সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে । খুজতেছিলাম এধরণের কোন মাধ্যম । মনে হচ্ছে এই ফোরামের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো যদি সিনিয়র ভাইয়েরা সহযোগীতা করেন।

KaziBayzid162
2019-08-22, 09:21 AM
যেকোনো ব্যক্তি ফরেক্স সম্পর্কে জানার পরে অবশ্যই ফরেক্স থেকে আয় করার জন্য আগ্রহী হবে, কিন্তু ফরেক্সে কাজ শুরু করতে চাইলে তাকে অনেকগুলো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে, যেমন কিভাবে ফরেক্স একাউন্ট ওপেন করতে হয় ,কিভাবে ডিপোজিট করতে হয় ,কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে ফরেক্স এর লাভ এবং লস হয়ে থাকে, কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয় ইত্যাদি। আর এই সমস্ত প্রতিবন্ধকতার সমাধান পাওয়া যায় ফরেক্সের ফোরামে, কেননা ফোরামে ফরেক্সের সম্বন্ধে অর্থাৎ ফরেক্স এর সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়,শুধু তাই নয় যদি কোন নতুন ট্রেডার বা এমন কোন ব্যক্তি যে ফরেক্স করতে ইচ্ছুক সে ফোরামে অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে তার নিজের কোন প্রশ্ন থাকলে সেটা ফোরামের শেয়ার করে অভিজ্ঞদের থেকে পরামর্শ নিতে পারে।আর যেহেতু ফোরামে নতুন-পুরাতন অভিজ্ঞ অনভিজ্ঞ সকল ধরনের ট্রেডার অংশগ্রহণ করে থাকে তাই যেকোন প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান ফোরাম থেকে পাওয়া সম্ভব,তাই অনেকে ফোরামকে ফরেক্সে সফলতার সাথে পৌঁছানোর সেতু বলে থাকে, যা খুব সহজে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে থাকে।

Rokibul7
2019-08-22, 03:59 PM
ফোরাম আমাদের সেতু ঠিক আছে। তবে ফোরাম আমাদের ফরেক্স লাইবেরি, এখানে এসে আমি দিগুন জেনেছি ওবুঝেছি ফরেক্স সম্পকে।আগে এত জানতাম না শুধু জানতাম ফরেক্স টেডে লাভ ও লস হয়। তারপর আমার এক বন্ধু ফোরামে আমাকে এড করে দিলো আর বললো ডেমো কর ফোরাম পড়ে হাত ক্লিয়ার কর।তারপর রিয়েল টেড করিস। তারপর এখনে এসে দেখলাম যে ফোরাম ফরেক্স এর বিরাট সুমুদ্র তাই ফোরাম বাসিকে ও কতৃপক্ষকে ধন্যবাদ।আমার মতন নতুন কে কিছু শিখিয়ে দেওয়ার জন্য।

TanjirKhandokar1994
2019-08-22, 06:11 PM
হ্যা ভাই অবশ্যই ফরেক্স ট্রেডিং করতে গেলে নিঃসন্দেহে ফোরামকে সেতু বলা যেতে পারে। কেননা ফরেক্স ট্রেডিং কে যদি ধরা হয় সমুদ্র তাহলে সেই সমুদ্র পার হওয়া জন্য যে সেতুর প্রয়োজন হয় সেটা বলতে হবে ফরেক্স ফোরামকে। কেননা ফোরামের মাধ্যমেই শিখতে পারি কিভাবে ফরেক্স ট্রেডিং করা যায়। ফোরাম করে যে আমরা শুধু শিখতেই পারি এমন নয় এখানে কাজ করে আপনি প্রতি মাসের শেষে একটা ভালো এমাউন্টও পেয়ে থাকেন যা দিয়ে ট্রেড করে যে প্রফিট পাবেন তা আপনি উঠতেও পারেন। তাই ফোরামকে শুধু সেতু বলা ভুল হবে। ধন্যবাদ

mamunjd97
2019-08-29, 12:36 PM
সেতু ব্যবহার হয় সেখানে যেখানে নদী,খাল,বিল বা রাস্তার মাঝে অন্য কোন প্রতিবন্ধকতা থাকে। সেতুর সাহায্যে আমরা সে সব প্রতিবন্ধকতা খুব সহজেই পার হতে পারি। ফরেক্স যেহেতু বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে ব্যবসা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা সামনে এসে হাজির হয় তখন সে সব বাধা যারা অতিক্রম করতে পারেন তারা ফরেক্সে টিকতে পারেন আর যারা বাধা অতিক্রম করতে পারে না তারা ঝরে পড়ে। ঠিক তেমনি ফোরাম আমাদের এবং ফরেক্সের মধ্যে খুব ভাল একটা সেতু ।